পাখির কি অসাধারণ বাভে গোসল করছে
যখন লাভ বার্ড পাখি ব্রিডিং করে তখন তাদের শরিরে অতিরিক্ত ভিটামিন ও ক্যালসিয়ামের দরকার পড়ে তাই এ সময় পাখিকে ব্রিডিং কোর্স করানো উচিত। আমরা লাভ বার্ড পাখির ব্রিডিং কোর্স কিভাবে করবেন তার কিছু নিয়ম তুলে ধরার চেষ্টা করছি-
পরপর প্রথম দু দিন Liva-vet 1 ml ১ লিটার পানিতে মিশিয়ে ৪ টি আলাদা খাঁচায় দিয়ে রাখতে পারেন। ৪ থেকে ৫ ঘন্টা পরে ফ্রেশ পানি খেতে দিবেন। বিকালে অবশ্যই পানির পাত্র খুলে রাখবেন খাঁচা থেকে।
Avinex ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে ৪ টি খাচায় ব্যবহার করতে পারেন ৩ য় দিনে। ২ ঘন্টা রেখে পানিগুলো ফেলে ফ্রেশ পানি খেতে দিতে পারেন।
৪ র্থ ও ৫ম দিন Liva-vet 1 ml ১ লিটার পানিতে মিশিয়ে ৪ টি আলাদা খাঁচায় দিয়ে রাখতে পারেন। ৪ থেকে ৫ ঘন্টা পরে ফ্রেশ পানি খেতে দিবেন।
এ কোর্স করিয়ে পরপর ২ দিন ফ্রেশ পানি খেতে দিবেন।
পরেরদিনে আবার Calplex 2.5 ml ১ লিটার পানিতে মিশিয়ে পরপর ৫ দিন খেতে দিতে পারেন।
🏩 লাভ বার্ড পাখির খাঁচার সাইজ 🏡
লাভ বার্ড পাখিকে একটু বড় সাইজের খাঁচা দেওয়া ভালো এতে পাখি ভালোভাবে খাঁচায় বিচরন করতে পারে। অনেকে প্রশ্ন করে লাভ বার্ড পাখির খাঁচার সাইজ কত হওয়া উচিত- লাভ বার্ড পাখির খাঁচার আদর্শ সাইজ হলো ১৮-১৮-২৪ ইঞ্চি সাইজের খাঁচা। তবে ২৪-২৪-২৪ ইঞ্চির খাঁচা হলেও কোন সমস্যা হয় না। তবে বড় সাইজ নিলেই ভালো ফলাফল পাবেন। আর পাখির ডিম পাড়ার খাঁচার বা বক্সের সাইজ ৮-৮-৮ এমন সাইজ বা মাঝারি আকৃতির কোন ভাড়া দিলেও হবে।
❤️❤️ লাভ বার্ড পাখির খাবার ❤️❤️
লাভ বার্ড পাখি যে সকল খাবার খায় সেগুলো হলো- কাউন, চিনা, তিসি, বাজরা, কুসুম ফুলের বিচি, সূর্যমুখী ফুলের বিচি, সরিষা, চিকন ধান ও বিভিন্ন রকমের ফল। বাজারে সিড মিক্সড কিনতে পাওয়া যায় আপনারা সেগুলো কিনে খাওয়াতে পারেন। আবার আপনি আলাদা ভাবে উপরের খাবারগুলো কিনেও মিশিয়ে নিতে পারেন, আপনার পাখি কোন জিনিস বেশি খায় সেটি বেশি করে দিবেন। কচি ঘাসের পাতা, সবুজ সবজি ও বিভিন্ন প্রকারের ফল খেতে দিবেন নিয়ম করে। একটি পাখি দিনে ৪০ থেকে ৬০ গ্রাম খাবার গ্রহন করে থাকে। লাভ বার্ড পাখি প্রচুর পানি খেয়ে থাকে তাই পটে পানি আছে কিনা তা সবসময় খেয়াল রাখতে হবে। পাখির খাঁচায় ক্যাটল ফিডবোন রাখতে পারেন এটা ক্যালসিয়ামের ঘাটতি পুরন করে।