Yakun Bird Breeding Fram

Yakun Bird Breeding Fram আসসালামু আলাইকুম।

26/05/2024
30/04/2024
19/11/2023

tree

এই গরমে আপনার পাখিকে হিটস্ট্রোক এবং নানা রকম সমস্যা থেকে বাঁচাতে গোসলের পানি দেন।  নিজে নিজে গোসল না করলে অভ্যাস করাবেন।...
07/04/2023

এই গরমে আপনার পাখিকে হিটস্ট্রোক এবং নানা রকম সমস্যা থেকে বাঁচাতে গোসলের পানি দেন। নিজে নিজে গোসল না করলে অভ্যাস করাবেন।

এলোভেরা জেল মিশ্রিত পানি, লেবু মিশ্রিত পানি,ডাবের পানি কিংবা স্যালাইন মিশ্রিত পানি খেতে দেন।

Ramadan Mubarak ❤️Jp  creemino bby boy🐦
23/03/2023

Ramadan Mubarak ❤️
Jp creemino bby boy🐦

01/03/2023


Yakun Bird Breeding Fram


সাদা কাউয়া 🐦

 #পাখির_হ্যান্ডফিডিংএর বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে চারটি উল্লেখযোগ্য পদ্ধতি এখানে আলোচনা করা হলঃ১. নিজের হাতের সাহায্যে...
24/12/2022

#পাখির_হ্যান্ডফিডিং

এর বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে চারটি উল্লেখযোগ্য পদ্ধতি এখানে আলোচনা করা হলঃ

১. নিজের হাতের সাহায্যে খাওয়ানোঃ এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ। খাবার নরম করে গোলাকার বা দানাদার করে মুখের সামনে ধরলে নিজে নিজে খেতে পারে। এতে পাখির অভ্যন্তরিণ কোনো ক্ষতি (internal injured) হয় না। (চিত্র -০১)।

পাখির হ্যান্ডফিডিং২. চামচ (Spoon)ঃ এই পদ্ধতিটিও নিরাপদ কারন অভ্যন্তরিন ক্ষতির সম্ভবনা থাকে না। পাখির সামনে চামুচ ধরলে নিজে নিজ খেয়ে নেয়। তবে পাখিকে অভ্যাস করাতে বেশ কষ্ট করতে হয়। (চিত্র -০২)।

পাখির হ্যান্ডফিডিং৩. ড্রপার(Dropper)ঃ ড্রপার পখির মুখে খুব বেশি প্রবেশ না করিয়ে খাওয়াতে হয়। এটা মোটামুটি নিরাপদ পদ্ধতি। তবে অনভিজ্ঞতার জন্য কখনও কখনও বিপদ ডেকে আনতে পারে বা অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে (চিত্র -০৩)।

পাখির হ্যান্ডফিডিং৪. সিরিঞ্জ(Syringe) ঃ এটা সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় পদ্ধতি। সিরিঞ্জ আর রবারের নলের সাহায্যে পাখির মুখের ভিতর খাবার প্রবেশ করাতে হয়। তাই পাখির জন্য বড় ধরনের বিপদও ডেকে আনতে পারে। এই পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নতুনদের জন্য। এই পদ্ধতি অবলম্বন করার আগে পাখির শরীরবৃত্তীয় (Anatomy) সম্পর্কে ধারনা নেওয়া দরকার। অন্তত অভিজ্ঞ ব্যাক্তির সাহায্য নেওয়া উচিত। (চিত্র -৪ ও ৫)।

পাখির হ্যান্ডফিডিং
এই পদ্ধতিগুলো অবলম্বন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
* সুস্থ বাচ্চার লক্ষন খাবরের জন্য বা খিদা লাগলে মুখ হা করে ডাকতে থাকে খাবারের জন্য।
* প্রতিবার হ্যান্ড ফিডিং এর সময় ফ্রেশ খাবার নিতে হবে।
* খাবার যেন নরম ও খুবই হালকা গরম থাকে।
* পাখিকে খাওয়ানোর আগে নিজের হাত ভালভাবে ধুয়ে নিতে হবে।
* চামচ/ড্রপার /সিরিঞ্জ প্রতিবার খাওয়ানোর পূর্বে গরম পানি দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
* বয়স অনুযায়ী খাবারের পরিমান ও খাওয়ানো সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এর তালিকা দেওয়া হল।

বাচ্চার বয়স খাওয়ানোর সময় খাবারের পরিমান
১-৪ দিন প্রতি ২ ঘন্টা পর পর ১-২ সিসি
৫-৭ দিন প্রতি ৩ ঘন্টা পর পর ২-৩ সিসি
৮-১৪ দিন
৭টা, ১১টা, ৩টা, ৭টা, রাত ১১টা ৪-৬ সিসি

১৫-২৪ দিন ৭টা, ১২টা, ৫টা, রাত ১১টা ৭-১০ সিসি
২৫-৩৪ দিন ৭টা, ৫টা, রাত ১১টা ১১-১৫ সিসি
৩৫-৪৪ দিন সকালে আর সন্ধ্যায় ১১-১৫ সিসি
৪৫ দিনের বেশি সন্ধ্যায় (তখন খাওয়া শিখবে)
১১-১৫ সিসি

#কিভাবে_হ্যান্ডফিড_তৈরি_বা_কি_দিবেন

আপনি বাসায় তৈরি করতে পারবেন।
দোকান থেকেও নিতে পারেন।

#বাসায়_হ্যান্ডফিড_ফর্মুলা

বাসায় ২-৩ রকম ডাল আর পোলার চাউল এর মিহি গুড়ো করে হালকা গরম পানিতে মিশিয়ে হ্যান্ডফিড তৈরি করতে হবে।
যেমন≈
ভুট্রা ভাঙানো
সাদা গম৷
মুগ ডাল
ছােলার ডাল
মটর ডাল
খেসারী ডাল
পােলাউ চাউল

সব গুলো ভালো ভাবে ধুয়ে শুকিয়ে মিহি গুঁড়া করতে হবে।
#দোকান_থেকে_নিলে_অবশ্যই

বড় পাখির জন্য

দিতে হবে।

যত্নে রাখুন আপনার শখের পাখিগুলো।

আপনার শখের জন্য পাখির জীবন নষ্ট করবেনা।

টেম করার জন্য আপনাকে অবশ্যই নিজে নিজে অল্প খেতে পারে এমন পাখি নিতে হবে।

এর থেকে ছোট পাখি নিবেন না প্লিজ।

ছবি ও তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহীত। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

লেখক ___________এম আর মারুফ

21/12/2022

TCB new Adult
20/12/2022

TCB new Adult

27/11/2022

★★★★★ · Pet boarding service

23/11/2022



Say Mashallah

আমরা অনেকেই অভিযোগ করি যে পাখীর ডিম কেন জমে না। বেশ কিছু কারন হতে পারে যেমন-১. দুইটাই ফিমেল।২. নিউ এডাল্ট তাই মেটিং ঠিক ...
17/11/2022

আমরা অনেকেই অভিযোগ করি যে পাখীর ডিম কেন জমে না। বেশ কিছু কারন হতে পারে যেমন-
১. দুইটাই ফিমেল।
২. নিউ এডাল্ট তাই মেটিং ঠিক হচ্ছে না। এটা ঠিক যায় যদিও।
৩. বয়স কম পেয়ারের।
৪. মেটিং করার জায়গাতে সমস্যা, যেমন পার্চ নাড়াচাড়া করে কিংবা গ্রীপ করতে পারে না।
৫. মেটিং এর সময় ডিস্টার্বেন্স। পাখী মেটিং করতেসে এই খুশীতে মালিক ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা শুরু করে সামনে দাঁড়ায়।
৬. মেলের নখ না থাকলে মেটিং সঠিক হবার চান্স কম। কারন ফিমেলের উপর গ্রীপ করতে পারে না।
৭. পুষ্টির অভাব।
৮. আনফিট/ অসুস্থ পাখী
৯. শরীরে ভিটামিনের ঘাটতি।
১০. ডিমে তা না দেয়া।
১১. মেল পাখীর শারীরিক সমস্যা।

বাজেরিগার ফিমেল মেল পাখি কিভাবে চিনবেন?
12/11/2022

বাজেরিগার ফিমেল মেল পাখি কিভাবে চিনবেন?

“টেম করা”টেম শব্দের আভিধানিক অর্থ হলো আয়ত্তে আনা।আমাদের সবার ই ইচ্ছা থাকে যে আমার কমপক্ষে একটা পাখি টেম থাকবে।কিন্তু ইচ্...
11/11/2022

“টেম করা”
টেম শব্দের আভিধানিক অর্থ হলো আয়ত্তে আনা।
আমাদের সবার ই ইচ্ছা থাকে যে আমার কমপক্ষে একটা পাখি টেম থাকবে।কিন্তু ইচ্ছা থাকলেও অনেকের উপায় থাকে না।
কারন অনেকেই জানেন না কিভাবে পাখি টেম করতে হয়।
তাই সেই টেম পাগল পাখালদের জন্য আমার আজকের লেখা।
নিচের সবগুলো পয়েন্ট পড়লে আশা করি টেম করার ব্যাপারে অল্প বিস্তর ধারনা পাবেন।
১) সর্বপ্রথম,টেম করতে হলেই যে হ্যন্ড ফিডিং বেবি লাগবে সেই মান্ধাতার আমলের চিন্তা বাদ দেন।
২)যেকোনো বয়সের পাখি সেম ভাবে টেম হয়,পাখির বয়স ১ মাস বা ১ বছর এটা কোনো ফ্যাক্ট না।
৩)বাচ্চা বা বড় যেই পাখিকে টেম করতে ইচ্ছা হ এ সেই পাখিকে আলাদা করে একটা খাচায় রাখবেন।
৪)প্রতিদিন সেই পাখিকে প্রথম দিকে কমপক্ষে ১ ঘন্টা আর টেম হয়ে গেলে কমপক্ষে ১০ মিনিট সময় দিন।
৫)পাখির খাচাটা আপনার রুমে রাখুন যাতে পাখিটা আপনাকে সহজেই অনেক সময় দেখতে পায়।
৬)পাখির সামনে কোনোসময় ই এমন কোনো আচরন বা শব্দ করবেন না,যাতে পাখি আপনাকে ভয় পায়।
৭)প্রতিদিন পাখির খাচার সামনে আসা যাওয়ার সময় একটা নির্দিষ্ট দুই অক্ষরের নাম এ ডাকবেন।
যেমনঃকিকি,পুকি,নিকি,­চিকি,কুট্টু,বস,পিকু এইসব টাইপের ছোট দুই অক্ষরের নাম রাখবেন।
এমন দুই অক্ষরের শব্দ পাখি মনে রাখতে পারে।
৮)প্রতিদিন পাখির সামনে গিয়ে ওর নির্দিষ্ট সেই নামে ডাকবেন,যাতে পাখি আপনাকে সহজেই চিনতে পারে।
৯)নাম ধরে ডাকার পাশাপাশি একটা নির্দিষ্ট শীস ও দিতে পারেন।
১০)টেম করার প্রথম দিকে পাখিটার খাচায় হাত ঢুকিয়ে কিছুক্ষন বসে থাকবেন,যাতে পাখির আপনার হাতের প্রতি ভয় টা কাটে।ভয় কেটে গেলেই দেখবেন পাখি আস্তে আস্তে আপনার হাতে উঠে আসবে।হয়ে গেল ৫০% টেম।
১১)প্রতিদিন রাতে পাখির খাচা থেকে খাবার সরিয়ে রাখবেন।
১২)সকালে হাতের তালুতে খাবার নিয়ে আপনার হাত খাচার ভিতরে রেখে পাখি কে আপনার হাত থেকে খেতে অভ্যাস করান।
১৩)কয়েকদিন এভাবে করার পর,ঘরের দরজা জানলা বন্ধ করে পাখিকে খাচা থেকে বের হয়ে আপনার হাত থেকে খাবার খেতে অভ্যাস করান।
১৪)এভাবে নিয়মিত মাসখানেক সময় দিলে পাখি সম্পুর্ণ ভাবে আপনার আয়ত্তে এসে পড়বে।
১৫)পাখিটাকে প্রতিদিন খাচা থেকে বের করে ঘরে ছেড়ে উড়তে দিন।
১৬)পাখিটাকে প্রতিদিন নাম ধরে ডাকতে ডাকতে আপনার হাতে এসে বসার আহব্বান করবেন।
১৭)প্রথমে কাছে থেকে এবং আস্তে আস্তে দুর থেকে পাখিটাকে আপনার হাতে স্লেসে বসার জন্য ডাকবেন।
১৮)আর পাখি টা যদি আপনার হোমব্রিড বেবি হয় তবে হাতের ভয় কাটাতে


Copy

11/11/2022



Mecao❤️

সুন্দরী 🤍Yakun Bird breeding farm
06/11/2022

সুন্দরী 🤍
Yakun Bird breeding farm

05/11/2022

এইটা কি পাখি🤔🙄

Owner of Yakun Bird Breeding Fram
31/10/2022

Owner of Yakun Bird Breeding Fram

পেট সেকটর এর ডেভেলপ করতে হলে যারা সখে পোষা প্রাণী পুষে থাকে তাদের জন্য কাজ করতে হবে!শুধু খামারি নিয়ে ভেবে কোনো লাভ হবে ...
31/10/2022

পেট সেকটর এর ডেভেলপ করতে হলে যারা সখে পোষা প্রাণী পুষে থাকে তাদের জন্য কাজ করতে হবে!

শুধু খামারি নিয়ে ভেবে কোনো লাভ হবে না.

কারণ দিন শেষে তাদের আসল গন্তব্য শৌখিন দের ঘরেই.
ঘরে ঘরে খামার হলে এই সেকটর ধ্বংস হয়ে যাবে!
কারণ খাচার পাখি পালার কেউ না থাকলে পাখি খাওয়া
ছারা কোনো উপায় থাকবে না। তখন আবার সবাই বলবে পাখির বাজার নাই (বাজরিগার ও ফিঞ্চের মতন)!

শখের কারণেই এই সেকটর এর জন্ম!
শখ টাকেই যদি বাদ দেন তাইলে যা বাকি আছে তা শেষ হইতেও আর সময় লাগবে না!

এক্সপোর্ট-এক্সপোর্ট করে লাফানো বোকামি ছাড়া আর কিছুই না.কারণ খালি এক্সপোর্ট এর অনুমোদন পাওয়া মানে এই না যে বায়ার রা আপনার ঘরে এসে নিয়ে যাবে.

বায়ার রা কোয়ালিটি, পেপারস, সার্টিফিকেট, হিস্টোরি রেকর্ডস দেখার পর ই পাখি নিবে.তার ও আগে প্রয়োজন হবে ফরেন বায়ার খোজা যা কি মুখের কথায় হয় না। আবার প্রয়োজন হবে ব্রিডার লাইসেন্স ও যেইটা আপনারই বন্ধ করে দিলেন।

আরেকটা কথা খাওয়াবেন নিম্ন মানের সস্তা কাউন-চিনা ঘরের বানানো হ্যান্ড ফীড ও সস্তা খাবার,এক্সেসরিজ ও খাচা, আবার আশা করেন বিদেশি ডলার😂

 Simon Birds Aviary
30/10/2022



Simon Birds Aviary

Address

Cumilla
Cumilla
3520

Alerts

Be the first to know and let us send you an email when Yakun Bird Breeding Fram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yakun Bird Breeding Fram:

Videos

Share

Category