Jollify

Jollify I'm a fond of of cage birds. Love to tame them, it’s my passion. This page is about my cage, tame birds and Their regular activities.

Hope you all like to visit ���

12/07/2022

গরুর গোশত আর ভালো লাগতেছে না।তাই আজকে আমি গরম গরম পরোটা দিয়ে চা খাচ্ছি🤗।
যাইহোক, ঈদ মোবারক। 😍

তোমার নীরবতার ভাষা যে বোঝে সেই তোমার প্রিয় মানুষ!🌸🖤
29/06/2022

তোমার নীরবতার ভাষা যে বোঝে সেই তোমার প্রিয় মানুষ!🌸🖤

ধৈর্যের ৬টি জাগতিক প্রতিদানধৈর্য ধরলে পরকালে প্রতিদান তো মিলবেন, সঙ্গে দুনিয়াতেও নগদ কিছু প্রদান দেওয়া হয়। ধৈর্যের সময় এ...
28/06/2022

ধৈর্যের ৬টি জাগতিক প্রতিদান
ধৈর্য ধরলে পরকালে প্রতিদান তো মিলবেন, সঙ্গে দুনিয়াতেও নগদ কিছু প্রদান দেওয়া হয়। ধৈর্যের সময় এগুলো স্মরণে রাখলে আমাদের জন্য ধৈর্য ধরা সহজ হয়ে যাবে। চলুন, কুরআনের আলোকে জেনে নিই ধৈর্যের জাগতিক প্রতিদানগুলো:
১) ধৈর্যের ইহকালীন কল্যাণ হচ্ছে আল্লাহ তায়ালা ধৈর্যধারণকারীকে তার অপার অনুগ্রহে নেতা ও অভিভাবক বানিয়ে দেবেন। সকলের ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। কুরআনের বাণী: “আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম, তারা আমার আদেশ অনুযায়ী সৎপথ প্রদর্শন করত, যখন তারা ধৈর্যধারণ করেছিল। আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত।" (সূরা সাজদাহ, ২৪)
২) আল্লাহ তায়ালার সাহায্য লাভের মাধ্যমে ধৈর্যধারণকারী দুনিয়াতে সফলকাম হয়। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহায়ক হয়। কুরআনের বাণী: 'তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্য এই নামাজ একটি কঠিন কাজ; তবে একনিষ্ঠ ব্যক্তিবর্গের জন্য কঠিন নয়।' (সূরা বাকারা, ৪৫)
৩) আল্লাহ তায়ালা ধৈর্যধারণকারীদের ওপর অগণিত রহমত বর্ষণ করেন এবং তাদেরকে সঠিক পথপ্রদর্শন করেন। কুরআনের বাণী: 'তুমি ধৈর্যধারণকারীদের সুসংবাদ দাও। যারা বিপদকালে বলে, "আমরা তো আল্লাহরই বান্দা এবং তারই কাছে ফিরে যাব।" তাদের ওপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে করুণা-রাশি আর অনুগ্রহ; এবং তারাই হেদায়েত-প্রাপ্ত।" (সূরা বাকারা, ১৫৫-১৫৭)
৪) মুমিনরা যখন ধৈর্যধারণ করবে, তখন আল্লাহ তাদেরকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন এবং বিজয় দান করবেন। কুরআনের বাণী: “যদি তোমরা ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো আর তারা তোমাদের ওপর এরকম আচমকা আক্রমণ করে বসে তাহলে তোমাদের প্রভু প্রচণ্ড আক্রমণকারী পাঁচ হাজার ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ এটা করেছেন কেবল তোমাদের জন্য সুসংবাদস্বরূপ এবং যাতে তোমাদের মন প্রশান্ত থাকে। সাহায্য তো শুধু পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে।" (সূরা আলে ইমরান ১২৫-১২৬)
৫) বিপদ-আপদে ধৈর্যধারণ করা আল্লাহ তায়ালার আদেশের ওপর অটল অবিচল ও দৃঢ় সংকল্প থাকার নামান্তর। কুরআনের বাণী: "যে ধৈর্যধারণ করে ক্ষমা করে দেয় তার এ কাজ অবশ্যই দৃঢ় সংকল্পের পরিচায়ক।" (সূরা শুরা, ৪৩)
৬) ধৈর্যধারণকারীদের আল্লাহ ভালোবাসেন। কুরআনের বাণী: "আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।" (সূরা আলে ইমরান, ১৪৬)
'আল্লাহর ভালোবাসা পেতে হলে' বই থেকে চয়িত

Collected

27/06/2022
আজকে তাদের মন ভালো নেই 🥱🥱🥱
24/06/2022

আজকে তাদের মন ভালো নেই 🥱🥱🥱

😚😚
22/06/2022

😚😚

16/06/2022

আহা! কি শান্তি🤗

শুভ রাত্রি🥱

মাশাআল্লাহ

Assalamualaikum Good morning 🐣
16/06/2022

Assalamualaikum
Good morning 🐣

Good night😴
08/06/2022

Good night😴

আসসালামু আলাইকুম, ১.একটা ব্রিডিং পেয়ার ( ২ বার ব্রিড করেছে,প্রতিবার ৩টা করে বাচ্ছা তুলেছে। ৩.৫ মাস রেস্টে ছিলো।২. রানিং ...
17/02/2022

আসসালামু আলাইকুম,
১.একটা ব্রিডিং পেয়ার ( ২ বার ব্রিড করেছে,প্রতিবার ৩টা করে বাচ্ছা তুলেছে। ৩.৫ মাস রেস্টে ছিলো।
২. রানিং মেইল ( হোম ব্রিড)
৩. নিউ এডাল্ট মেইল (হোম ব্রিড)

সব গুলা পাখিই সুস্থ, চঞ্চল।

কারো লাগলে নিতে পারেন। একসাথে নিলে কমে দিয়ে দিব।
লোকেশন - ষোলশহর, ২নং গেইট।

ধন্যবাদ....

😬😬😬😬😬
19/12/2021

😬😬😬😬😬

12/12/2021

When Their parents don't feed them.......

Allahumma barik lahu..


শীত বলে কথা😬আসসালামু আলাইকুম 🐦শুভ সকাল 🕊️
07/12/2021

শীত বলে কথা😬

আসসালামু আলাইকুম 🐦
শুভ সকাল 🕊️

যারা পোষা পাখি পালন করেন তাদের জন্য পাখির বাচ্চা হলে এটা খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় পাখি ঠিকভাব...
27/11/2021

যারা পোষা পাখি পালন করেন তাদের জন্য পাখির বাচ্চা হলে এটা খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় পাখি ঠিকভাবে বাচ্চা ফুটেছে কিন্তু সেই বাচ্চাগুলো বড় হচ্ছে না ছোট অবস্থায় মারা যাচ্ছে। সত্যি এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার। গ্ৰো লাইফের আজকের পেছনে আপনি জানবেন বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার 6 টি আলাদা আলাদা কারণ ও এর প্রতিকার কি।
১, একটা মা পাখি যখন অনেকদিন যাবত বাচ্চা উৎপাদনের জন্য ডিমে তা দিতে থাকে তখন ওই হাড়ির ভেতর পাখির মল জমতে থাকে। বেশীরভাগ সময়ই দেখা যায় এই মল গুলো ভিজে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হয়। বাজরিগার সহ বেশিরভাগ পাখির বাচ্চা জন্মের পর কিন্তু থাকে খুবই ছোট আকৃতির। এ বাচ্চাগুলোর নাকে মুখে পাখির মল লেগে শক্ত হয়ে যায় এবং এর ফলে পাখির বাচ্চা গুলো মারা যায়। আবার কিছু কিছু সময় এই মলের মধ্যে ডুবে পাখির ছোট বাচ্চাগুলো মারা যায়। আবার অনেক সময় এই সাতশেত পরিবেশে থাকার ফলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে মারা যায়। এই সমস্যাটির থেকে বাচ্চা বাঁচানোর উপায় হচ্ছে আপনাকে বাচ্চা হওয়ার আগ দিয়ে খেয়াল করতে হবে পাখির হাড়ির ভেতর অতিরিক্ত মল জমে আছে কিনা। আর এই মালগুলোর স্যাতস্যাতে হয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন একটু একটু ময়লা জমে আছে সে ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত হলে পরিস্কার করে দিতে হবে আর ভেজা থাকলে সেটা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে।
২, অনেক সময় দেখা যায় সদ্যজাত বাচ্চার খাদ্য থলিতে আস্ত খাবার এর দানা থাকে যেটা এত ছোট বাচ্চার পক্ষে হজম করা সম্ভব নয় এর ফলস্বরূপ বাচ্চার মৃত্যু ঘটে। এটা বেশিরভাগ সময়ই অনভিজ্ঞ মা-বাবা পাখির জন্য এরকমটা হয় এরা ঠিক ভাবে বুঝতে পারেনা বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে। এই সমস্যা সমাধানের সহজ উপায় হচ্ছে। বাচ্চা ছোট থাকা অবস্থায় মা-বাবা পাখিকে খাবার হিসাবে দানাদার খাবারের পাশাপাশি দিনে কয়েকবার করে নরম খাবার দিতে হবে। সেক্ষেত্রে ওই নরম খাবারগুলো তারা বাচ্চাদের আরামে খাওয়াতে পারবে। তবে সিডমিক্স ও সাথে চলবে।

৩, বাচ্চা খোসা ভেঙে বের হতে না পারা
কিছু কিছু পাখিকে আমরা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাইয়া থাকি। বিশেষ করে ক্যালসিয়াম খাওয়ানোর মাত্রা যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন পাখির ডিমের খোসাগুলো হয় অতিরিক্ত শব্দ। ফলাফল স্বরূপ এরকম শক্ত খোসা ভেঙে ভেতর থেকে বাচ্চা বের হতে পারে না। এবং পাখি ভালো ডিম পাড়ার পড়ো সেই বাচ্চাগুলো আর বাচে না । এই সমস্যাটা এভোয়েড করতে চাইলে সুস্থ সবল পাখিকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়ানো বাদ দিতে হবে। এর থেকে আপনি খাঁচায় কিছু ক্যাটল ফিস বোন ও মিনারেল ব্লক রেখে দিন এবং পাখিকে শুধু শুধু ওষুধ না খাইয়া কলমি শাক পালং শাক সহ বিভিন্ন সবজি দিন এই ধরনের প্রাকৃতিক খাবার প্রাকৃতিকভাবেই পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে।

৪, কিছু কিছু সময় বাচ্চার জন্য দেয়া নরম খাবার পচে গিয়ে বা দানাদার খাবার ভিজে নষ্ট হয়ে যায়। এগুলো সময় মত পরিবর্তন না করলে এই খাবারগুলো যখন বড় পাখি গুলো খেয়ে তার বাচ্চাদের খাওয়াবে তখন তা বদহজম জাতীয় সমস্যা সৃষ্টি করে। বড় পাখির গুলো এরকম পচা খাবার খেয়ে খুব একটা অসুস্থ না হলেও বাচ্চাগুলো মারা যায়। তাই পাখিকে নরম খাবার খেতে দিলে সেগুলো অবশ্যই নষ্ট হবার আগেই সরিয়ে ফেলতে হবে। একবার নরম খাবার দেবার পরবর্তী 4 থেকে 5 ঘণ্টার মধ্যে সেগুলো পরিবর্তন করে ফেলে দিতে হবে।

৫, পরবর্তী কারণটি হলো মা ও বাবা পাখি বাচ্চাদের ঠিকমতো খাওয়ায় না। এটা বিভিন্ন কারণে হতে পারে হয়তো আপনি খাবার কম দিচ্ছেন। সাধারণত বাজিগারের বাচ্চা থাকা অবস্থায় এরা স্বাভাবিকের চাইতে 4 থেকে 5 গুণ পর্যন্ত খাবার গ্রহণ করে। এসময় আপনাকে পর্যাপ্ত মাত্রায় সিডমিক্স অপর্যাপ্ত মাত্রায় সব পাখির খাঁচায় দিতে হবে। এটা না করলে বাচ্চা গুলো ঠিকভাবে খাবার পাবেনা। আবার কিছু কিছু পাখির অভ্যাসই থাকে বাচ্চাদের না খাওয়ানোর। এগুলোর ক্ষেত্রে আপনাকে সেদিন দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিতে হবে।

৬, জেনেটিক্যাল কারণে।
কিছু কিছু সময় জেনেটিকাল কারণে বাচ্চা ডিম ফোটার দু'একদিনের মধ্যেই মারা যায়। আপনি যদি দেখেন আপনার একই জোড়া পাখির বাচ্চা বারবার কোন অযৌক্তিক কারণে মারা যাচ্ছে। সেদিন আপনাকে বুঝতে হবে এটা কোন জেনেটিক্যাল প্রবলেম এর কারনে হচ্ছে। অনেকে একই মা-বাবার দুইটা বাচ্চাকে জোড়া দেয়। যেটা পরবর্তীতে এরকম জেনেটিক্যাল সমস্যা সৃষ্টি করতে পারে। এগুলো দূর করতে আপনাকে পাখির জোড়া পরিবর্তন করে দিতে হবে।

©grow_life

25/11/2021

When his vacation mood is on🥴🥴🥴

Allahumma barik lahu.....

24/11/2021

আহা! কি যে শান্তি 🥰

আল্লাহুমা বারিক লাহু ❤️

শুভ রাত্রি 😊

miss kori onek 😔
17/11/2021

miss kori onek 😔

চলে গেলো তার নতুন ঠিকানায়🐦
14/11/2021

চলে গেলো তার নতুন ঠিকানায়🐦

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jollify posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Chittagong pet stores & pet services

Show All