17/01/2024
"স্বাধীনতা"
স্বাধিনতা মানে, একঝাঁক পায়রা অনাবিল আনন্দে উড়ে যাওয়া।
স্বাধিনতা মানে, সবুজের রঙে নিজেকে রাঙিয়ে নেয়া,
স্বাধিনতা মানে, পদ্ম পুকুরে নির্ভয়ে ভেসে যাওয়া!
স্বাধিনতা মানে, সহজ সরলে জীবনটা মুড়িয়ে নেয়া।!
স্বাধিনতা মানে, রঙিন ঘুড়ি লাগাম হাতে বহুদূর....
স্বাধিনতা মানে, রাখালিয়া বাঁশি বেজে যায় সুমধুর!
স্বাধিনতা মানে, কবি নজরুল সৃষ্টি সুখের উল্লাসে!
স্বাধিনতা মানে, রুপসী বাংলার অনবদ্য প্রেম প্রকাশে।
স্বাধিনতা মানে, গভীর সমুদ্রের প্রবাল সদৃশ খোঁজা!
স্বাধিনতা মানে, বহির্বিশ্বের সৃষ্টি রহস্য বোঝা।!
স্বাধিনতা মানে, মুল্যবান সময়ে নিজের জন্য বাঁচা,
স্বাধিনতা মানে, মাথা উঁচু করা,না হয়ে পরের বোঝা।
স্বাধিনতা মানে, অমর একুশে শহীদ মিনার চত্বর,
স্বাধিনতা মানে, বিজয় আনন্দে উল্লসিত প্রান্তর।
স্বাধিনতা মানে, শুভ সিন্দূরে একাকার হয়ে যাওয়া..
স্বাধিনতা মানে, নূতন প্রত্যয়ে আলোকিত দিনের ছোঁয়া
স্বাধিনতা মানে, তারুন্যের গান উজ্জ্বল উচ্ছল তাজা প্রাণ,
স্বাধিনতা মানে, বিশ্বশান্তির একাগ্রতার জয়গান !!
"স্বাধীনতা" তোমার আমার...
সঠিক সংজ্ঞা যদি খুঁজো...
শিকল মুক্ত উড়ে যাওয়া পাখির
দিক দর্শনে "বুঝো"!
~সাবিহা মোস্তফা
২৭-০৭-২০২০ ❤