Chattogram Bird Breeders Association

Chattogram Bird Breeders Association Welcome to CBBA! We are devoted to the exotic cage bird breeders community since 22 December 2012.
(28)

Join our online community and meet other bird breeders, swap bird stories, share photos, ask questions or provide your own bird knowledge.We called a bird market for buying & selling at Dewanhaat (Near City Corporation Market),Chittagong.Visit our bird market every Friday from 3 p.m to 6 p.m.

শুভ জন্মদিন সিবিবিএ 🎂 🎊 🎉 ❤️ ☺️বিদেশি খাঁচার পাখি পালনকে চট্টগ্রামের তরুণদের মাঝে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০১২ সালের ২২...
22/12/2023

শুভ জন্মদিন সিবিবিএ 🎂 🎊 🎉 ❤️ ☺️

বিদেশি খাঁচার পাখি পালনকে চট্টগ্রামের তরুণদের মাঝে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০১২ সালের ২২শে ডিসেম্বর যাত্রা শুরু করেছিল সিবিবিএ। আজ সিবিবিএ পদার্পণ করল ১১তম বছরে!

বিশেষ কিছু কারণে এবছর জন্মদিন উপলক্ষে সিবিবির এর পক্ষ থেকে কোন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে না। একারণে সিবিবিএ এর মেম্বারদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা রাখছি আগামী বছর সিবিবিএ এর এক যুগ পূর্তি আমরা বিশেষ আয়োজনের মাধ্যমে পালন করব। 🙂

অন্য প্রসঙ্গহারানো বিজ্ঞাপনআসসালামু আলাইকুম আগ্রাবাদ সিডিএ ১৪ নাম্বার রোড রুমঝুম বিউটি পার্লারের অপজিট সাইট এর বাসা থেকে...
21/08/2023

অন্য প্রসঙ্গ

হারানো বিজ্ঞাপন
আসসালামু আলাইকুম
আগ্রাবাদ সিডিএ ১৪ নাম্বার রোড রুমঝুম বিউটি পার্লারের অপজিট সাইট এর বাসা থেকে একটি পার্সিয়ান বিড়াল হারিয়ে গিয়েছে কেউ যদি পেয়ে থাকেন তাহলে নিম্নের ঠিকানা এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল তাকে পুরস্কৃত করা হবে।

লোকেশন : আগ্রাবাদ সিডিএ ১৪ নাম্বার রোড রুমঝুম বিউটি পার্লারের অপজিট সাইট এর বাসা। মোবাইল : ০১৬৮৩১০৩১২১

19/06/2023

১৭ই জুন শনিবার রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত Ctg Pet Fair 2023 নিয়ে প্রচারিত বিশেষ প্রতিবেদন

14/06/2023

আগামী ১৭ই জুন শনিবার চট্টগ্রামে আয়োজিত পোষা পশুপাখির মেলায় বিভিন্ন প্রজাতির বিদেশী খাঁচার পাখি ও ফেন্সী কবুতর নিয়ে থাকবে সিবিবিএ এর বিশেষ প্রদর্শনী। এই আয়োজনে Fairground.bd এর সাথে Associate Partner হিসেবে থাকছি আমরা .

আপনার পোষা প্রাণীসহ চলে আসুন আমাদের পেট ফেয়ারে।
সৌজন্যেঃ Chattogram Bird Breeders Association (CBBA)

অনুষ্ঠানসূচীঃ
স্থানঃ রেলওয়ে অফিসার্স ক্লাব, সিআরবি, চট্টগ্রাম।
সময়সূচীঃ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রবেশ মূল্যঃ ১০০ টাকা।
টিকেট অনুষ্ঠানস্থলে সংগ্রহ করা যাবে। এছাড়া অনলাইনে টিকেট সংগ্রহ করতে পারেন এখানে: https://2go.com.bd/p/ctg-pet-fair-2023/

Event Link: Ctg Pet Fair 2023

For Tickets: https://2go.com.bd/p/ctg-pet-fair-2023/

Welcome to CBBA! We are devoted to the exotic cage bird breeders community since 22 December 2012.

আগামী ১৭ই জুন শনিবার চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে পোষা পশুপাখির ব্যতিক্রমধর্মী এক প্রদর্শনী। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতি...
13/06/2023

আগামী ১৭ই জুন শনিবার চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে পোষা পশুপাখির ব্যতিক্রমধর্মী এক প্রদর্শনী। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির বিদেশী খাঁচার পাখি ও ফেন্সী কবুতর নিয়ে থাকবে সিবিবিএ এর স্টল। এই বিশেষ আয়োজনে Fairground.bd এর সাথে Associate Partner হিসেবে থাকছি আমরা . আপনার পোষা প্রাণীসহ আমন্ত্রণ রইল আমাদের পেট ফেয়ারে।
সৌজন্যেঃ Chattogram Bird Breeders Association (CBBA)

অনুষ্ঠানসূচীঃ
স্থানঃ রেলওয়ে অফিসার্স ক্লাব, সিআরবি, চট্টগ্রাম।
সময়সূচীঃ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রবেশ মূল্যঃ ১০০ টাকা।
Event Link: Ctg Pet Fair 2023

হ্যালো সিবিবিয়ান্স! আরো একটি Pet Fair নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ! আগামী ১৭ই জুন শনিবার পোষা পশুপাখির বিশেষ একটি মে...
08/06/2023

হ্যালো সিবিবিয়ান্স! আরো একটি Pet Fair নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ!

আগামী ১৭ই জুন শনিবার পোষা পশুপাখির বিশেষ একটি মেলা বসতে যাচ্ছে চট্টগ্রামের CRB তে অবস্থিত রেলওয়ে অফিসার্স ক্লাবে। এই মেলায় বিভিন্ন ধরনের পোষা পশুপাখির পাশাপাশি আরো থাকছে বনসাই সহ শখের নানান সামগ্রী। আর এই প্রদর্শনী আয়োজনে Fairground.bd এর সাথে associate partner হিসেবে থাকছি আমরা .

আপনি/আপনাদের পোষা প্রাণীসহ আমন্ত্রণ রইল আমাদের পেট ফেয়ারে।

ঈদ মোবারক 🫂! চট্টগ্রাম বার্ড ব্রীডার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই দিনটি হয়ে উঠ...
21/04/2023

ঈদ মোবারক 🫂! চট্টগ্রাম বার্ড ব্রীডার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই দিনটি হয়ে উঠুক সকলের শান্তি, সমৃদ্ধি এবং আনন্দের উপলক্ষ। ❤️❤️❤️

জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় সিবিবিএ এর আয়োজিত আজকের ইফতার মাহফিলের কিছু মুহুর্ত। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা...
18/04/2023

জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় সিবিবিএ এর আয়োজিত আজকের ইফতার মাহফিলের কিছু মুহুর্ত।

যারা এই মাহফিলের জন্য সহযোগিতা দিয়েছেন তাদের বিশেষ ধন্যবাদ। 🙂
(মাদ্রাসার কারো ছবি নেয়া হয়নি)

আগামী ১৮ই এপ্রিল (মঙ্গলবার) সিবিবিএ ইফতার মাহফিলের আয়োজন করছে লালখান বাজারে অবস্থিত জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায়...
14/04/2023

আগামী ১৮ই এপ্রিল (মঙ্গলবার) সিবিবিএ ইফতার মাহফিলের আয়োজন করছে লালখান বাজারে অবস্থিত জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায়। আমরা একসাথে ইফতার করব সেখানকার ছাত্র-শিক্ষক এবং এতিম বাচ্চাদের সাথে। এই মাহফিলে শরিক হতে আগ্রহীরা আগামী ১৬ই এপ্রিল (রবিবার) এর মধ্যে আমাদের জানানোর অনুরোধ করছি।

★ আমরা ইফতারে অংশগ্রহণকারী প্রত্যেকের কাছ থেকে নিজ ইফতারের টাকাটা সহ ১জন বাচ্চার ইফতারের টাকা শুভেচ্ছা ফি হিসেবে নিচ্ছি।

শুভেচ্ছা ফি: ৩০০ টাকা।

বিকাশ:
01998866443 (আসাদ)

এছাড়া সরাসরি দিতে পারেন:
#"সিটিজি পেটশপ"
(২ নাম্বার গেইট, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীতে)

#"পতেঙ্গা পেটস জোন"
(স্টিলমিল, পতেঙ্গা, চট্টগ্রাম।)

#"তোতা মিয়া এগ্রো"
(ওয়াসার মোড়, শাহাজাল ইসলামী ব্যাংক এর সামনে, সুন্দরবন কুরিয়ার পাশে)

★ কেউ স্বেচ্ছায় এরচাইতে বেশিও দিতে পারেন অথবা ইফতারে অংশ না নিয়েও বাচ্চাদের ইফতারের জন্য নিজের সাধ্যমতো ডোনেট করতে পারেন।

(বি: দ্র: ছেলেদের মাদ্রাসা বিধায় এখানে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে না)

প্রতিবছরের মত এবারও সিবিবিএ একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। তবে এই বছরের ইফতার মাহফিলটি আয়োজন করা হচ্ছে একটু ভিন্...
12/04/2023

প্রতিবছরের মত এবারও সিবিবিএ একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। তবে এই বছরের ইফতার মাহফিলটি আয়োজন করা হচ্ছে একটু ভিন্নভাবে এবং বড় পরিসরে। এবার ইফতারের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লালখান বাজার এলাকায় পাহাড়ের উপরে অবস্থিত জামাতুল উলুম মাদ্রাসা।

এই মাদ্রাসায় আমরা একসাথে ইফতার করব সেখানের কুরআন-এ-হাফেজ, মাদ্রাসা ছাত্র এবং এতিম বাচ্চাদের সাথে যাদের সংখ্যা প্রায় ১৫০ জন। যারা এই ইফতার মাহফিলে শরিক হতে আগ্রহী তারা আগামী ১৬ই এপ্রিল (রবিবার) এর মধ্যে আমাদের জানানোর অনুরোধ করছি।

★ আমরা ইফতারে অংশগ্রহণকারী প্রত্যেকের কাছ থেকে নিজ ইফতারের টাকাটা সহ ১জন বাচ্চার ইফতারের টাকা শুভেচ্ছা ফি হিসেবে নিচ্ছি।

শুভেচ্ছা ফি: ৩০০ টাকা।

খরচসহ বিকাশ করুন: 01998866443 (আসাদ)

★ কেউ স্বেচ্ছায় এরচাইতে বেশিও দিতে পারেন অথবা ইফতারে অংশ না নিয়েও বাচ্চাদের ইফতারের জন্য নিজের সাধ্যমতো ডোনেট করতে পারেন।

(বি: দ্র: ছেলেদের মাদ্রাসা বিধায় এখানে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে না)

22/03/2023
22/03/2023

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত শখের প্রদর্শনী নিয়ে বিটিভির প্রচারিত রিপোর্ট।
- আয়োজনে ছিল চট্টগ্রাম বার্ড ব্রীডার্স এ্যাসোসিয়েশন
- ২০শে মার্চ (সোমবার)

21/03/2023

গতকাল অনুষ্ঠিত প্রদর্শনী নিয়ে প্রথম আলোর ভিডিওগ্রাফি ❤️‍🔥

এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা দিয়েছে সিবিবিএ।

14/03/2023

Something BIG is arriving on 20 March, 2023 (Monday). Save the date! 😊

দেখতে দেখতে চলে এলো আমাদের বহুল প্রতিক্ষীত পিকনিকের সেই দিনটি। আগামীকাল সকাল ৭টায় আমরা ২টি বাস নিয়ে রওনা দিচ্ছি পাহাড়ঘের...
03/02/2023

দেখতে দেখতে চলে এলো আমাদের বহুল প্রতিক্ষীত পিকনিকের সেই দিনটি। আগামীকাল সকাল ৭টায় আমরা ২টি বাস নিয়ে রওনা দিচ্ছি পাহাড়ঘেরা সবুজ শহর বান্দরবানের উদ্দেশ্যে। সারাদিন ঘুরে বেড়াব দুটি জনপ্রিয় পর্যটন স্পট মেঘলা এবং নীলাচল এ। সেই সাথে সদস্যদের নিয়ে চলবে খেলাঘুলা এবং আরো থাকবে র‍্যাফেল ড্র এর আয়োজন। একদিনের আনন্দময় মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে আবার বিকালে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। 😊

এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মাইজভান্ডার ট্রাস্ট কর্তৃক আয়োজিত পঞ্চদশ শিশু কিশোর সমাবেশে পাখি নিয়ে আসছে...
12/01/2023

এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মাইজভান্ডার ট্রাস্ট কর্তৃক আয়োজিত পঞ্চদশ শিশু কিশোর সমাবেশে পাখি নিয়ে আসছে Chattogram Bird Breeders Association.

আমরা থাকব আগামিকাল ১৩ই জানয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। তাই যে কেউ উক্ত অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ইচ্ছে করলে সঙ্গে নিয়ে আসতে পারবেন আপনার পোষা পাখিটি।

31/12/2022

Happy New Year 2023!
May the new year bless you with health, wealth, and happiness 🥰🥰🥰

আজ সিবিবিএ এর দশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিবিএ এর পুরনো একজন শুভাকাঙ্ক্ষী এবং পা...
30/12/2022

আজ সিবিবিএ এর দশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিবিএ এর পুরনো একজন শুভাকাঙ্ক্ষী এবং পাখি পালক অজয় কিশোর হোর (সাবেক ডেপুটি ডিরেক্টর, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সাবেক প্রিন্সিপাল, সরকারি কমার্স কলেজ)। আরও উপস্থিত ছিলেন সিবিবিএ এর সভাপতি মীর রেজুয়ান হোসেন টিপু এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ। এছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ইসরাত জোহরা মেরি এবং সরোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনয় জিকু চৌধুরী এবং সানজিদা ওসমান।

১০ বছরের সফল পূর্তি উদযাপনের মধ্য দিয়ে ১১ বছরে পদার্পণ করল আপনাদের প্রিয় সংগঠন সিবিবিএ। এই সুদীর্ঘ পথচলায় যারা শ্রম ও ভা...
30/12/2022

১০ বছরের সফল পূর্তি উদযাপনের মধ্য দিয়ে ১১ বছরে পদার্পণ করল আপনাদের প্রিয় সংগঠন সিবিবিএ। এই সুদীর্ঘ পথচলায় যারা শ্রম ও ভালোবাসা দিয়ে সংগঠনটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন প্রত্যেক জানাই আন্তরিক ধন্যবাদ ❤️❤️❤️

হ্যালো সিবিবিয়ানস্! সিবিবিএ এর ১০ বছর পূর্তিতে আবারও আমরা একত্রিত হবো আগামীকাল বিকেল ৩ টায়, চট্টগ্রাম জিলা শিল্পকলা একাড...
29/12/2022

হ্যালো সিবিবিয়ানস্!
সিবিবিএ এর ১০ বছর পূর্তিতে আবারও আমরা একত্রিত হবো আগামীকাল বিকেল ৩ টায়, চট্টগ্রাম জিলা শিল্পকলা একাডেমীতে।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।





বিশেষ প্রয়োজনেঃ
সরোয়ার - 01832282628
ইশরাক - 01977060606

হ্যালো সিবিবিয়ান!দেখতে দেখতে ১০ বছরে পা দিয়েছে চট্টগ্রামের অসংখ্য পাখাল তৈরির কারিগর আমাদের সবার প্রিয় সংগঠন Chattogram ...
29/12/2022

হ্যালো সিবিবিয়ান!
দেখতে দেখতে ১০ বছরে পা দিয়েছে চট্টগ্রামের অসংখ্য পাখাল তৈরির কারিগর আমাদের সবার প্রিয় সংগঠন Chattogram Bird Breeders Association CBBA

আগামীকাল ৩০ ডিসেম্বর,
১০তম জন্মদিন পালন করবে প্রাণের সংগঠনটি!

চট্টগ্রামের পাখালদের সবচেয়ে ভরসা গ্রহণযোগ্য এবং ভালোবাসার জায়গা CBBA তাই অনেক দিন পর আবারও আসুন প্রিয় সংগঠনের জন্মদিনে আড্ডা হবে পাখালদের মিলনমেলা হবে শিল্পকলা একাডেমিতে বিকেল ৩ টায়। জন্মোৎসবকে ঘিরে আমাদের ছোট্ট আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত জন্মোৎসবকে আরো রঙ্গিন করতে চলে আসুন আপনার বন্ধু,পরিবার,প্রিয় মানুষটি এবং আদরের পোষা পাখিটিকে নিয়ে! দেখা হবে ইনশাআল্লাহ।

#সময় :বিকাল ৩ টা
#স্থান:চট্টগ্রাম শিল্পকলা একাডেমী

দেখা হবে জন্মোৎসবে,🎂🦜

আসসালামুয়ালাইকুম গ্রুপ মেম্বার্স নতুনদের সাথে নিয়ে CBBA এর এই নতুন পথ চলায় আপনাদের আবারও স্বাগতম...ডিসেম্বর মাস বিজয়...
04/12/2022

আসসালামুয়ালাইকুম গ্রুপ মেম্বার্স নতুনদের সাথে নিয়ে CBBA এর এই নতুন পথ চলায় আপনাদের আবারও স্বাগতম...

ডিসেম্বর মাস বিজয়ের মাস উল্লাসের মাস সাথে আরো একটি আনন্দের বিষয় এ মাসেই সিবিবিএ এর জন্মদিন তাও আবার ১০ বছর পূর্তি!! বিরাট ব্যাপার তাইনা?

সুতরাং উৎসবমুখর আনন্দঘন এই সময় আমরা খালি হাতে ফিরে আসেনি মোটেও, নিয়ে এসেছি গ্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য একটি উপহার। সকল সিবিনিয়ানের কাছে একটা আবেগ ভালোবাসা হলো আমাদের টি-শার্ট তাইতো আমরা নতুন ডিজাইনে ১০ বছরে পদার্পণকে স্মরনীয় রাখতে উম্মোচন করছি আমাদের লিমিটেড এডিশন টি-শার্ট....

লিমিটেড এডিশন এর এই টি-শার্ট ফুল এবং হাফ স্লিভ উভয় ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং শুধুমাত্র প্রি-বুকিং এর মাধ্যমে নির্ধারিত সংখ্যক টি-শার্ট প্রোডাকশন করা হবে।

অতি দ্রুত টি-শার্টের প্রাইস এবং প্রি অর্ডার প্রসেস আমরা পরবর্তী পোস্টে বিস্তারিতভাবে জানিয়ে দিব।

দীর্ঘদিনের জড়তা কাটিয়ে আবার নতুন উদ্যমে শুরুর প্রয়াসে সিবিবিএ আয়োজিত আজকের সভার কিছু মুহূর্ত
19/11/2022

দীর্ঘদিনের জড়তা কাটিয়ে আবার নতুন উদ্যমে শুরুর প্রয়াসে সিবিবিএ আয়োজিত আজকের সভার কিছু মুহূর্ত

সিবিবিয়ান্স !আস্সালামুআলাইকুম ❤️দেখা হচ্চে সবার সাথে ২২শে এপ্রিল, রোজ শুক্রবার । ভি আর চিটাগাং এ ❤️❤️
19/04/2022

সিবিবিয়ান্স !
আস্সালামুআলাইকুম ❤️

দেখা হচ্চে সবার সাথে ২২শে এপ্রিল, রোজ শুক্রবার । ভি আর চিটাগাং এ ❤️❤️

সম্মানিত চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েসন এর সকল কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্য কে আসসালামু আলাইকুম ওয়া রাহ...
19/04/2022

সম্মানিত চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েসন এর সকল কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্য কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
"রমজানুল মোবারক"।
আমরা বিগত দুই বছর যাবত দেশে এবং সর্বোপরি পৃথিবীব্যাপী করোনাকালীন মহামারী আপদের কারণে এবং রাষ্ট্রীয় বিধি নিষেধ থাকায় সিবিবিএর সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারিনাই সেজন্য সাময়িকভাবে স্থগিত করে রেখেছিলাম।
বর্তমানে সরকারের করোনাকালীন বিধি নিষেধ শিথিল করাতে আমরা পুনরায় আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারব বলে আশা রেখে আগামী ২২ এপ্রিল ২০২২ ইং রমজানুল মোবারক উপলক্ষে পবিত্র ইফতার এর মাধ্যমে সকলে একত্রিত হবো এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েসন এর সকল সদস্যদের ওই ইফতার পার্টিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
সেইসাথে নির্দেশনা আমাদের সুনামধন্য সাংগঠনিক সেক্রেটারী জেনারেল জনাব জিয়াউদ্দিন আহমেদ সাহেব কে এই অনুষ্ঠানের সকল কার্যক্রম কার্যকরী কমিটির সকল সদস্যদের নিয়ে পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।

মীর রেজুয়ান হোসেন

সভাপতি,
চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েসন।
চট্টগ্রাম।

17/04/2022

প্রিয় সিবিবিয়ান্স,
কোভিড ১৯ এবং অন্যান্য জটিলতার কারনে আমরা গত ২ বছর কোনো ইফতার মাহফিল আয়োজন করতে পারিনি ।
তবে এবার শুধুমাত্র আপনাদের জন্য আমরা ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছি
আগামী ২২শে এপ্রিল রোজ শুক্রবার !

আমাদের মাহফিল-এর ভেন্যু নির্বাচন করা হয়েছে "ভি আর চিটাগং ", ৪র্থ তলা, খুলশি টাওন সেন্টার, জাকির হোসেন রোড চট্টগ্রাম।

হাদিয়া ৩৫০ টাকা

প্রিয় সিবিবিয়ান্স আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে ২০ শে এপ্রিল এর পূর্বেই বিকাশ করে আপনার আসনটি কনফার্ম করে ফেলুন।

U Rav - 01720251228 (পার্সোনাল)
Md Azhar Ali - 01701069667 (পার্সোনাল)
Eshrak 01977060606 (পার্সোনাল)

বিকাশ করার পরে অবশ্যই রেফারেন্স নাম্বার অথবা সেন্ডার এর নম্বরের শেষের তিনটি ডিজিট আমাদের ইনবক্স, কল বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবেন।

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করছি ওই দিনে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ।

জিয়াউদ্দিন আহমেদ
"চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েশন”

Address

Chittagong
4216

Telephone

01819867944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Bird Breeders Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chattogram Bird Breeders Association:

Videos

Share

Category


Other Pet Services in Chittagong

Show All