Romel Ashraf Aviary

Romel Ashraf Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Romel Ashraf Aviary, Pet service, 408, West Medda, Brahmanbaria.
(1)

কালা পানি 😇😑শীতকালে পাখিকে ঠান্ডা থেকে দূরে রাখতে এটাই যথেষ্ট 🙂(তুলসি+দারুচিনি+এলাচ+লং)
09/12/2023

কালা পানি 😇😑

শীতকালে পাখিকে ঠান্ডা থেকে দূরে রাখতে এটাই যথেষ্ট 🙂

(তুলসি+দারুচিনি+এলাচ+লং)

Dream House 😍
06/12/2023

Dream House 😍

পালং শাকের উপকারিতা:এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০% পূরণ করে। পাশাপাশি, ভিটামিন ‘এ ’ও ‘কে’-তে ভরপুর পালং...
01/12/2023

পালং শাকের উপকারিতা:

এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০% পূরণ করে। পাশাপাশি, ভিটামিন ‘এ ’ও ‘কে’-তে ভরপুর পালং শাক। পালং শাকে রয়েছে প্রোটিন, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘ই’, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। একজন মানুষের সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি।

পালং শাকে রয়েছে খুব কম পরিমাণ ক্যালরি। কাজেই যত ইচ্ছা খান, ওজন বাড়ার চিন্তা নেই। পালং শাকের ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেশার কমায়। পালং শাক রক্তের শ্বেত কণিকার মাত্রা বজায় রাখে। ফলে দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পালং শাক ক্যানসারের ঝুঁকিও কমায়।

হলুদ পালং শাক লাগবে কারো? 😝😜

শুভ রাত্রি ❤️❤️💚💚❤️❤️
25/11/2023

শুভ রাত্রি ❤️❤️💚💚❤️❤️

একজন কৃষক তার ফসলকে সন্তানের মত করে বড় করে।যখন সেই ফসল চোখের সামনে নষ্ট হয়ে যায় তখন অভিযোগ করার জায়গা থাকে না কারণ আ...
18/11/2023

একজন কৃষক তার ফসলকে সন্তানের মত করে বড় করে।

যখন সেই ফসল চোখের সামনে নষ্ট হয়ে যায় তখন অভিযোগ করার জায়গা থাকে না কারণ আমাদের দেশে এই ধরনের কোন আইন নেই।

আমাদের দেশে শস্য ঋণ আছে কিন্তু শস্য বিমা নেই আমাদের দেশে কৃষক ক্ষতিগ্রস্ত হলে নিউজ চ্যানেলগুলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু নিউজ হয় আর কিছুই হয় না ইনশাল্লাহ হয়তোবা একদিন সু দিন ফিরে আসবে কৃষকের সেই প্রত্যাশায়।

ইস্কুলে যাই.. 😍😍
14/11/2023

ইস্কুলে যাই.. 😍😍

এক পায়ে নুপুর তোমার,অন্য পা খালি... 🥰মাশা-আল্লাহ ❤️
12/11/2023

এক পায়ে নুপুর তোমার,
অন্য পা খালি... 🥰

মাশা-আল্লাহ ❤️

পাখালদের জন্য অতি প্রয়োজনীয় একটা গেজেট..আপনার রুমের তাপমাত্রা ও আদ্রতা কত এই মুহুর্তে?
11/11/2023

পাখালদের জন্য অতি প্রয়োজনীয় একটা গেজেট..

আপনার রুমের তাপমাত্রা ও আদ্রতা কত এই মুহুর্তে?

Cuteness Overloaded 😍😍Tag ur BirdsLover Friend ❤️
11/11/2023

Cuteness Overloaded 😍😍

Tag ur BirdsLover Friend ❤️

 #আলহামদুলিল্লাহ,  #মাশা_আল্লাহসিজনের প্রথম বাবু...  😍শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন 🤲আর যাদের সহ্য হয়না, আপনাদের জন্য আমার দ...
01/11/2023

#আলহামদুলিল্লাহ,
#মাশা_আল্লাহ

সিজনের প্রথম বাবু... 😍

শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন 🤲

আর যাদের সহ্য হয়না, আপনাদের জন্য আমার দোয়া রইলো 🥰🥰

Romel Ashraf Aviary ❤️💚❤️

Shopping from Green tools  💚💚thnk u for ur Hospitality AK Sakib ❤️❤️
30/10/2023

Shopping from Green tools 💚💚

thnk u for ur Hospitality AK Sakib ❤️❤️

 #ফয়সাল_আরিফ ভাইকে মাত্র ১ জোড়া পাখি দিয়েছি।আর উনি আমাকে এক আকাশ সমান ভালোবাসা পাঠিয়েছে ❤️নিজের হাতে খুব যত্নে তৈরি করা ...
29/10/2023

#ফয়সাল_আরিফ ভাইকে মাত্র ১ জোড়া পাখি দিয়েছি।

আর উনি আমাকে এক আকাশ সমান ভালোবাসা পাঠিয়েছে ❤️

নিজের হাতে খুব যত্নে তৈরি করা উপহার অমুল্য। বড় মন থাইলেই কেবল তা সম্ভব।

ধন্যবাদ ফয়সাল ভাই।
ভালোবাসা অবিরাম ❤️

প্রিয় ফুল শিউলি ❤️❤️❤️
25/10/2023

প্রিয় ফুল শিউলি ❤️❤️❤️

কর্মব্যস্ত জীবনের ফাকে একটুখানি প্রশান্তির খোজে আমরা সবাই এক হলাম সবুজ গাজীপুরে। #রেড_উইংস #সাফারি_পার্ক  #নুহাশপল্লি
20/10/2023

কর্মব্যস্ত জীবনের ফাকে একটুখানি প্রশান্তির খোজে আমরা সবাই এক হলাম সবুজ গাজীপুরে।

#রেড_উইংস
#সাফারি_পার্ক
#নুহাশপল্লি

Care for handfeeding chicksলাভবার্ডস এর বাচ্চা ফিড করালেই যে বেচে যাবে এমন টা না।ফিডিং এরজন্য রয়েছে আদর্শ টেম্পারেচার ও ...
16/10/2023

Care for handfeeding chicks

লাভবার্ডস এর বাচ্চা ফিড করালেই যে বেচে যাবে এমন টা না।ফিডিং এরজন্য রয়েছে আদর্শ টেম্পারেচার ও ফিডিং ডিউরেশন।

একটা বাচ্চা ফোটার দিন থেকে ৭-৮ দিন ৩৪-৩৬°C তাপমাত্রার প্রয়োজন পড়ে, ও দিনে ও রাতে প্রতি ১ ঘন্টা থেকে ২ ঘন্টা পরে পরে ফিডিং করানো দরকার।তাপমাত্রা সঠিক না হলে হাইপোথার্মিয়াতে বাচ্চা মারা যাবে। আবার বেশি হলে হাইপারথার্মিয়াতে বাচ্চা মারা যাবে।
তাই এই বয়সের বাচ্চাকে ব্রুডার ছাড়া বাচানো কঠিন।অল্প খরচে ঘড়েই বানিয়ে নিতে পারেন ব্রুডার, সে বিষয়ে অন্য আরেকদিন বলবো।

আনফেদার চিকস (৮-১৬ দিন) তাপমাত্রা প্রয়োজন ৩২-৩৩°C. ১ ডিগ্রির থেকে তারতম্য হওয়া উচিৎ নয়। এ সময় দিনে ৩ ঘ্ন্টা পরে পরে ও রাতে ৫ ঘন্টা পরে পরে ফিডিং এর প্র‍য়োজন পরে।

পিন ফেদার আসলে (১৭-২৫ দিন) তাপমাত্রা ৩০-৩২°C এর রাখতে হয়।খাবার দৈনিক ৬-৭ ঘন্টা পরে পরে, ক্রপের উপর নির্ভর করে খাওয়াতে হবে।

ফুল ফেদার চলে আসলে ২৫-২৮°C তাপমাত্র এনাফ। ও এই সময় ৩ বারের বেশি দিনে খাওয়ানো প্রয়োজন পড়ে না। এরপর আস্তে আস্তে ওদের সীডে অভ্যস্ত করে নিতে হবে।

সবার ঘরেই একটা ব্রুডার থাকা আবশ্যক। একটা বাচ্চার যতক্ষণ জীবন থাকবে, ফ্যান্সিয়ার হিসাবে আমাদের ততক্ষণ তার জন্য লড়ে যাওয়া উচিৎ।

কার্টেসি: Tazri's Mutation

  ভাই একজন মিউজিক কম্পোজার এবং ক্রিয়েটিভ আর্টিস্ট। সবচেয়ে বড় কথা একজন ব্রাহ্মণবাড়িয়ান।আমার সাথে অল্প কয়দিনের পরিচয় হলেও ...
14/10/2023

ভাই একজন মিউজিক কম্পোজার এবং ক্রিয়েটিভ আর্টিস্ট। সবচেয়ে বড় কথা একজন ব্রাহ্মণবাড়িয়ান।

আমার সাথে অল্প কয়দিনের পরিচয় হলেও এতো সক্ষতা গড়ে উঠবে ভাবিনি আমি। সত্যিই একজন অসাধারণ মার্জিত মানুষ।

পাখি প্রেমী সায়েম ভাই ও #বৈঠকখানার Aminul Islam Rasel ভাই এর সাথে সারাদিনের সময় টা অসাধারণ কেটেছে.. আলহামদুলিল্লাহ ❤️

মনে হচ্ছিল আমার স্কুল ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হইছে.. 🥰

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে ভিডিও করার জন্য..

জাযাকাল্লাহ ❤️❤️
শীঘ্রই আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম... ❤️

Romel Ashraf Aviary 💚❤️💚

ইনকাম হালাল নাকি হারাম, এটা নিয়ে এখন খুব কম মানুষই চিন্তা করেন। তবে আমার জামালপুরের ভাই    প্রতিষ্ঠিত কিছু প্লেটফর্ম ছেড়...
06/10/2023

ইনকাম হালাল নাকি হারাম, এটা নিয়ে এখন খুব কম মানুষই চিন্তা করেন। তবে আমার জামালপুরের ভাই প্রতিষ্ঠিত কিছু প্লেটফর্ম ছেড়ে দিয়েছেন সম্পুর্ন হালাল উপায়ে জীবিকার উদ্দেশ্যে। ❤️

একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে তিনি এখন নিজেকে পাখাল পরিচয় দিতেই বেশি ভালোবাসেন। পাখি পালন এতো বেশি পছন্দ করেন যা বলার মত না।

যখনি কথা হয়, পাখি পালনের ব্যাপারে বিশদ প্রশ্ন জিজ্ঞাস করেন। আর আমি এটা অনেক এনজয় করি।

সবারই উচিত পাখি পালন শুরু করার আগে ব্যপকভাবে পড়াশুনা করা। এনালাইসিস না করে হুটহাট কিছু করলেই বিপদ।

এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
যে কোন প্রয়োজনে পাশে থাকবে Romel Ashraf Aviary ❤️💚❤️

 #আলহামদুলিল্লাহ  #মাশা_আল্লাহ  #বারাকাল্লাহ সিজনের প্রথম ব্রিডের জন্য  বক্স দেয়া হলো অবশেষে। দীর্ঘ দিন রেস্ট শেষে পাখির...
01/10/2023

#আলহামদুলিল্লাহ #মাশা_আল্লাহ #বারাকাল্লাহ

সিজনের প্রথম ব্রিডের জন্য বক্স দেয়া হলো অবশেষে।
দীর্ঘ দিন রেস্ট শেষে পাখিরা পাগল প্রায় ব্রিড করার জন্য।

এখন দেখার পালা কেমন পার্ফমেন্স করে।
সবার কাছে দোয়ার দরখাস্ত 🤲

েয়ার 😍

Romel Ashraf Aviary 💚❤️💚

  ও   ভাইরা কুমিল্লা দেবিদ্বার থেকে এসে ৬ জোড়া Red head Lutino opaline পাখি নিয়ে গেলেন।। আলহামদুলিল্লাহ যদিও আগে কখনো কথ...
30/09/2023

ও ভাইরা কুমিল্লা দেবিদ্বার থেকে এসে ৬ জোড়া Red head Lutino opaline পাখি নিয়ে গেলেন।। আলহামদুলিল্লাহ

যদিও আগে কখনো কথা হয়নাই, তবে ভরশা করে এসেছেন পাখির ফার্ম ভিজিট করে সাথে করে পাখি নিয়ে যাবেন বলে।

তেমন আপ্যায়ন করতে পারিনি। তাও উনারা অনেক খুশি ছিলেন।

পাখি পালনের বিস্তারিত আলোচনা করেছি।
যাদের ভেতর পাখি পালনের প্রবল আগ্রহ দেখি আমি, তাদেরকে শিখাতে বেশি ভাল লাগে।

শুভকামনা রইলো দুইভাই এর জন্য 💙💙

Romel Ashraf Aviary ❤️❤️

গিয়েছিলাম Three Angels Aviary তে।খুব সুন্দর পরিপাটি করে সাজিয়েছেন এভিয়ারিটি। কোথাও কোন কমতি রাখেননি। অনেক স্বপ্ন নিয়ে আম...
29/09/2023

গিয়েছিলাম Three Angels Aviary তে।
খুব সুন্দর পরিপাটি করে সাজিয়েছেন এভিয়ারিটি।
কোথাও কোন কমতি রাখেননি।

অনেক স্বপ্ন নিয়ে আমাদের বুলবুল ভাই Mahmudul Hasan কমার্শিয়ালি ফার্মিং শুরু করেছেন আলহামদুলিল্লাহ

বুলবুল ভাই এর হলো প্রিয় ইব্রাহিম ভাই John Sab । যিনি পাখি দেয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে সাহায্য করেছেন। দুজনের বন্ধুত্ব আজীবন অটুট থাকুক

আমি আর Arup ত গেছিলাম মুলত সমুচা ও মিষ্টি খেতে 😇😇

বুলবুল ভাই এর জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা.... ❤️❤️

যে কোন প্রয়োজনে পাশে থাকবে Romel Ashraf Aviary ❤️💚❤️

শৈশবে পাখির প্রতি ভীষণ রকম  আসক্ত ছিলাম আমি, অবশ্য পাখি বলতে তখন শুধুই টিয়া ময়না চিনতাম। তবে শখ থাকলেও কেনার সামর্থ্য ছি...
23/09/2023

শৈশবে পাখির প্রতি ভীষণ রকম আসক্ত ছিলাম আমি, অবশ্য পাখি বলতে তখন শুধুই টিয়া ময়না চিনতাম। তবে শখ থাকলেও কেনার সামর্থ্য ছিল না তখন।

ফাঁদ পেতে দোয়েল, ঘুঘু, হলুদিয়া, শালিক ধরার চেষ্টা করতাম অবিরত। ধরতে না পেরে শেষমেশ বক এর বাচ্চা ধরে নিয়ে পালতাম, আর মাছ ধরে খাওয়াতাম।

কিশোর বয়সের কেউ পাখি নিতে এলে নিজের শৈশবের সুখের স্মৃতিগুলো মনে পড়ে যায় 🥰

আল্লাহ তা'আলা সামর্থ্য দিলে আমি বাচ্চা ছেলেদের হাতে পাখি তুলে দিব, কাউকে কখনোই ফেরাবোনা।
পাখির প্রতি ভালোবাসা গুলো সামান্য কিছু টাকার জন্য কষ্টে পরিনত হতে দিব না ইনশাআল্লাহ।

এর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো... ❤️❤️

Romel Ashraf Aviary ❤️💚❤️

Shopping for my Birds 🥰🥰From -- BirdEx  ❤️
22/09/2023

Shopping for my Birds 🥰🥰

From -- BirdEx ❤️

ব্রিডিং কোর্সের অপরিহার্য ৩ টা জিনিস মাল্টিভিটামিন -- অমনিভিটক্যালসিয়াম ও মিনারেলস - ডি নিউট্রিকেল ব্রিডিং টনিক - ফার্টি...
20/09/2023

ব্রিডিং কোর্সের অপরিহার্য ৩ টা জিনিস

মাল্টিভিটামিন -- অমনিভিট
ক্যালসিয়াম ও মিনারেলস - ডি নিউট্রিকেল
ব্রিডিং টনিক - ফার্টিভিট

ছোট-বড় অনেক গুলা প্যাকেজ করা হয়েছে।
পাখির সংখা অনুযায়ী নিতে পারবেন। যার ১-২ জোড়া আছে, তাদের জন্যও ব্যবস্থা আছে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।
01674-086945

বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তিরা যখন সেক্টরে আসে, তখন আমার খুব আনন্দ হয়। খুশি হই এই ভেবে যে, আরো একজন যোদ্ধা পেলাম সেক্টরকে...
19/09/2023

বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তিরা যখন সেক্টরে আসে, তখন আমার খুব আনন্দ হয়। খুশি হই এই ভেবে যে, আরো একজন যোদ্ধা পেলাম সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই খুলনা থেকে Robert Rana Sarder ভাই এসেছেন নিজেই পাখি নেয়ার জন্য।

নতুনদের জন্য এটাও একটা লেসন,,ফার্ম ভিজিট করে পাখি নিলে আপনি 'ফোনে কথা বলে শিখা'র থেকেও অন্তত ২০ গুন বেশি শিখতে ও জানতে পারবেন।।

আফসোস হয় আমার, যখন দেখি দামী পাখি কিনে আমাকে মেসেজ দেয়, 'সফটফুড আইটেমে কী কী দিব? খাঁচার মাপটা কী হবে?'

বেসিক বিষয় গুলা আয়ত্ব না করেই পাখি পালনে ঝাপ দেয়া মানে অকালেই ঝরে যাওয়া।

মনে রাখবেন,, প্রাইমারি লেভেল পাশ না করে কেউ এস-এস-সি পাশ করতে পারেনা।

রানা ভাই এর জন্য অনেক শুভকামনা রইলো...
A and A Aviary ❤️❤️❤️

প্রিয় মানুষ গুলা সবাই এক ফ্রেমে আবদ্ধ ❤️ শামীম কবুতর লফ্ট ভাইকে পেয়ে খুবি খুশি হয়েছি আমি আজকে। Md Amzed Hossain John Sab...
02/09/2023

প্রিয় মানুষ গুলা সবাই এক ফ্রেমে আবদ্ধ ❤️

শামীম কবুতর লফ্ট ভাইকে পেয়ে খুবি খুশি হয়েছি আমি আজকে।
Md Amzed Hossain
John Sab
Mahmudul Hasan
ফজলে রাব্বি
#কবির_ভাই
Arup Dev
AK Sakib
Rashad On

অতিরিক্ত গরমের মাঝেও যে সবাই Romel Ashraf Aviary তে এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞ ❤️❤️

ব্রিডিং পেয়ার দেন, ব্রিডিং পেয়ার দেন বলে বলে যারা পাগল বানাই ফেলছেন... এই লন.. যেটা পছন্দ হয় নিয়া নেন। মাত্র ১৪ টা পেয়ার...
30/08/2023

ব্রিডিং পেয়ার দেন, ব্রিডিং পেয়ার দেন বলে বলে যারা পাগল বানাই ফেলছেন... এই লন.. যেটা পছন্দ হয় নিয়া নেন। মাত্র ১৪ টা পেয়ার আছে।

সব গুলা ব্রিডিং পেয়ার।
ছবিতেই কেইজ নাম্বার দেয়া আছে।

যার যেটা পছন্দ, সেই কেইজ নাম্বার লিখে ইনবক্স করবেন আর বুকিং করবেন।

বি:দ্র: কনফার্ম অবশ্যই পেয়েন্ট করার মাধ্যমে হবে। চাইলে আপাতত ৩০% টাকা দিয়েও করতে পারেন।
ডেলিভারির আগে বাকিটা পেমেন্ট করলেই চলে যাবে বাংলাদেশের যে কোন জেলাতে।

01674086945 (bKash, Nogod, WhatsApp)
Romel Ashraf Aviary
Brahmanbaria Sodor
Profile: Romel Ashraf

Beautiful Budgies ❤️❤️❤️
27/08/2023

Beautiful Budgies ❤️❤️❤️

৪৫০+ পিছ সীডমিক্স এর বাটি আর প্রায় ২০০ কেইজ ট্রে ক্লিন করে সেগুলা রোদে শুকিয়ে নিতে ৪-৫ জনের প্রায় সারাদিন কঠোর পরিশ্রম ক...
21/08/2023

৪৫০+ পিছ সীডমিক্স এর বাটি আর প্রায় ২০০ কেইজ ট্রে ক্লিন করে সেগুলা রোদে শুকিয়ে নিতে ৪-৫ জনের প্রায় সারাদিন কঠোর পরিশ্রম করতে হইছে।

আম্মাজান না থাকলে মনে হয়না কাজ গুলো শেষ করতে পারতাম। ❤️

আজকে প্রায় ৯ কেজি সফটফুড দেয়া হইছে পাখিদের। যার জন্যও ২২০+ সফ্ট ফুডের বাটি ধুতে হইছে, যদিও এটা প্রতিদিনের রুটিন।

আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ
রৌদ্রজ্জ্বল দিন হওয়াতে সুবিধা হইছে অনেক।

কৃমির কোর্স ফ্যাক্ট 🫡

Romel Ashraf 💚💚

হলুদ'ডা নাকি নীল'ডা?? 😇
16/08/2023

হলুদ'ডা নাকি নীল'ডা?? 😇

বলেন ত এগুলা কি পাতা?সঠিক উত্তরদাতাকে এক গ্লাস শরবত খাওয়ানো হবে 😇
15/08/2023

বলেন ত এগুলা কি পাতা?

সঠিক উত্তরদাতাকে এক গ্লাস শরবত খাওয়ানো হবে 😇

প্রিয় Mahmudul Hasan বুলবুল ভাই ভায়োলেট পেয়ার বুকিং করে রেখেছিলেন.. ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথেই নিয়ে গেলেন ১০ পিছ ভায়ো...
14/08/2023

প্রিয় Mahmudul Hasan বুলবুল ভাই ভায়োলেট পেয়ার বুকিং করে রেখেছিলেন.. ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথেই নিয়ে গেলেন ১০ পিছ ভায়োলেট অপালাইন।

কালার এবং জোড়া দুটাই কনফার্ম 😜
ভালো থাকুক বাচ্চাগুলি Three Angels Aviary তে 💙💙💙

শুভকামনা ও ভালোবাসা রইলো Romel Ashraf Aviary এর পক্ষ থেকে। 🥰🥰

অঙ্কুরিত বীজ বা স্প্রাউট এর পুষ্টিগুণ:এতে ভিটামিন, মিনারেল তো থাকেই। সেই সঙ্গে প্রচুর পরিমাণে অর্গ্যানিক কম্পাউন্ডও থাক...
11/08/2023

অঙ্কুরিত বীজ বা স্প্রাউট এর পুষ্টিগুণ:

এতে ভিটামিন, মিনারেল তো থাকেই। সেই সঙ্গে প্রচুর পরিমাণে অর্গ্যানিক কম্পাউন্ডও থাকে। এছাড়াও প্রোটিন, ফাইবার, ভিটামিন কে, ফোলেট, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, থিয়ামিন, ভিটামিন সি, ভিটামিন এ, রাইবোফ্ল্যাবিন ইত্যাদিও রয়েছে।

দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয়! এই প্রকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, আইরন এবং ক্যালসিয়ামের মতো খনিজও।

সপ্তাহে অন্তত একদিন আপনার প্রিয় পাখিকে খেতে দিন সফট ফুডের সাথে।

Romel Ashraf

🔴🟠🟤🟢 শুভ সকাল 🔵🟣🟡⚫
10/08/2023

🔴🟠🟤🟢 শুভ সকাল 🔵🟣🟡⚫

Address

408, West Medda
Brahmanbaria
3400

Telephone

+8801674086945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romel Ashraf Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Romel Ashraf Aviary:

Videos

Share

Category


Other Pet Services in Brahmanbaria

Show All