Cat&Dog Helping Panel-CDHP

  • Home
  • Cat&Dog Helping Panel-CDHP

Cat&Dog Helping Panel-CDHP গ্রুপটি শুধুমাত্র প্রানী প্রেমীদের জন্য।

এই পেইজটা থেকে একজন আপু দুইবার শাড়ি কিনেন।প্রথমবার শাড়ি ঠিক ছিল।পরবর্তীতে শাড়িতে সমস্যা থাকায় জানানোর পর শাড়ি চেঞ্জ না ক...
30/03/2024

এই পেইজটা থেকে একজন আপু দুইবার শাড়ি কিনেন।প্রথমবার শাড়ি ঠিক ছিল।পরবর্তীতে শাড়িতে সমস্যা থাকায় জানানোর পর শাড়ি চেঞ্জ না করে আপুকে ব্লক করে দেয়।পুরো টাকাটাই ওনার নস্ট হয়েছে।কেউ তাই প্রোডাক্ট এই পেইজ থেকে নিবেন না।আর যখন আপু এদের দেওয়া নাম্বারে কল দেয়,এরা খুবই বাজে ব্যবহার করে।এরপর আপুও ব্লক করে দেন।এসব ফ্রড পেইজের বিষয়গুলো শেয়ার করুন এবং আপনার পরিচিত মানুষদের ফ্রড ব্যবসা থেকে রক্ষা করুন।

অনেকেই গোল্ড কিনে জমিয়ে রাখার কথা ভাবেন।তাই এখন কিছু ফ্রড পেইজ ব্যবসা করে নিচ্ছে।ভুক্তভোগীর ভাষায়,আমার বান্ধবীএই পেইজটাত...
30/03/2024

অনেকেই গোল্ড কিনে জমিয়ে রাখার কথা ভাবেন।তাই এখন কিছু ফ্রড পেইজ ব্যবসা করে নিচ্ছে।ভুক্তভোগীর ভাষায়,
আমার বান্ধবীএই পেইজটাতে ২৪ ক্যারেট গোল্ড বিনস দেখতে পেয়ে নক করে।এদের কাছে সার্টিফিকেশন আর তথ্য জানতে চাওয়ায় ব্লক করে দেয়।পেইজটা ফ্রড।কেউ গোল্ড বিনস এখান থেকে কিনবেন না।সর্বশেষ স্ক্রিনশটে দেখুন ব্লক করে দিয়েছে।সবাই রিপোর্ট করুন পেইজকে।দুটো পেইজ আছে একি নামের।দুইটাকেই রিপোর্ট করুন।শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

ইতা কিতা..
25/10/2023

ইতা কিতা..

31/07/2023
আসুন,মনের পশুগুলোকে কুরবানী করে মহান আল্লাহতায়ালার সৃস্টি অসহায়  প্রানীগুলোর আশ্রয়ে পরিচিত হই..ঈদ মুবারক।
29/06/2023

আসুন,মনের পশুগুলোকে কুরবানী করে মহান আল্লাহতায়ালার সৃস্টি অসহায় প্রানীগুলোর আশ্রয়ে পরিচিত হই..ঈদ মুবারক।

Love..
22/06/2023

Love..

আপনি কি জানেন? যারা বিড়াল পালতে পছন্দ করে কিংবা ভালোবাসে তাদের ক্যাট ফ্যানসিয়ার বা লাভার বলা হয়। 🤍✨বিজ্ঞান বিড়াল পালন কর...
10/06/2023

আপনি কি জানেন? যারা বিড়াল পালতে পছন্দ করে কিংবা ভালোবাসে তাদের ক্যাট ফ্যানসিয়ার বা লাভার বলা হয়। 🤍✨

বিজ্ঞান বিড়াল পালন করতে উৎসাহিত করে কেনো জানেন? বিড়াল বুঝতে পারে আপনার ভিতরে বিদ্যমান নেগেটিভিটি এবং একাকিত্ব।

আমাদের পৃথিবীতে ৫০০ মিলিয়নের উপরে গৃহপালিত বিড়াল রয়েছে৷ এবং আমাদের সাথে এদের সম্পর্ক ১০,০০০ বছরের কাছাকাছি।

বিড়ালের রয়েছে ২০-১৪০ হার্জ অনুভব শক্তি যা মেডিক্যালি থেরাপিউটিক বলা হয়। আপনার অসুস্থতা এবং উচ্চ রক্তচাপ থেকে বিড়াল আপনাকে হেল্প করতে পারে।
বিড়াল গৃহপালিত প্রানিদের মধ্যে অন্যতম একজন ভালবন্ধু হিসেবে আপনাকে সঙ্গ দিতে পারে। যার ফলে আপনি মানষিক প্রশান্তি পেতে পারবেন।😻😻

তথ্য ও ছবি সংগৃহীত।

23/05/2023

এদেশে এখনো চমৎকার কিছু মানুষ আছেন যারা প্রানীদের পোষা প্রাণী হিসেবে নয়, সন্তানের মত লালন করেন।এই চমৎকার মানুষগুলো কিন্তু অনেক ধৈর্যের অধিকারী।একটি প্রানীর দায়িত্ব নেয়া কিন্তু চাট্টিখানি বিষয় নয়।সবাই পারে না এতটা যত্নশীল হতে।
রুমানা বৈশাখী আপু এমন মানুষগুলোর একজন।
।ধন্যবাদ আপু স্রোতের বিপরীতের মানুষগুলোর একজন হবার জন্য।
আপুর প্রতি সম্মান জানাই।💚
https://fb.watch/kICinp4rTz/?mibextid=Nif5oz

17/05/2023

The oldest initiative since 2006 in private pet care in Bangladesh run by Prof. Dr. KBM Saiful Islam.

বিড়ালের গায়ে অনেক লোম থাকায় গরমকালে বিড়ালের নানা ধরনের অসুবিধা হয়। এসময় হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়...
17/05/2023

বিড়ালের গায়ে অনেক লোম থাকায় গরমকালে বিড়ালের নানা ধরনের অসুবিধা হয়। এসময় হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়ে থাকে। আর তাই এ সময় বিড়ালের বাড়তি যত্নের প্রয়োজন হয়।

ঘুমানোর জায়গাঃ একটা তোয়ালে ফ্রিজে রাখুন, ঠাণ্ডা হলে বিড়ালের বিছানায় বিছিয়ে দিন। ঘর ঠাণ্ডা রাখার জন্য এয়ারকন্ডিশন, কুলার, ফ্যান ইত্যাদি চালান এবং বিড়ালকে সে ঘরে রাখুন। যদি উঁচু বিল্ডিং এ বসবাস করেন তাহলে জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই জানালায় নেট লাগিয়ে নিতে হবে।
খাওয়ার পানিঃ সবসময় পরিষ্কার এবং ঠাণ্ডা পানি বিড়ালের খাওয়ার জন্য রেখে দিতে হবে। বিড়ালের খাবারের পানিতে বরফের টুকরো মিশিয়ে দিন। এতে পানি বেশিক্ষণ ঠাণ্ডা থাকবে।
খেলাধুলাঃ এসময় বিড়ালকে খেলাধুলা কম করাতে হবে। উত্তেজিত হয়ে যায় এমন কোন খেলাধূলা করানো যাবে না।

বিশ্রামঃ বেশিরভাগ সময় বিড়ালকে বিশ্রামে রাখুন। যদি নিয়মিত বাইরে হাঁটতে নিয়ে যান, তাহলে দীর্ঘসময় না হেঁটে কম সময় হাঁটবেন।
সূর্যের তাপঃ বিড়ালকে সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। তাই বেশিরভাগ সময় বিড়ালকে ঘরে রাখতে হবে।
Fleas এবং Ticks মুক্ত রাখাঃ বিড়ালকে নিয়মিত grooming করতে হবে যাতে Fleas এবং Ticks এর আক্রমন থেকে বাঁচানো যায়। এদের কামড়ে জ্বলুনি এবং চামড়ার রোগ হয়।

বয়স্ক এবং স্থূলকায় বিড়ালঃ বয়স্ক এবং স্থূলকায় বিড়ালের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সুতরাং এদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

গরমে হটাৎ অসুস্থ হয়ে গেলেঃ একটি তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বিড়ালের শরীর ও মাথা মুছে দিতে হবে। যদিও বিড়াল এটা পছন্দ করে না। তবে এটি বিড়ালকে দ্রুত ঠাণ্ডা করতে পারবে। পর্যাপ্ত পরিমানে পানি খেতে দিন এবং দ্রুত Vet এর সাথে যোগাযোগ করুন।
(পোস্ট সংগৃহীত)

নন্দিনী,বাঘের মাসির নতুন বন্ধু।
17/05/2023

নন্দিনী,বাঘের মাসির নতুন বন্ধু।

11/05/2023

Baby tears don't hurt your cat,your cat can!😉

A baby tears plant is a great choice for those who want low-maintenance plants, and they thrive in warm weather with filtered light as long as you keep the soil moist.

বেবি টিয়ার্স সবার পরিচিত ইনডোর প্লান্ট,যা আপনার বিড়াল বা কুকুরের কোন ক্ষতি করেনা।টক্সিক কিছু গাছ আছে যা বিড়াল ও কুকুরের স্বাস্থ্য ঝুকির কারন হতে পারে।সে গাছগুলোর বিষয়ে জানানো হবে বিস্তারিত পরবর্তী পোস্টগুলোতে।অবশ্যই আপডেট পেতে স্টার দিন,চোখ রাখুন সিডিএইচপির পেইজে।

🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cat&Dog Helping Panel-CDHP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share