Save One More Soul

Save One More Soul Save & Protect Animals

আসসালামু আলাইকুমআমরা আমাদের এনিমাল রেস্কিউ টিমের জন্য কিছু মেম্বার্স খুজছি। কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে প্রাণী সেবায় ক...
01/09/2024

আসসালামু আলাইকুম
আমরা আমাদের এনিমাল রেস্কিউ টিমের জন্য কিছু মেম্বার্স খুজছি। কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে প্রাণী সেবায় কাজ করতে আগ্রহী হন তাহলে Save One More Soul এ যোগাযোগ করুন।

বি দ্র : আমরা একটি নন প্রফিট অর্গানাইজেশন।

 আমাদের রেস্কিউ টিমের পক্ষ থেকে রাস্তার কুকুরদের পানি আর খাবার খাওয়ার জন্য কুমিল্লার বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল কেট...
02/05/2024


আমাদের রেস্কিউ টিমের পক্ষ থেকে রাস্তার কুকুরদের পানি আর খাবার খাওয়ার জন্য কুমিল্লার বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল কেটে পাত্র তৈরী করার পরিকল্পনা ডিসেম্বর থেকেই করছিলাম আমরা।জানুয়ারিতে নির্বাচন সহ বিভিন্ন সমস্যার জন্য আমরা আমাদের এই আয়োজনের পরিকল্পনাটা পিছাতে বাধ্য হই। এখন যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে তাই সবাই ভাবলাম এটাই আসল সময়।এখনই কাজটা সেরে ফেলা উচিত।

ভালো লেগেছে এটা দেখে যে এখন বিভিন্ন সংগঠন ওদেরকে সাহায্য করার চেষ্টা করছে।কিন্তু এদের মধ্যে বেশিরভাগই দেখলাম বৈদ্যুতিক খাম্বার সাথে পানির পাত্র তৈরী করে দিচ্ছে।এতে করে পানি পান করতে এসে যেমন অবলা প্রাণীগুলো বিপদের সম্মুখীন হতে পারে তেমনই মানুষেরও মৃত্যুর কারণ হয়ে দাড়াতে পারে।এছাড়া আরেকটা ছবি ফেইসবুকে ঘুরে বেড়াচ্ছে।জোরপূর্বক একটা কুকু*রকে পানি পান করানোর চেষ্টা করা হচ্ছে আর ছবি/ভিডিও তোলা হচ্ছে।আপনাদের মূল উদ্দেশ্য অবশ্যই তাদের সাহায্য করা হওয়া উচিত।কিন্তু দেখা যাচ্ছে মূল উদ্দেশ্য ফেইসবুকে ছবি/ভিডিও আপলোড করা হয়ে দাঁড়িয়েছে।

আপনাদের অনুরোধ করবো আমরা যেই পানির পাত্রগুলোর ব্যবস্থা করেছি,সম্ভব হলে এগুলোতে পানি দিয়ে ওদের পানি পানের সুযোগ করে দিবেন এবং অযথা কেউ এগুলো নষ্ট করবেন না।মন থেকে ওদের সাহায্য করার চেষ্টা করুন।লোক দেখানোর জন্য নয়।ওরা অবুঝ আর নিরীহ।ওদেরকে মাধ্যম বানিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করবেন না।


"পৃথিবী কেবল মানুষের জন্য নয়"

আসসালামু আলাইকুম আগামীকাল Save One More Soul এর পক্ষ থেকে কুমিল্লার বিভিন্ন স্থানে প্লাস্টিকের ক্যান দ্বারা অবলা প্রাণীদ...
28/04/2024

আসসালামু আলাইকুম
আগামীকাল Save One More Soul এর পক্ষ থেকে কুমিল্লার বিভিন্ন স্থানে প্লাস্টিকের ক্যান দ্বারা অবলা প্রাণীদের উদ্দেশ্যে পানি পানের পাত্র তৈরী করে তাদের জন্য ছোট্ট একটা সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আমাদের সঙ্গে আপনারা কেউ যদি সাহায্য করতে আগ্রহী হয়ে থাকেন।তবে যোগাযোগ করুন আমাদের পেইজে।

10/04/2024

কুকুরটার মাথায় বৈয়ম আটকে গিয়েছিলো।পর পর দুই দিনের চেষ্টায় আলহামদুলিল্লাহ সফল হয়েছি।সাথে কিছু মানুষ সাহায্য করেছে।ধন্যবাদ তাদের।বিশেষ করে উল্লাস ভাইয়াকেও ধন্যবাদ।ব্যস্ততার মধ্যে সময় করে আসার জন্য।

ধন্যবাদ livestock drugs

অনেকে বিভিন্ন রেস্কিউ পোষ্টে পেজ মেনশন দিচ্ছেন আবার অনেকে পেজে মেসেজ দিচ্ছেন কেস নেওয়ার জন্য কিন্তু আমরা না করে দিচ্ছি। ...
21/01/2024

অনেকে বিভিন্ন রেস্কিউ পোষ্টে পেজ মেনশন দিচ্ছেন আবার অনেকে পেজে মেসেজ দিচ্ছেন কেস নেওয়ার জন্য কিন্তু আমরা না করে দিচ্ছি। এই না করে দেওয়াতে আপনারা রাগও হচ্ছেন আবার বিভিন্ন প্রশ্নও করছেন যে কেনো না করছি।
আমাদের এই কেসগুলো না নেওয়ার পিছনেও অনেক অনেক কারণ রয়েছে।
আমরা গত দেড় বছরের বেশী সময় ধরে কুমিল্লা শহরে নিজেদের পড়া লেখার পাশাপাশি যতটুকু সম্ভব রেস্কিউ করে আসছি। আলহামদুলিল্লাহ আপনারাও আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন। কিন্তু এতোদিন আমরা কোনো রকম সেফটি ইকুইপমেন্ট ছাড়াই কাজ করেছি। আমাদের মেম্বাররা বিড়ালের কামড় খেলেও আলহামদুলিল্লাহ কেউ আজ অব্দি কুকুরের কামড় খায়নি। কিন্তু আশেপাশের অবস্থা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে, আমাদের হাতে সেফটি ইকুইপমেন্ট না পৌঁছানো পর্যন্ত আমরা রেবিস এবং পার্ভো ভাইরাসে আক্রান্ত কোনো কুকুর রেস্কিউ করতে পারছি না। এতে আপনারা আমাদের স্বার্থপরও বলতে পারেন কিন্তু আমাদের টিমের একজন মেম্বারেরও যদি কিছু হয় তাহলে এর পুরা দায় আমাদের উপর আসবে এবং আমরা আমাদের টিমের কোনো মেম্বারের জীবন ঝুঁকিতে ফেলতে চাচ্ছি না।
যদি কোনো রকম অঘটন ঘটে,উল্টো এমন কথা ছড়িয়ে পড়বে যে, অমুক রেস্কিউ টিমের সদস্য কুকুরের কামড় খেয়ে এমন সমস্যা হয়েছে আর এই কথায় আরো কিছু বাড়িয়ে-চাড়িয়ে বিশাল এক ইস্যু তৈরি করে পালা বিড়াল ঘর থেকে বের করে দেওয়া সহ রাস্তায় কুকুর মারার অভিযানের মতোও কাজ শুরু হতে সময় লাগবে না। এছাড়া সবাই এটাও বলে বেড়াবে যে আমরা কোনো নিরাপত্তার ব্যবস্থা ছাড়া মেম্বারদের জোরপূর্বক রেস্কিউ করাই।
এই সব কিছু চিন্তা ভাবনা করেই আমরা এমন স্বার্থপর হতে বাধ্য হচ্ছি। আমরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

বি দ্র: সেফটি ইকুইপমেন্ট না থাকার কারণে বর্তমানে আমরা ভাইরাস আক্রান্ত কুকুর রেস্কিউ না করার সিদ্ধান্ত নিলেও যদি আমাদের কোনো মেম্বার অতি আবেগের বসে আমাদের কিছু না জানিয়ে রেস্কিউ করে আর কোনো প্রকার সমস্যা হয়, এতে কোনো ভাবেই টিম দায়ী থাকবে না।

আলহামদুলিল্লাহ ২৬ দিনের টানা চেষ্টায় বাচ্চাটাকে আলহামদুলিল্লাহ সুস্থ করতে পেরেছি।আমাদের এখন পর্যন্ত রেস্কিউ করা বা ট্রিট...
05/01/2024

আলহামদুলিল্লাহ
২৬ দিনের টানা চেষ্টায় বাচ্চাটাকে আলহামদুলিল্লাহ সুস্থ করতে পেরেছি।

আমাদের এখন পর্যন্ত রেস্কিউ করা বা ট্রিটমেন্ট করে সুস্থ করা সব বাচ্চার মধ্যে ওর পিছনে সবথেকে বেশি এফোর্ট আর সময় দিতে হয়েছে।এর আগে ২০ দিনের টানা ট্রিটমেন্টে মাইলো নামের একটা ডগোকে সুস্থ করেছিলাম আমরা।কিন্তু আফসোস বাচ্চাটা সুস্থ হওয়ার পরদিনই এক্সিডেন্টে মারা যায়।

এই বাচ্চাটাকে সুস্থ করার পিছনে আমার পরিবারেরও অনেক বড় অবদান ছিলো।বিশেষ করে আমার আম্মির।এছাড়া Vet Sheikh Ismail Ahmed ভাইয়াও আমাকে অনেক সাহায্য করেছেন।অনেক ব্যস্ততার মধ্যে থাকার পরো ভাইয়া যথেষ্ট সহোযোগিতা করেছেন।

একটা কথা না বললেই নয়।যারা একটু থেকে একটু হলেই আমাকে বা আমার টিম নিয়ে বাজে মন্তব্য করেন।আপনারা কি আমার যায়গায় হলে এই বাচ্চাটাকে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করতেন বা আমার টিমের বাকি মেম্বাররা যেমন এতো দূরে রেগুলার গিয়ে স্পট ট্রিটমেন্ট দিয়ে আসে সেটাও করতে পারবেন?একটা অসুস্থ বাচ্চার দায়িত্ব নেওয়া কি এতোই সোজা?আমাকে ওর জন্য প্রতিদিন আলাদা খাবার রেডি করতে হয়েছে,ওর পি-পটি ক্লিন করতে হয়েছে,ওর ক্ষতটা থেকে দিন রাত পানি আসতো তাই দিন রাত আমাকে ড্রেসিং এর উপরই থাকতে হতো।এছাড়া অন্যান্য মেডিসিন তো আছেই।আপনারা যারা হুট করেই আমাদের নিয়ে মন্তব্য করে বসেন দয়া করে ভেবেচিন্তে তারপর মন্তব্য করবেন।আমাদের রেস্কিউ করাটা পেশা না।আর না এটা করে আমাদের কোনো ইনকাম হচ্ছে না।আমাদের মনোবল বাড়ানোর বদলে আপনারা যদি আমাদের আগ্রহ কমিয়ে দেন তাহলে কাজ আগানো মুশকিল হয়ে যাবে।

অনেক ধন্যবাদ যারা আমাকে সাহায্য পাঠিয়েছেন।অনেকেই পরিচয় প্রকাশ না করে সাহায্য করেছেন।তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ।

আসসালামু আলাইকুম আমরা কুমিল্লার প্রাণী সম্পর্কিত সকল গ্রুপবাসীকে নিয়ে একত্রে একটি "গেট টুগেদার" প্রোগ্রামের আয়োজন করতে চ...
20/12/2023

আসসালামু আলাইকুম
আমরা কুমিল্লার প্রাণী সম্পর্কিত সকল গ্রুপবাসীকে নিয়ে একত্রে একটি "গেট টুগেদার" প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছি।প্রোগ্রামের রেজিষ্ট্রেশন ফি বাবদ আমরা যেই টাকাটা নিবো তার থেকে একটা অংশ যাবে অসহায় রাস্তার কুকুরদের ফ্রিতে রেবিস ভ্যাক্সিন দেওয়ার কর্মসূচিতে।তাই আপনারা যতো বেশি মানুষ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবেন আমরা ততো বেশি কুকুরদের ভ্যাক্সিন দিতে সক্ষম হবো।এতে করে রেবিস ভাইরাসের হাত থেকে কুকুরগুলোও নিরাপদ থাকবে আমরাও জলাতঙ্কের হাত থেকে নিরাপদ থাকবো।

আমাদের প্রোগ্রামের রেজিষ্ট্রেশন ফি ৩৫০/=
প্রোগ্রামে থাকছে বিভিন্ন ধরনের গেইমস,গিফ্ট,ড্র এবং দুপুরের খাবারের ব্যবস্থা।

রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন Animal Support Cumilla পেইজে।
আয়োজনে ❤ Animal Lovers Society - Comilla ❤ & Save One More Soul & Cat Paradise
সহায়তায় Cat Society of Cumilla & BD Cats Colony Cumilla

স্টেডিয়ামে ফ্রেশ এন্ড জুসির সামনে এই বাচ্চা কুকুরটাকে খুব সম্ভবত কোনো বড় কুকুর কামড় দিয়েছে। আলহামদুলিল্লাহ Save One More...
17/12/2023

স্টেডিয়ামে ফ্রেশ এন্ড জুসির সামনে এই বাচ্চা কুকুরটাকে খুব সম্ভবত কোনো বড় কুকুর কামড় দিয়েছে। আলহামদুলিল্লাহ Save One More Soul এর পক্ষ থেকে বাবুটার ট্রিটমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করবো বাবুটাকে সুস্থ করে তুলার।

বি দ্র: আপনারা যারা ঐদিকে যান আপনারা দয়া করে এই বাচ্চা কুকুরটাকে আঘাত করবেন না। সে খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মিশতে চায়। আপনার একান্ত পছন্দ না হলে ইগ্নোর করুন তবে তাকে লাথি দেওয়া বা অন্য কিছু দিয়ে আঘাত করবেন না প্লিজ।

Alhamdulillah another success 💗ওর জন্য আমরা ফান্ড তুলেছিলাম।টানা দশ দিনের চেষ্টায় আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ।।ওর লেজে ম...
16/12/2023

Alhamdulillah another success 💗
ওর জন্য আমরা ফান্ড তুলেছিলাম।টানা দশ দিনের চেষ্টায় আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ।।ওর লেজে মেগোট হয়ে একদম ভিতর পর্যন্ত ছড়িয়ে এমন অবস্থা হয়েছিলো যে লেজ প্রায় নাই হয়ে গিয়েছে।কাছে গেলেই একটা দুর্গন্ধ আসতো।সবাইকে ধন্যবাদ যারা সাহায্য পাঠিয়েছিলেন।
আমাদের টিম মেম্বার সবাইকে অনেক শুকরিয়া।ওরা সবাই অনেক কষ্ট করেছে।রেগুলার যেয়ে যেয়ে ট্রিটমেন্ট দেওয়া সহজ ব্যাপার না।
আর বিশেষ ধন্যবাদ Vet Sheikh Ismail Ahmed ভাইয়াকে।ওনাকে টানা কিছুদিন ধরে আমরা যে কি পরিমাণ জ্বালাচ্ছি🤦‍♀️একটার পর একটা কেস আসছে আর ভাইয়াকে আমরা কলের পর কল দিয়েই যাচ্ছি।কিন্তু উনি একটুও বিরক্ত হয়নি।তাই বাচ্চাটা সুস্থ হওয়ার পিছনে ভাইয়ারো অনেক বড় অবদান🌸
সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন।যাতে আমরা এভাবেই অবলা আর অসহায় বাচ্চাদের সাহায্য করে যেতে পারি🫶

বিজয়ের ৫৩ বছর।
15/12/2023

বিজয়ের ৫৩ বছর।

11/12/2023

আমাদের এখন তিনটা রেস্কিউ কেস রানিং।তাই নতুন আর একটা কেসও নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।আমরা বার বার বলেছি টিমের সবাই স্টুডেন্ট।আমাদেরকে পরিবার,পড়াশোনা,প্রাইভেট,টিউশন সব সামলে তারপর রেস্কিউতে আসতে হয়।এছাড়া রেস্কিউ করাটা আমাদের প্রফেশন না।সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে।

এখন পর্যন্ত একটা অসুস্থ বিড়ালকে ফস্টার করার জন্যই কাউকে পাচ্ছি না।আপনারা অনেক সহজেই বলে ফেলেন "আপনারা রেস্কিউ করতে পারলেন না?ট্রিটমেন্ট দিতে পারবেন না?শেল্টার দিতে পারছেন না?" কিন্তু আমাদের সাথে একবার নিজেরা কাজ করে দেখুন তারপর বুঝবেন কেমন প্রেশার আমাদের নিতে হয়।আমাদের কয়েকজন মেম্বারকে একসাথে দুই বেলা করেও ট্রিটমেন্ট দিতে যেতে হয়েছে।আর এতোকিছুর পরেও যারা আমাদের কেস নিতে না পারার জন্য ব্লেইম করবেন তাদেরকে আমাদের টিমে স্বাগতম।আসুন কাজ করুন টিমের সাথে।আমাদের মতো নিজেদের বাসায় অসুস্থ বাচ্চাদের শেল্টার দিন।একই দিনে দুই বেলা করে মেডিসিন দিয়ে আসুন দূরে গিয়ে।কারণ আমরা যতোটুকুই করছি তাও আর কেউ করছে না।

তাই অনুরোধ করছি আমাদের নতুন করে কেস নিতে দয়া করে প্রেশার দিবেন না।আমরা কোনো কেস নিতে অপরাগত প্রকাশ করলে বুঝে নিবেন সত্যিই আমরা নিরুপায়।কারণ আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতোটা সম্ভব বাচ্চাগুলোকে সাহায্য করার।

Save One More Soul

এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন।অনেক কষ্ট পাচ্ছে সে।আজকে ৩য় দিন ওর ট্রিটমেন্ট চলছে।
10/12/2023

এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন।অনেক কষ্ট পাচ্ছে সে।আজকে ৩য় দিন ওর ট্রিটমেন্ট চলছে।

বাবুটাকে কেউ পলিথিনে করে ফেলে দিয়েছে।অনেক শান্ত আর চুপচাপ সে।
27/11/2023

বাবুটাকে কেউ পলিথিনে করে ফেলে দিয়েছে।অনেক শান্ত আর চুপচাপ সে।

আলহামদুলিল্লাহ 🖤এই ডগোটা রেলস্টেশনে থাকে।সে হয়তো ট্রেন এক্সিডেন্ট করেছিলো।আমাদের রেস্কিউ টিমের মাধ্যমে ওর ট্রিটমেন্ট করা...
19/11/2023

আলহামদুলিল্লাহ 🖤
এই ডগোটা রেলস্টেশনে থাকে।সে হয়তো ট্রেন এক্সিডেন্ট করেছিলো।
আমাদের রেস্কিউ টিমের মাধ্যমে ওর ট্রিটমেন্ট করা হয়।আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ।
আমরা যখন ড্রেসিং করছিলাম।সে অনেক ভয় পাচ্ছিলো।আমরা প্রায় ৫-৬ জন মিলে ওকে ট্রিটমেন্ট দিয়েছিলাম।মা শা আল্লাহ সে এখন মা হয়ে গিয়েছে।ওকে দেখেও শান্তি লাগছে আলহামদুলিল্লাহ।
কারা যেনো বলছিলো কুমিল্লায় নাকি কোনো রেস্কিউ টিম নেই।তাহলে আমরা দেড় বছর ধরে কি করছি?অবাক ব্যাপার যারা এগুলো বলছে তাদের মধ্যে একজনের কাছে আমাদেরই রেস্কিউ করা একটা বাবু আছে।আরেকজনের বাসার সামনের একটা ছোট্ট কুকুরের বাবুকে ২০-২১ দিন ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তুলেছিলাম।দুর্ভাগ্যবশত এর দুইদিন পর বাবুটা এক্সিডেন্টে মারা যায়।
যাই হোক তাদের কথায় নিরুৎসাহিত হয়ে আমরা কাজ বন্ধ করছি না ইন শা আল্লাহ।আরো একটা রেস্কিউ করা বাবুর ট্রিটমেন্ট চলছে।ইন শা আল্লাহ ওর আপডেটও দিবো সামনে।সবাই দোয়া করবেন আমরা যেনো এভাবেই বাচ্চাগুলোর জীবন বাঁচাতে পারি।

08/11/2023

দুপুর ০১:৩৫ মিনিটে আমাদের কাছে একটা রেস্কিউ কেস আছে।একটা ছোট বাচ্চা পাইপের ভিতর পড়ে গিয়েছে।যাদের বাসায় মূলত ঘটনাটা ঘটেছে তারা অনেক চেষ্টা করেও পারছিলো না ওকে উদ্ধার করতে।

আমরা পনের মিনিটের মধ্যে স্পটে পৌছাই।যেয়ে যতোটুকু বুঝতে পারলাম ওকে উদ্ধার করার জন্য তিন তালার সানসেটে নেমে পাইপটার জয়েন্ট ছুটাতে হবে।খুবই রিস্কি।কিন্তু আমার টিমের ইশরাক ভাইয়া এবং প্রীথু ভাইয়া সেই রিস্ক নিয়ে নিজেরাই সানসেটে উঠে যায়।আরো একটা রিস্কের ব্যাপার ছিলো যেই মইটা ব্যবহার করে তারা উপরে উঠেছে সেটা বাউন্ডারিতে দাড় করিয়ে তারপর উঠতে হয়েছে।কারণ এর থেকে বড় মই যোগাড় করা সম্ভব হয়নি সেই মূহুর্তে।যেকোনো সময় স্লিপ করলে যেকোনো অঘটন ঘটতে পারতো।সানসেটটাও অনেক চিকন ছিলো।বাচ্চাটা ভয়ে বারবার পাইপের বিভিন্ন আলাদা আলাদা জয়েন্টে চলে যাচ্ছিলো।ভাইয়াদের টানা তিন ঘন্টার প্রচেষ্টায় অবশেষে বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয় আলহামদুলিল্লাহ।
আমরা খুবই সৌভাগ্যবান আর আমাদের অনেক প্রাউডের সাথে বলতে হচ্ছে যে আমাদের টিমে ইশরাক ভাইয়া এবং প্রিথু ভাইয়ার মতো মেম্বাররা আছে।ওরা জীবনের এতো বড় ঝুঁকি নিয়ে যদি বাচ্চাটাকে উদ্ধার না করতো তাহলে হয়তোবা ওকে বাঁচানো সম্ভব হতো না।সে কালকে রাত থেকে এই পাইপের মধ্যে আটকে ছিলো।আর একদিন দেরি হলে হয়তো সে সার্ভাইব করতে পারতো না।
অনেক ধন্যবাদ আমার টিমের বাকি মেম্বাদেরও যারা টানা তিন ঘন্টা ভাইয়াদের সাহায্য করেছে এবং সেই আপুদের পরিবারকেও অনেক ধন্যবাদ আমাদের এতো সহোযোগিতা করার জন্য।

আসসালামু আলাইকুম।আমার এই পোস্টটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রেস্কিউ টিমের জন্য কয়েকজন মেম্বার নিতে চাচ্ছি যারা ...
02/11/2023

আসসালামু আলাইকুম।
আমার এই পোস্টটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রেস্কিউ টিমের জন্য কয়েকজন মেম্বার নিতে চাচ্ছি যারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রাণীদের কল্যাণের উদ্দেশ্যে কাজ করবে।
তবে তার আগে আমি কিছু ব্যাপার পরিষ্কার করতে চাচ্ছি।এটা নিয়ে আরো আগে কথা বলার প্রয়োজন ছিলো।কিন্তু বলি নাই কারণ আমরা মানুষের সাথে তর্ক করে নিজেদের সময় অপচয় না করে বরং সেই সময়টায় কিভাবে একটা রেস্কিউ করা যায় কিংবা একটা অবলা বাচ্চাকে সাহায্য করা যায় এটা নিয়ে কাজ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি।কিন্তু চুপ থাকাটাকে মানুষ দূর্বলতা হিসেবে দেখা শুরু করেছে তাই এবার বাধ্য হয়ে আমাকেও কিছু ব্যাপারে কথা বলতেই হচ্ছে।
আমরা যখন এনিমাল রেস্কিউ নিয়ে কাজ শুরু করি তখন কুমিল্লায় কেউই ছিলো না এই দিকটা নিয়ে অর্থাৎ রেস্কিউ নিয়ে কাজ করার।আমাদের কাজের শুরুতেই আমার কাছে প্রস্তাব আসে একজন আমাদের নিয়ে নিউজ করতে চায়।স্বাভাবিকভাবে এই প্রস্তাব সচরাচর কেউ হাতছাড়া করতে চায় না কারণ সবাই পাব্লিসিটি পছন্দ করে।কিন্তু আমাদের উদ্দেশ্য মোটেও তা নয়!আমরা চাই আগে বাচ্চাগুলোর জন্য কাজ করতে।কিন্তু আমরা এটা কখনোই চাই নাই যে, কাজের জন্য আমাদের সবাই চিনবে,সুনাম করবে,আমরা ফেমাস হয়ে যাবো।আমরা সবাই শিক্ষার্থী।তাই আমাদের কাজের নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে।কলেজ,প্রাইভেট,পরীক্ষা সব ম্যানেজ করে আমরা কাজ করি।আমরা চাচ্ছিলাম না আমাদের নিয়ে মিথ্যা প্রচার হোক কিংবা মানুষের আমাদের প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হোক।কিন্তু আমাদের এই "না" বলাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।আমি বা আমার টিম মেম্বার্সরা অকারণে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে আজ পর্যন্ত জড়াই নাই।কিন্তু একদল মানুষ কিছু হলেই বারবার আমাকে আর আমার টিমকে জড়িয়ে ফেলছে।আমরা তো কেউ কখনো পাবলিকলি ওনাদের কাউকে অপমান করি নাই।কিন্তু তারা আমাদের উদ্দেশ্য করে পোস্ট কিংবা যেখানে সেখানে গিয়ে কমেন্ট করছে।
আমাদের কাছে সর্বশেষ অফার এসেছে কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন স্যারের কাছ থেকে।ওনার মতো মানুষ নিশ্চয়ই আমাদের ব্যাপারে খোঁজ খবর না নিয়ে এমনিই আমাদের সাথে যৌথভাবে কাজ করার জন্য অফার করবেন না?
আমরা সর্বনিম্ন মূল্যে ভ্যাক্সিন দিয়েছি ওই প্রোগ্রামটায়।আমরা চাইলেই সেখান থেকে একটা মোটা অংকের টাকা লাভ করতে পারতাম,যেই লাভটা সব ভেটরাই রাখে।কারণ স্যার পুরা দায়িত্ব আমাদের উপর দিয়ে দিয়েছিলো।কিন্তু আমরা তো ঠিক যা দাম তা দিয়েই সেল করে দিয়েছি।আমাদের নিজস্ব ফান্ড থেকে ট্রান্সপোর্ট খরচের জন্য ২০০০৳ খরচ হয়েছে ভ্যাক্সিনগুলো আনতে।আমরা সেটাও কেটে নেই নাই। আমাদের পরিবার,পড়াশোনা,কলেজ,প্রাইভেট,পরীক্ষা সব সামলে কাজ করতে হয়েছে। এতো সব কিছু কোনোটাই আমরা আমাদের নিজেদের জন্য করিনি, করেছি সেই সব অবলা প্রাণীগুলোর জন্য।
আমাদের রেস্কিউর সব আপডেট আমাদের পেইজে দেওয়া হয়েছে।দুই মাস আগেও একজন আপুর বিড়ালকে খুন করা হয়েছিলো।আপুর পোস্ট দেখে অনেকে অনেক বড় বড় কথা বলেছে কমেন্টে।কিন্তু সাহায্য চেয়ে একটা মানুষকেও পাওয়া যায় নাই।শেষ পর্যন্ত আমার টিমই আপুর সাথে যেয়ে আপুকে আইনি পদক্ষেপ নিতে সাহায্য করেছে।এতোকিছুর পরও আমাদের নিয়ে যারা অকারণে কথা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কঠিন ভাষায় একটা কথা বলতেই হচ্ছে -
বিশ্বাস করুন আমরা এতোটাও অকর্মণ্য না যে বসে বসে আপনাদের বিরুদ্ধে পরিকল্পনা করে বিভিন্ন কারসাজি করবো।আমরা চুপ ছিলাম এর মানে এই না যে আমরা দূর্বল,ভয় পেয়েছি তাই যা ইচ্ছা তাই বলে বেড়াবেন।পরেরবার থেকে প্রমাণ ছাড়া আমার টিমের বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ আনলে বা কথা ছড়ালে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।ছোট ভেবে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করবেন না।দেখেছি এবিউজিং এর কেসগুলোতে কার কতোটুকু সামর্থ।আপনারা পাব্লিসিটি পছন্দ করেন বলে যে আমাদেরও পাব্লিসিটি পছন্দ হতে হবে এমন তো না।আমাদের জন্য বাচ্চাদের সুরক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ।আমরা আমাদের মতো কাজ করি আপনারা আপনাদের মতো যা ইচ্ছা করেন।সেটা বাচ্চাদের জন্য উপকারী হোক কিংবা আপনাদের জন্য বিনোদনমূলক আমাদের তাতে কিছু আসে যায় না।

এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য নতুন যারাই আমাদের টিমের মেম্বার হতে ইচ্ছুক হবে তারা যেনো আমাদের সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েই আমাদের সঙ্গে যোগ দিতে পারে।আমরা সামনে সেমিনারের ব্যবস্থা করছি।আশা করি আমরা নিঃস্বার্থ কিছু মানুষদের সাহায্য পাবো।
মেম্বার হতে ইচ্ছুক হলে আমাদের পেইজে যোগাযোগ করুন- Save One More Soul
ধন্যবাদ🖤

 #সকলের_দৃষ্টি_আকর্ষণ_করছিআমাদের টিমের বেশিরভাগ মেম্বার  এইচএসসি পরীক্ষার্থী।তাই আমরা কেউ ঠিকঠাক সময় দিতে পারছি না।আমরা ...
10/08/2023

#সকলের_দৃষ্টি_আকর্ষণ_করছি
আমাদের টিমের বেশিরভাগ মেম্বার এইচএসসি পরীক্ষার্থী।তাই আমরা কেউ ঠিকঠাক সময় দিতে পারছি না।আমরা সর্বশেষ কুমিল্লা স্টেশনের কেসটা নিয়েছি।এই বাচ্চাটা সুস্থ হয়ে গেলে আমরা আর নতুন করে কোনো কেস নিবো না।সামনের দুই মাস এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া অব্দি আমরা আমাদের কাজ বন্ধ রাখবো।পরীক্ষা শেষ হলে ইন শা আল্লাহ আবারো কাজ শুরু করবো।
কিছুদিন ধরে এবিউজিং কেস থেকে শুরু করে রেস্কিউ পর্যন্ত সবধরনের কাজে আমাদের টিম থেকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করা হয়েছে।আমরা গ্রুপে সাহায্য চেয়েও অনেকবার কোনো সহযোগিতা পাই নাই।শেষে আমরা নিজেরাই থানা পর্যন্ত গিয়েছি।কিন্তু তাও দুই একবার রেসপন্স না পেলেই মানুষ আমাদের টিম নিয়ে কথা ছড়ানো শুরু করে।একটা টিম আর কতোদিকে একসাথে রেস্কিউতে যেতে পারে।আশা করছি অন্তত বোর্ড পরীক্ষার জন্য আমরা কাজ বন্ধ রাখলে এটা নিয়ে আমাদের কোনো বাজে মন্তব্যের শিকার হতে হবে না।

ধন্যবাদ

আমাদের টিমের পক্ষ থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে মাথায় আঘাত পাওয়া এই কুকুরটার ট্রিটমেন্ট শুরু হয়েছে। ক্ষত পুরোপুরি শুকিয়ে ...
05/08/2023

আমাদের টিমের পক্ষ থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে মাথায় আঘাত পাওয়া এই কুকুরটার ট্রিটমেন্ট শুরু হয়েছে। ক্ষত পুরোপুরি শুকিয়ে গেলে আপডেট জানানো হবে।

রিতু আপুর পোস্ট দেখে কিছু মানুষ অনেক বড় বড় কথা বলছিলো।অনেকে বলছিলো আপুকে প্রমাণ সংগ্রহ করতে।তাহলে ব্যবস্থা নিতে আপুকে সা...
30/07/2023

রিতু আপুর পোস্ট দেখে কিছু মানুষ অনেক বড় বড় কথা বলছিলো।অনেকে বলছিলো আপুকে প্রমাণ সংগ্রহ করতে।তাহলে ব্যবস্থা নিতে আপুকে সাহায্য করবে।কিন্তু প্রমাণ সংগ্রহ করার পর হঠাৎ করেই সেই বড় বড় কথা বলা মানুষগুলো উধাও হয়ে গিয়েছে।আমাদের টিম থেকে পোস্ট করে সাহায্য চাওয়া হয়েছিলো।কিন্তু কেউই তেমন সাড়া দিলো না।আপুর করা প্রথম পোস্টের কমেন্টগুলো আছে আমাদের কাছে এখনো।বুঝি না আপনারা সাহায্য করতে না পারলে আশা দেন কেনো?এতো বিবেকহীন কেনো?

পোস্ট করে সাহায্য চাওয়ার পর যখন কেউ আসে নাই।তাই আপুর সাথে আমাদের রেস্কিউ টিম থেকে বিশাল,প্রিথু ভাইয়া আর আমাদের টিমের ফাউন্ডার গিয়েছিলো।একটা লিখিত অভিযোগ করা হয়েছে।স্যার আমাদের বলেছেন ওনারা ব্যাপারটা নিয়ে তদন্ত করবেন।

আজকের ঘটনার পর পরিচিত অনেকের আসল রুপ বুঝা গেলো।আমাদের রেস্কিউ টিমের কাজ আমরা দুই মাসের জন্য বন্ধ করে দিয়েছিলাম।কারণ আর কিছুদিনের মধ্যেই আমাদের এইচএসসি।কিন্তু এমন একটা জঘন্য ঘটনা শোনার পর আমরা কেউই চুপ করে বসে থাকতে পারি নাই।

আমরা অনুরোধ করবো সবাইকে দয়া করে নিজেদের বিড়ালের ক্ষেত্রেই হোক কিংবা আশেপাশেই কোনো প্রাণীর ক্ষেত্রেই হোক।এমন কোনো কিছু ঘটলে চুপ করে সহ্য করবেন না।দেশে যেহেতু প্রাণী কল্যাণ আইন আছে,পুলিশ স্টেপ নিতে বাধ্য।ঢাকায় সবাই স্টেপ নেয় তাই ওখানকার পুলিশরাও এসব ঘটনায় গুরুত্ব দেয়।আমাদের কুমিল্লার মানুষও যদি এগিয়ে আসে তাহলে এখানকার পুলিশরাও গুরুত্বের সাথে দেখবে।

আমাদের আজকের ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্পটি সফলভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ।অসংখ্য ধন্যবাদ আমাদের ডেপুটি সিভিল সার্জন স্যারক...
22/07/2023

আমাদের আজকের ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্পটি সফলভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ।অসংখ্য ধন্যবাদ আমাদের ডেপুটি সিভিল সার্জন স্যারকে আমাদের এমন একটা সেবামূলক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।
আজকে প্রোগ্রামে আসা সকলকেও অনেক ধন্যবাদ।প্রত্যেকটা বাবু মায়াবী ছিলো মা শা আল্লাহ।আশা করছি প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকবে ইন শা আল্লাহ🌸

  আগামী ২১/০৭/২০২৩ তাং আমাদের কুমিল্লার সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ স্যারের Neelavra Foundation এবং আম...
16/07/2023



আগামী ২১/০৭/২০২৩ তাং আমাদের কুমিল্লার সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ স্যারের Neelavra Foundation এবং আমাদের রেস্কিউ টিম Save One More Soul এর যৌথ উদ্যোগে আপনাদের পোষা প্রাণীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ইন শা আল্লাহ।
🔺শিক্ষার্থীদের কথা ভেবে ক্যাম্পে চেকাপ সম্পূর্ণ ফ্রি এবং বায়োফেল ভ্যাক্সিন(ফ্লু+রেবিস,USA) ২০% ডিস্কাউন্টে দেওয়া হচ্ছে।
🔺ক্যাম্পে চিকিৎসা দিবেন বিশিষ্ট ভেট কনসালটেন্ট ফয়সাল তালুকদার(DVM,MSc,MCVS,FETP,B Graduate,AMU Surveillance Fellow,ULO,DLS)
🔺রেজিষ্ট্রেশনের জন্য নিচের তথ্যগুলো সঠিকভাবে দিয়ে পেইজে ইনবক্স করুন।
*Parents Name:
*Pet Name:
*Pet Age:
*Number:
*Treatment:
🔺রেজিষ্ট্রেশনের জন্য কোনো ফি এর প্রয়োজন নেই।
🔺 প্রথম বার হিসেবে আমরা শুধু মাত্র ১৫টি ভ্যাক্সিন আনছি।তাই আপনারা দ্রুত রেজিষ্ট্রেশন করে আপনার বাবুর জন্য ভ্যাক্সিনটি নিশ্চিত করুন।
🔺স্থান:কুমিল্লা টাউনহল।
🔺সময়:সকাল ১০:০০টা - ১২:০০টা পর্যন্ত।
প্রোগ্রামটি আয়োজন করার পিছনে নিসর্গ স্যারের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রাণীদের জন্য সেবা নিশ্চিত করা।অনেক শিক্ষার্থীরাই ফিনানশিয়াল সমস্যার জন্য ভ্যাক্সিন দিতে পারছে না অথবা চেকাপ ফি এর জন্য চিকিৎসা নিতে পারছে না আদরের বাবুটার জন্য।তাদের জন্য মূলত এটা একটা বিশেষ সুযোগ।আপনাদের আশেপাশে কোনো অসুস্থ কিংবা রেস্কিউ করা বিড়াল/কুকুর থাকলে তাকেও নিয়ে আসার চেষ্টা করবেন।আমরা ইন শা আল্লাহ তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন-01728431831

  ১১জুন রাতে আমাদের পেজে একজন আপু নক দিয়ে বলে যে, উনার বাসার নিচে কিছু ইটের বস্তা আছে,গত ২দিন যাবত সেগুলোর নিচ থেকে একটা...
05/07/2023



১১জুন রাতে আমাদের পেজে একজন আপু নক দিয়ে বলে যে, উনার বাসার নিচে কিছু ইটের বস্তা আছে,গত ২দিন যাবত সেগুলোর নিচ থেকে একটা বিড়ালের ডাক শুনা যাচ্ছে সে সম্ভবত সেখানে আটকে গেছে বের হতে পারছে না। বাচ্চাটাকে উদ্ধার করতেও এলাকার কেউ হেল্প করছে না। খবর পেয়ে আমাদের রেস্কিউয়ার গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে আপুর হাতে বুঝিয়ে দিয়ে আসে।পরবর্তীতে আপু বাচ্চাটাকে আরেকজনের কাছে এডপ্ট দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে।

MeeT OuR TeaM..🫶
17/06/2023

MeeT OuR TeaM..🫶

Address

Kandirpar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save One More Soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Animal Rescue Service in Cumilla

Show All