Romel Ashraf Aviary

Romel Ashraf Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Romel Ashraf Aviary, Pet service, 408, West Medda, Brahmanbaria.
(5)

শুভ সকাল 🥰🥰
12/11/2024

শুভ সকাল 🥰🥰

Good night 😍
02/11/2024

Good night 😍

১৬ দিন ভ্রমন শেষ করে, ১৬ দিন ছিলাম হাসপাতলে। 🙂জীবন কি বিচিত্র!!! তাইনা?? আর বয়সটাও ১৬ থেকে একলাফে ৩৭ এ চলে আসলো। জীবনের...
10/10/2024

১৬ দিন ভ্রমন শেষ করে,
১৬ দিন ছিলাম হাসপাতলে। 🙂

জীবন কি বিচিত্র!!! তাইনা??

আর বয়সটাও ১৬ থেকে একলাফে ৩৭ এ চলে আসলো।

জীবনের সবচাইতে কঠিন সময়টায় হারালাম অনেকগুলা কাছের মানুষকে, আবার খুঁজে পেলাম অনেক দূরের মানুষের ভালোবাসা। ব্যাপারটা অনেকটা নদীর একুল ভাঙ্গে তো, ঐকুল গড়ার মত।

আলহামদুলিল্লাহ.. এখন অনেক ভালো আছি। জানা নাই কতদিন ভাল থাকবো।
যারা যারা আমার কথা মনে রেখেছেন, অসংখ্য ফোন করেছেন, মেসেজ করেছেন, অন্যের থেকে খোঁজ নিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন, শুধু ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করবো না।

সবার কথা আমার আজীবন মনে থাকবে ❤️
আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন।

Romel Ashraf

21/08/2024

ব্রিডিং সম্পর্কিত অনেক তথ্য আছে।
কিছু জানার প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন।

অনেক ধন্যবাদ Signature Aviary
সুন্দর ভিডিও তৈরি করার জন্য 💓💓💓

✅ জরুরি সতর্কতা:আবহাওয়া পরিবর্তন জনিত কারনে অনেকের পাখিই অসুস্থ হচ্ছে। এমনকি মা*রা*ও যাচ্ছে। মুলত অনেক গরম বা অনেক ঠান্ড...
19/08/2024

✅ জরুরি সতর্কতা:

আবহাওয়া পরিবর্তন জনিত কারনে অনেকের পাখিই অসুস্থ হচ্ছে। এমনকি মা*রা*ও যাচ্ছে। মুলত অনেক গরম বা অনেক ঠান্ডার কারনে এমন হয়নি, হটাত করে গরম আবহাওয়া থেকে ঠান্ডা আবহাওয়ার কারনে এমনটা হচ্ছে।

✅ সমাধান ০১:
সকাল বেলা পাখিকে এসিভি (apple cider vinegar) খেতে দিন (লিটারে ১০এমেল)।

বিকেলে পানি ফেলে দিয়ে তুলসি পাতা, এলাচ, লং, দারচিনি সেদ্ধ করে, সে পানিটা খেতে দিন কুসুম গরম অবস্থায়।

✅ সমাধান ০২:

সিনবায়োটিক (প্রোবায়োটিক) দিতে পারেন টানা ৫ দিন। এতে পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর সমস্যা হবেনা। অল্প কিছু হয়ে থাকলেও ঠিক হয়ে যাবে।

ধন্যবাদ
Romel Ashraf Aviary

নাম ইউনুস, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও বেশ দূরে (শাহবাজপুর)। বন্ধুর ফোনে আমার পাখির ভিডিও দেখে ফোন করে চলে এসেছে পাখি নেয়ার...
16/08/2024

নাম ইউনুস, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও বেশ দূরে (শাহবাজপুর)। বন্ধুর ফোনে আমার পাখির ভিডিও দেখে ফোন করে চলে এসেছে পাখি নেয়ার জন্য।

কথাবার্তা শুনে বুঝলাম পড়াশোনা করার সুযোগ পায়নি। পাখি সম্পর্কেও তেমন কিছুই জানেনা। আমার সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। রাজমিস্ত্রির কাজ করে টাকা জমিয়ে নিয়ে এসেছে পাখি কিনার জন্য।

আমি অনেক অবাক হলাম তার সাথে কথা বলে।
কি শখ, কি আবেগ আর ভালোবাসা ছিল তার চোখে, না দেখলে বুঝবেন না।। 😍😍

যেখানে জীবন তার এলোমেলো,
সেখানে সে পাখি কিনে নিলো নিশ্চিন্তে..
হয়তো জীবনের কষ্ট ঢাকার জন্য।। ❤️

পাখির প্রতি সবার ভালোবাসা বাড়ুক,
জীবনের কষ্ট গুলা কমুক... 💗

Romel Ashraf Aviary

রাজশাহী থেকে প্রাণের ব্রাহ্মণবাড়িয়া প্রায় ৩৫০ কিলো দূরত্ব। কিন্তু পাখির ভালোবাসার কাছে এই দুরত্ব মাত্র ৩ কদম। পাখি নেয়ার...
15/08/2024

রাজশাহী থেকে প্রাণের ব্রাহ্মণবাড়িয়া প্রায় ৩৫০ কিলো দূরত্ব।
কিন্তু পাখির ভালোবাসার কাছে এই দুরত্ব মাত্র ৩ কদম।

পাখি নেয়ার জন্য ইব্রাহিম চলে এসেছে Romel Ashraf Aviary তে। নিয়ে গেলো ৫ জোড়া পাখি।
এটাকেই বলে ডেডিকেশন। সারাদিন থাকলো, পাখির বিষয়ে খুটিনাটি দেখে, নিজে করে শিখলো।

বাপের টাকায় না, বরং নিজে কর্ম করে, অল্প অল্প করে পয়সা জমিয়ে পাখি কিনেছে নিজের একটা পাখির ফার্ম করার জন্য।। টাকায় হচ্ছিল না বলে স্মার্ট ফোনটাও বি*ক্রি করে দিল।।
আর আপনি ৩ বছর ধরে ভাবছেন,, পাখি নিয়ে কাজ করবেন... 😁

শুভকামনা রইলো ইব্রাহিম এর জন্য।।
হালাল ইনকামে আল্লাহ যেন বরকত বর্ষন করে তোমার উপরে।

Md Roni Islam  একজন প্রচন্ড ডেডিকেটেড একটা মানুষ। পাখি নেয়ার জন্য প্রায় ৬ মাস অপেক্ষা করছে।পাখির জন্য গাইডলাইন অনুযায়ী ঘ...
16/07/2024

Md Roni Islam একজন প্রচন্ড ডেডিকেটেড একটা মানুষ। পাখি নেয়ার জন্য প্রায় ৬ মাস অপেক্ষা করছে।
পাখির জন্য গাইডলাইন অনুযায়ী ঘর/এভিয়ারি তৈরি করেছে।

অবশেষে বানিজ্যিকভাবে পাখি পোষার জন্য ৪৬ পিছ লাভবার্ডস নিয়ে গেলো সাভার ধামরাই থেকে এসে, আলহামদুলিল্লাহ।

রনির সবচেয়ে ভাল দিক হলো, সে টু দা পয়েন্টে সব শুনেছে। যেভাবে যেভাবে বলেছি, ঠিকঠিক সেভাবেই সব কাজ সম্পন্ন করেছে। নতুনদের এই জায়গায় অনেক ঘাটতি থাকে, মেন্টরের সব কিছু শুনতে ও মানতে চায়না। যার ফলে ধাক্কা খায়।

Red Head Aviary এর কর্ণধার রনির জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও দোয়া।

ইনশা আল্লাহ রনির এভিয়ারিতে বাচ্চা ফোটা পর্যন্ত আঠার মত লেগে থাকবো। যদিও রনি আমার সাথে সুপারগ্লুর মত লেগে থাকে 😁

💗💗 Romel Ashraf Aviary

09/07/2024

অনেক ধন্যবাদ কৃষকের কথা Md. Ibrahim Bhuiyan Liton ভাইকে কৃষকের কথাগুলা তুলে ধরার জন্য। ❤️❤️❤️

আমি বরাবরের মতই নিজেকে কৃষক পরিচয় দিতে পছন্দ করি। পাখি পালন টা কৃষিকাজের অন্তর্ভুক্ত।।
আলহামদুলিল্লাহ কৃষিতে আল্লাহ বরকত দিয়েছেন নি:সন্দেহে।

Romel Ashraf Aviary ❤️❤️

02/07/2024

Another video of Romel Ashraf Aviary ❤️❤️

Thnk u Pet House BD

মাশা আল্লাহ -- বারাকাল্লাহ ❤️প্রতি ব্রিড শেষেই একটা ছোটখাটো ফটোশেসন হয়। এবার বাদ যাবে কেন 😇 (এপ্রিল ২০২৪)আলহামদুলিল্লাহ....
01/07/2024

মাশা আল্লাহ -- বারাকাল্লাহ ❤️

প্রতি ব্রিড শেষেই একটা ছোটখাটো ফটোশেসন হয়। এবার বাদ যাবে কেন 😇 (এপ্রিল ২০২৪)

আলহামদুলিল্লাহ.. অন্যান্যবারের থেকে ব্রিড টা বেশ ভাল পার করলাম আল্লাহর মেহেরবানিতে ও আপনাদের দোয়ায়।

পাখিকে ভালোবাসুন,,
পাখি তা দ্বিগুণ ফিরিয়ে দিবে ❤️

Romel Ashraf ❤️❤️

28/06/2024

Dhaka to Brahmanbaria to visit Romel Ashraf Aviary ❤️🦜
For any kind of Bird Details, call Romel Bhai : 01674086945

Address

408, West Medda
Brahmanbaria
3400

Telephone

+8801674086945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romel Ashraf Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Romel Ashraf Aviary:

Videos

Share

Category


Other Pet Services in Brahmanbaria

Show All