কুকুরটার মাথায় বৈয়ম আটকে গিয়েছিলো।পর পর দুই দিনের চেষ্টায় আলহামদুলিল্লাহ সফল হয়েছি।সাথে কিছু মানুষ সাহায্য করেছে।ধন্যবাদ তাদের।বিশেষ করে উল্লাস ভাইয়াকেও ধন্যবাদ।ব্যস্ততার মধ্যে সময় করে আসার জন্য।
ধন্যবাদ livestock drugs
দুপুর ০১:৩৫ মিনিটে আমাদের কাছে একটা রেস্কিউ কেস আছে।একটা ছোট বাচ্চা পাইপের ভিতর পড়ে গিয়েছে।যাদের বাসায় মূলত ঘটনাটা ঘটেছে তারা অনেক চেষ্টা করেও পারছিলো না ওকে উদ্ধার করতে।
আমরা পনের মিনিটের মধ্যে স্পটে পৌছাই।যেয়ে যতোটুকু বুঝতে পারলাম ওকে উদ্ধার করার জন্য তিন তালার সানসেটে নেমে পাইপটার জয়েন্ট ছুটাতে হবে।খুবই রিস্কি।কিন্তু আমার টিমের ইশরাক ভাইয়া এবং প্রীথু ভাইয়া সেই রিস্ক নিয়ে নিজেরাই সানসেটে উঠে যায়।আরো একটা রিস্কের ব্যাপার ছিলো যেই মইটা ব্যবহার করে তারা উপরে উঠেছে সেটা বাউন্ডারিতে দাড় করিয়ে তারপর উঠতে হয়েছে।কারণ এর থেকে বড় মই যোগাড় করা সম্ভব হয়নি সেই মূহুর্তে।যেকোনো সময় স্লিপ করলে যেকোনো অঘটন ঘটতে পারতো।সানসেটটাও অনেক চিকন ছিলো।বাচ্চাটা ভয়ে বারবার পাইপের বিভিন্ন আলাদা আলাদা জয়েন্টে চলে যাচ্ছিলো।ভাইয়াদের টানা তিন ঘন্টার প্রচেষ্টায় অব
এই মা বিড়ালটার চামড়া খসে খসে পরছে।অনেক বড় ঘা হয়ে গিয়েছে গলায়।ওর পুরোপুরি সুস্থতার জন্য dead skin তুলে নিয়ে ড্রেসিং করে দিতে হবে।নয়তো ঘা টা সহজে শুকাবে না।
পুরোনো কিছু বাজে অভিজ্ঞতার জন্য কুমিল্লার মধ্যে কোনো ভেটকে আসলে সেভাবে বিশ্বাস করতে পারি না।একটু বলতে পারবেন কুমিল্লাতে কোন ভেট আছেন বর্তমানে যে ওর dead skin তুলে একটু ড্রেসিং করে দিতে পারবে।বাকি রেগুলার ড্রেসিং আমি করে দিবো ইন শা আল্লাহ।
আমাদের আরো একটা সাহায্যের প্রয়োজন।এই বাচ্চাটা বাইরেই থাকে।একজন আপু মাঝেমধ্যে ওকে খাবার দেয়।আমি ওকে আমার কাছে নিয়ে আসলে সে থাকতে চাইবে না।তাই ওর সুস্থ হওয়া অব্দি ওকে খাচায় রাখাটা খুব প্রয়োজন।এছাড়া বাইরের বিড়ালগুলো কিছুটা এগ্রেসিভ হয়।তার উপর ওর বাবুও আছে।কেউ কি একটা মিডিয়াম সাইজের খাচা দিতে পারবেন।বাচ্চাটা সুস্থ হওয়া অব্দি রেখে এরপর দিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ।
Save One More S
আলহামদুলিল্লাহ ১ম ডোজ ডান💝
কুমিল্লা মনোহরপুর, হিলটন টাওয়ারের সামনে এই কুকুরটার স্কিনে ফাংগাসের সমস্যা দেখে একটা আপু আমাদের জানায়। কিছু সমস্যার কারণে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করতে না পারলেও আলহামদুলিল্লাহ আজকে থেকে কুকুরটার ট্রিটমেন্ট শুরু হয়েছে। কুকুরটা ঠিক না হওয়া পর্যন্ত এভাবেই ট্রিটমেন্ট চলতে থাকবে ইনশাআল্লাহ🖤।
বাচ্চাটাকে রেস্কিউ করা হয়েছে।কেউ মনে হয় ফেলে দিয়ে গিয়েছে।অনেক মিশুক।খালি কোলে উঠতে চায়।
একটা মা কুকুর যার ৬টা প্রায় ৩ সপ্তাহের দুধের বাচ্চা। গত কালকে কতগুলো অমানুষ সবগুলো দুধের বাচ্চাকে বিশ্বরোডের কোনো এক জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসছে। মা কুকুরটার দুধ জমে দুধ ফুলে গেছে।এখন মা কুকুরটা অনেক কান্না করতেছে দুধ না খাওয়ালে ব্যাথায় অসুস্থ হয়ে মারা যাবে। সেই বাচ্চা গুলো পাওয়া যাবে না কারণ কে ফেলেছে সেটাও জানা যায়নি। এখন কুকুরটার দুধ অন্য বাচ্চাকে খাওয়াতে হবে। কারোর কাছে কি মা ছাড়া কুকুরের দুধের বাচ্ছা আছে? কারোর থাকলে বাচ্চাটা দিয়ে মা কুকুরটাকে বাচিয়ে দিন।
লোকেশন: কুমিল্লা ইপিজেড আবাসিক এলাকা।
এই কুকুরটাকে নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছিলো,,আমরা ওর অবিভাবকের সাথে কথা বলেছি আজকে,,কুকুরটা আসলে অনেক প্লেফুল,,যার কারণে ওকে বাসায় রাখা একটু রিস্ক হয়ে গিয়েছিলো,,কারণ ওদের ছোট বাচ্চা আছে,,সে বাচ্চাটার গায়ে বার বার লাফ দেয়,,তবে ওকে নিয়মিত গ্রুমিং করানো হয়,,বিকালে ওকে ছেড়ে দেওয়া হয়,,এছাড়া তারা শিকার করেছে যে তাদের টেক কেয়ারে কিছু ঘাটতি আছে যেটা পরবর্তীতে আর হবে না,,বাবুটা ভ্যাক্সিনেটেড,,ওর অবিভাবক এটাও বলেছে ওরা একটা ভালো পরিবার খুঁজছে,,আশা করি ওরা আর অভিযোগের সুযোগ দিবে না,,
#rescue_done
বাচ্চাটাকে কেউ গলায় দড়ি দিয়ে বেঁধে পানিতে ফেলে দিয়ে যায়,,দেখে মনে হচ্ছে পালা বিড়াল,,হয়তো খাবার ঠিক মতো দেয়নিই,,মানুষ এতো বিবেকহীন কি করে হয়,,,!!