Biswas Veterinary Clinic

Biswas Veterinary Clinic We provide veterinary services, medicines, few pet foods & accessories. Microscopic examination ( Stool test for worm, skin problem etc.) also available.

28/12/2024

#নিয়োগ_বিজ্ঞপ্তিঃ Biswas Veterinary Clinic

#পদবিঃ Veterinary Consultant (ফুল টাইম)

#পদসংখ্যাঃ ০১

#কর্মস্থলঃ ঢাকা

#আবেদনের_শেষ_সময়ঃ ০৩/০১/২০২৫ ইং

#যোগ্যতা_ও_শর্তঃ
১। নূন্যতম DVM/Vet Sci&AH রেজিঃ থাকতে হবে।
২। Clinical Subject ( Medicine or Surgery) এ মাস্টার্স সম্পূর্ন করা থাকলে অগ্রাধিকার পাবে।
৩। পোষাপ্রাণী চিকিৎসায় অভিজ্ঞতা(শিথিলযোগ্য) থাকতে হবে।
৪। ক্লিনিকে চিকিৎসা সংক্রান্ত যেকোন জরুরি প্রয়োজনে সেবা প্রদানের ইচ্ছে থাকতে হবে।
৫। নিয়োগ দেয়ার পর নূন্যতম ২ বছর অন্য কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য যাওয়া যাবে না।
৫। চিকিৎসা সেবায় যথেষ্ট আন্তরিক থাকতে হবে।
৬। Communication skill ভালো হতে হবে।

: আলোচনা সাপেক্ষে

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01322581020 (ক্লিনিক নাম্বার)

: [email protected]

একজন ডাক্তার মন থেকে চায় তার রোগী যেকোনোভাবে সুস্থ হোক সেটা ডাক্তারের উছিলায় কিংবা অন্যকোনোভাবে হোক না কেন। কমপক্ষে ৭ বছ...
04/12/2024

একজন ডাক্তার মন থেকে চায় তার রোগী যেকোনোভাবে সুস্থ হোক সেটা ডাক্তারের উছিলায় কিংবা অন্যকোনোভাবে হোক না কেন। কমপক্ষে ৭ বছর ভেটেরিনারি প্রফেশন শেষ করার মানে এই নই যে ডাক্তার নিজের রোগীর খারাপ চাইবে।

কিন্তু যখন কোনো সুবিধাবাদী কুচক্রীমহল ডাক্তারের বিরুদ্ধে মিথ্যাচার প্রচার করে তখন বিষয়টা মেনে নেওয়া যায় না সহজে। আপনার অবশ্যই স্বাধীনতা আছে নিজের ভাব ব্যক্ত করার তবে সেটা প্রমাণসাপেক্ষ হতে হবে অবশ্যই।আপনি মনগড়া বলে দিলেন ডাক্তার রোগীকে মেরে ফেলেছেন তাহলে তো হবেনা। আমরা ভেটরা অবশ্যই চাই আপনারা সত্যতা যাচাই করে উপযুক্ত প্রমাণ নিয়ে ফেইসবুক কিংবা অন্যসব সামাজিক মাধ্যমে প্রচার করবেন।
আপনার যদি মন চায় ট্রিটমেন্ট ভুল হয়েছে সেটা যাচাই করার তাহলে Central Disease Investigation Laboratory (CDIL) এ গিয়ে সর্বোত্তম প্রমাণ নিয়ে তবেই ফেইসবুক কিংবা বৈধভাবে আইনী সহায়তা নিবেন।আপনি ডাক্তার নন যে আপনি বুঝবেন বিড়াল মারা গেছে ভুল ট্রিটমেন্ট এর জন্য। এটা বের করার কাজ CDIL এর, আপনার নয়।

আপনার বক্তব্যে মিথ্যাচার প্রমাণিত হলে & কোনো ডাক্তার বৈধভাবে আইনী সহায়তা আপনি কিন্তু মারাত্মকভাবে ফেঁসে যাবেন। তাই ভুল ট্রিটমেন্ট হলে সেটা যথোপযুক্ত যাচাই-বাছাই করুন CDIL এর মাধ্যমে নতুবা মিথ্যাচার হতে সাবধানে থাকুন।

06/10/2024

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ০৯/১০/২৪ ( বুধবার) হতে ১৪/১০/২৪ ( সোমবার) পর্যন্ত আমাদের ক্লিনিক কার্যক্রম ( ডাক্তার সার্ভিস) বন্ধ থাকবে।

এসিস্ট্যান্ট সম্পর্কিত সকল কার্যক্রম চলমান থাকবে ( নিয়মিত স্যালাইন, মেডিসিন পুসিং কিংবা ড্রেসিং)
একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
01322581020 এ নাম্বারে যোগাযোগ করে সেবা সমূহ নিতে হবে।

সবাইকে ধন্যবাদ ও শারদীয় শুভেচ্ছা।

যে যতটুকু সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দিন। একজন ভেটেরিনারিয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন।
19/09/2024

যে যতটুকু সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দিন। একজন ভেটেরিনারিয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন।

14/06/2024

আসন্ন ইদ উপলক্ষ্যে আগামী ১৬/০৬/২৪ হতে ২০/০৬/২৪ পর্যন্ত আমাদের ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সবাইকে ইদের অগ্রিম শুভেচ্ছা।

ইদ মোবারক।

খোলামেলাভাবে সুঁই কিংবা সুতা রাখবেন না।সুতা অনেক বেশি খেয়ে ফেললে নাড়িভুঁড়ির মধ্যে ব্লক হয়ে যেতে পারে। সবসময় সতর্ক থাকবেন...
23/05/2024

খোলামেলাভাবে সুঁই কিংবা সুতা রাখবেন না।

সুতা অনেক বেশি খেয়ে ফেললে নাড়িভুঁড়ির মধ্যে ব্লক হয়ে যেতে পারে।

সবসময় সতর্ক থাকবেন।

X-ray Facility available at our clinic.
21/05/2024

X-ray Facility available at our clinic.

08/04/2024

আসন্ন ইদ উপলক্ষ্যে আগামী ১১/০৪/২৪ হতে ১৩/০৪/২৪ পর্যন্ত আমাদের ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সবাইকে ইদের অগ্রিম শুভেচ্ছা।

ইদ মোবারক।

দূরবর্তী স্থানে যাত্রা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।
06/04/2024

দূরবর্তী স্থানে যাত্রা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।

পোষা প্রাণী নিয়ে যাত্রা করতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত, জানালেন রাজধানীর বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকের চিক...

আমরা সর্বদা চাই বাচ্চাগুলো ভালো চিকিৎসা পাক। কিন্তু আপনারা না জেনে হুটহাট নেগেটিভ রিভিউ কিংবা ডাক্তারের সমালোচনা করাটা এ...
12/03/2024

আমরা সর্বদা চাই বাচ্চাগুলো ভালো চিকিৎসা পাক। কিন্তু আপনারা না জেনে হুটহাট নেগেটিভ রিভিউ কিংবা ডাক্তারের সমালোচনা করাটা একপ্রকার লজ্জাজনক & কুরুচিপূর্ণ কাজ। যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে সামনাসামনি কথা বলে বিষয়টা ক্লিয়ার করবেন।

নেগেটিভ রিভিউ যারা দেন তাদের কাছে প্রেসক্রিপশনের ছবি চাওয়া হলে কেউ সেটা দিতে চান না। আপনি কিছু না জেনে অনাবশ্যক ডাক্তারকে ভুল ভাবতে যাবেন কেনো?

যে প্রেসক্রিপশনের ছবি দেওয়া হয়েছে সেটাতে দেখা যাচ্ছে ২.৫মাস বয়সে তাকে Albendazole কৃমির ঔষধ খাওয়ানো হয়েছে। বলে রাখা উচিত যে Albendazole সচরাচর কোনো পেট প্র‍্যাকটিশনার সাজেস্ট করেন না। ৬মাসের আগে এটা দেওয়া হলে সেক্ষেত্রে Bone marrow suppression করে। অধিকন্তু উনি একটা ট্যাবলেটের অর্ধেক অর্থাৎ ২০০মিলিগ্রাম খাওয়াইয়েছিলো অর্থাৎ ওর ৪৯০গ্রাম ওজনের জন্য দরকার ছিলো সর্বোচ্চ ১২মিলিগ্রাম কিন্তু উনি ১৭গুণ বেশি ডোজ দিয়েছিলো। এত বেশি কৃমিনাশক ঔষধের অভারডোজ হলে লিভার & কিডনী ফেইল্যুর হয় কিনা প্লিজ এমবিবিএস ডাক্তার কিংবা ভেট ডাক্তারদের সাথে কথা বলে জেনে নিবেন।

এভাবে আপনারা মনগড়া রিভিউ দিয়ে কিংবা পরিবার পরিজনের আইডি থেকে নেগেটিভ রিভিউ দিয়ে ডাক্তারদের মনমানসিকতায় আঘাত করা ছাড়া আর কিছুই করছেন না। সত্যটা জানার পর ও আপনাদের এমন মনোভাব সত্যিই বেদনাদায়ক। ডাক্তাররা মানুষের উর্ধ্বে নন,কিন্তু বিনা কারণে দোষারোপ করা একপ্রকার ক্রাইম ছাড়া আর কিছুই না।

ভবিষ্যতে ভুল বুঝাবুঝি হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাক্তাররা অপারগ হয়। সেক্ষেত্রেও আপনাদের সব জানানো হয়। ভবিষ্যতে কারো মনে সন্দেহ জন্মালে ডাক্তারের সাথে সামনাসামনি কথা বলে তারপরেই রিভিউ দিবেন।

30/12/2023

কিছু সমস্যাজনিত কারণে বিকালের সেশনে ডাক্তার বসবেন না।

যাদের এপয়েন্টমেন্ট ছিলো প্রয়োজনে আপনারা ক্লিনিকের নাম্বারে কল দিয়ে একটু যোগাযোগ করে নিবেন।

সাময়িক জটিলতার জন্য দুঃখিত।

ধন্যবাদ।

17/10/2023

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯/১০/২৩ তারিখ হতে ২৬/১০/২৩ তারিখ পর্যন্ত ক্লিনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে স্যালাইন কিংবা মেডিসিন পুশিং করার জন্য ক্লিনিক খোলা থাকবে। আসার আগে অবশ্যই কল দিয়ে আসতে হবে।

এসিস্ট্যান্ট হাউজ কল সার্ভিস (ভ্যাক্সিনেশন & মেডিসিন পুশিং) চালু থাকবে।

16/10/2023

নিজে জানবেন & সবাইকে জানাবেন।

Ultrasonography facility available at Clinic.
02/08/2023

Ultrasonography facility available at Clinic.

29/06/2023

ঈদ-উল-আযহা উপলক্ষে আজ ২৯/০৬/২৩ হতে ০১/০৭/২৩ পর্যন্ত ক্লিনিকের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

আগামী ০২/০৭/২৩ হতে পুনরায় ক্লিনিক কার্যক্রম শুরু হবে। তবে ক্লিনিকে আসার আগে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে।

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

🥀 ঈদ মোবারক 🥀

17/04/2023

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১৯/০৪/২৩ থেকে ২৭/০৪/২৩ পর্যন্ত ক্লিনিক কার্যক্রম বন্ধ থাকবে।

সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা।

06/03/2023

#কিট_টেস্ট_সম্পর্কিত_তথ্য ( )

বিড়াল কিংবা কুকুরের কিছু মরণঘাতী ভাইরাস কম সময়ে শনাক্ত করার জন্য র‍্যাপিড কিট টেস্ট ব্যবহার করা হয়।মুলত ডাক্তাররা বিভিন্ন লক্ষ্মণ পর্যবেক্ষণ কিংবা মালিকের থেকে শুনে কিট টেস্ট করে থাকেন।

তবে এই র‍্যাপিড কিট টেস্ট সম্পর্কিত কিছু ধারণা সবার থাকা উচিত।

১) কিট টেস্ট রেজাল্ট এক্যুরেসি ৭০-৮০%। তবে সবক্ষেত্রেই সঠিক রেজাল্ট দেখাবে এমন কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে False Positive (রেজাল্ট পজিটিভ দেখাবে যা সঠিক নয়), False Negative ( রেজাল্ট নেগেটিভ দেখাবে যা সঠিক নয়) দেখাতে পারে।

২) ভাইরাস শরীরে প্রবেশের পর ৭-১৪ দিন ( Incubation period) সময় নেয় রোগের লক্ষ্মণ প্রকাশ করতে। তাই প্রথমের দিকে ভাইরাসের পরিমাণ খুবই অল্প পরিমাণে থাকলে কিট টেস্টে সেটা ধরা পড়ে না। অর্থাৎ ভাইরাস টেস্ট নেগেটিভ দেখায় কিন্তু কিছুদিন পর ভাইরাসের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেলে তখনই লক্ষ্মণ প্রকাশ পায়। অনেকেই ভেবে থাকেন ক্লিনিকে আনার পর নেগেটিভ ছিলো কিন্তু বাসায় যাওয়ার পর পজিটিভ হয়েছে কিংবা ক্লিনিক থেকে ভাইরাস ঢুকেছে এসবের উত্তরেই হলো এই ব্যাখ্যাটা।

#বিঃদ্রঃ উন্নত বিশ্বে ডাবল কিট টেস্ট করার প্রচলন থাকলেও আমাদের দেশে অর্থনৈতিক দিক বিবেচনা করে শুধুমাত্র একবার কিট টেস্ট করা হয় যার ফলে False positive or False negative আসার সম্ভাবনা ২০-৩০% থেকেই যায়। যদি কারো অর্থনৈতিক কোনো জটিলতা না থাকে তবে অবশ্যই ডাবল কিট টেস্ট করা উচিত। এতে করে False positive or False negative আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

Address

Biswas Veterinary Clinic, Ta-109, Gulshan Badda Link Road
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 14:00
16:00 - 20:00
Tuesday 10:00 - 14:00
16:00 - 20:00
Wednesday 10:00 - 14:00
16:00 - 20:00
Thursday 10:00 - 14:00
16:00 - 20:00
Friday 10:00 - 14:00
16:00 - 20:00
Saturday 10:00 - 14:00
16:00 - 20:00
Sunday 10:00 - 14:00
16:00 - 20:00

Telephone

+8801322581020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Veterinary Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas Veterinary Clinic:

Share