27/10/2024
⚠️ বিড়ালের লোম ঝড়া
১. ডিহাইড্রেশন এর ফলে লোম ঝড়ে।
২. ভিটামিন -মিনারেলস এর অভাবে লোম ঝড়ে।
৩. হিউম্যান শ্যাম্পু ব্যবহারে লোম ঝড়তে পারে। আমাদের শ্যাম্পু ওদের জন্য ক্ষতিকর। তাদের স্কিন আমাদের চেয়ে আলাদা। তবে কিছু ক্ষেত্রে পেট শ্যাম্পু না পাওয়া গেলে মেডিকেটেড হিউম্যান শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে সতর্কতা বাধ্যতামূলক।
৪. রেগুলার ফার ব্রাশ/গ্রুমিং না করলে।
৫. স্কিন ডিজিজের কারনে হতে পারে। যেমন, ফাংগাল ইনফেকশন, বিভিন্ন রকম ডার্মাটাইটিস, ফ্লি বা অন্যান্য এক্টোপ্যারাসাইট, ব্যাক্টেরিয়াল স্কিন ইনফেকশন ইত্যাদি।
✅ এই বিষয় গুলো খেয়াল করে ম্যানেজমেন্ট করলে অস্বাভাবিক লোম ঝড়া বন্ধ হয়। তবে তাদের লোম সারা বছর একটু একটু ঝড়বে এটা স্বাভাবিক।
✅ কুকুরের ক্ষেত্রেও বিষয়গুলি একই।