Entity Veterinary Hospital

Entity Veterinary Hospital Welcome to " ". Well-equipped veterinary hospital.Best Pet hospital in Ctg
(12)

বিশেষ ঘোষণা: অনিবার্য কারণবসত ডা:পার্থ সামন্ত এর সকল এপয়েন্টমেন্ট আগামী ২-৩সপ্তাহ বন্ধ থাকবে। আমাদের 01860011468 নাম্বার...
24/10/2024

বিশেষ ঘোষণা:
অনিবার্য কারণবসত ডা:পার্থ সামন্ত এর সকল এপয়েন্টমেন্ট আগামী ২-৩সপ্তাহ বন্ধ থাকবে।

আমাদের 01860011468 নাম্বারটিও বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন আন্তরিকভাবে দুঃখিত।

এপয়েন্টমেন্টের জন্য নিচের নাম্বারে বা পেইজে যোগাযোাগ করুন:
+880 15 2148 6316
+880 16 3118 8230
+880 16 9006 3814
হাসপাতালের সকল কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

"Breaking Rabies Boundaries" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে আজ জেলা প্রাণীসম্পদ ...
28/09/2024

"Breaking Rabies Boundaries" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে আজ জেলা প্রাণীসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে প্রাণীদের জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার পাশা স্যার, প্রশাসক, জেলা পরিষদ, চট্টগ্রাম। ডাঃ জাহাঙ্গীর আলম স্যার, সিভিল সার্জন , চট্টগ্রাম।প্রফেসর ডঃ মোঃ নজরুল ইসলাম স্যার, ডিএলও,ডিএলএস,চট্টগ্রাম সহ গনমাণ্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে এন্টিটি পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে এন্টিটি পরিবার সকলের কাছে কৃতজ্ঞ।

কাজে শহরের বাইরে যাচ্ছেন কিন্তু আপনার আদরের পোষাবিড়ালটিকে কোথাও নিশ্চিন্তে রেখে যেতে পারছেন না?  Pet-প্রেমী - বোর্ডিং হত...
17/09/2024

কাজে শহরের বাইরে যাচ্ছেন কিন্তু আপনার আদরের পোষাবিড়ালটিকে কোথাও নিশ্চিন্তে রেখে যেতে পারছেন না?

Pet-প্রেমী - বোর্ডিং হতে পারে আপনার প্রিয় বিড়ালের নিশ্চিন্ত ঠিকানা।

এই সময়ে প্রিয় বিড়ালের নিরাপত্তা, যত্ন, আবাসন সবকিছুর দায়িত্ব আমাদের।

সাশ্রয়ী মূল্যে বিলাসবহুল এবং স্বাচ্ছন্দ্যময় আবাসনের সুব্যবস্থা এখন আপনার হাতের নাগালেই!
ডিস্কাউন্ট অফার: ৩০০/- (পার ডে)
রেগুলসর অফার: ৫০০/- (পার ডে)

যে সুবিধাগুলো আমরা দিচ্ছি -
🐾 স্ট্যান্ডার্ড একক বাসস্থান
🐾 স্বল্প এবং দীর্ঘকালীন আবাসন সুবিধা
🐾 প্রিমিয়াম মানের ঘরোয়া দৈনিক খাবার
🐾 আগমন এবং প্রস্থানের সময় স্বাস্থ্য পরীক্ষা
🐾 হাউস ডাক্তার দ্বারা প্রতিদিন চেক আপ
🐾 নিয়মিত লোম ব্রাশ, কান এবং চোখ পরিষ্কার করা
🐾 বিছানা, কম্বল, এবং খেলনা প্রদান করা
🐾 প্রতিদিন ২ ঘন্টা খেলার ব্যবস্থা
🐾 ২৪ ঘন্টা নিরাপত্তা ক্যামেরা নজরদারি
🐾 অভিভাবকদের দৈনিক আপডেট / ভিডিও কল

বি:দ্র: ক্যাট ফুড, লিটার ও লিটার বক্স মালিক থেকে প্রদান করতে হবে।

আমাদের ইনবক্সে ম্যাসেজ দিন (ফেসবুক)

ঠিকানাঃ এন্টিটি পেট কেয়ার, আগ্রাবাদ এক্সেস রোড, গোল্ডেন টাচ ক্লাবের বিপরীতে.....

ডা: উম্মে খায়ের ফাতেমা সাদীডিরেক্টর & কো-ফাউন্ডারএন্টিটিমেধাবী, উদ্যমী , পরিশ্রমী একজন তরুণ, সফল নারী উদ্যোক্তা ও ভেটেরি...
15/09/2024

ডা: উম্মে খায়ের ফাতেমা সাদী
ডিরেক্টর & কো-ফাউন্ডার
এন্টিটি

মেধাবী, উদ্যমী , পরিশ্রমী একজন তরুণ, সফল নারী উদ্যোক্তা ও ভেটেরিনারি পেশায় এক নিবেদিত প্রাণ।
বর্তমানে এন্টিটি ভেটেরিনারী হাসপাতালের চীফ ফাইন্যান্স অফিসার কাম চীফ সার্জন হিসেবে নিযুক্ত রয়েছেন। তাঁরই হাত ধরে সার্জারী জগতে এন্টিটি পরিবার এগিয়ে চলেছে সফলতার পথে।
তিনি প্রমাণ করেছেন শুধুমাত্র ইচ্ছা শক্তি ও সৎ সাহস থাকলে শত বাঁধা পেরিয়ে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।

শুভ জন্মদিন Fatema Sadi ♥️

এন্টিটি পরিবার আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছে।

এন্টিটি পরিবার ♥️ফ্যামিলি গেট টুগেদার 😍আজকের দিনটা ছিলো এন্টিটি পরিবারের জন্য অন্যতম সেরা একটা দিন।  😍এন্টিটি বিশ্বাস কর...
13/09/2024

এন্টিটি পরিবার ♥️
ফ্যামিলি গেট টুগেদার 😍

আজকের দিনটা ছিলো এন্টিটি পরিবারের জন্য অন্যতম সেরা একটা দিন। 😍
এন্টিটি বিশ্বাস করে পরিবারের দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। আশা করি এন্টিটি পরিবারের সকল ডিরেক্টরদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের দোয়া ও আশীর্বাদ এবং তাঁদের দিক নির্দেশনা ভবিষ্যতে এন্টিটি পরিবারকে আরোও সাহস জোগাবে এবং সাফল্য এনে দিবে।
তাঁদের দোয়া নিয়ে যেন এন্টিটি পরিবারের সকল সদস্য বোবা প্রাণীদের সেবায় নিজেদেরকে আরোও সম্পৃক্ত করতে পারি এ কামনা করি।♥️
সকলের কাছে দোয়া ও আশীর্বাদপ্রার্থী 🙏

আপডেট★এই মুহুর্তে আমাদের আর ডোনেশনের প্রয়োজন নাই। দয়া করে কেও আর টাকা পাঠাবেন না।★ধন্যবাদ সকলকে যারা আমাদেরকে ডোনেশন দিয়...
31/08/2024

আপডেট

★এই মুহুর্তে আমাদের আর ডোনেশনের প্রয়োজন নাই। দয়া করে কেও আর টাকা পাঠাবেন না।★

ধন্যবাদ সকলকে যারা আমাদেরকে ডোনেশন দিয়ে বন্যার্ত কুকুড় বিড়ালের পাশে দাঁড়াতে সাহায্য করেছেন। আপনাদের দেয়া ডোনেশনের পরিমাণ ১৫০০০/- যা আমাদের কাছে অনেক। ইতিমধ্যে আপনাদের প্রদানকৃত এই অর্থ দিয়ে ফেনী , ফটিকছড়ি, খাগড়াছড়ি , লক্ষীপুর এর বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রুপ ও লোকাল যারা ত্রান দিতে যাচ্ছে তাদের মাধ্যমে প্রায় ৩০০ কুকুড় বিড়ালের জন্য একদিনের মাংস ও কয়েকদিনের শুকনা খাবার পাঠিয়ে দেয়া হয়েছে যেটা লোকালদের দিয়ে আসা হবে পাশাপাশি কিছু টাকা কিছু গ্রুপের জন্য রাখা হয়েছে যারা বন্যা পরবর্তীতে আহত প্রাণীদের নিয়ে কাজ করবে। যদি কিছু টাকা বাকি থাকে তাহলে সেগুলো স্ট্রিট কুকুড় বিড়ালদের জন্য ব্যয় করা হবে।

আবারো ধন্যবাদ সকলকে আমাদেরকে ডোনেশন প্রদানের মাধ্যমে সাহায্য করে বন্যার্ত কুকুড়-বিড়ালদের সামান্য সাহায্য করার সুযোগ দেয়ার জন্য। 🙏♥️

চট্টগ্রামে প্রথমবারের মত লাক্সারি পেট বোর্ডিং (বিড়ালের আবাসিক হোটেল) Petপ্রেমী নিয়ে আসছে দারুন অফার।  পুরা সেপ্টেম্বর মা...
29/08/2024

চট্টগ্রামে প্রথমবারের মত লাক্সারি পেট বোর্ডিং (বিড়ালের আবাসিক হোটেল) Petপ্রেমী নিয়ে আসছে দারুন অফার।
পুরা সেপ্টেম্বর মাস জুড়ে ফ্ল্যাট ৪০% ডিস্কাউন্ট চলবে বিড়ালের হোটেল বুকিং এ।
রেগুলার প্রাইস: ৫০০/- পার ডে
অফার প্রাইস: ৩০০/- পার ডে।

তাহলে দেরী কেনো? আজই নিশ্চিন্তে কেবিনেট বুকিং করুন আপনার প্রিয় বিড়ালটির জন্য আর নিশ্চিন্তে কোথাও ঘুরে আসুন।

সাথে কি কি পাচ্ছেন-
★রেগুলার ভেট চেকআপ এবং ডে টু ডে হেলথ নোট
★প্রতিজনের জন্য সম্পূর্ণ আলাদা লাক্সারি ঘর
★দিনের একটা সময় প্লেগ্রাউন্ডে খেলার সুবিধা
★দিনে ২বার প্রাণীর মালিকের কাছে আপডেট
★দিনে একবার ভিডিও কলে দেখার সুযোগ।
★১০০% মনিটরিং

বি:দ্র: খাবার,লিটার ও লিটার বক্স মালিককে দিয়ে যেতে হবে।

বিস্তারিত জানতে বা বুকিং করতে পেইজে যোগাযোগ করুন।

★বন্যায় আক্রান্ত এলাকায় প্রাণীদের জন্য প্রাণীপ্রেমী কোনো টীম কাজ করলে আমাদেরকে জানাতে পারেন। আমরা কিছু খাবার রেডি করে আপ...
26/08/2024

★বন্যায় আক্রান্ত এলাকায় প্রাণীদের জন্য প্রাণীপ্রেমী কোনো টীম কাজ করলে আমাদেরকে জানাতে পারেন। আমরা কিছু খাবার রেডি করে আপনাদের মাধ্যমে পৌঁছায় দিতে চাই অথবা আপনাদের কাজের বিবরণ জানালে আমরা ডোনেশনের কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চাই তবে অথেনটিক টীম হতে হবে।★

আপডেট:১
আমরা এন্টিটি পরিবার বন্যার্ত কুকুড় বিড়ালদের খাবার ও আহত প্রাণী(বিশেষ করে কুকুড় বিড়ালদের) মেডিসিন সহায়তার জন্য ডোনেশন চেয়ে পোষ্ট দি এবং মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি।
এখন পর্যন্ত আমাদের কাছে ১২০০০/- টাকা ডোনেশন এসেছে। ধন্যবাদ সকলকে যারা সাহায্য করেছেন। ইতিমধ্যেই আক্রান্ত অঞ্চলের কয়েকটা জায়গায় কর্ত্যবরত পারসোনদের কাছে কিছু মেডিসিন পাঠিয়ে দেয়া হয়েছে এবং আহত কয়েকটা বিড়াল-কুকুরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

যদি আপনারা কেউ ডোনেট করতে চান তাহলে বিকাশ করতে পারেন নিচের নাম্বারে।

বিকাশ: 01860011468 (personal)
(টাকা পাঠালে রেফারেন্স দিবেন ডোনেশন )

★আপনাদের ডোনেট করা টাকা দিয়ে বন্যায় আক্রান্ত কুকুর বিড়ালদের জন্য খাবার ও কিছু মেডিসিন ম্যানেজ করে সেগুলো বিভিন্ন টীমের মাধ্যমে আক্রান্ত এলাকায় পাঠিয়ে দিবো।

 আমরা সবাই জানি ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ দেশের কয়েকটা এলাকার মানুষ-পশুপাখি সহ সব প্রাণী বর্তমানে বন্যার পানিতে নিমজ্জ...
23/08/2024


আমরা সবাই জানি ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ দেশের কয়েকটা এলাকার মানুষ-পশুপাখি সহ সব প্রাণী বর্তমানে বন্যার পানিতে নিমজ্জিত। তাদের উদ্ধার ও সহায়তার জন্য সারা দেশের মানুষ আপ্রাণ চেষ্টা করছে।বন্যার্ত মানুষদের পাশাপাশি এন্টিটি পরিবার বন্যার্ত প্রাণীদের বিশেষ করে কুকুড় বিড়ালদের সহায়তার জন্য ছোট্ট একটি পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমাদের হাসপাতালে রাখা ডোনেশন বক্সে প্রদানকৃত অর্থের বেশ কিছু অংশ বিভিন্ন সংস্থাতে দান করা হয়েছে।

বন্যার্ত কুকুড় বিড়ালদের খাবার মেডিসিন সহায়তার জন্য যদি আপনারা কেউ ডোনেট করতে চান তাহলে বিকাশ করতে পারেন নিচের নাম্বারে।

বিকাশ: 01860011468 (personal)
(টাকা পাঠালে রেফারেন্স দিবেন ডোনেশন )

★আপনাদের ডোনেট করা টাকা দিয়ে বন্যায় আক্রান্ত কুকুর বিড়ালদে জন্য খাবার ও কিছু মেডিসিন ম্যানেজ করে সেগুলো বিভিন্ন টীমের মাধ্যমে আক্রান্ত এলাকায় পাঠিয়ে দিবো।

★বন্যায় আক্রান্ত এলাকায় প্রাণীদের জন্য প্রাণীপ্রেমী কোনো টীম কাজ করলে আমাদেরকে জানাতে পারেন। আমরা সব রেডি করে আপনাদের মাধ্যমে পৌঁছায় দিতে চাই।

যারা বন্যার্তদের সাহায্য করতে চাচ্ছেন তারা চাইলে ঘরে বসেই নিজের সাধ্যমতো কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারেন।নিউজফিডে আমার...
22/08/2024

যারা বন্যার্তদের সাহায্য করতে চাচ্ছেন তারা চাইলে ঘরে বসেই নিজের সাধ্যমতো কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারেন।নিউজফিডে আমার চোখে পড়া কিছু টীমের স্ক্রীনশট , যেটাতে চান সাহায্য পাঠিয়ে দিতে পারেন

When "I" is replaced by "We" even "illness" become "Wellness".. And We Entity Family always ready to serve........ Entit...
20/08/2024

When "I" is replaced by "We"
even "illness" become "Wellness"..

And We Entity Family always ready to serve........

Entity 1: Chandanpura, Chawkbazar.
Entity 2: Bepari Para , Agrabad.

অপেক্ষার পালা শেষ করে "Pet-প্রেমী" নিয়ে এলে চট্টগ্রামে প্রথমবারের মত বিড়ালের জন্য আবাসিক হোটেল।  লোকেশন: এন্টিটি পেট কেয়...
14/08/2024

অপেক্ষার পালা শেষ করে "Pet-প্রেমী" নিয়ে এলে চট্টগ্রামে প্রথমবারের মত বিড়ালের জন্য আবাসিক হোটেল।

লোকেশন: এন্টিটি পেট কেয়ার , আগ্রাবাদ এক্সেস রোড, গোল্ডেন টাচ্ ক্লাবের বিপরীতে, আগ্রবাদ।

Category:
★Luxury(On-Going) -Per day: 500/-
★Economic(Processing)

বুকিং করতে এখনই যোগাযোগ করুন পেইজের মেসেজে।

সকলকে স্বাগতম এন্টিটির রাজ্যে ♥️এন্টিটি ১: চন্দনপুরা , নতুন এক্সেস রোডের বিপরীতে , চকবাজার। (সপ্তাহের ৭দিন) এন্টিটি ২: আ...
12/08/2024

সকলকে স্বাগতম এন্টিটির রাজ্যে ♥️

এন্টিটি ১: চন্দনপুরা , নতুন এক্সেস রোডের বিপরীতে , চকবাজার। (সপ্তাহের ৭দিন)

এন্টিটি ২: আগ্রাবাদ এক্সেস রোড গোল্ডেন টাচ্ এর বিপরীতে , বেপারী পাড়া, চট্টগ্রাম। (শুক্রবার বন্ধ)

এন্টিটি পেট কেয়ার, আগ্রাবাদ। আজ থেকে প্রতি শনি-বৃহস্পতিবার পুরোদমে চালু থাকবে হাসপাতালের সকল কার্যক্রম। ★শুক্রবার সাপ্তা...
07/08/2024

এন্টিটি পেট কেয়ার, আগ্রাবাদ।
আজ থেকে প্রতি শনি-বৃহস্পতিবার পুরোদমে চালু থাকবে হাসপাতালের সকল কার্যক্রম।

★শুক্রবার সাপ্তাহিক ছুটি(কিন্তু এন্টিটি চন্দনপুরা ব্রাঞ্চ চালু থাকবে) ★

হাসপাতালের সার্ভিস চার্জ আগের মতই থাকবে।কোনো সার্ভিসের প্রাইস এখন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে না। যে সার্ভিসই নিবেন প্রতি ফাইলের বিপরীতে শুধুমাত্র ১০০/- রেজিস্ট্রেশন ফি এড করা হয়েছে।

আসার পূর্বে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে।

হোটেলের বিষয়ে পরবর্তী পোস্টে জানানে হবে।

ধন্যবাদ Artistian-আর্টিস্টিয়ান টীমকে।আমাদের ছোট্ট স্বপ্নটাকে বাস্তবে এতসুন্দর রুপ দেয়ার জন্য। ♥️♥️♥️♥️♥️মাশাল্লাহ , কারো...
31/07/2024

ধন্যবাদ Artistian-আর্টিস্টিয়ান টীমকে।আমাদের ছোট্ট স্বপ্নটাকে বাস্তবে এতসুন্দর রুপ দেয়ার জন্য। ♥️♥️♥️♥️♥️
মাশাল্লাহ , কারো নজর না পরুক 🙏😍

এন্টিটি পরিবারের নতুন দ্বার।চট্টগ্রামে সবচেয়ে বড় ডেডিকেটেড পেট হাসপাতাল।
যারা এতদিন অপেক্ষায় ছিলেন তাদের জন্য
Entity Pet Care, Agrabad
আশা করি আর ২/১ দিনের মধ্যে সম্পূর্ণরুপে চালু করে দেয়া হবে যদিও মেশিনারিজ আসতে দেরী হবে বিধায় ডায়াগনোস্টিক ফয়াসিলিটিস এর জন্য আরোও মাসখানেক আমাদের চন্দনপুরা ব্রাঞ্চে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের ক্ষমা করে আর একটু সময় দিবেন।

আর হোটেল সামনের সপ্তাহ থেকে চালু করে দেয়া হবে।

দোয়া ও আশীর্বাদ করবেন আমাদের জন্য।
আর ভরসা করবেন 🙏

Entity Pet Care ' Agrabad Branch এন্টিটির আগ্রাবাদ ব্রাঞ্চে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ডিউটি ডাক্তারদের শিডিউল।...
08/07/2024

Entity Pet Care ' Agrabad Branch

এন্টিটির আগ্রাবাদ ব্রাঞ্চে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ডিউটি ডাক্তারদের শিডিউল। অনেকেই জিজ্ঞেস করছেন এন্টিটি চন্দনপুরা ব্রাঞ্চের ডাক্তাররা আগ্রাবাদ ব্রাঞ্চে বসবেন কিনা? হ্যাঁ সবাই বসবেন তাদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী।
একই ভাবে চন্দনপুরা ব্রাঞ্চও চলমান থাকবে।

তাই আপনার পোষাপ্রাণীটিকে নিয়ে আপনার লোকেশন থেকে আমাদের যে ব্রাঞ্চ কাছে হয় সে ব্রাঞ্চে আসতে পারেন।

এখনও সীমিতপরিসরে কার্যক্রম চলমান বিধায় আশা করছি নতুন শিডিউলে আগামী ১৫তারিখ থেকে সম্পূর্ণ কার্যক্রম চালু করে দেয়া হবে।

আগ্রাবাদ ব্রাঞ্চে এই কয়েকদিন শুধুমাত্র নরমাল চেকআপ, ইমার্জেন্সি কেইস চেকআপ, ভ্যাকসিনেশনের এপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে-
সকাল ১০:৩০ হতে দুপুর ২টা অব্দি।
আইডি রেজিষ্ট্রেশন ফি: ১০০/-
বাকি সকল চার্জ অপরিবর্তিত।

আর ইতিমধ্যেই আপনারা যারা আমাদের নতুন ব্রাঞ্চে এসেছেন চাইলে কমেন্টে বা রিভিউতে বা গুগলে আপনারা অভিজ্ঞতা ,অনুভুতি ,সাজেশন জানাতে পারেন।

Meet with the true survivor "Tuku"❣️সে ছিলো আমাদের ৩৪তম লর্ডোসিসের পেশেন্ট।  কন্সটিপেশন ,রেসপাইরেশন প্রবলেম, ফ্র্যাকচার ...
07/07/2024

Meet with the true survivor "Tuku"❣️

সে ছিলো আমাদের ৩৪তম লর্ডোসিসের পেশেন্ট।
কন্সটিপেশন ,রেসপাইরেশন প্রবলেম, ফ্র্যাকচার সহ নানান প্রবলেম নিয়ে গত ৫-৬মাস আগে এসেছিলো হাসপাতালে। প্রায় ৩-৪মাস হাসপাতালে ইনপেশেন্ট হিসেবে থেকে ফিজিওথেরাপি ও লেজার থেরাপি চালিয়ে এখন ওর বর্তমান অবস্থা। প্রায় ৮৫-৯০% রিকভার্ড। পটি করে সপ্তাহে ৩-৪ বার। হাঁটাচলা প্রায় স্বাভাবিক। 😍
যে পেশেন্ট মৃতপ্রায় অবস্থা ছিলো সে এখন দিব্যি খেলাধুলা করে বেড়াচ্ছে সবই উপরওয়ালার দোয়া ও আশীর্বাদ। 😍♥️
সবাই দোয়া করবেন টুকুর জন্য। সে লড়াই করে বেঁচে বর্তমান অবস্থায় এসেছে। ♥️
ওর খেলাধুলার ভিডিও স্টোরিতে শেয়ার করা হবে।

"এন্টিটি পেট কেয়ার", আগ্রাবাদ শাখা (সীমিত পরিসরে চালু করে দেয়া হলো)  #এড্রেস: আগ্রাবাদ এক্সেস রোড, গোল্ডেন টাচ ক্লাবের ব...
02/07/2024

"এন্টিটি পেট কেয়ার", আগ্রাবাদ শাখা
(সীমিত পরিসরে চালু করে দেয়া হলো)

#এড্রেস: আগ্রাবাদ এক্সেস রোড, গোল্ডেন টাচ ক্লাবের বিপরীতে, নিউ উড ফার্নিচারের বিল্ডিং এর ৩য় তলায়, বেপারী পাড়া, চট্টগ্রাম।

#শিডিউল: সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ অব্দি

অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে।
এপয়েন্টমেন্টের জন্য বা ইনফরমেশনের জন্য পেইজে বা ফোনে যোগাযোগ করুন:
+880 18 7337 5677
+880 16 9006 3814
+880 16 3118 8230
(এপয়েন্টমেন্টের সময় কি প্রবলেম এবং কোন শাখায় আসতে চাচ্ছেন জানাবেন মাস্ট)

আপাতত সীমিত পরিসরে শুধুমাত্র নরমাল চেকআপ, ভ্যাকসিনেশন, ইমার্জেন্সি ও গ্রুমিং সার্ভিসের এপয়েন্টমেন্ট দেয়া হবে।

#বি:দ্র: আমাদের চন্দনপুরা শাখার সকল কার্যক্রম যথারীতি নিয়মেই চলতে থাকবে সারাদিন।

এন্টিটি পরিবার সকলের কাছে অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আগামী কিছুদিন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এপয়েন্টমেন্ট নিয়ে বা নতুন শাখায় কাজ চলমান বিধায় সেটা নিয়ে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যদি সম্ভব হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

Address

Allaha'r Daan, 121 নবাব সিরাজুদ্দৌল্লা সড়ক
Chittagong

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 09:00 - 22:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+8801521486316

Alerts

Be the first to know and let us send you an email when Entity Veterinary Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entity Veterinary Hospital:

Videos

Share

Category


Other Pet Services in Chittagong

Show All