CATs' Tailor

CATs' Tailor Hello,are you finding a tailor for your cat?Here,I'm�
(4)

18/01/2024

আপনারা যারা মৃত বিড়াল কোলে নিয়ে কেঁদে কেঁদে ভিডিও করেন,ছবি তোলেন,চোখের পানির ছবি তোলেন আবার ব্যাকগ্রাউন্ড এ মিউজিক লাগিয়ে সেটা আপলোড ও দেন,আপনারা ঠিক কোন জাতের এনিমেল লাভার?কেমন ভালোবাসা আপনার মৃত বিড়ালের প্রতি?শোকের ভিতরেও ছবি,ভিডিও করতে,ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করতে করতে শোক করার সময় কই পান আপনারা?লোক দেখানো শোকের মানে টা কী?

মানুষের ঘাড়ে পাখি বসেআর আমার ঘাড়ে😐আমার ইকরি পাখি বসেছে🥰শুভ সকালমাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহা❤️
17/01/2024

মানুষের ঘাড়ে পাখি বসে
আর আমার ঘাড়ে😐
আমার ইকরি পাখি বসেছে🥰
শুভ সকাল
মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহা❤️

আমার সারাদিনের সঙ্গী🥰ওরা কাছে না আসলে আমার এতটুকু শান্তি লাগে না😔ওরা কাছে এসে না বসলে আমার মন বসেনা পড়ার টেবিলে😁ইকরি😘😘তু...
14/01/2024

আমার সারাদিনের সঙ্গী🥰ওরা কাছে না আসলে আমার এতটুকু শান্তি লাগে না😔ওরা কাছে এসে না বসলে আমার মন বসেনা পড়ার টেবিলে😁
ইকরি😘😘
তুলতুল😘😘

মাঝে মাঝে এরকম রিভিউগুলোতে চোখ ভিজে যায়🥹শখের কাজটা যখন প্রশংসা পায়,বলার ভাষা হারিয়ে ফেলি🥹
13/01/2024

মাঝে মাঝে এরকম রিভিউগুলোতে চোখ ভিজে যায়🥹
শখের কাজটা যখন প্রশংসা পায়,বলার ভাষা হারিয়ে ফেলি🥹

🥰🥰😍😍😍
13/01/2024

🥰🥰😍😍😍

11/01/2024

আজকে একটা অসহায় মানুষ,বোবাপ্রাণীর রিজিক আপনার হাত দিয়ে হবে।কোনো একদিন আপনার চরমতম খারাপ সময়ে হুট করে অপ্রত্যাশিত সাহায্য আপনি পেয়ে যাবেন,আর তখন ভাবতে থাকবেন আল্লাহর রহমত হঠাৎ করে বর্ষিত হলো।বরং আল্লাহর তরফ থেকে আপনার ভালো কাজের পুরষ্কার।

আজ অসহায় ব্যক্তির মুখ থেকে খাবার তুলে নেবেন,অন্যের রিজিকে হাত দেবেন,কাল আপনার রিজিক অন্য কেউ কেড়ে নেবে।

আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,মন চাইলো কোনো কুকুর,বিড়ালকে লাঠি,ঢিল ছুঁড়ে মেরে রক্তাক্ত করলেন।কাল রাস্তায় হুট করে আপনাকে কেউ বেধম পেটানি দেবে না,তার গ্যারান্টি আছে?

আজ কোনো অসহায় প্রাণীকে গাড়ির চাকার নিচে কুঁচলে দিলেন,হয়তো শরীরে প্রাণ ছিলো,হয়তো বাঁচার আঁকুতি জানাচ্ছিলো,আপনি ফিরেও তাকালেন না,একবার ও ভাবলেন না যে তাদের ও সন্তান আছে,তারাও কোনো মায়ের সন্তান অথবা রাস্তার পাশে অসুস্থ কোনো মানুষ আছে,বোবাপ্রাণীকে পাশ কাটিয়ে চলে গেলেন,যেখানে হয়তো আপনার সাহায্যে সেই মানুষটা বা প্রাণী টার উপকার হতো।
কাল আপনার সন্তানকেও একই ভাবে কেউ গাড়ির নিচে পিঁষে মারবে,সুস্থ বাচ্চা নিয়ে যাবেন,নিথর দেহ নিয়ে ফিরবেন,রাস্তার পাশে হয়তো গলা*কা*টা মুরগির মতো ছটফট করবেন,কেউ পাশে দাঁড়াবেন না
আপনি ভাববেন, "কী পাপ করেছিলাম?"
বিধাতা উপর থেকে সব দেখেন।কাওকে কাদায় ফেলে দিয়ে কোনো দিন এক পা সামনে এগিয়ে গিয়ে যদি ভাবেন কিছুই হবে না আপনার,কিন্তু আপনার জন্য উপরওয়ালা সামনে আপনার জন্য বিরাট ভয়ানক কুয়া খুঁড়ে রেখেছেন,আপনি তা জানেন ও না🙂
মানুষ, পশুপাখি সবার ডাক আল্লাহ শোনেন,আপনার মতো ৫ ওয়াক্ত নামাজ পড়া,সুন্নতি দাড়ি রাখা,নফল,ফফজ সব ইবাদত করা,হজ্জ্ব পালন করা,তীর্থে যাওয়া বা নিয়মিত উপাসনালয়্ব যাওয়া মানুষ যদি জালিম হয়,আপনার ওই ইবাদত, ওই প্রার্থনা বিধাতা কবুল করবেন না।কাজেই ধর্মকে শরীরে নয়,মনে লালন করুন।

11/01/2024

এই বিড়ালটা কারো পালা,কয়েকদিন আগে আমার এক আপু আমাকে পাঠিয়েছিলেন।কিন্তু কেন যেন আপলোড হচ্ছিলো না।
যদি মালিক পেয়ে থাকেন একটু জানাবেন,আর না পেলে সবাই একটু শেয়ার করে দিন।
লোকেশন-মিরপুর ৬

09/01/2024

জ্বর মুখে কিচ্ছু ভালো লাগছে না,বমি পাচ্ছে খালি🥺
তাই অন টেস্ট এ গরিবের থাই স্যুপ বানাতে গিয়েছিলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। (ভিনেগার,থাই পাতা আর সয়া সস এগুলো ছাড়া বাকি সব ঘরেই থাকে সবারই)
খেয়ে আমি পুরো অবাক😮চিকেন,প্রন,মাশরুম,টমাটো সস ছাড়াও এত সুন্দর আর হুবহু থাই স্যুপ বানিয়ে ফেলবো ভাবতে পারিনি🥰
মাঝে মাঝে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে🥰🥰
আমার মতো যারা ফুডি আছেন,ট্রাই করে দেখতে পারেন
লেমন গ্রাসের বদলে লেমন জেস্ট (লেবুর খোসা) দেওয়া যায়,তবে থাই পাতা ছাড়া থাই স্যুপ স্বাদ লাগে না,ঘ্রাণ টাও আসে না।

তিন দিন ধরে ঠান্ডা লেগে আছে,গতকাল থেকে জ্বর এসে গেছে😐বেশিক্ষণ কাজ করতে পারছি না,উইন্টার অর্ডার প্রায় শেষ এর পথে,আর ৩-৪ ট...
09/01/2024

তিন দিন ধরে ঠান্ডা লেগে আছে,গতকাল থেকে জ্বর এসে গেছে😐বেশিক্ষণ কাজ করতে পারছি না,উইন্টার অর্ডার প্রায় শেষ এর পথে,আর ৩-৪ টা অর্ডার হয়তো বাকি।তাই দ্রুত শেষ করে ফেলতে চাচ্ছি,যাতে একটু রেস্ট নিতে পারি,সাথে রেগুলার ড্রেস,হার্নেসের অর্ডার গুলো ও নিতে হবে,কিন্তু আমার শরীর চাচ্ছে না😓আজকেও কিছু অর্ডার ডেলিভারি করার কথা আছে,এক টানা কিছুই করতে পারছি না (এর ভিতর একটু পড়াশোনা ও করতে হয়,যেহেতু আমি স্টুডেন্ট) ২-১ টা দিন দেরি হতে পারে ঢাকার বাইরের বড় অর্ডার গুলো ডেলিভারি করতে।কারণ শরীর এর যাথ্র যুদ্ধ করে সব কিছু করা যায় না।

  ওকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ   এই হারানোর যন্ত্রণা টা আমি বুঝি,আপুটা খুবই কষ্ট পাচ্ছে বাচ্চাটাকে হারিয়ে,সবাই প্লিজ পো...
07/01/2024

ওকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ


এই হারানোর যন্ত্রণা টা আমি বুঝি,আপুটা খুবই কষ্ট পাচ্ছে বাচ্চাটাকে হারিয়ে,সবাই প্লিজ পোস্ট টা শেয়ার করে ওকে ফিরে পেতে সাহায্য করুন🥺

07/01/2024

This poor puppy needs help🥺

  post আমার কাছে সেম আর ও একটা হুডি আছে,স্লিভলেস,১-২ কেজি ওজনের বিড়ালের জান্য।৩-৬ মাস বয়সী বিড়ালকে পরানো যাবে।আমি দুই পি...
07/01/2024

post
আমার কাছে সেম আর ও একটা হুডি আছে,স্লিভলেস,১-২ কেজি ওজনের বিড়ালের জান্য।৩-৬ মাস বয়সী বিড়ালকে পরানো যাবে।
আমি দুই পিস রেখেছিলাম যে কোনো রেস্কিউড বাচ্চা পেলে তাকে দিবো।আজকে একটা বাবুকে দিয়েছি।নিয়মিত রেস্কিউ করেন এবং অসুস্থ এমন একটা এই বয়সী অসুস্থ বিড়ালের জন্য প্রয়োজন হয় আমার পেজে ইনবক্স করবেন,ডেলিভারি চার্জ নিজেকে বহন করতে হবে।

02/01/2024
02/01/2024

কার কী অবস্থা?

৯-১০ কেজি ওজনের ম্যাও বাবুদের আব্বু-আম্মুরা কই?একটু সাড়া দিন🥰
02/01/2024

৯-১০ কেজি ওজনের ম্যাও বাবুদের আব্বু-আম্মুরা কই?একটু সাড়া দিন🥰

New collections 🥰প্রথমটা baby pink,তবে ছবিতে একটু বেশি হালকা লাগছে,সামনে থেকে একটু dark হবে।
29/12/2023

New collections 🥰
প্রথমটা baby pink,তবে ছবিতে একটু বেশি হালকা লাগছে,সামনে থেকে একটু dark হবে।

কাস্টমার ডিম্যান্ড🫣🫣ভেবেছিলাম এই হুডি দুইটা এই বছর আর অর্ডার নিবো না,তাই স্টক আউট করে দিয়েছিলাম,তবে যেহেতু অনেক কাস্টমার...
28/12/2023

কাস্টমার ডিম্যান্ড🫣🫣
ভেবেছিলাম এই হুডি দুইটা এই বছর আর অর্ডার নিবো না,তাই স্টক আউট করে দিয়েছিলাম,তবে যেহেতু অনেক কাস্টমার এটা নিতে চাচ্ছেন,তাই এই হুডি দুইটা আবার স্টক করা হচ্ছে ইনশাআল্লাহ।
এই দুইটা কালারই শুধু স্টক করা হবে,আর এভেইলএবল কালার নেই।
কাজেই কেউ অর্ডার করতে চাইলে ইনবক্স করুন❤️

Sky blue is love🥰🥰🥰
27/12/2023

Sky blue is love🥰🥰🥰

27/12/2023

Latest winter offer কে কে চান কমেন্ট করেন🫣
বছরের এটাই শেষ সুযোগ হতে চলেছে😍

Drawring the attention of Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে  Authority এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকে।একটা...
26/12/2023

Drawring the attention of Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে Authority
এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকে।একটা পোষা প্রাণীর দায়িত্ব তার মালিকের।তাকে ক্যারি করে পাবলিক ট্রান্সপোর্ট এ চলাচল করতে হলে এই ধরনের আচরণ এর শিকার কেন হতে হবে যাত্রীদের?এই ভাবে কেন হ্যারাস করা হবে মানুষকে?এই রকম ঘটনার বর্ণনা এর আগেও সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টে পেয়েছি যা একজন এনিমেল্লাভার এবং এনিমেল ওনার হিসাবে খুবই দু:খজনক।একটা পোষাপ্রাণী শুধু তারাই এই ভাবে ক্যারি করেন যারা নিজেদের বাচ্চার মতো আদর করেন এদেরকে আর এদের প্রতি যত্নশীল।কাজেই নিজেদের পোষাপ্রাণীকে তারা নিজ দায়িত্বে সামলে রাখেন,এতে যদি কারো ক্ষতি না হয়,তাহলে এইভাবে একজন পোষাপ্রাণীর মালিককে হ্যারাস কেন করা হবে?দয়া করে বিষয়টি একটু দেখবেন🙏

Address

Dhaka
1216

Telephone

+8801979297070

Website

Alerts

Be the first to know and let us send you an email when CATs' Tailor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CATs' Tailor:

Videos

Share

Category

Nearby pet stores & pet services


Other Pet Stores in Dhaka

Show All