Mizan's Vetology

Mizan's Vetology veterinary service

চিকিৎসা পেয়ে খামারী যখন সন্তুস্ট হয় , তখন কাজে একটা জোশ চলে আসে। ❤️
30/09/2024

চিকিৎসা পেয়ে খামারী যখন সন্তুস্ট হয় , তখন কাজে একটা জোশ চলে আসে। ❤️

নিজের কাজ কে ভালবাসতে পারলে ,সেই কাজে কোন ক্লান্তি আসে না।
28/09/2024

নিজের কাজ কে ভালবাসতে পারলে ,সেই কাজে কোন ক্লান্তি আসে না।

চলছে বর্ষার মৌসুম। রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের প্রকোপে পুরো দেশ দিশেহারা। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় ...
21/06/2024

চলছে বর্ষার মৌসুম। রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের প্রকোপে পুরো দেশ দিশেহারা। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।

21/06/2024
☀️ঈদ মোবারক☀️পবিত্র ঈদ-উল-আযহারত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক সবার মাঝে। ঈদের মহিমায় আপনার জীবন হোক আনন্দময়। ডা মি...
16/06/2024

☀️ঈদ মোবারক☀️
পবিত্র ঈদ-উল-আযহার
ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক সবার মাঝে।
ঈদের মহিমায় আপনার জীবন হোক আনন্দময়।

ডা মিজানুর রহমান
ডি ভি এম (পি এস টি ইউ)
সি টি ( থাইল্যান্ড )
টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ
আস্হা ফিড ইন্ড্রাস্টিজ লিমিটেড

15/06/2024

ফার্মের চারদিকের পরিবেশ খুবই সুন্দর ছিল।
অতিরিক্ত গরমে ব্রয়লারের পরিবর্তে কালার বার্ড ভাল রেজাল্ট দিবে। হিট স্ট্রোকের ঝুকি কম থাকে।

লোকেশন : পদুয়া ,,লোহাগাড়া

11/06/2024

ব্রয়লার ফার্ম ভিজিট।



আলহামদুলিল্লাহ ।জীবনের প্রথম কর্মজীবন শুরু করতে যাচ্ছি আস্হা'র সাথে। সামনের পথচলা যাতে সুন্দর ও সাবলীল হয় দোয়া করবেন সবা...
09/06/2024

আলহামদুলিল্লাহ ।জীবনের প্রথম কর্মজীবন শুরু করতে যাচ্ছি আস্হা'র সাথে। সামনের পথচলা যাতে সুন্দর ও সাবলীল হয় দোয়া করবেন সবাই। আশা করি আস্হা'র আস্তা রাখতে পারব।
' আস্তা রাখুন আস্হা'য় '....

মিজানুর রহমান
ডিভিএম (pstu)
সি টি (Thailand)
টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ
আস্হা ফিড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড

   ★ দুধের খাদ্য ও পুষ্টিমান অত্যন্ত উন্নত যা সকল বয়সের জন্য একটা আদর্শ খাদ্য।★দুধের প্রোটিনে ৮০% কেসেইন , আর ২০% হোয়ে (...
01/06/2024




★ দুধের খাদ্য ও পুষ্টিমান অত্যন্ত উন্নত যা সকল বয়সের জন্য একটা আদর্শ খাদ্য।
★দুধের প্রোটিনে ৮০% কেসেইন , আর ২০% হোয়ে (whey) আছে যা দেহের পেশি গঠন ও ক্ষয়পূরনে কার্যকর।
★দুধের চর্বি প্রায় ৭০% স্যাচুরেটেড আর ২৭% আনস্যাচুরেটেড যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
★দুধের ল্যাকটোজ মস্তিষ্ক বিকাশে সহায়ক ও দ্রুত শক্তিদায়ী।
★দুধে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাতের গঠনে , ক্ষয়পূরন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
★দুধ থেকে তৈরি দৈ প্রিবায়োটিকস হিসেবে কাজ করে যা হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Mizan's Vetology

31/05/2024

জুমা মোবারক।

29/05/2024

হ্যালো , শুভ সকাল।

28/05/2024

মা ❤️

গর্ভের বাচ্চাকে পৃথিবীর মুখ দেখাতে পারলো না🥹।পারবে কিভাবে?  মানুষ যে সৃষ্টির সেরা জীব। Shame on us 😒😒
26/05/2024

গর্ভের বাচ্চাকে পৃথিবীর মুখ দেখাতে পারলো না🥹।পারবে কিভাবে? মানুষ যে সৃষ্টির সেরা জীব।
Shame on us 😒😒

তারা খাবার চুরি করে না , তারা ক্ষুদায় কাতর।
25/05/2024

তারা খাবার চুরি করে না , তারা ক্ষুদায় কাতর।

পর্যাপ্ত জায়গা , অদম্য ইচ্ছা শক্তি , হার না মানা মনোবল , প্রোপার প্ল্যানিং , পরিশ্রম করার মানসিকতা , প্রোপার ম্যানেজমেন্...
24/05/2024

পর্যাপ্ত জায়গা , অদম্য ইচ্ছা শক্তি , হার না মানা মনোবল , প্রোপার প্ল্যানিং , পরিশ্রম করার মানসিকতা , প্রোপার ম্যানেজমেন্ট এবং সঠিক পরামর্শ ই পারে আপনাকে খামারে লাভবান করতে। আর তা নাহলে নিজের কষ্টে অর্জিত টাকা জলে ভাসাবেন।

*pic collected

04/05/2024

আমার স্কুল বন্ধু আনিস দুই বছর আগে ২ টা গরু কিনে। এরপর থেকে সকল চিকিৎসা সেবা অনলাইনে আমার কাছ থেকেই নিত। আমিও বন্ধু হিসেবে যতটুকু পারি সাহায্য করতাম পরামর্শ দিয়ে। এখন তার মাশাআল্লাহ ১৬ টি গরু।
এই গরুটি হঠাৎ করে পায়ে খুড়াতে শুরু করে। বসে থাকে ,দাড়াতে পারে না। হাটতে গেলে খুড়ায় হাটে। তার মতে কোন ইনজুরির ও হিস্ট্রি পেলাম না। পরে ক্রস কোয়েশ্চান করতে করতে যেটা বুঝলাম সেই হিসেবে ট্রিটমেন্ট দেয়। আলহামদুলিল্লাহ গরু ২ দিনেই সুস্হ❤️।

04/05/2024

১০ দিন ধরে চিকিৎসা চলছে। চিকিৎসা দিয়েছিল এক কোয়াক। ভাল না হওয়াতে এক রেফারেন্সে আমাকে কল দেয়। গিয়ে দেখলাম ফাংগাল ইনফেকশান। আর কোয়াকের চিকিৎসা ছিল জাইমোভেট + বি কমপ্লেক্স। এলার্জিক বা ফাংগাস জনিত সমস্যাই জাতীয় জাইমোভেট(!)কিভাবে কাজ করে আমার জানা নাই 🤨!!.. কেও জানলে আমাকে একটু জানাবেন কষ্ট করে.....।

জাইমোভেট কে জাতীয় ঔষুধ হিসেবে ঘোষনা করা হওক!! 😀

03/05/2024

বন্ধু রানার শখের ছাগল। ডাক্তার বন্ধু হিসেবে আমি আছি বলে শখ করে কিনেছিল মাস ছয়েক আগে। তখন থেকেই সকল পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে আসছিলাম। আজ আবারো গিয়েছিলাম। গ্রোথ মাশাআল্লাহ ভালই হয়েছে। এবার ফার্ম বড় করার সিদ্ধান্ত নিল অবশেষে।

মিজানুর রহমান
ডিভিএম ,পিএসটিউ।
যোগাযোগ : ০১৯৯৬৪২১৭৫০

By the grace of Almighty ALLAH finally I have finished my final defence exam. Being a veterinary student ,It was not an ...
28/03/2024

By the grace of Almighty ALLAH finally I have finished my final defence exam. Being a veterinary student ,It was not an easy journey for me. Thanks to my honorable teachers, well wishers ,family and friends.
And heartfelt gratitude to My father Md Nasir Uddin ❤️❤️.. Many miles to go..........

অত্যন্ত অমায়ীক ও ভালো মনের মানুষের সাথে আমার ইন্টার্নশিপ শেষের দিকে 🥲। এই অল্প সময়ে আপনার কাছ থেকে যা কিছু শিখেছি তার জন...
14/01/2024

অত্যন্ত অমায়ীক ও ভালো মনের মানুষের সাথে আমার ইন্টার্নশিপ শেষের দিকে 🥲। এই অল্প সময়ে আপনার কাছ থেকে যা কিছু শিখেছি তার জন্য আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব স্যার । আপনার প্রতিটা কথা আমাকে মুগ্ধ করে। মানুষের কাছে আপনার জন্য ভালবাসা দেখেছি। একজন ডাক্তার হিসেবে লোহাগাড়ার সকল খামারী ভাইদের হৃদয়ে সব সময় থাকবেন আপনি।আপনার দেয়া সকল উপদেশ আমি নিজের মাঝে ধারন করার চেষ্টা করব। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি সার ❤️❤️।

প্রিয় খালেকুজ্জামান স্যার
উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ,লোহাগাড়া ।।

গুলিবিদ্ধ বিড়াল। পা কিছুটা ফ্রেকচার হয়ে যায়। চিকিৎসা করাতে দেরি করায় পুচ হয়ে যায়, পায়ে পচন ধরে।  ব্যাথার জন্য খাওয়াই আবা...
29/11/2023

গুলিবিদ্ধ বিড়াল। পা কিছুটা ফ্রেকচার হয়ে যায়। চিকিৎসা করাতে দেরি করায় পুচ হয়ে যায়, পায়ে পচন ধরে। ব্যাথার জন্য খাওয়াই আবার প্যারাসিটামল। সবকিছু মিলিয়ে চিকিৎসা দেয়ার কিছুদিন পর ভাল হয়ে যায় পেশেন্ট। আলহামদুলিল্লাহ । মালিক ছোট ভাই খুশি, ডাক্তারও খুশি ❤️।

26/11/2023

Trocarization in goat.

L*D
22/11/2023

L*D

Address

Lohagara
Chittagong
4396

Alerts

Be the first to know and let us send you an email when Mizan's Vetology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Veterinarians in Chittagong

Show All