আমার খামার

আমার খামার কৃষাণীর ছেলে আমি কৃষক 💪

07/05/2024

সর্বকালের সবচেয়ে বেশি ঝড়-বৃষ্টি দেখতে যাচ্ছে আমাদের বাংলাদেশও

তুমি শ্রাবণ সন্ধ্যেবেলা,তুমি আমাতে কর খেলা তোমার কাজল কালো চোখেঘন মেঘ লুকিয়ে থাকে সেথায় ডুবেছে বিস্ময়!খুঁজে ফিরি আশ্র...
05/05/2024

তুমি শ্রাবণ সন্ধ্যেবেলা,
তুমি আমাতে কর খেলা

তোমার কাজল কালো চোখে
ঘন মেঘ লুকিয়ে থাকে

সেথায় ডুবেছে বিস্ময়!
খুঁজে ফিরি আশ্রয়

দেখে মুগ্ধ! হাসির মায়ায়!
মতি ঝরে অবলীলায়....

তুমি কাঁদলে পৃথিবী কাঁদে
যখন হাস ফুলেরা হাসে

সৃষ্টির শ্রেষ্ঠ রুপ! ঐ
চন্দ্রিমামন্ডিত মুখ

আমি কেমনে বাঁধি, হায়!
হৃদয়ের আঙ্গিনায়

যদি একটুকু ছোঁয়া পাই,
তবে রচিব কবিতায়

পঙতি-পঙতিতে উঠবে চমক
অবর্ননীয় ভালোবাসায়

কপলের কালো টিপ,
সাজে এমনি ললাটে তার

এলো চুল সুযোগ পেলেই
ছুঁতে চায় বারেবার

সুষমা এমনি থেকো,
নেই কিছু চাইবার

দেখেছি যতবার
মুগ্ধ হয়েছি শতবার

সাবিহা মোস্তফা ✍️
#কবিতা
#আকাশ #বাংলাদেশ

ছাদে দেশি মুরগী ও রেসার কবুতর মিস্র পালন  ❤️‍🩹
29/04/2024

ছাদে দেশি মুরগী ও রেসার কবুতর মিস্র পালন ❤️‍🩹

20/04/2024

হালাল বিনোদন || রেসার কবুতর ❤️‍🩹

যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে তখন মন জুড়ানো, চোখ ধাঁধানো একটি ফুল দেখতে পাবে। সেই ফুলের ঘ্রাণে বিমোহিত হ...
20/04/2024

যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে তখন মন জুড়ানো, চোখ ধাঁধানো একটি ফুল দেখতে পাবে। সেই ফুলের ঘ্রাণে বিমোহিত হবে। সে অপলক দৃষ্টিতে নীরব মনে চেয়ে থাকবে। #বোখারি

যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে তখন মন জুড়ানো, চোখ ধাঁধানো একটি ফুল দেখতে পাবে। সেই ফুলের ঘ্রাণে বিমোহিত হ...
20/04/2024

যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে তখন মন জুড়ানো, চোখ ধাঁধানো একটি ফুল দেখতে পাবে। সেই ফুলের ঘ্রাণে বিমোহিত হবে। সে অপলক দৃষ্টিতে নীরব মনে চেয়ে থাকবে। (বোখারি)

সাগরে যখন সন্ধ্যা নামে
19/04/2024

সাগরে যখন সন্ধ্যা নামে

পরিত্যক্ত বাথরুমে ফাউমি ডিমপারা মুরগি পালন
18/04/2024

পরিত্যক্ত বাথরুমে ফাউমি ডিমপারা মুরগি পালন

রিজিকের মালিক একমাত্র আল্লাহ 🤲
01/04/2024

রিজিকের মালিক একমাত্র আল্লাহ 🤲

29/03/2024

ময়না পাখির বাচ্চা

সেদিনের কথা --কথা দিয়েছিলাম,মা'কে মাথায় তুলে রাখবো!কথা দিয়েছিলাম, আঁচল তলে ভাগাভাগি করে থাকব,কথা দিয়েছিলাম, সকল শিশু থাক...
26/03/2024

সেদিনের কথা --
কথা দিয়েছিলাম,মা'কে মাথায় তুলে রাখবো!
কথা দিয়েছিলাম, আঁচল তলে ভাগাভাগি করে থাকব,
কথা দিয়েছিলাম, সকল শিশু থাকবে দুধে, ভাতে...
কঠিন সময়,আসে তো আসুক,
কি আসে যায় তাতে? সাবিহা মোস্তফা ✍️

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩



#বাংলাদেশ
#কৃষক #খামার #দেশ

ইয়া আল্লাহ্ আমারে তোমার কাছে উঠিয়ে নাও 🤲
20/03/2024

ইয়া আল্লাহ্ আমারে তোমার কাছে উঠিয়ে নাও 🤲

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?পুণ্য অত হবে...
09/03/2024

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
চাষী
রাজিয়া খাতুন চৌধুরাণী

নেয়ামতের শুকরিয়া করলে আমার আল্লাহ্ নেয়ামত বাড়িয়ে দেন 🤲
24/02/2024

নেয়ামতের শুকরিয়া করলে আমার আল্লাহ্ নেয়ামত বাড়িয়ে দেন 🤲

কলিজার টুকরা চিরতরে চলে গেলে কেমন লাগে 🥺
24/02/2024

কলিজার টুকরা চিরতরে চলে গেলে কেমন লাগে 🥺

RIP 🥺
24/02/2024

RIP 🥺

17/02/2024

দেশি মুরগী ও কবুতরের ফার্ম

Me black lover and you
10/02/2024

Me black lover and you

পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ওরা আমার বুকে ফিরে আসতে পারবে ❤️‍🩹
10/02/2024

পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ওরা আমার বুকে ফিরে আসতে পারবে ❤️‍🩹

অনুভূতি প্রকাশ করা যায় না,অনুভবে তার প্রকাশ
10/02/2024

অনুভূতি প্রকাশ করা যায় না,অনুভবে তার প্রকাশ

গরিবের সুইজারল্যান্ড 🇧🇩
06/02/2024

গরিবের সুইজারল্যান্ড 🇧🇩

কিসের ডিম হতে পারে
06/02/2024

কিসের ডিম হতে পারে

তামাক গাছ
06/02/2024

তামাক গাছ

কাঁচা রাবার || বান্দরবান || চট্টগ্রাম 🇧🇩
06/02/2024

কাঁচা রাবার || বান্দরবান || চট্টগ্রাম 🇧🇩

পাহাড়ি বিড়াল ❤️‍🩹
26/01/2024

পাহাড়ি বিড়াল ❤️‍🩹

গরিবের নিউজিল্যান্ডে
18/01/2024

গরিবের নিউজিল্যান্ডে

"স্বাধীনতা"স্বাধিনতা মানে, একঝাঁক পায়রা অনাবিল আনন্দে উড়ে যাওয়া।স্বাধিনতা মানে, সবুজের রঙে নিজেকে রাঙিয়ে নেয়া,স্বাধ...
17/01/2024

"স্বাধীনতা"

স্বাধিনতা মানে, একঝাঁক পায়রা অনাবিল আনন্দে উড়ে যাওয়া।
স্বাধিনতা মানে, সবুজের রঙে নিজেকে রাঙিয়ে নেয়া,
স্বাধিনতা মানে, পদ্ম পুকুরে নির্ভয়ে ভেসে যাওয়া!
স্বাধিনতা মানে, সহজ সরলে জীবনটা মুড়িয়ে নেয়া।!
স্বাধিনতা মানে, রঙিন ঘুড়ি লাগাম হাতে বহুদূর....
স্বাধিনতা মানে, রাখালিয়া বাঁশি বেজে যায় সুমধুর!
স্বাধিনতা মানে, কবি নজরুল সৃষ্টি সুখের উল্লাসে!
স্বাধিনতা মানে, রুপসী বাংলার অনবদ্য প্রেম প্রকাশে।
স্বাধিনতা মানে, গভীর সমুদ্রের প্রবাল সদৃশ খোঁজা!
স্বাধিনতা মানে, বহির্বিশ্বের সৃষ্টি রহস্য বোঝা।!
স্বাধিনতা মানে, মুল্যবান সময়ে নিজের জন্য বাঁচা,
স্বাধিনতা মানে, মাথা উঁচু করা,না হয়ে পরের বোঝা।
স্বাধিনতা মানে, অমর একুশে শহীদ মিনার চত্বর,
স্বাধিনতা মানে, বিজয় আনন্দে উল্লসিত প্রান্তর।
স্বাধিনতা মানে, শুভ সিন্দূরে একাকার হয়ে যাওয়া..
স্বাধিনতা মানে, নূতন প্রত্যয়ে আলোকিত দিনের ছোঁয়া
স্বাধিনতা মানে, তারুন্যের গান উজ্জ্বল উচ্ছল তাজা প্রাণ,
স্বাধিনতা মানে, বিশ্বশান্তির একাগ্রতার জয়গান !!

"স্বাধীনতা" তোমার আমার...
সঠিক সংজ্ঞা যদি খুঁজো...
শিকল মুক্ত উড়ে যাওয়া পাখির
দিক দর্শনে "বুঝো"!

~সাবিহা মোস্তফা
২৭-০৭-২০২০ ❤

পুরুষ পাখি কোনটি আর মাদী পাখি কোনটি 🙂
14/01/2024

পুরুষ পাখি কোনটি আর মাদী পাখি কোনটি 🙂

বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি 🤲
10/01/2024

বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি 🤲

Address

Barishal

Telephone

+8801689520269

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার খামার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby pet stores & pet services


Other Pet Stores in Barishal

Show All