It's Me, Ariful Islam

  • Home
  • It's Me, Ariful Islam

It's Me, Ariful Islam “Don’t confuse having a career with having a life.”

31/03/2024

So true...

চায়ের দেশে...........
04/03/2024

চায়ের দেশে...........

"আজও আমি বাতাসে লাশের গন্ধ পাইআজও আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি"এই পথ দিয়েই যাচ্ছিলাম।।। পাঠাও রাইড এর ড্রাইভার আগেই...
03/03/2024

"আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি"

এই পথ দিয়েই যাচ্ছিলাম।।। পাঠাও রাইড এর ড্রাইভার আগেই বলে রাখেছিলো এই পথেই বেইলি রোড।।। কিছুদিন আগেও যারা এই রোড এর নাম শুনে নাই এখন সবাই এর রোড এর নাম জানে।।।।

আগে থেকেও বললেও ভবনটা চিনিয়ে দেওয়া লাগে নাই।। অন্তত ২০০ মিটার আগে থেকে লাশ, কাচ, আসবাবপত্র, খাবার পোড়ার একটা মিশ্র গন্ধ নাকে বাসতেছিলো। নেউজ বা সোস্যাল মিডিয়ায় দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে।।

কথা হচ্ছিলো ড্রাইভার ভাই এর সাথে:

ড্রাইভার: এটা আল্লাহর একটা গজব।।। ২৯ ফেব্রুয়ারিতে একটা বিশেষ দিন ছিলো। যা সেলিব্রেট করতে এখানে ছেলে মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত ছিলো। আর বরাবরই এখানে এমন বিভিন্ন ধরনের সেলিব্রেশন হয় তাই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গজব দেওয়া হয়েছে।

আমি: কিন্তু নিউজে দেখলাম এদের অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় এমন হয়েছে।

ড্রাইভার: সেটাতো ঠিক আছে ভাই, এটার জন্য মালিক যদি ওইদিন ভবনে থাকতো তাহলে ষোল কলা পূর্ন হতো। এই যে ৪৫-৪৬ জন মারা গেলো, আরো লুকানো আছে কি না কে জানে। এর দায়ভার কার?
ড্রাইভার: সরি ভাই। এরকম করে বলার জন্য।

(আমি শুধু শুনালাম। করন এর পক্ষে বিপক্ষে ড্রাইভার ভাই এর সাথে কথা শুরু করলে তার মনোযোগ ঠিক থাকবে না। তাই অন্য প্রসঙ্গে কথা বললাম)

এখন, আপনাদের কাছে ড্রাইভার এর প্রশ্নের উত্তর আছে কি?
এর দায়ভার কার কার?

১. নিয়ম ভঙ্গ করে ভবনটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। (ভাড়া দিয়েছিলো মালিক, আর নিয়েছিলো রেস্টুরেন্টের ম্যানেজার বা মালিকেরা)
২. রাজউকের লোকদের ম্যানেজ করে’ তারা এটা করতে পেরেছে।
৩. ভবনটি আবাসিক ভবন হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে ভবনের বিভিন্ন ফ্লোরে ব্যবসা পরিচালনা করার জন্য বাণিজ্যিক সনদ সংগ্রহ করেন। ( সনদ দেয় কে?)
৪. অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় এমন হয়েছে। (এটা দেখার কাজ কার)
৫. এতো দিন ধরে এখানে ত্রুটি নিয়ে কাজ হচ্ছে সরকারের কোনো অধদপ্তরের চোখে পড়ে নাই। ঘটনা ঘটার পর একে অন্যকে দোষ দেওয়া।
৬. জনগন যে হুজোগে চলে।।।

দোষ কার?

‘‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ’’

চলছি, এবং শিখছি
29/02/2024

চলছি, এবং শিখছি

প্রতিবিম্ব, আয়না যেটাই বলেন না কেনো এটি সবকিছুকে প্রতিফলিত করে, সৌন্দর্য এবং অপূর্ণতা উভয়ই দেখায়। এটি ব্যক্তিগত উপলব্ধ...
27/02/2024

প্রতিবিম্ব, আয়না যেটাই বলেন না কেনো এটি সবকিছুকে প্রতিফলিত করে, সৌন্দর্য এবং অপূর্ণতা উভয়ই দেখায়। এটি ব্যক্তিগত উপলব্ধির জন্য অপরিহার্য আত্ম-প্রতিফলন, অভিজ্ঞতা এবং আবেগের মধ্যে আত্মদর্শন করার মাধ্যমে আমাদের শারীরিক আত্মাকে প্রকাশ করে।


24/02/2024

Unexpected fun day🫣🫣🫣with colleagues. Cockfight

09/01/2024
20/11/2022

অনেক দিন ধরে ভাবতে ছিলাম ব্রয়লার এর মাংসে উপর প্রচলিত বিভিন্ন ভুল ধারণা নিয়ে একটা ভিডিও বানাবো। ভুল তথ্য নিয়ে বাজার সয়লাব এর মাঝে কোনটা সঠিক কোনটা ভুল এটা বোঝা কঠিন। তাছাড়া, স্বার্থ রক্ষার এর জন্য একটা তথ্য কে মশলা মাখিয়ে সবার কাছে এমনভাবে তুলে ধরে যে আসল তথ্য চাপা পড়ে যায়। এর ই ধারবাহিকতায় আমার এ ভিডিও তৈরি ।
For More: https://youtu.be/E8NuVopBrZU

শুধু মাত্র সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এটি শেয়ার করতে পারেন বা আপনার নিজের প্রফাইলে আপলোড করতে পারেন।

A job isn’t just a job. It’s who you are🤑
25/10/2022

A job isn’t just a job. It’s who you are🤑

“Either you run the day or the day runs you.”So, a day should begin with fervor and determination.
14/10/2022

“Either you run the day or the day runs you.”
So, a day should begin with fervor and determination.

"Man cannot discover new oceans unless he has the courage to lose sight of the shore."
13/10/2022

"Man cannot discover new oceans unless he has the courage to lose sight of the shore."

Exploring the future of Bangladesh.
12/10/2022

Exploring the future of Bangladesh.

11/10/2022

“We are like islands in the sea, separate on the surface but connected on the deep.”

Address

Village: Gangni, PO: Pak-Gangni

9385

Alerts

Be the first to know and let us send you an email when It's Me, Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Me, Ariful Islam:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share