RA Agro

RA Agro RA Agro ensures you Halal Meats and Fresh Milk (upcoming soon). Our main motto is "Naturally Healthy"

আসসালামু 'আলাইকুম, আগামী শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ইং নিজস্ব খামারে প্রাকৃতিক খাদ্য দ্বারা ও দেশীয় পদ্ধতিতে লালিত-পালিত দে...
01/10/2024

আসসালামু 'আলাইকুম, আগামী শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ইং নিজস্ব খামারে প্রাকৃতিক খাদ্য দ্বারা ও দেশীয় পদ্ধতিতে লালিত-পালিত দেশীয় ষাঁড় গরু জবাই হবে। সকাল ১০ টার পর থেকে হোম ডেলিভারি কার্যক্রম শুরু হবে।

🔪 দেশী ষাঁড়ের ফ্রেশ ভাগা মাংস:

🎁 ২ কেজি ১,৫৮০/- টাকা
🎁 ৩ কেজি ২,৩৫০/- টাকা
🎁 ৫ কেজি ৩,৯০০/- টাকা

🐂 সুস্থ ও সবল গরু
🐂 হালাল উপায় জবেহকৃত
🐂 তাজা এবং ফ্রেশ মাংস
🐂 সঠিক ওজন
🐂 অতিরিক্ত চর্বি ও হাড় মুক্ত।

🚛 হোম ডেলিভারি চার্জ এলাকাভেদে মাত্র ৬০-১০০ টাকা (শুধুমাত্র চট্টগ্রাম সিটি এলাকার জন্য প্রযোজ্য)।

তাই দেরি না করে এখনই নিশ্চিন্তে প্রি-অর্ডার করুন, পৌঁছে যাবে তাজা গোশত আপনার বাড়িতে।

অর্ডার করুন: https://m.me/RaAgroCtg
অথবা মেসেজ করুন WhatsApp: 01886-877150




Alarming.
02/09/2024

Alarming.

এটা দ্রুত করেন -
এটা করলে প্রথমে ধরা খাবে দেশের সব গুলা খামার । তাদের মূলধন ৫০% এই এক ধাক্কায় নাই হয়ে যাবে ।

এরপরে, দেশের সকল খামার বন্ধ হয়ে যাবে ।
এতে করে, জনগন শুরুতে খুব ভাল্ভাবে নেবে এটাকে - খামারিরা কানবে ।
যেদিন এই ঘোষনা আসবে -সেদিন আমাদের খামার আমরা বন্ধ করে দেব লস কমিয়ে আনতে ।

//.\\

গোশত আমদানি নির্ভর হলে - এটা চলে যাবে নির্দিস্ট বড় কিছু কোম্পানির হাতে । এটা সিটি গ্রুপ হতে পারে, বিএনপি পন্থী বা জামাত পন্থী কোন গ্রুপ অফ কোম্পানির হাতে যাবে ।

যেহেতু এই আমদানি অনেক বেশি অর্থ এর দরকার, আমাদের প্রচুর ডলার এই দিকে ব্যায় হবে ।

এরপরে জনগন কঠিন বাঁশ খাবে - সে খাক, একদিন না একদিন এমন বাঁশ সরকার দেবে জনগনকে এ আমি আগেই জানতাম !

মেরা ক্যায়া -
ম্যায় ত আফ্রিকা চলা যাউংগা !

যারা ফ্যাটেনিং খামার করছেন কিংবা ভবিষ্যতে করার পরিকল্পনা আছে তাদের জন্য এই ট্রেনিং টি নিঃসন্দেহে অত্যন্ত উপকারী ও ফলপ্রস...
11/07/2024

যারা ফ্যাটেনিং খামার করছেন কিংবা ভবিষ্যতে করার পরিকল্পনা আছে তাদের জন্য এই ট্রেনিং টি নিঃসন্দেহে অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ হবে ইন শা আল্লাহ। তাই, এই সুযোগ মিস না করি।

Exactly.
25/06/2024

Exactly.

বর্তমান সময়ে খামার টিকিয়ে রাখতে হলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে ||

কারণ দেশে এখন যেই পরিমাণ সিন্ডিকেট এবং অবৈধ্য পয়সাওয়ালারা খামার করতেছে তাতে প্রান্তিক খামারীরা দিনদিন গরু পালনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে.!!

আর এই খামার সেক্টরে এই সময় সফল হতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে গরু পালতে হবে।

১. আমাদের টার্গেট থাকতে হবে মাংস উৎপাদন করা, কারণ বাংলাদেশের আমিষের চাহিদা মেটাতে মাংসের চাহিদা সারা বছরই থাকে তাই যে সমস্ত গরুতে দ্রুত মাংস বৃদ্ধি হয় সেই ধরনের গরু পালতে হবে।

২. মাংস উৎপাদনের জন্য অবশ্যই ২/৪ দাঁতের গরু নিতে হবে, এই সমস্ত গরুতে মাংস দ্রুত বৃদ্ধি পায়।

৩. হলেস্টাইন ফ্রিজিয়ান এবং শাহীওয়ালের ক্রস ব্রিডের গরু মোটাতাজা করার জন্য খুবই উপযোগী, তাই আমরা তিনমাস মেয়াদীএই ধরনের গরু পালতে পারি।

৪. যেহেতু কুরবানির উদ্দেশ্য বড় খামারীরা সহ দেশের অধিকাংশ প্রান্তিক সব খামারিরাই গরু রেডি করে তাই আমাদেরকে শুধুমাত্র কোরবানির উপলক্ষে গরু বিক্রির উদ্দেশ্য না করে সারাবছর গরু বিক্রি করতে হবে, কুরবানীর থেকে তখনই মাংসের দাম ভালো পাওয়া যায়।

৫. তিন মাস মেয়াদে রিজেক্ট গাভী অথবা হাড্ডি-ষাড় লালন পালন করতে পারেন,এতে অল্প খরচে প্রফেট ভালো হয়।

৬. শুধু মাত্র মোটাতাজাকরণ করলেই চলবে না, পাশাপাশি কয়েকটা ভালো মানের বকনা কিছু ছাগল অথবা গারোল পালন করতে হবে। এতে বাড়তি আয়ের ব্যবস্থা হবে।

৭. পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস চাষ করতে হবে, ৭/৮ টি গরু হলে নিজেই কাজ কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ তাহলে লাভবান হওয়া যাবে।

লেখক: রাসেল রানা

ব্রাদার্স এগ্রো ফার্ম, টাঙ্গাইল সদর।

ঈদ মোবারক!تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ❝তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❞অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদাত-ব...
10/04/2024

ঈদ মোবারক!

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ

❝তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❞

অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদাত-বন্দেগী) কবুল করুন।

সবাইকে RA Agro-র পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও মুবারকবাদ।💚

10/04/2024
বিসমিল্লাহ, আল্লাহু আকবার।অল্প কিছু প্যাকেজ স্টকে রয়েছে, চাইলে অর্ডার করতে পারেন।
07/04/2024

বিসমিল্লাহ, আল্লাহু আকবার।

অল্প কিছু প্যাকেজ স্টকে রয়েছে, চাইলে অর্ডার করতে পারেন।

Beef is ❤️
04/04/2024

Beef is ❤️

Red meat is one of the healthiest foods on earth. I will even go so far as to say it is a 𝘀𝘂𝗽𝗲𝗿𝗳𝗼𝗼𝗱!

The one food that never gets called superfood is beef. Even though it truly is. If you don't eat it, you may join many in the population who are B12, vitamin D and zinc deficient.

The following vitamins and minerals are abundant in beef:

* Vitamin B12 - Animal-derived foods, such as meat, are the only good dietary sources of vitamin B12, an essential nutrient that is important for blood formation and your brain and nervous system.

* Zinc - Beef is very rich in zinc, a mineral that is important for body growth and maintenance.

* Selenium - Meat is generally a rich source of selenium, an essential trace element that serves a variety of functions in your body.

* Iron - Found in high amounts in beef, meat iron is mostly in the heme form, which is absorbed very efficiently.

* Niacin - One of the B vitamins, niacin (vitamin B3) has various important functions in your body. Low niacin intake has been associated with an increased risk of heart disease.

* Vitamin B6 - A family of B vitamins, vitamin B6 is important for blood formation and energy metabolism.

* Phosphorus - Widely found in foods, phosphorus intake is generally high in the Western diet. It’s essential for body growth and maintenance.

Beef contains many other vitamins and minerals in lower amounts.

এই দেশে কৃষি ও প্রাণীজ উৎপাদকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি শ্রম ও অর্থ দিয়ে উৎপাদন করলেও মূল্য নির্ধারণ আপনি করতে পা...
30/03/2024

এই দেশে কৃষি ও প্রাণীজ উৎপাদকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি শ্রম ও অর্থ দিয়ে উৎপাদন করলেও মূল্য নির্ধারণ আপনি করতে পারবেন না। সব কিছুর মূল্য উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ হলেও কৃষি ও প্রাণীজ সেক্টরের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত।

গো-খাদ্যের অতিরিক্ত মূল্যের কারণে এই সেক্টরে প্রতিনিয়ত কত খামার বন্ধ হয়ে যাচ্ছে তার কোন হিসাব নেই।
বিস্তারিত কমেন্টে...

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌ র নামে জবাইয়ের মাধ্যমে আমাদের স্লটারিং প্রজেক্ট শুরু হয়ে সমস্ত কার্যক্রম শেষে দুপুরের মধ্যে ড...
28/03/2024

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌ র নামে জবাইয়ের মাধ্যমে আমাদের স্লটারিং প্রজেক্ট শুরু হয়ে সমস্ত কার্যক্রম শেষে দুপুরের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।

আমাদের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে আপনাদের অভিমত, সুন্দর পরামর্শ কিংবা অভিযোগ আমাদের সামনে এগিয়ে নিতে আরো সহজ এবং সাবলীল করবে।

সকলকে জাযাকুমুল্লাহু খাইরা।




আসসালামু 'আলাইকুম।ইন শা আল্লাহ, আগামী ২৮ মার্চ, ১৭ রমাদান, রোজ বৃহস্পতিবার সংকর জাতের গরুটি জবাই করা হবে। সকাল ১০ টার পর...
24/03/2024

আসসালামু 'আলাইকুম।

ইন শা আল্লাহ, আগামী ২৮ মার্চ, ১৭ রমাদান, রোজ বৃহস্পতিবার সংকর জাতের গরুটি জবাই করা হবে। সকাল ১০ টার পর থেকে ডেলিভারি শুরু হবে।

🔪মেজবানি মিক্স প্যাকেজে গোশত বিক্রয় হবে,

🥩 ২ কেজি ১,৬০০/- টাকা
🥩 ৩ কেজি ২,৪০০/- টাকা
🥩 ৫ কেজি ৪,০০০/- টাকা

🐂 সুস্থ ও সবল গরু
🐂 হালাল উপায় জবেহকৃত
🐂 তাজা এবং ফ্রেশ মাংস
🐂 সঠিক ওজন
🐂 অতিরিক্ত চর্বি ও হাড় মুক্ত।

🚛 হোম ডেলিভারি চার্জ এলাকাভেদে মাত্র ৬০-১০০ টাকা (শুধুমাত্র চট্টগ্রাম সিটি এলাকার জন্য প্রযোজ্য)।

তাই দেরি না করে এখনই নিশ্চিন্তে প্রি-অর্ডার করুন, পৌঁছে যাবে তাজা গোশত আপনার বাড়িতে।

প্রি-অর্ডার করুনঃ m.me/RaAgroCtg

অথবা WhatsApp করুনঃ 01886877150

এছাড়া, ডেলিভারি চার্জ ছাড়া সরাসরি এসে দেখেও নিতে পারবেন আপনার প্রয়োজন মত।



23/03/2024
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহমহিমান্বিত রমাদান হাজির হয়েছে মুসলিম উম্মাহের দ্বারে। RA Agro র পক্ষ থেকে সকলকে রমাদান ম...
11/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

মহিমান্বিত রমাদান হাজির হয়েছে মুসলিম উম্মাহের দ্বারে। RA Agro র পক্ষ থেকে সকলকে রমাদান মুবারক! রমাদানের খুশবু ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।

25/02/2024

বিসমিল্লাহ্‌, প্রসেসিং শুরু হয়সে।

আলহামদুলিল্লাহ্‌, এই বারের মত আমাদের প্রি-অর্ডার সম্পন্ন হল, ইন শা আল্লাহ্‌ আগামীকাল ভোরে জবাই হবে, ডেলিভারি ১০ টার পর শ...
24/02/2024

আলহামদুলিল্লাহ্‌, এই বারের মত আমাদের প্রি-অর্ডার সম্পন্ন হল, ইন শা আল্লাহ্‌ আগামীকাল ভোরে জবাই হবে, ডেলিভারি ১০ টার পর শুরু হবে, সকল গ্রাহকদের আন্তরিকতা কাম্য।

বিঃদ্রঃ শুধুমাত্র ৪ টি সম্পূর্ণ পা স্টকে আছে, নিতে চাইলে অতি সত্তর যোগাযোগ করুন।

১টি সম্পূর্ণ পা' র মূল্য ১৫০০ টাকা।




21/02/2024

আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

সুখবর! RA Agro নিয়ে এলো প্রথমবারের মত 'মহিষ স্লটারিং' প্রজেক্ট।

ইন শা আল্লাহ, পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ২৫ ফেব্রুয়ারি, রোজ রবিবার এই সুঠাম ষাঁড় মহিষটি জবাই করা হবে। সকাল ১০ টার পর থেকে ডেলিভারি শুরু হবে।

🔪মেজবানি মিক্স প্যাকেজে গোশত বিক্রয় হবে,

🥩 ২ কেজি ১,৫০০/- টাকা
🥩 ৪ কেজি ৩,০০০/- টাকা
🥩 ৬ কেজি ৪,৫০০/- টাকা

এছাড়াও, যেকোনো পরিমাণ অর্ডার করতে পারবেন, এক্ষেত্রে ৬ কেজি বা এর বেশি অর্ডারে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি।

🐂 হালাল উপায় জবেহকৃত
🐂 তাজা এবং ফ্রেশ গোশত
🐂 সঠিক ওজন
🐂 অতিরিক্ত চর্বি ও হাড় মুক্ত।

🚛 হোম ডেলিভারি চার্জ এলাকাভেদে মাত্র ৬০-১০০ টাকা (শুধুমাত্র চট্টগ্রাম সিটি এলাকার জন্য প্রযোজ্য)।

তাই দেরি না করে এখনই নিশ্চিন্তে প্রি-অর্ডার করুন, পৌঁছে যাবে তাজা গোশত আপনার বাড়িতে।

প্রি-অর্ডার করতে পেইজ ইনবক্সে নক করুন: https://m.me/RaAgroCtg

অথবা ফোন/ WhatsApp করুনঃ 01677-677150

সরাসরি এসে নিজে দেখেও নিতে পারবেন আপনার প্রয়োজন মত। (কতটুকু প্রয়োজন তা আগে জানিয়ে দিতে হবে)

পিকআপ পয়েন্টঃ চৌমুহনী থেকে পশ্চিম দিকে, পানওয়ালা পাড়া, উত্তর আগ্রাবাদ, চট্টগ্রাম।




Address

Daiya Para, North Agrabad
Chittagong
4100

Telephone

+8801677677150

Website

Alerts

Be the first to know and let us send you an email when RA Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RA Agro:

Videos

Share

Category