13/02/2023
আসসালামুআলাইকুম
আমার খামারের কর্মচারী মোঃ শহীদুল দীর্ঘ ৫ বছরের মত আমার খামারে কাজ করছে। এবং আমাদের চিটাগং নতুন খামারের কমর্চারী মোঃ রেজাউল। সম্পর্কে তারা দুজনেই ভাই।
আজ দুপুর বেলা ৩ টা নাগাদ আমাদের খামারের সকল ক্যামেরা বন্ধ করে দিয়ে খামার থেকে ২০ লক্ষ টাকা গরু বিক্রির এবং আমাদের আরো দুটি গরু আমাদেরকে না জানিয়ে বিক্রি করে দিয়ে পালিয়ে যায়। চিটাগং খামারের কর্মচারী খামারের একটি গরু দেড় লক্ষ টাকা এবং আশে পাশে কিছু মানুষ থেকে টাকা ধার করে পালিয়ে যায়।।
আমরা ফোনে তাদের সাথে বহুবার যোগাযোগ করতে চেয়ে ও পারছি না। সকল প্রকার আইনি ব্যাবস্থায় আমরা যাচ্ছি। আমাদের কোন শুভাকাঙ্ক্ষী যদি কোন ভাবে এদের কোথাও দেখেন আমাদের কে প্লিজ জানাবেন। শহীদুলের পুরো পরিবার তার বউ বাচ্চা কাউকেই পাওয়া যাচ্ছে না কোথা ও।।
আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তার কাছে এই মূহুর্তে ধৈর্য চাওয়া ছাড়া আর কোন পথ আপাতত নেই।