Hammad Aviary

Hammad Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hammad Aviary, Pet service, Brahmanbaria, Brahmanbaria.

15/01/2024
15/11/2023

পাখির কি অসাধারণ বাভে গোসল করছে

03/11/2023

🏩 লাভ বার্ড পাখির খাঁচার সাইজ 🏡

লাভ বার্ড পাখিকে একটু বড় সাইজের খাঁচা দেওয়া ভালো এতে পাখি ভালোভাবে খাঁচায় বিচরন করতে পারে। অনেকে প্রশ্ন করে লাভ বার্ড পাখির খাঁচার সাইজ কত হওয়া উচিত- লাভ বার্ড পাখির খাঁচার আদর্শ সাইজ হলো ১৮-১৮-২৪ ইঞ্চি সাইজের খাঁচা। তবে ২৪-২৪-২৪ ইঞ্চির খাঁচা হলেও কোন সমস্যা হয় না। তবে বড় সাইজ নিলেই ভালো ফলাফল পাবেন। আর পাখির ডিম পাড়ার খাঁচার বা বক্সের সাইজ ৮-৮-৮ এমন সাইজ বা মাঝারি আকৃতির কোন ভাড়া দিলেও হবে।

07/10/2023

❤️❤️ লাভ বার্ড পাখির খাবার ❤️❤️
লাভ বার্ড পাখি যে সকল খাবার খায় সেগুলো হলো- কাউন, চিনা, তিসি, বাজরা, কুসুম ফুলের বিচি, সূর্যমুখী ফুলের বিচি, সরিষা, চিকন ধান ও বিভিন্ন রকমের ফল। বাজারে সিড মিক্সড কিনতে পাওয়া যায় আপনারা সেগুলো কিনে খাওয়াতে পারেন। আবার আপনি আলাদা ভাবে উপরের খাবারগুলো কিনেও মিশিয়ে নিতে পারেন, আপনার পাখি কোন জিনিস বেশি খায় সেটি বেশি করে দিবেন। কচি ঘাসের পাতা, সবুজ সবজি ও বিভিন্ন প্রকারের ফল খেতে দিবেন নিয়ম করে। একটি পাখি দিনে ৪০ থেকে ৬০ গ্রাম খাবার গ্রহন করে থাকে। লাভ বার্ড পাখি প্রচুর পানি খেয়ে থাকে তাই পটে পানি আছে কিনা তা সবসময় খেয়াল রাখতে হবে। পাখির খাঁচায় ক্যাটল ফিডবোন রাখতে পারেন এটা ক্যালসিয়ামের ঘাটতি পুরন করে।

❤️ লাভ বার্ড পাখির পরিচয় ❤️লাভ বার্ড পাখি প্রেমিকদের পছন্দের একটি পাখি। লাভ বার্ড মূলত আগাপোরনিস প্রজাতির পাখি। লাভ বার...
01/10/2023

❤️ লাভ বার্ড পাখির পরিচয় ❤️
লাভ বার্ড পাখি প্রেমিকদের পছন্দের একটি পাখি। লাভ বার্ড মূলত আগাপোরনিস প্রজাতির পাখি। লাভ বার্ডের ইংরেজি নাম Love Bird. পুরো পৃথিবীতে এ পাখিটি লাভ বার্ড নামেই সকলে চিনে থাকে। লাভ বার্ড আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায় তবে মাদাগাস্কারেও লাভ বার্ডের একটি প্রজাতি পাওয়া যায়। তবে গোটা বিশ্বে বর্তমানে লাভ বার্ড খাঁচায় অথবা খামারে পালন করে চলছে পাখি প্রেমিক লোকজন। লাভ বার্ড পাখির আয়ুষ্কাল ১০ বছর থেকে ১৫ বছর। লার্ভ বার্ড পাখি ৫ থেকে ৭ ইঞ্চি বা ১৩ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। লাভ বার্ড পাখি চতুর ও চঞ্চল হওয়ার কারনে অনেকের কাছে এ পাখিটি খুবই প্রিয়। পুরো দিনের বেশির ভাগ সময়ে লার্ভ বার্ড পখিকে প্রচুর কর্মব্যস্থতায় দেখা যায়। লাভ বার্ড পখি কয়েক প্রকারের ডাক দিতে পারে। যখন ডাকাডাকি করে খুব উচ্চস্বরে চিল্লাচিল্লি করতে দেখা যায় লাভ বার্ড পাখিকে। লাভ বার্ড পাখি কিছুটা ভিতু প্রকৃতির হয়ে থাকে, কোন বিকট শব্দ শুনলেই লুকিয়ে থাকতে পছন্দ করে লাভ বার্ড পাখিগুলো। তবে যদি খাঁচার ভিতরে থাকার হাড়ি থাকে একটু শব্দ পেলেই খাঁচায় ঢুকে পড়ে।

❤️  লাভ বার্ড পাখি  ❤️  বার্ড লাভার সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে চাই লাভ বার্ড পাখি পালন পদ্ধতি নিয়ে। য...
29/09/2023

❤️ লাভ বার্ড পাখি ❤️
বার্ড লাভার সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে চাই লাভ বার্ড পাখি পালন পদ্ধতি নিয়ে। যারা পাখির কিচিরমিচির পছন্দ করেন অথবা সখের বসে বাসায় পাখি পালন করতে চান তাদের জন্য আজকে আমাদের আজকের পাখি পালন পদ্ধতি সম্পর্কে লেখা। আপনারা আজকের পোস্টে লাভ বার্ড পাখির পরিচর্যা কিভাবে করবেন তার একটা ভালো ধারনা পেয়ে যাবেন। আমাদের পেইজের অনুসরন করুন। এই অংশে আপনারা আরো জানতে পারবেন লাভ বার্ড পাখির খাবার, লাভ বার্ড পাখির দাম কত, লাভ বার্ড পাখির নর মাদি চেনার উপায়, লাভ বার্ড পাখির ব্রিডিং কোর্স, লাভ বার্ড পাখির ঔষধ, লাভ বার্ড পাখির চিকিৎসা নিয়ে। তাই পুরো পোস্টটি আপনাদের খুব উপকারি হতে চলেছে। লাভ বার্ড পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে মন দিয়ে পড়ুন।

Address

Brahmanbaria
Brahmanbaria

Telephone

+8801976366526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hammad Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Brahmanbaria

Show All