S S Pigeon House

S S Pigeon House কবুতর আগে চিনুন,জানুন পরে কিনুন।

29/03/2022
04/06/2021
02/10/2020

😘❤️ভালবাসা গুলা❤️😘

10/07/2020

ভালোবাসা গুলো 🥰😍

15/06/2020

কালিগঞ্জে বিষ প্রয়োগে ৮০ টি কবুতরসহ দেশীয় প্রজাতির অর্ধশত পাখি হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীদের পক্ষে .....

15/06/2020
05/04/2020
🇧🇩🕊️😍নতুন অতিথি 😍🕊️🇧🇩🇧🇩🕊️🙏এদের জন্য সবাই দোয়া করবেন🙏 🕊️🇧🇩
16/02/2020

🇧🇩🕊️😍নতুন অতিথি 😍🕊️🇧🇩
🇧🇩🕊️🙏এদের জন্য সবাই দোয়া করবেন🙏 🕊️🇧🇩

নতুন অতিথি
10/02/2020

নতুন অতিথি

কবুতরের প্রাকৃতিক ক্রিমির চিকিৎসা১) ৩০ টি নিমপাতা ভাল করে ধুয়ে ৫০০ মিলি (আধাকেজি) ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন।২) পাত্রট...
07/02/2020

কবুতরের প্রাকৃতিক ক্রিমির চিকিৎসা

১) ৩০ টি নিমপাতা ভাল করে ধুয়ে ৫০০ মিলি (আধা
কেজি) ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন।

২) পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট হালকা
আঁচে সেদ্ধ করুন৷

৩)পানির রং গাঢ় বাদামী হলে চুলা থেকে নামিয়ে
ঠান্ডা করুন তারপর কবুতরকে পানির পাত্রে খেতে
দিন।।
৪) এইভাবে টানা ৩ দিন দিবেন দিনের বেলায় নিমের
পানি, বিকালে সাধারন পানি।

৫) ৩ দিন দেওয়ার পর কবুতরের ঘর,খাচা ও ট্রে পরিস্কার করুন।

* বিঃদ্রঃ প্রতি মাসে এই কোর্স করানাে যাবে।

* গ্রিট কি?- গ্রিট হচ্ছে ইটের কণা,নুড়ি পাথর,ডিমের খােসা ইত্যাদির মিশ্রণ।* গ্রিট কেন দেওয়া হয়?- গ্রিট কবুতরের খাবার ভা...
06/02/2020

* গ্রিট কি?
- গ্রিট হচ্ছে ইটের কণা,নুড়ি পাথর,ডিমের খােসা ইত্যাদির মিশ্রণ।

* গ্রিট কেন দেওয়া হয়?
- গ্রিট কবুতরের খাবার ভাঙতে ও হজমে সাহায্য করে।
এছাড়া কবুতরের জন্য ক্যালসিয়াম ও প্রয়ােজনীয় কিছু মিনারেলস এর যােগান দেয়।
কবুতরের পেটের অনেক সমস্যায় গ্রিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

* গ্রিট কিভাবে খাওয়াতে হয়?
- গ্রিট সাধারনত খাবারের পাত্রে দেওয়া হয়।তাছাড়া গ্রিটের জন্য আলাদা পাত্র পাওয়া যায়। তবে খাবার পাত্রে দেওয়াটাই সহজ ঝামেলা মুক্ত।
প্রতি জোড়া কবুতরের জন্য দৈনিক ৫ গ্রাম বা ১ চা চামচ গ্রিট ই যথেষ্ঠ।
এই পরিমান ১০ গ্রামের অধিক না হওয়াই ভালাে।

* গ্রিট কিভাবে তৈরি করবেন?
১ কেজি ইটের গুড়া কিংবা নরমাল গ্রিট কিনুন,সাথে ৩০০গ্রাম লাইমস্টোন,১০০ গ্রাম ঝিনুক চূর্ণ কিংবা ডিমের খােসার গুরা,সম্ভব হলে ৫০ গ্রাম কাঠ কয়লার গুঁড়ো সবগুলাে একত্রে
মিক্স করে ভালাে করে রৌদ্রে শুকাবেন।তৈরি হয়ে গেল গ্রিট,এবার ভালাে কৌটা কিংবা বয়ামে ভরে সংরক্ষণ করুন।সর্বোত্তম ফল পেতে দেড় মাস পর
পর পুনরায় রৌদ্রে শুকিয়ে নিবেন।এই গ্রিট ই আপনার কবুতরের জন্য যথেষ্ঠ।
বিঃদ্রঃ ছবি গুলো তে আর অনেক উপাদান আছে সাথে এড করতে পারেন।

কবুতর ডিম দিচ্ছে না!এডাল্টারানিং কবুতরের হঠাৎ ডিম দিচ্ছে না।অনিয়মিত ডিম দেওয়া।বিরতি ছাড়া ব্রিডিং এর কারনে ডিম দেওয়া ...
06/02/2020

কবুতর ডিম দিচ্ছে না!
এডাল্টারানিং কবুতরের হঠাৎ ডিম দিচ্ছে না।
অনিয়মিত ডিম দেওয়া।
বিরতি ছাড়া ব্রিডিং এর কারনে ডিম দেওয়া বন্ধ।
✓ নর-মাদী আলাদা করে রেস্ট দেন এক মাস।
✓ ই-সেল বা ই-সেল প্লাস অথবা AD= সিরাপ।
✓২ মিলি সিরাপ ১ লিটার পানিতে দিবেন।
✓ অথবা মানুষের কড লিভার ওয়েল ক্যাপসুল।।
✓ দৈনিক ১ টা করে নরমাদী উভয়কে ৭ দিন দিবেন।
✓ অন্যান্য কোর্স ও খাবার চলবে।

18/01/2020

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when S S Pigeon House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category