Mahdi Loft - Avian Racers and beyond

Mahdi Loft - Avian Racers and beyond First Racing Pigeon loft in Barishal
First loft to take part in formal racing from Barishal Division.

15/05/2024
06/05/2024

আলহামদুলিল্লাহ।

ইনশা আল্লাহ, ১৫মে ২০২৪ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের প্রোডাক্ট পাওয়া যাবে।

এসময় যে প্রোডাক্টগুলো পাবেন - আপেল সিডার ভিনেগার (এসিভি), গার্লিক এসিভি, হানি এসিভি, অরিগ্যানো এসিভি (নতুন প্রোডাক্ট), হানি গার্লিক অরিগ্যানো এসিভি (আপডেটেড প্রোডাক্ট)।

খেজুরের ভিনেগার এবং এর ভ্যারিয়েশনগুলো ইনশা আল্লাহ জুন মাসে পাওয়া যাবে।

২০২৪ এ নতুন দুই ধরনের প্রোডাক্ট আমরা আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। এর ভেতর অরিগ্যানো এসিভি এবং হানি গার্লিক অরিগ্যানো এসিভি (আগের প্রোডাক্ট হানি গার্লিক এসিভির আপডেট) ১৫ মে থেকে পাওয়া যাবে ইনশা আল্লাহ। জুন মাসে খেজুরের ভিনেগার উঠলে অরিগ্যানো ডিভি এবং হানি গার্লিক অরিগ্যানো ডিভি পাওয়া যাবে। অন্য নতুন প্রোডাক্টটি জুলাই মাসে ইনশা আল্লাহ পাওয়া যাবে।

বাজার পরিস্থিতির কারনে আমাদের প্রোডাক্টের মূল্য সমন্বয় করতে হচ্ছে। রেগুলার এসিভি, ডিভি, গার্লিক এসিভি এবং গার্লিক ডিভির প্রাইস বাড়ছে। অন্যদিকে হানি এসিভি, হানি ডিভি, হানি গার্লিক অরিগ্যানো এসিভি (পূর্বের হানি গার্লিক এসিভি) এই আইটেমগুলোর দাম কমানো হয়েছে।

নতুন মূল্য তালিকা পোস্টে সংযুক্ত করা হলো।

১২মে, ২০২৪ থেকে এসিভির বিভিন্ন ভ্যারিয়েশনের প্রি অর্ডার (বুকিং) নেয়া হবে ইনশা আল্লাহ।

আলহামদুলিল্লাহ Mahdi Loft - Avian Racers and beyond  এর জন্য এ বছরের খুব সুন্দর সংবাদগুলোর একটি:BAN 23 23249C ব্রিড হয়েছ...
06/02/2024

আলহামদুলিল্লাহ
Mahdi Loft - Avian Racers and beyond এর জন্য এ বছরের খুব সুন্দর সংবাদগুলোর একটি:

BAN 23 23249C
ব্রিড হয়েছে এ Mahdi Loft এ
রেস করেছে Pareesa Loft থেকে
🔥 Half Brother Rangafa

নর এই যুবার প্রথম বছরের রেস এর সাফল্য:

🔥 ১ম স্থান - ৩০১ কবুতর, ধাওয়াপাড়া ১৫০ কিমি, বরিশাল বরিশাল বিভাগীয় রেস নর্থ জোন।
🔥 ১ম স্থান - ১৯০ কবুতর, ধাওয়াপাড়া ১৫০ কিমি, BPRC ক্লাব।
🔥 ৩য় স্থান - ১৮০ কবুতর, উল্লাপাড়া, ২০০ কিমি, BPRC ক্লাব
🔥 ৪র্থ স্থান - ২৯৩ কবুতর, কবুতর, উল্লাপাড়া, ২০০ কিমি, বরিশাল বিভাগীয় রেস নর্থ জোন

মাত্র ৩টি রেস করেই নর এই যুবা সোজা পারিসা লফটের ব্রীডং রুমে চলে গেছে।

ব্লাড লাইন: জামাল হোসেন পারভেজ ভাইর সুপার মিলি

Father: Full Brother Super Mealy bred by Jamal Hossin Parvej
Mother: Van Loon based hen bred by Sadia Loft

Alhamdulillahমাহদী লফটে দুই কার্লোস লাইন এর মিলন। ২য় সেট এর ডিমে আছে। দোয়ার দরক্ষাস্ত।চান্দিছিলা - কার্লোস এর নাতনীর ঘরে...
19/01/2024

Alhamdulillah
মাহদী লফটে দুই কার্লোস লাইন এর মিলন। ২য় সেট এর ডিমে আছে। দোয়ার দরক্ষাস্ত।

চান্দিছিলা - কার্লোস এর নাতনীর ঘরের ছেলে।
984 - সুপার মিলির নাতনী এবং গেম বয় এর নাতীর ঘরের মেয়ে,

Winning genes at Mahdi Loft

আলহামদুলিল্লাহ খায় আর হাগে 🥰🥰🥰আমার পকেটের ১২টা বাজে 🙈🙈২৪-২৫ এর জন্য প্রথম ব্যাচ।
17/01/2024

আলহামদুলিল্লাহ
খায় আর হাগে 🥰🥰🥰
আমার পকেটের ১২টা বাজে 🙈🙈
২৪-২৫ এর জন্য প্রথম ব্যাচ।

Alhamdulillah, Member of our breeding loftBAN 22 725981Mom is Wonder Blue, 3rd ACE BRPEL 17-18, 34th NAT Choumuhuni 4410...
04/01/2024

Alhamdulillah, Member of our breeding loft

BAN 22 725981

Mom is Wonder Blue, 3rd ACE BRPEL 17-18, 34th NAT Choumuhuni 4410p, from Carlos x Pulp Fiction line of Mynuddind Bhai.

Dad is 10th Nat Teknaf 2121p from Kaasboer line

Bred By Jamal Hossain Parvez

Race Bird treatment:Before and after applying Defending 5 in 1 for 2 days. Treatment given:5 in 1, 1 tab a dayColimix 2 ...
27/12/2023

Race Bird treatment:
Before and after applying Defending 5 in 1 for 2 days.

Treatment given:

5 in 1, 1 tab a day
Colimix 2 gm /litr
Garlic ACV 5ml/Litr.

THE SPRINT Rockers 100-200KM5 Sistas - মাহদী লফটের পঞ্চপান্ডব Gand Childs, Bogra 1st, Mynuddin Vai, Line Che x Tara, Lin...
19/12/2023

THE SPRINT Rockers 100-200KM
5 Sistas - মাহদী লফটের পঞ্চপান্ডব
Gand Childs, Bogra 1st, Mynuddin Vai, Line Che x Tara, Line Janssen Sadia Loft
২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩
Among them They shares 11 x 1st prizes

নেটে পাওয়া ছবি।আপনারা এক্সপেরিমেন্ট করে কনফার্ম করলে বাধিত হবো 🤔🤔🤔
12/12/2023

নেটে পাওয়া ছবি।
আপনারা এক্সপেরিমেন্ট করে কনফার্ম করলে বাধিত হবো 🤔🤔🤔

ঔষধ নিয়ে ঘাটাঘাটি, বা রোগের প্রতিকার, প্রতিরোধ নিয়ে লেখালেখি গত দু তিন বছর ধরে খুব একটা করা হয় না। কবুতর আগে চিনুন জানুন...
06/12/2023

ঔষধ নিয়ে ঘাটাঘাটি, বা রোগের প্রতিকার, প্রতিরোধ নিয়ে লেখালেখি গত দু তিন বছর ধরে খুব একটা করা হয় না। কবুতর আগে চিনুন জানুন গ্রুপটা বার বার রিপোর্ট মেরে ডিলিট করে দেবার পর থেকেই আগ্রহটা কেমন যেমন নেতিয়ে গেছে। অনেক

যাই হোক, ঘাটাঘাটি কম করার ফল স্বরুপ কবে যে দেশের মার্কেটে অর্নিডাজোল গ্রুপের ঔষধ প্রবেশ করেছে তাও নজরে আসে নি।

গত দু তিন দিন ধরে বিএস এর দেশীয় বিকল্প তৈরি করার প্রয়াসে আজ ফার্মেসীতে খুজে পেলাম ড্রাগ ইন্টার্ন্যাশনাল কোম্পানীর "অরনিড" ব্র‍্যান্ডের অর্নিডাযোল গ্রুপের ঔষধ। ঔষধটা হাতে পেয়ে দারুন একটা উচ্ছাস অনুভব করছিলাম। আরো কিছু কোম্পানীও এই গ্রুপের ঔষধ বাজার জাত করছে। এই গ্রুপের ঔষধ বিদেশী কোম্পানীর বিভিন্ন ব্র‍্যান্ড দেশে পাওয়া গেলেও আমার সাধ্যের বাইরে থাকায় কখনো ব্যবহার করা হয় নি। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচে গেল, ভালো ঔষধ সাধ্যের ভেতর পাওয়া গেল।

অর্নিডাজোল গ্রুপের ঔষধ মেট্রোনিডাজোলের থেকে অনেক বেটার কাজ করে, এর হাফ লাইফ বেশী, অর্থাৎ বেশী সময় ধরে দেহে কার্যকরী থাকে। আবার এর প্বার্শ প্রতিক্রিয়াও মেট্রোনিডাজোলের থেকে অনেক কম।

ক্যাংকার, রক্ত আমাশয়, হেক্সামিটিয়াসিস জাতীয় রোগগুলোর চিকিৎসায় এখন ইনশা আল্লাহ আগের থেকে অনেক বেটার এবং দ্রুত রেস্পন্স পাওয়া যাবে।

ডোজ: ১৫ মিগ্রা ১ কবুতরের জন্য দিনে একবার, (২ -৫ দিনের ডোজই যথেষ্ট হওয়া উচিত, প্র‍্যক্টিকাল রেস্পন্স দেখে পরে আপডেট দিবো ইনশা আল্লাহ)

আলহামদুলিল্লাহ।

২০১৯  এর মাদী।নেস্ট সিস্টার পিংকী ১৯২১,  ৬ x ১মফুল সিস্টার গুলাবী  ২ x ১মহাফ সিস্টার রাঙ্গাফা ১ম এভারেজ স্পীড উইনার, বরি...
29/11/2023

২০১৯ এর মাদী।

নেস্ট সিস্টার পিংকী ১৯২১, ৬ x ১ম
ফুল সিস্টার গুলাবী ২ x ১ম
হাফ সিস্টার রাঙ্গাফা ১ম এভারেজ স্পীড উইনার, বরিশাল বিভাগ, ৩ x ১ম

Mahdi Loft এ জন্ম নেয়া প্রথম জেনারেশন রেসারদের একজন। ২০১৯ থেকে ২০২৩ এই দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের রেস টিমে টিকে থাকা প্রথম জেনারেশনের শেষ জনা। রাঙ্গাফা, পিংকী, গুলাবীর ছোট বোন। হয়তো এবছরই তারও রেসিং ক্যারিয়ারের শেষ সিজন।

জীবন কেটেছে তার বড় বোনদের ছায়ায়। চার বোনের ভেতর সব থেকে বেশী দুরত্ব পাড়ি দিয়ে বাংলাবান্ধা জয় করেছে সে একাই অথচ গল্পের আসল চরিত্রে কখনোই নাম ওঠেনি তার।

৫ম বছরে ভিন্ন কিছু কি রচনা হবে!

এ বছরের যুবারা কিন্তু এই বুড়ির গতির সাথে পেরে উঠছে না এখন পর্যন্ত। ৫ বছরের এই বুড়ি পারবে কি এবছর কোন চমক দেখাতে?

সে উত্তরের অপেক্ষায় আছি আমি।

আলহামদুলিল্লাহ অন্যর লফটে যখন আমাদের ব্রিড করা কবুতর ভালো করে তখন আনন্দের মাত্রাটা একটু বেশীই হয়। আল্লাহ ভরসা।
28/11/2023

আলহামদুলিল্লাহ অন্যর লফটে যখন আমাদের ব্রিড করা কবুতর ভালো করে তখন আনন্দের মাত্রাটা একটু বেশীই হয়।

আল্লাহ ভরসা।

AlhamdulillahEntered Into Breeding Room
27/11/2023

Alhamdulillah

Entered Into Breeding Room

আলহামদুলিল্লাহ।তার নাম রেখেছি "পূর্বা"সৈয়দপুর ১ম, বাংলাবান্ধা ৭ম, বরিশাল বিভাগ। রাঙ্গাফার নাতনী। দাদা-দাদী, নানা-নানী, ৪...
14/11/2023

আলহামদুলিল্লাহ।

তার নাম রেখেছি "পূর্বা"

সৈয়দপুর ১ম, বাংলাবান্ধা ৭ম, বরিশাল বিভাগ।

রাঙ্গাফার নাতনী। দাদা-দাদী, নানা-নানী, ৪টি ১ম হওয়া কবুতরের রক্ত বইছে তার ধমনীতে।

প্রথম বছরের রেসে সক্ষমতার সাক্ষর রেখেছে। কিন্তু ঝাকের জন্য সত্যিকারের নেতা হয়ে ওঠার গুনাবলী তার ভেতর কতটা আছে তা দেখার অপেক্ষায় আছি এবছর।

দোয়ার দরক্ষাস্ত।

12/11/2023
29/10/2023
👀👀
23/10/2023

👀👀

মেথী, আমাদের স্বাস্থ্য এবং কবুতরদিনদিন বুড়িয়ে যাচ্ছেন? হাতের নাগালেই মুশকিল আসান। রোজ সকালে খালি পেটে একগ্লাস মেথি ভেজা...
14/05/2023

মেথী, আমাদের স্বাস্থ্য এবং কবুতর

দিনদিন বুড়িয়ে যাচ্ছেন? হাতের নাগালেই মুশকিল আসান। রোজ সকালে খালি পেটে একগ্লাস মেথি ভেজানো পানি (রাতে ভিজিয়ে রাখতে হবে)। শরীরে ফিরবে জেল্লা। হার্ট থাকবে বিন্দাস। মশলা, খাবার, পথ্য। থ্রি ইন ওয়ান। সকালে খালি পেটে একগ্লাস মেথির পানি বা রান্নায় মেথি বা মেথি শাক খেয়ে দেখুন চমক। স্বাদ যতই তেতো হোক, ডায়াবেটিসের যম মেথি। এমনকি মেদ নিয়ে চিন্তিত হলে সেখানেও আপনাকে সাহায্য করতে পারে মেথী - মেদ কমিয়ে!

কিন্তু কবুতরের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই মসলাটি কতটা ভূমিকা রাখতে পারে?

আমার মতে অসাধারন। গত তিন মাস নিজের লফটে ব্যবহার করে এর ফল দেখেছি হাতে নাতে।

আসুন প্রথমে দেখে নেই ১০০ গ্রাম মেথিতে আমরা কি কি উপাদান পেতে পারি।

ক্যালরী ৩২৩
কার্বোহাইড্রেট: ৫৮গ্রাম
প্রোটিন: ২৩ গ্রাম
ফ্যাট: ৬ গ্রাম
ফাইবার: ২৫ গ্রাম
সোডিয়াম: ৬৭ মিগ্রা
পটাশিয়াম: ৭৭০মিগ্রা

ক্যালশিয়াম: ১৭%
ভিটামিন সি: ৫%
ভিটামিন বি৬: ৩০%
আয়রন: ১৮৬%
ম্যাগনেশিয়াম: ৪৭%

ওপরের চার্টের দিকে খেয়াল করলেই আমরা বুঝতে পারবো কি নেই মেথিতে! কবুতরের খাবার দানা হসেবে আমরা যেগুলো খাওয়াই তার প্রায় প্রতিটি দানার সাথে পাল্লা দিতে সক্ষম মেথী।

কার্বোহাইড্রেট এর কথা চিন্তা করুন প্রতি ১০০ গ্রাম ভুট্টা (৭৪ গ্রাম), গম (৬৮ গ্রাম), ধান (৭৭গ্রাম) এগুলোর যেকোনটার থেকে খুব বেশী পিছিয়ে নেই মেথী ৫৮ গ্রাম কার্বোহাইড্রেট এ!

প্রোটিন হিসেবে আমরা যে ডাবলি খাওয়াই তাতে ২৫ গ্রাম প্রোটিন, মুগ (২৪), মুশুরি (২৬) এর বিপরীতে মেথীতে পাওয়া যায় ২৩ গ্রাম প্রোটিন!

এর সাথে যোগ করুন ফাইবার! আরো আছে ভিটামিন সি, বি৬, ক্যালশিয়াম, জিংক। এক কথায় খাদ্য মানের অনন্য এক সমাহার!

এ কারনেই বেয়ার, ভার্সেলি লাগা এবং অন্যান্য আরো অনেক আন্তর্জাতিক কোম্পানীগুলো মেথী গুড়ার পিল বাজার জাত করছে ইউরোপীয় রেসিং ফেন্সিয়ারদের জন্য।

আমি যেটা বুঝি, তা হলো, আমি যদি কবুতরকে সরাসরি মেথি খাওয়াতে পারি তাহলে দাম দিয়ে বেয়ার আর ভার্সেলি লাগার ঔষধ কেন কিনে খাওয়াতে হবে!

আসুন এবার জেনে নেই ওপরের কোম্পানীগুলোর রিসার্চ মতে মেথী কবুতরকে কিভাবে সাহায্য করতে পারে:

(১) ফার্টাইলিটি বাড়াতে সাহায্য করে
(২) মাদী কবুতরের দুর্বল ওভেরী শক্তিশালী করতে সাহায্য করে।
(৩) নর কবুতরের আকাঙখা এবং পোটেন্সি বাড়ায়।
(৪) কবুতরের খ্যাদ্য এপাটাইট বা রুচি বাড়ায় এবং ওজন ব্যাড়াতে সাহায্য করে৷
(৫) খাদ্য হযমে দারুন ভুমিকা রাখে
(৬) বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস সরবরাহ করে কবুতরের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
(৭) মেথীর উচ্চমানের ক্যালশিয়াম মাদী কবুতরের নিয়মিত ডিম দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।
(৮) মোল্টিং এর সময় শাইনি ফেথার পেতে সাহায্য করে।
(৯) ঠান্ডার দিনগুলোতে কবুতরকে গরম রাখে

এবার আসুন কবুতরের কোন কোন রোগ প্রতিরোধে এবং প্রতিকারে মেথী ব্যবহৃত হতে পারে সেগুলো জেনে নেই।

(১) রেসিপিরেটরি সমস্যার জন্য (ঠান্ডা জনিত রোগ)
(২) যে কোন ধরনের ডায়রিয়া বা পাতলা পায়খানা
(৩) কৃমি
(৪) পা এবং ডানার স্বল্প মাত্রার কাটাছেড়া বা ডিস্লোকেশন এর ক্ষেত্রে

চিকিৎসার জন্য যেভাবে ব্যবহার করতে পারেন:

(১) লিভার এবং ঠান্ডা জনিত যে কোন রোগের প্রতিরোধক এবং প্রতিকারক হিসেবে:
৫০ গ্রাম মেথী প্রতি কেজি খাবারে।
অথবা
২ টেবিল চামুচ গ্মেথী ১ লিটার পানিতে ১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি ৫ লিটার খাবার পানিতে।
(২) কৃমি নিয়ন্ত্রনে:
৪ টেবিল চামুচ মেথী ১ লিটার পানিতে ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি ৫ লিটার পানিতে মিশিয়ে।

সাধারন স্বাস্থ্য রক্ষায় এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার:

১০-১৫ গ্রাম মেথী প্রতি কেজি খাবারে মিশিয়ে ২ সপ্তাহ দেবার পর ৫ - ১০ গ্রাম প্রতি কেজিতে সব সময়ের জন্য।

আলহামদুলিল্লাহ, সুন্দর একটা রেফারেন্স। পেডিগ্রী কবুতর 727230 এর বাবা মাহদী লফটে সুপার মিলির ছেলে এবং গুলাবী থেকে ব্রীড ক...
27/04/2023

আলহামদুলিল্লাহ, সুন্দর একটা রেফারেন্স। পেডিগ্রী কবুতর 727230 এর বাবা মাহদী লফটে সুপার মিলির ছেলে এবং গুলাবী থেকে ব্রীড করা।

জামালো হোসাইন ভাইয়ের সন সুপার মিলি এবং মাহদী লফটের গুলাবী এর জোড়া, মাহদী লফটে অন্যতম সফল জোড়া। এদের ডাইরেক্ট বেবী এবং নাতি-নাতনী থেকে ক্লাবে ১ম স্থান সহ বিভাগীয় পর্যায়ে এবং অন্যান্য কয়েকটি ক্লাবে বেশ কিছু টপ রেসাল্ট এসেছে।

727230 কবুতরটা FRPFC এর অকশ্নে থাকবে।

Domestic Pigeon Biological Data.Source: Article by Bob Doneley, BVSc, FACVSc (Avian Health)West Toowoomba Vet SurgeryToo...
04/03/2023

Domestic Pigeon Biological Data.
Source: Article by Bob Doneley, BVSc, FACVSc (Avian Health)
West Toowoomba Vet Surgery
Toowoomba, Queensland, Australia

আমার মতো নতুনদের জন্য চিন্তা ভাবনার উপাদান... সারাবছর এবং রেস সিজনে দামী দামী ঔষধ কি আসলেই প্রয়োজন? 🤔🤔🤔
22/02/2023

আমার মতো নতুনদের জন্য চিন্তা ভাবনার উপাদান... সারাবছর এবং রেস সিজনে দামী দামী ঔষধ কি আসলেই প্রয়োজন? 🤔🤔🤔

Address

Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801717363079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahdi Loft - Avian Racers and beyond posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Supplies in Barishal

Show All