NexGen Pet Care - Banani Branch

NexGen Pet Care - Banani Branch One stop solution for your Pet
✅Treatment, Diagnosis, Surgery
✅Food & Accessories and Medicine.
(38)

𝐖𝐡𝐢𝐜𝐡 𝐩𝐞𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐫𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐥𝐲 𝐭𝐫𝐚𝐢𝐧𝐞𝐝 𝐭𝐨 𝐮𝐬𝐞 𝐚 𝐥𝐢𝐭𝐭𝐞𝐫 𝐛𝐨𝐱?🤔🐶 Dog🐱 Cat💬 Drop your answer in the comments below and let’s see...
04/01/2025

𝐖𝐡𝐢𝐜𝐡 𝐩𝐞𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐫𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐥𝐲 𝐭𝐫𝐚𝐢𝐧𝐞𝐝 𝐭𝐨 𝐮𝐬𝐞 𝐚 𝐥𝐢𝐭𝐭𝐞𝐫 𝐛𝐨𝐱?🤔

🐶 Dog
🐱 Cat

💬 Drop your answer in the comments below and let’s see who gets it right!

02/01/2025

🐾 সঠিক পদ্ধতিতে বিড়ালের নখ কাটার পদ্ধতি ও নিরাপত্তা টিপস !!!

বিড়ালের নখ কাটার গুরুত্ববিড়ালের নখ কাটা একটি গুরুত্বপূর্ণ যত্নের অংশ। এটি শুধু বিড়ালের স্বাস্থ্য রক্ষা করে না, বরং মালিক ও পরিবারের সদস্যদের দুর্ঘটনাজনিত আঁচড় থেকে রক্ষা করে। এছাড়া, আসবাবপত্র সুরক্ষিত রাখতে এবং অন্যান্য প্রাণীদের আঘাতের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত নখ কাটার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

🔷 বিড়ালের নখ কি প্রতিদিন কাটা উচিত?

না, বিড়ালের নখ প্রতিদিন কাটার প্রয়োজন হয় না। তবে প্রতি ১০-১৫ দিনে একবার নখ কাটা নিরাপদ এবং কার্যকর। যদি আপনার বিড়ালের নখ খুব দ্রুত বাড়ে, তবে সময়মতো চেক করুন এবং অতিরিক্ত লম্বা হলে কাটুন। প্রতিদিন নখ পরীক্ষা করা অভ্যাস করলে, কখন নখ কাটা দরকার তা সহজেই বোঝা যাবে।

🔷 বিড়ালের নখ কাটার উপকারিতা:

➡️ দুর্ঘটনাজনিত আঁচড়ের ঝুঁকি কমায়।

➡️ আসবাবপত্র ও পর্দা রক্ষা করে।

➡️ বিড়ালের চলাফেরায় আরাম দেয়।

➡️ অন্যান্য প্রাণীদের প্রতি আক্রমণাত্মক আচরণ হ্রাস করে।

➡️ নখে ফাটল বা ভাঙনের ঝুঁকি কমায়।

🔷 সঠিক পদ্ধতিতে নখ কাটার প্রস্তুতি ও ধাপসমূহ:

১. বিড়ালকে শান্ত করুন: বিড়ালকে আরামদায়ক অবস্থায় নিয়ে বসান। Treat বা পছন্দের খাবার দিয়ে শান্ত করুন।

২. থাবা ধরে নিন: একটি থাবা ধরে পায়ের তলায় হালকা চাপ দিন যাতে নখগুলো বেরিয়ে আসে।

৩. নেইল ক্লিপার ব্যবহার করুন: পোষা প্রাণীর জন্য বিশেষভাবে তৈরি নেইল ক্লিপার ব্যবহার করুন। মানুষের নেইল কাটার ব্যবহার করবেন না।

৪. গোলাপি অংশের পর থেকে কাটুন: নখের ভিতরের গোলাপি অংশ (Quick) এড়িয়ে সাদা অংশটি কাটুন। গোলাপি অংশ কাটলে রক্তক্ষরণ হতে পারে।

৫. পুরস্কার দিন: নখ কাটার পর বিড়ালকে পছন্দের খাবার বা খেলনা দিয়ে উৎসাহিত করুন।

🔷 বিড়াল নখ কাটতে না দিলে কী করবেন?

➡️ ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন।

➡️ প্রথমে ২-৩টি নখ কাটুন, পরে সংখ্যা বাড়িয়ে নিন।

➡️ নখ কাটার আগে বিড়ালের পা ম্যাসাজ করুন।

➡️ তোয়ালে দিয়ে বিড়ালকে ঢেকে রাখুন যাতে সে নড়াচড়া কমায়।

🔶 বিশেষ সতর্কতা:

নখ কাটার সময় দুর্ঘটনাবশত রক্তক্ষরণ হলে স্টাইপটিক পাউডার ব্যবহার করুন।

গুরুতর ক্ষতি হলে পশু চিকিৎসকের পরামর্শ নিন।

🔷 প্রতিদিন নখ পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলুন:

বিড়ালের নখের বৃদ্ধি এবং অবস্থার উপর নিয়মিত নজর রাখুন। এতে করে আপনি সঠিক সময়ে নখ কাটতে পারবেন এবং দুর্ঘটনা এড়ানো সহজ হবে।

বিড়ালের নখের যত্ন নেওয়া একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি শুধুমাত্র আপনার বিড়ালের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করে না, বরং আপনার পরিবারের সদস্য ও আসবাবপত্রকেও সুরক্ষিত রাখে। প্রতিদিনের যত্নে আপনার বিড়াল আরও আনন্দিত এবং সুস্থ থাকবে।

If ignoring others was a skill, I'd learn it from my cat. 🙂😭
01/01/2025

If ignoring others was a skill,
I'd learn it from my cat. 🙂😭

31/12/2024

⚠️আসুন আমরা সচেতন মানুষ হই ⚠️ অকারণে অন্যের ক্ষতি না করি। আতশবাজি আর ফানুসের রঙিন আলো হয়তো আমাদের জন্য আনন্দের, কিন্তু এর ভয়াবহতা আমরা অনেক সময় বুঝতে পারি না।ক্ষতিকর দিকগুলো:🐾 পশু-পাখির ভয়: আতশবাজির শব্দ আর আলো পশু-পাখির জন্য মারাত্মক আতঙ্ক সৃষ্টি করে।অসংখ্য পাখির মৃত্যু হয়। অনেক পোষা প্রাণী ভয় পেয়ে আহত হয় বা পালিয়ে যায়।👶 শিশুদের জন্য বিপজ্জনক: আতশবাজি বা ফানুস ব্যবহারে আগুন লাগার ঝুঁকি থাকে, যা শিশুদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।🌍 পরিবেশ দূষণ: ফানুস ও আতশবাজি থেকে সৃষ্ট ধোঁয়া আর আবর্জনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।🏠 আগুন লাগার ঝুঁকি: ফানুসের আগুন ছড়িয়ে দুর্ঘটনা ঘটাতে পারে, যার ফলে অনেক সময় পাখির ঘর সহ আমাদের নিজেদের অনেকের সম্পদ ধ্বংস হয়।আনন্দের নামে অন্যের কষ্টের কারণ যেন না হই। আসুন সচেতন হই এবং প্রকৃতি, প্রাণী ও মানুষের প্রতি সহানুভূতিশীল হই। 🌿 NexGen Pet Care

⚠️আসুন আমরা সচেতন মানুষ হই ⚠️অকারণে অন্যের ক্ষতি না করি। আতশবাজি আর ফানুসের রঙিন আলো হয়তো আমাদের জন্য আনন্দের, কিন্তু এর...
31/12/2024

⚠️আসুন আমরা সচেতন মানুষ হই ⚠️
অকারণে অন্যের ক্ষতি না করি। আতশবাজি আর ফানুসের রঙিন আলো হয়তো আমাদের জন্য আনন্দের, কিন্তু এর ভয়াবহতা আমরা অনেক সময় বুঝতে পারি না।

ক্ষতিকর দিকগুলো:

🐾 পশু-পাখির ভয়: আতশবাজির শব্দ আর আলো পশু-পাখির জন্য মারাত্মক আতঙ্ক সৃষ্টি করে।
অসংখ্য পাখির মৃত্যু হয়। অনেক পোষা প্রাণী ভয় পেয়ে আহত হয় বা পালিয়ে যায়।

👶 শিশুদের জন্য বিপজ্জনক: আতশবাজি বা ফানুস ব্যবহারে আগুন লাগার ঝুঁকি থাকে, যা শিশুদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

🌍 পরিবেশ দূষণ: ফানুস ও আতশবাজি থেকে সৃষ্ট ধোঁয়া আর আবর্জনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

🏠 আগুন লাগার ঝুঁকি: ফানুসের আগুন ছড়িয়ে দুর্ঘটনা ঘটাতে পারে, যার ফলে অনেক সময় পাখির ঘর সহ আমাদের নিজেদের অনেকের সম্পদ ধ্বংস হয়।

আনন্দের নামে অন্যের কষ্টের কারণ যেন না হই। আসুন সচেতন হই এবং প্রকৃতি, প্রাণী ও মানুষের প্রতি সহানুভূতিশীল হই। 🌿

31/12/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐍𝐞𝐰 𝐘𝐞𝐚𝐫 𝟐𝟎𝟐𝟓! 🎉

Wishing you and your furry friends a happy, healthy, and joyful year ahead! Thank you for trusting us to care for your beloved pets.

বিড়ালের সাথে কাটানো সময়গুলো কখনোই বৃথা যায় না।
31/12/2024

বিড়ালের সাথে কাটানো সময়গুলো কখনোই বৃথা যায় না।

27/12/2024

চলছে ধামাকা অফার !!! 🌟

🐾🐱 আপনার পোষা প্রাণীর সুস্থতা ও পরিপূর্ণ যত্নে আমরা দিচ্ছি ওয়ান স্টপ সল্যুশন।

𝐍𝐞𝐱𝐆𝐞𝐧 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐫𝐞- এ আপনার পোষা প্রাণীর প্রয়োজনীয় খাবার, এক্সেসরিজ, ওষুধ, ভিটামিন, সাপলিমেন্ট এবং উন্নত চিকিৎসা সেবা—সব কিছু পাচ্ছেন একসাথে! ❤️

☎️ 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞:

01999-991044
01999-991033
01999-991022

𝐌𝐚𝐢𝐧 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡:
৫৭২/৩, বিএস টাওয়ার, পূবালী ব্যাংক বিল্ডিং, লিফট-৫, ইসিবি চত্ত্বর,
ঢাকা ক্যান্টনমেন্ট।

𝐁𝐫𝐚𝐧𝐜𝐡-𝟐:
সাগুফতা, ১ নং রোড, মিরপুর DOHS (কালশি ফ্লাইওভারের শেষ মাথায়), পল্লবী-১২১৬।

25/12/2024

সাশ্রয়ী মূল্যে 𝐂𝐚𝐭 𝐋𝐢𝐭𝐭𝐞𝐫 𝐁𝐨𝐱 এর সেরা কালেকশন!!! 🐾🐱

🔹 টেকসই এবং দীর্ঘস্থায়ী মান।
🔹 বিভিন্ন আকৃতি ও সাইজের প্রিমিয়াম ডিজাইন, যা আপনার বিড়ালের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত।
🔹 আরামদায়ক, হাইজেনিক এবং সহজ পরিষ্কার।
🔹 উন্নত এয়ারফ্লো ডিজাইন, যা দুর্গন্ধ দূর করতে সহায়ক।

𝐍𝐞𝐱𝐆𝐞𝐧 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐫𝐞-এ আপনার পোষা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পাচ্ছেন প্রয়োজনীয় সকল ব্র্যান্ডেড খাবার, এক্সেসরিজ, ওষুধ, ভিটামিন, সাপলিমেন্ট এবং চিকিৎসা সেবা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

𝐌𝐚𝐢𝐧 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡:
৫৭২/৩, বিএস টাওয়ার, পূবালী ব্যাংক বিল্ডিং, লিফট-৫, ইসিবি চত্ত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

☎️ Mobile: 01999-991044; 01999 991033

আপনার আমার মতো বাঁচার অধিকার সব প্রাণীর আছে।অকারনে আর একটি প্রাণীকেও আঘাত করবেন না 😡।তাদেরও জীবন আছে, বাঁচার জন্য তাদেরও...
24/12/2024

আপনার আমার মতো বাঁচার অধিকার সব প্রাণীর আছে।
অকারনে আর একটি প্রাণীকেও আঘাত করবেন না 😡।
তাদেরও জীবন আছে, বাঁচার জন্য তাদেরও খাবার দরকার।

ধারনার চেয়েও মানুষের প্রতি বেশি মনোযোগী বিড়াল। NexGen Pet Care
21/12/2024

ধারনার চেয়েও মানুষের প্রতি বেশি মনোযোগী বিড়াল।
NexGen Pet Care

❄️ তীব্র শীতে পোষা প্রাণীর যত্ন: স্বাস্থ্য সুরক্ষার করণীয়! 🐾শীতকালের তীব্র ঠান্ডা শুধু মানুষের জন্য নয়, পোষা প্রাণী বা গ...
21/12/2024

❄️ তীব্র শীতে পোষা প্রাণীর যত্ন: স্বাস্থ্য সুরক্ষার করণীয়! 🐾

শীতকালের তীব্র ঠান্ডা শুধু মানুষের জন্য নয়, পোষা প্রাণী বা গৃহপালিত পশুপাখির জন্যও বিপজ্জনক হতে পারে। এমনকি রাস্তার পশুপাখিও শীতকালীন রোগের ঝুঁকিতে থাকে। যারা প্রাণী পালন করেন, তাদের শীতে নিজস্ব সুরক্ষার পাশাপাশি পোষা প্রাণীর যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। এখানে আলোচনা করা হলো কীভাবে শীতকালে পোষা প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।

❄️ পোষা প্রাণীদের শীতকালীন সুরক্ষার পদ্ধতি:

১. ঘরের ভেতরে রাখুন
পোষা প্রাণীদের ঠান্ডা থেকে রক্ষা করার সহজতম উপায় হলো তাদের ঘরের ভেতরে রাখা। বিশেষ করে রাতে। বাইরের ঠান্ডা পরিবেশ এবং রাস্তার জীবাণু তাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। দিনের কিছুটা সময় শরীরচর্চার জন্য তাদের বাইরে নিয়ে আসুন, যাতে তারা সক্রিয় থাকে।

২. উষ্ণ থাকার জায়গার ব্যবস্থা
যদি পশুপাখি ঘরের বাইরে থাকে, তাদের থাকার জায়গাটি শুষ্ক এবং উষ্ণ রাখুন। জায়গাটি যেন বাতাস কম ঢোকে এবং তাদের বসা ও শোয়ার জন্য আরামদায়ক হয়। ঘরের মেঝেতে গরম মাদুর বা পশুদের জন্য নির্ধারিত কম্বল বিছিয়ে দিতে পারেন।

৩. শীতের পোশাক পরান
অনেক প্রাণীর শরীরে লোমের স্তর থাকলেও তা সবসময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না। পাতলা লোমযুক্ত প্রাণীদের শীতে সোয়েটার বা বুটি পরানো জরুরি। এটি তাদের হাইপোথার্মিয়া থেকে রক্ষা করবে।

৪. শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতা
বাইরে থেকে ফিরে পোষা প্রাণীদের পা এবং শরীর পরিষ্কার করুন। তাদের পা ধুলো-ময়লা মুক্ত রাখতে আর্দ্র তোয়ালে ব্যবহার করুন। এভাবে জীবাণু সংক্রমণ কমানো সম্ভব।

৫. পুষ্টিকর খাবার ও পানি
শীতকালে পোষা প্রাণীদের খাবারে ভিটামিন এবং খনিজ যোগ করুন। পর্যাপ্ত ক্যালোরি সরবরাহ নিশ্চিত করতে তাদের খাবার সামান্য গরম করে দিতে পারেন। এছাড়া, তাদের জন্য সবসময় কুসুম গরম পানির ব্যবস্থা রাখুন।

৬. রাসায়নিক দ্রব্য থেকে দূরে রাখুন
অ্যান্টিফ্রিজ বা অন্যান্য রাসায়নিক দ্রব্য পোষা প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। এসব দ্রব্য তাদের ধরা-ছোঁয়ার বাইরে রাখুন।

৭. প্রাথমিক চিকিৎসার কিট রাখুন
পোষা প্রাণীদের জন্য প্রাথমিক চিকিৎসার কিট ঘরে মজুত রাখুন। কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন।

শীতকালে পোষা প্রাণীদের যত্ন নেওয়া তাদের সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন এবং সচেতনতার মাধ্যমে আপনার পোষা প্রাণীটিকে শীতের তীব্রতা থেকে রক্ষা করা সম্ভব। তাদের জন্য এই শীতকাল হতে পারে আরামদায়ক এবং নিরাপদ।

19/12/2024

হ্যালো! প্যারেন্টস। আপনার বেবি ঢং করে কোন স্টাইলে হাঁটে? দেখুন তো কোন মিল পান কিনা?

💉 জানেন কি, পোষা কুকুর-বিড়ালের টিকাকরণ কেন অপরিহার্য?অনেকেই বাসায় পোষা প্রাণী রাখেন। সময়ের সাথে সাথে এসব প্রাণী আমাদের...
19/12/2024

💉 জানেন কি, পোষা কুকুর-বিড়ালের টিকাকরণ কেন অপরিহার্য?
অনেকেই বাসায় পোষা প্রাণী রাখেন। সময়ের সাথে সাথে এসব প্রাণী আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। তবে শুধুমাত্র পোষা প্রাণী রাখলেই হবে না, চাই সঠিক যত্ন। আর এই যত্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে টিকা দেওয়া।

পোষা প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক, ডিপথেরিয়া, ফ্লুর মতো কিছু মারাত্মক রোগ ছড়াতে পারে, যা মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই ক্ষতিকর। বিশেষ করে শিশুরা পোষা প্রাণীর সঙ্গে খেলতে ভালোবাসে। খেলতে খেলতে কখনো কখনো আঁচড় বা কামড়ের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। তাই পোষা প্রাণীকে ঘরে আনার পরপরই প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

পোষা প্রাণীদের টিকাকরণ কেন গুরুত্বপূর্ণ?

✔ পোষা প্রাণীর সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করে।
✔ জলাতঙ্কসহ মারাত্মক রোগ প্রতিরোধে সহায়ক।
✔ পরিবারের শিশু ও সদস্যদের স্বাস্থ্য সুরক্ষিত রাখে।
✔ পোষা প্রাণীর সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করে।
✔ প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কমায়।
✔ অসুস্থতার কারণে চিকিৎসার খরচ কমাতে সাহায্য করে।
✔ পোষা প্রাণীর প্রজনন ক্ষমতা সুরক্ষিত রাখে।

💉 টিকা দেওয়ার সঠিক সময়-

বিড়ালের বয়স ৩ মাস হলে প্রথম ফ্লুর টিকা দিতে হবে। এরপর ২১-২৮ দিনের মধ্যে বুস্টার ডোজ প্রয়োজন। বুস্টার ডোজের মেয়াদ থাকে ১ বছর। জলাতঙ্ক প্রতিরোধে 'রেবিস ভ্যাকসিন' অত্যন্ত কার্যকর, যা বিড়ালকে এই মারাত্মক সংক্রামক রোগ থেকে রক্ষা করে।

কুকুরের জন্য একটি মাত্র 'কোর ভ্যাকসিন'ই যথেষ্ট। এই টিকা জীবনে একবারই দেওয়া প্রয়োজন। তবে বাড়তি সচেতনতার জন্য ভেটেরিনারিয়ানের পরামর্শে সেকেন্ডারি কিছু ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

সঠিক সময়ে সঠিক টিকা নিশ্চিত করলে পোষা প্রাণীর সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব। এতে করে আপনার পোষা প্রাণী এবং পরিবারের অন্যান্য সদস্য ঝামেলাবিহীন জীবন উপভোগ করতে পারবেন। টিকা দিন, নিরাপদ ও সুস্থ থাকুন।

অবিশ্বাস্য মূল্য ছাড়! আপনার প্রিয় বন্ধুর যত্নে আমরা আছি আপনার পাশে। আপনার প্রিয় পোষা-প্রাণীর সকল প্রকার খাবারে থাকছে ...
18/12/2024

অবিশ্বাস্য মূল্য ছাড়! আপনার প্রিয় বন্ধুর যত্নে আমরা আছি আপনার পাশে। আপনার প্রিয় পোষা-প্রাণীর সকল প্রকার খাবারে থাকছে ধামাকা অফার।

🐾 হোলসেল দামে 𝐏𝐞𝐭 𝐒𝐮𝐩𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭 এর সেরা সমাহার!আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট এখন...
18/12/2024

🐾 হোলসেল দামে 𝐏𝐞𝐭 𝐒𝐮𝐩𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭 এর সেরা সমাহার!
আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট এখন সাশ্রয়ী মূল্যে। মানের নিশ্চয়তার সঙ্গে আমরা দিচ্ছি আপনার পোষা প্রাণীর সঠিক যত্নের উপযোগী সাপ্লিমেন্ট।

𝐍𝐞𝐱𝐆𝐞𝐧 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐫𝐞-এ আপনার পোষা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পাচ্ছেন প্রয়োজনীয় সকল ব্র্যান্ডেড খাবার, এক্সেসরিজ, ওষুধ, ভিটামিন, সাপলিমেন্ট এবং চিকিৎসা সেবা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

𝐌𝐚𝐢𝐧 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡:
৫৭২/৩, বিএস টাওয়ার, পূবালী ব্যাংক বিল্ডিং, লিফট-৫, ইসিবি চত্ত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

☎️ Mobile: 01999-991044; 01999 991033

হোলসেল দামে 𝐏𝐞𝐭 𝐆𝐫𝐨𝐨𝐦𝐢𝐧𝐠 ও 𝐂𝐚𝐫𝐞 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐬 এর সেরা সমাহার! 🐾আপনার পোষা প্রাণীর পরিচর্যা ও গ্রুমিংয়ের জন্য প্রয়োজনীয় সব পণ্...
17/12/2024

হোলসেল দামে 𝐏𝐞𝐭 𝐆𝐫𝐨𝐨𝐦𝐢𝐧𝐠 ও 𝐂𝐚𝐫𝐞 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐬 এর সেরা সমাহার! 🐾

আপনার পোষা প্রাণীর পরিচর্যা ও গ্রুমিংয়ের জন্য প্রয়োজনীয় সব পণ্য এখন সাশ্রয়ী মূল্যে। মানের নিশ্চয়তার সঙ্গে আমরা দিচ্ছি বিভিন্ন ধরনের গ্রুমিং এবং কেয়ার প্রোডাক্ট, যা আপনার পোষা প্রাণীর সুস্বাস্থ্য ও আরাম নিশ্চিত করবে।

𝐍𝐞𝐱𝐆𝐞𝐧 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐫𝐞-এ আপনার পোষা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পাচ্ছেন প্রয়োজনীয় সকল ব্র্যান্ডেড খাবার, এক্সেসরিজ, ওষুধ, ভিটামিন, সাপলিমেন্ট এবং চিকিৎসা সেবা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

𝐌𝐚𝐢𝐧 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡:
৫৭২/৩, বিএস টাওয়ার, পূবালী ব্যাংক বিল্ডিং, লিফট-৫, ইসিবি চত্ত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

☎️ Mobile: 01999-991044; 01999 991033

17/12/2024

Address

Kamal Ataturk Road, Dhaka
Banani Model Town
1213

Alerts

Be the first to know and let us send you an email when NexGen Pet Care - Banani Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NexGen Pet Care - Banani Branch:

Share

Category