Idea Agro Complex

Idea Agro Complex We are a cattle based farm that are trying to supply the best cows in whole Bangladesh.

21/08/2022
14/08/2022
15/07/2022

New lot.
Purchase done ✅👍

Sold 😔
07/07/2022

Sold 😔

উনারা আগামীকাল ঢাকা মেরাদিয়া গরুর হাট ১ং কাউন্টারে আসতেছেন ।
02/07/2022

উনারা আগামীকাল ঢাকা মেরাদিয়া গরুর হাট ১ং কাউন্টারে আসতেছেন ।

ঈদ উল আযহা-২২ এর ৮ টি কোরবানির পশুর বিক্রি হবে!! সুস্থ, এন্টিবায়োটিক ফ্রী , গ্রোথ হরমোন ফ্রী  ও স্টেরয়েড ফ্রী উন্নত জা...
13/06/2022

ঈদ উল আযহা-২২ এর ৮ টি কোরবানির পশুর বিক্রি হবে!!

সুস্থ, এন্টিবায়োটিক ফ্রী , গ্রোথ হরমোন ফ্রী ও স্টেরয়েড ফ্রী উন্নত জাতের কোরবানীর পশু।

লাইভ ওয়েট কিংবা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনার পছন্দের প্রিয় কুরবানির গরু। নিজেই মেপে দেখতে পারবেন , করতে পারবেন যথার্থ মূল্যায়ন । আর গরুর ডেলিভারি কিংবা সুস্থতার নিশচয়তা তো আছেই ।আপনাদের পরিবারের নিরাপদ প্রোটিন চাহিদা পূরণের জন্যই আমাদের এই চেষ্টা :)

অগ্রিম কোন বুকিং মানি দিতে হবে না।
শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হবে।

আইডিয়া এগ্রো কমপ্লেক্স
মাধবকাঠি, কচুয়া, বাগেরহাট, খুলনা।
+8801749707815

Alhamdulillah Live sold already . Thank you Romana Sharmin
07/06/2022

Alhamdulillah
Live sold already .
Thank you Romana Sharmin

03/06/2022
ঈদ উল আযহা-২২ এর ৯টি কোরবানির পশুর বিক্রি হবে!! সুস্থ, এন্টিবায়োটিক ফ্রী , গ্রোথ হরমোন ফ্রী  ও স্টেরয়েড ফ্রী উন্নত জাত...
03/06/2022

ঈদ উল আযহা-২২ এর ৯টি কোরবানির পশুর বিক্রি হবে!!

সুস্থ, এন্টিবায়োটিক ফ্রী , গ্রোথ হরমোন ফ্রী ও স্টেরয়েড ফ্রী উন্নত জাতের কোরবানীর পশু।

লাইভ ওয়েট কিংবা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনার পছন্দের প্রিয় কুরবানির গরু। নিজেই মেপে দেখতে পারবেন , করতে পারবেন যথার্থ মূল্যায়ন । আর গরুর ডেলিভারি কিংবা সুস্থতার নিশচয়তা তো আছেই ।আপনাদের পরিবারের নিরাপদ প্রোটিন চাহিদা পূরণের জন্যই আমাদের এই চেষ্টা :)

মাঝারি গরুর লাইভ ওয়েট প্রতি কেজি ৪৫০ টাকা কেজি ।
ছোট গরুটার লাইভ ওয়েট ৩৮০ টাকা কেজি

শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হবে।

আইডিয়া এগ্রো কমপ্লেক্স
মাধবকাঠি, কচুয়া, বাগেরহাট, খুলনা।
+8801749707815

নিউ কালেকশন 2022
28/05/2022

নিউ কালেকশন 2022

অগ্রীম ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক ঈদ কাটুক আপনার প্রিয়জনের সাথে, সুখে ও শান্তিতে।আপনার ঈদ হোক আনন্দময়।
01/05/2022

অগ্রীম ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক
ঈদ কাটুক আপনার প্রিয়জনের সাথে, সুখে ও শান্তিতে।
আপনার ঈদ হোক আনন্দময়।

গরমকালে গরুর বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।১) প্রচণ্ড গরমে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে। ২) সম্ভব হয় পানির সঙ্গে সেলাই...
25/04/2022

গরমকালে গরুর বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।

১) প্রচণ্ড গরমে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে।
২) সম্ভব হয় পানির সঙ্গে সেলাইন মিশিয়ে গরুকে দিতে হবে।
৩) ছায়াযুক্ত ক্ষেতে চরাতে হবে।
৪) এ সময় গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে। প্রয়োজনে শুকনো খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে। এতে গরুর শরীর ঠান্ডা থাকবে।
৫) সবুজ ঘাস ও কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে।
৬) গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
৭) গরুর থাকার স্থানে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
৮) যথাসম্ভব গরুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।
৯) খামারে ফ্যানের ব্যবস্থা করতে হবে।
১০) পাশাপাশি মশা থেকে রক্ষা করার জন্য মশারি ব্যবহার করেত হবে।



#গবাদি_পশু_পালন
#গরু_মোটাতাজাকরণ
#গবাদিপশু


#গরু

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই ছয়টি গরু বিক্রি করা হবে। কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।  লাইভ ওয়েট হচ্ছে, ৫ টি গরু...
13/04/2022

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই ছয়টি গরু বিক্রি করা হবে। কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।

লাইভ ওয়েট হচ্ছে, ৫ টি গরু ৪০৫ কেজি থেকে ৪৩৫ কেজি ফিতার মাপের ওজন ও একটি ১৯০+ ওজনের ।

যোগাযোগঃ
আইডিয়া এগ্রো কমপ্লেক্স
কচুয়া উপজেলা, বাগেরহাট জেলা, খুলনা বিভাগ।
আবুল কালাম 01749-707815

09/04/2022

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই ছয়টি গরু বিক্রি করা হবে। কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
লাইভ ওয়েট হচ্ছে, ৫ টি গরু ৪০৫ কেজি থেকে ৪৩৫ কেজি ওজনের ও একটি আছে ১৯০+ ওজনের।

যোগাযোগঃ
আইডিয়া এগ্রো কমপ্লেক্স
কচুয়া উপজেলা, বাগেরহাট জেলা, খুলনা বিভাগ।
আবুল কালাম 01749-707815

সবাইকে পবিত্র🕌মাহে রমজান এর অগ্রীম শুভেচ্ছা! ❝মোবারক হো মাহে রমজান❞
02/04/2022

সবাইকে পবিত্র🕌
মাহে রমজান এর অগ্রীম শুভেচ্ছা!
❝মোবারক হো মাহে রমজান❞

লোকেশন বাগেরহাট 01749-707815
30/03/2022

লোকেশন বাগেরহাট
01749-707815

30/03/2022

So adorable 🥰

কুরবানির বিকল্প কোনো ইবাদত নেইপরিস্থিতি যাই হোক না কেন, সামর্থ্যবানদের অবশ্যই কুরবানিতে অংশ নিতে হবে। কেননা ইসলামে ঈদুল ...
26/03/2022

কুরবানির বিকল্প কোনো ইবাদত নেই

পরিস্থিতি যাই হোক না কেন, সামর্থ্যবানদের অবশ্যই কুরবানিতে অংশ নিতে হবে। কেননা ইসলামে ঈদুল আজহার দিনে কুরবানি করার গুরুত্ব অপরিসিম।

রাসুল করিম (সা.) ‘ঈদুল আজহিয়া’ উপলক্ষে নিজেও কুরবানি করতেন এবং তার সাহাবিদেরকেও কুরবানি করার জন্য তাগিদ দিতেন। এ ব্যাপারে হাদিসে অনেক দৃষ্টান্ত রয়েছে।

যেমন হজরত আব্দুল্লাহ বিন উমর (রা.) বলেন, মহানবী (সা.) হিজরতের পর মদিনায় দশ বছর অবস্থান করেন এবং তিনি প্রতি বছরই ‘ঈদুল আজহিয়া’ উপলক্ষ্যে মদিনায় কুরবানি করতেন (তিরমিজি)।

শুধু তাই নয়, ঈদুল আজহার কুরবানির প্রতি রাসুলের (সা.) এতদূর খেয়াল ছিল যে, ওফাতের পূর্বে তিনি তার জামাতা ও পিতৃব্য পুত্র হজরত আলীকে (রা.) ওসিয়ত করেন, তার ওফাতের পর যেন মহানবীর (সা.) পক্ষে ঈদুল আজহিয়া উপলক্ষ্যে সর্বদা কুরবানি করা হয়। হজরত আলীও (রা.) তাই করেছিলেন যা মহানবী (সা.) নির্দেশ দিয়েছিলেন।

হাদিসে বর্ণিত রয়েছে, হজরত হাবসা (রা.) বলেন, তিনি হজরত আলীকে (রা.) দেখলেন ঈদুল আজহায় দু’টি দুম্বা কুরবানি করছেন। হজরত আলীকে (রা.) তিনি জিজ্ঞেস করলেন, দু’টি দুম্বা কোরবানি করার উদ্দেশ্য কী? এতে হজরত আলী (রা.) বললেন, আমাকে মহানবী (সা.) ওসিয়্ত করেছেন, আমি যেন মহানবীর (সা.) পক্ষে তার ওফাতের পরেও কুরবানি করতে থাকি। এজন্য তিনি হজরত রাসুলের (সা.) পক্ষে কুরবানি করেন (আবু দাউদ) ।

ঈদুল আজহার দিন কোরবানি করা মহানবীর (সা.) শুধু ব্যক্তিগত কর্মই ছিল না, বরং তিনি তার সাহাবাদেরকেও এর আদেশ দিতেন।

হাদিসে বর্ণিত আছে, হজরত বারা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) ঈদুল আজহার দিন খুতবা প্রদান করেন এবং বলেন, এ দিন প্রথমে মানুষ ঈদের নামাজ পড়বে এবং তারপর কুরবানি করবে। সুতরাং যে এমন করে, সে তার সুন্নতকে লাভ করেছে (বোখারি ও মুসলিম)।

আরেক স্থানে তিনি (সা.) বলেন, যার আর্থিক সামর্থ্য থাকা সত্বেও ঈদুল আজহিয়া উপলক্ষ্যে কুরবানি করে না, সে কেন আমাদের ঈদগাহে এসে নামাজে শামিল হয়? (মুসনাদ আহমদ)।

মহানবীর (সা.) এই আদেশকে সাহাবারা (রা.) খুব ভালভাবেই স্মরণ রেখেছিলেন আর সাধ্যমত তারা কুরবানি করতেন।

বর্ণনায় এসেছে, একবার এক ব্যক্তি হজরত আব্দুল্লাহ ইবনে উমরকে (রা.) জিজ্ঞেস করলেন, ঈদুল আজহার কুরবানি কি জরুরী? এতে তিনি বললেন, মহানবী (সা.) নিজে কুরবানি করতেন এবং তার অনুবর্তিতা রূপে সাহাবাগণও কুরবানি করতেন।

ওই ব্যক্তি তার প্রশ্নটি পুনরুত্থাপনপূর্বক বললেন, কুরবানি কি ওয়াজিব? হজরত আব্দুল্লাহ বিন উমর (রা.) বললেন, তুমি কি আমার কথা বুঝতে পার না? আমি স্পষ্ট করে বললাম, মহানবী (সা.) নিজেও কুরবানি করতেন এবং তার অনুবর্তীতায় অন্য মুসলমানরাও করতেন (তিরমিজি)।

ঈদুল আজহার দিন কোরবানি করা অত্যন্ত পুণ্যের কাজ। যেমন হাদিসে বর্ণিত আছে, হজরত জায়েদ বিন আরকাম (রা.) বলেন, সাহাবায়ে কেরামরা মহানবীর (সা.) কাছে নিবেদন করলেন, হে আল্লাহর রাসুল (সা.)! ঈদুল আজহার এই যে কুরবানি, এটি কেন করা হয়?

এতে মহানবী (সা.) বললেন, এটি তোমাদের প্রধান পূর্ব পুরুষ ইব্রাহিমের প্রবর্তিত রীতি বা সুন্নত। এরপর সাহাবারা (রা.) নিবেদন করলেন, আমাদের জন্য এতে লাভ কী? তখন তিনি (সা.) বললেন, কুরবানির জন্তুর প্রত্যেকটি লোম কোরবানিকারীর জন্য এক একটি পুণ্য, যা তাকে আল্লাহতায়ালার কাছে পুরস্কার লাভের যোগ্য করে তুলবে (ইবনে মাজা)।

এ থেকে সহজেই উপলব্ধি করা যায়, ঈদুল আজহায় কুরবানির গুরুত্ব কত ব্যাপক। কুরবানির আদেশ রয়েছে বলে, যে কোন ধরনের পশু কুরবানি করলেই কিন্তু চলবে না।

মনে রাখতে হবে, কুরবানির পশু নিখুঁত হওয়া চাই। এব্যাপারে বিভিন্ন হাদিসেও উল্লেখ রয়েছে। হজরত আলী (রা.) বলেন, তিনি (সা.) আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন কুরবানির পশুর চোখ, কান ভালভাবে দেখে নেই। যে পশুর কানের শেষ ভাগ কাটা গিয়েছে অথবা যার কান গোলাকার ছিদ্র করা হয়েছে বা যার কান পেছনের দিক থেকে ফেরে গিয়েছে তা দিয়ে আমরা যেন কোরবানি না করি (তিরমিজি)।

হজরত আলী (রা.) বলেন, মহানবী (সা.) শিং ভাঙ্গা ও কান কাটা পশু দিয়ে আমাদেরকে কোরবানি করতে নিষেধ করেছেন (ইবনে মাজাহ)। তাই এ বিষয়টির ওপর খুব গুরুত্ব দিতে হবে।

বর্তমান যেহেতু করোনাকাল চলছে, অনেক খেটে খাওয়া ও দরিদ্র মানুষ অতি কষ্টে দিনাতিপাত করছেন, তাই এই ঈদে তাদের কথা চিন্তা করে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে।

আল্লাহতায়ালা আমাদের সকলকে প্রকৃত অর্থে ঈদুল আজহার গুরুত্ব উপলব্ধি করে তার সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।

লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট
source: যুগান্তর

এই স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেকের জন্য ভাগ্য এবং সাফল্য বয়ে আনুক। আমাদের দেশ আগামী বছরগুলিতে আরও অগ্রগতির পথে এগিয়ে চ...
26/03/2022

এই স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেকের জন্য ভাগ্য এবং সাফল্য বয়ে আনুক। আমাদের দেশ আগামী বছরগুলিতে আরও অগ্রগতির পথে এগিয়ে চলুক। শুভ স্বাধীনতা দিবস ২০২২!

আইডিয়া এগ্রো কমপ্লেক্স নিয়ে এসেছে প্রাকৃতিক উপায়ে পালিত আকর্ষণীয় ষাঁড় গরু।  ☑️ যোগাযোগঃ  আইডিয়া এগ্রো কমপ্লেক্স মাদবকা...
20/03/2022

আইডিয়া এগ্রো কমপ্লেক্স নিয়ে এসেছে
প্রাকৃতিক উপায়ে পালিত আকর্ষণীয় ষাঁড় গরু।

☑️ যোগাযোগঃ
আইডিয়া এগ্রো কমপ্লেক্স
মাদবকাঠি, শিয়ালকাঠী মোড়, কচুয়া , কে-দেপাড়া, বাগেরহাট!
📞01941877394-01749707815



19/03/2022

Our collection

Season 2022 keep patience our days of happiness are coming only 106 days left.

idea agro complex

Address

Madhobkathi, Kochua
Bagerhat

Telephone

+8801749707815

Website

Alerts

Be the first to know and let us send you an email when Idea Agro Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Idea Agro Complex:

Videos

Share

Category


Other Urban Farms in Bagerhat

Show All

You may also like