Bangladesh Exotic Pigeon Fair

Bangladesh Exotic Pigeon Fair Our main goal is to develop new entrepreneurs for the fancy pigeon sector.

মেলা স্থগিত সম্পর্কিত বিশেষ ঘোষণা:আসসালামু আলাইকুম এই পেজে সকল উপস্থিত কবুতর প্রেমি ভাই ও বোনদেরকে। আশা করি আপনারা সকলেই...
13/11/2022

মেলা স্থগিত সম্পর্কিত বিশেষ ঘোষণা:
আসসালামু আলাইকুম এই পেজে সকল উপস্থিত কবুতর প্রেমি ভাই ও বোনদেরকে। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। মেলা সংক্রান্ত একটি ছোট্ট বিষয় খুবই দুঃখের সহকারে আপনাদেরকে জানানো হচ্ছে যে আমাদের এই মাসে হতে যাওয়া "Bangladesh Exotic Pigeon Fair" মেলাটি দেশের রাজনৈতিক চাঞ্চল্যকর পরিস্থিতি ও ঢাকাতে শীতের আবহাওয়া টা অতি দ্রুত চলে আসায় মেলার বর্তমান তারিখ "১৮ ও ১৯" নভেম্বর আবারও পিছিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি এতে আপনাদের সকল কবুতর প্রেমী ভাই ও বোনদের মনের ভিতর খুবই কষ্ট লাগবে কারণ এই মেলাটা নিয়ে আমরা অনেকেই নানা রকম মনের আশা করে রেখেছিলাম মেলাটিতে এসে উপস্থিত হয়ে নানা রকম ভাবে নিজেদের কে আনন্দ প্রদান করবো কিন্তু আমাদের দেশের এবং কবুতর খামারীদের কথা চিন্তা করে মেলার তারিখ টা পিছাতে বাধ্য হচ্ছি। কারণ মেলায় অংশগ্রহণকারী মেলার স্টল নিয়ে বেশিরভাগ আমাদের কবুতর খামারি ভাইরা ঢাকায় অনেক দূর দূরান্ত থেকে আসবে। আমরা কোনভাবেই চাই না আমাদের প্রিয় এই কবুতর খামারি ভাইয়েরা ও আমাদের ভালবাসার কবুতর গুলো কোন প্রকার বিপদের সম্মুখীন হোক সেসব বিষয় মাথায় রেখে এই মেলাটিকে বর্তমানে আমরা স্থগিত করলাম। মেলায় অংশগ্রহণকারী সকলের জিনারা এই মেলায় স্টল নিয়েছিল উনাদের সকলের টাকা আমরা বিকাশের মাধ্যমে পরিশোধ করে দিয়েছি। মেলার বর্তমান তারিখ এখনো নির্ধারিত হয়নি নির্ধারণ হওয়া সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবারও আমাদের এই পেজের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হবে। আশা করি আমাদের সকল কবুতর খামারি ভাই ও বোনদের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি আপনারা বোঝার চেষ্টা করবেন এবং যেভাবে আমাদের পাশে এতদিন ছিলেন একইভাবে সামনের দিনেও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।

আমাদের কবুতর প্রেমি ভাই ও বোনেরা আমাদের মেলায় স্টল সংখ্যা খুবই সীমিত রয়েছে যারা এখনো স্টল নেয়ার কথা চিন্তা করছেন দ্রু...
22/10/2022

আমাদের কবুতর প্রেমি ভাই ও বোনেরা আমাদের মেলায় স্টল সংখ্যা খুবই সীমিত রয়েছে যারা এখনো স্টল নেয়ার কথা চিন্তা করছেন দ্রুত যোগাযোগ করুন এবং নিজের স্টলটি সবার আগে সংরক্ষিত করুন।

Please Like, Share & subscribe our channel - gold moon

Published On 22 Oct 2022কবুতরের মেলা | কবুতরের প্রদর্শনী | Pigeon Show | Pigeon Show In Dhaka | Pigeon Show 2022 | gold moon. Pigeon Show 2022 In Dhaka. Fanc...

20/10/2022
মেলা, মেলা, মেলা“স্টল বুকিং চলছে”বাংলাদেশের স্বনামধন্য ফ্যান্সি ক'বু'ত'র ব্রীডা'রদেরকে নিয়ে এই প্রথম ২(দুই) দিন ব্যাপি এ...
15/10/2022

মেলা, মেলা, মেলা
“স্টল বুকিং চলছে”

বাংলাদেশের স্বনামধন্য ফ্যান্সি ক'বু'ত'র ব্রীডা'রদেরকে নিয়ে এই প্রথম ২(দুই) দিন ব্যাপি একটি ব্যাতিক্রমধর্মী প্রদর্শণী ও মেলা আয়োজিত হতে যাচ্ছে। সমগ্র বাংলাদেশের ক'বু'ত'র প্রেমীদের এই প্রদর্শণী ও মেলায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

প্রদর্শণী ও মেলার তারিখ: ১৮-১৯ নভেম্বর, ২০২২
রোজ: শুক্রবার ও শনিবার

ঠিকানা: কাজী এ্যাসপারাগাস ফুড আইল্যান্ড
১৬৭/৪০, মাটিকাটা, কালশি রোড, মিরপুর, ঢাকা-১২০৬।

স্টল বুকিং/রেজিস্ট্রেশনের জন্য নিম্নে দেওয়া লিংক হতে ফর্ম ফিলাপ করে সাবমিট করুন এবং পেমেন্ট করে আপনার স্টল বুকিং কনফার্ম করুন।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/QdBzrVtZpe6hRHmr9

অথবা সরাসরি যোগাযোগ করুন নিম্মোক্ত নাম্বারে:
০১৬২১-৭৮৪৮৮৮, ০১৭১৭-১৮৬১২৪, ০১৭৭৭-৮০৩৯৬১, ০১৯৭৬-৭৮০৫৬০

স্টল সংক্রান্ত তথ্য:
1. স্টল সংখ্যা: সীমিত।
2. স্টল মূল্য:
প্রতি স্টল: একদিনের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা মাত্র
দুই দিনের জন্য ৩,০০০ (তিন হাজার) টাকা মাত্র
3. ক'বু'ত'র শ্রেণী: ফ্যান্সি

মেলা, মেলা, মেলা“স্টল বুকিং চলছে ”বাংলাদেশের স্বনামধন্য ফ্যান্সি কবুতর ব্রীডারদেরকে নিয়ে এই প্রথম ২(দুই) দিন ব্যাপি একটি...
15/10/2022

মেলা, মেলা, মেলা

“স্টল বুকিং চলছে ”

বাংলাদেশের স্বনামধন্য ফ্যান্সি কবুতর ব্রীডারদেরকে নিয়ে এই প্রথম ২(দুই) দিন ব্যাপি একটি ব্যাতিক্রমধর্মী প্রদর্শণী ও মেলা আয়োজিত হতে যাচ্ছে। উক্ত মেলায় সমগ্র বাংলাদেশের কবুতর প্রেমীদের এই প্রদর্শণী ও মেলায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

প্রদর্শণী ও মেলার তারিখ: ১৮-১৯ নভেম্বর, ২০২২
রোজ: শুক্রবার ও শনিবার

ঠিকানা: কাজী এ্যাসপারাগাস ফুড আইল্যান্ড
১৬৭/৪০, মাটিকাটা, কালশি রোড, মিরপুর, ঢাকা-১২০৬।

স্টল বুকিং/রেজিস্ট্রেশনের জন্য নিম্নে দেওয়া লিংক হতে ফর্ম ফিলাপ করে সাবমিট করুন এবং পেমেন্ট করে আপনার স্টল বুকিং কনফার্ম করুন।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/QdBzrVtZpe6hRHmr9

অথবা সরাসরি যোগাযোগ করুন নিম্মোক্ত নাম্বারে:
০১৬২১-৭৮৪৮৮৮, ০১৭১৭-১৮৬১২৪, ০১৭৭৭-৮০৩৯৬১, ০১৯৭৬-৭৮০৫৬০

স্টল সংক্রান্ত তথ্য:
1. স্টল সংখ্যা: সীমিত।
2. স্টল মূল্য:
প্রতি স্টল: একদিনের জন্য ২,০০০.০০ (দুই হাজার) টাকা মাত্র
দুই দিনের জন্য ৩,০০০.০০ (তিন হাজার) টাকা মাত্র
3.কবুতর শ্রেণী: ফ্যান্সি

সুযোগ সুবিধা:

১। প্রতি স্টল এ ১৮/২৪ এর ৪ তলা করে করে মোট ৪ টি খাঁচা থাকবে। যেখানে মোট ১৬ টি কবুতর জোড়া প্রদর্শণী ও আদান প্রদানের সুযোগ পাবেন।
২। কবুতর নিলাম এর সুবিধা।
৩। ভেটেনারি ঔষধ কোম্পানি গুলোর সাথে সরাসরি কবুতর এর রোগ বালাই নিয়ে পরামর্শ করার সুযোগ।
৪। মেলা চলাকালিন সময়ে থাকছে ভেটেনারি ডক্টর এর সুবিধা।
৫। ভলেন্টিয়ার সুবিধা।
৬। কবুতরের নিরাপত্তার স্বার্থে থাকছে সিকিউরিটি গার্ড।
৭। কবুতর আদান প্রদানের ক্ষেত্রে থাকছে সেলার কর্তৃক প্রদত্ত কবুতর এর বিষয়ে সার্টিফিকেট।
৮। থাকছে দেশ বরেন্য অভিজ্ঞ ব্রিডারদের সাথে পরিচিত ও কবুতর বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ।
৯। থাকছে নিউজ কাভারেজ।
১০। বিশাল পার্কিং সুবিধা।
১১। শিশুদের প্লে গ্রাউন্ড।

নিয়মাবলি:
১। অসুস্থ কবুতর মেলায় আনা যাবে না।
২। কবুতর নেয়ার এর ক্ষেত্রে কবুতরের মালিককে অবশ্যই কবুতররের বিপরীতে সার্টিফিকেট প্রদান করতে হবে।
৩। নিজ নিজ কবুতর এর খাবার ব্যবস্থা করতে হবে। মেলা কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।
৪। দুই দিনের জন্য স্টল বুকিং এর ক্ষেত্রে ঢাকার বাহির হতে আগত ব্যাক্তিবর্গের থাকা খাওয়ার ব্যবস্থা নিজেকে করতে হবে।
৫। কবুতর ব্যাতিত অন্য কোন প্রানি বা পাখি স্টলে নিয়ে আসা যাবে না।
৬। এই প্রদশর্ণী শুধু মাত্র ফ্যান্সি কবুতর এর জন্য। দেশীয় গোল্লা, গিরিবাজ বা রেসার জাতীয় কবুতর স্টল এ প্রদর্শণী বা আদান-প্রদান এর জন্য আনা যাবে না।
৭। অংশগ্রহণকারীগণ নিজ দায়িত্বে কবুতর আদান প্রদান করবেন। কোন অবস্থাতেই মেলা কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না।

বি:দ্র: মেলার পরিস্থিতি ও কার্যক্রম নিয়ন্ত্রনের জন্য মেলার কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিতে পারবে।

আয়োজনে: বাংলাদেশ এক্সটিক পিজিয়ন ফেয়ার (বিএপিএফ)

স্টল বুকিং ফরম

মেলা সংক্রান্ত কথাবার্তা ও ছোট ভাইদের নিয়ে খামার ভিজিটে এবার চলে আসলাম বাংলাদেশের সুনামধন্য কবুতরের ব্রিডার যাকে ফ্রিলব...
15/10/2022

মেলা সংক্রান্ত কথাবার্তা ও ছোট ভাইদের নিয়ে খামার ভিজিটে এবার চলে আসলাম বাংলাদেশের সুনামধন্য কবুতরের ব্রিডার যাকে ফ্রিলব্যাক এর King 👑 খ্যাত Shafiqul Islam Pappu ভাই এর বাড়ি।

মেলা নিয়ে চলছে প্রতিদিন ছোট ভাইদের সাথে এক একটা সফল মিটিং সাথে চলছে নানা প্রকারের মিষ্টি খাওয়া।
11/10/2022

মেলা নিয়ে চলছে প্রতিদিন ছোট ভাইদের সাথে এক একটা সফল মিটিং সাথে চলছে নানা প্রকারের মিষ্টি খাওয়া।

আসছে নভেম্বর ১৮ ও ১৯ তারিখে কবুতর মেলার প্রস্তুতি নিয়ে কাটাচ্ছি অনেক ব্যস্তত সময়। চলছে কবুতর প্রেমী বড় ভাইদের নিয়ে এ...
08/10/2022

আসছে নভেম্বর ১৮ ও ১৯ তারিখে কবুতর মেলার প্রস্তুতি নিয়ে কাটাচ্ছি অনেক ব্যস্তত সময়। চলছে কবুতর প্রেমী বড় ভাইদের নিয়ে একটার পর একটা সফল মিটিং ও সাথে থাকছে বড় ভাইদের সমর্থন ভালোবাসা ও দোয়া যার জোরে আমরা আরো এগিয়ে যাচ্ছি।

কবু'তর প্রেমী ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুমআমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে এই প্রথম আয়োজিত হতে যাচ...
08/10/2022

কবু'তর প্রেমী ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে এই প্রথম আয়োজিত হতে যাচ্ছে, #বাংলাদেশ_এক্সোটিক_পিজন_ফেয়ার" 😍😍

বাংলাদেশ এক্সোটিক পিজি'য়ন ফেয়ার কবু'তর আদান-প্রদানের একটি সম্পূর্ণ নতুন এবং ব্যাতিক্রমধর্মী প্ল্যাটফর্ম।

এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ব্রী-ডা-র ও তাদের সখের কবু'তরগুলো। এছাড়াও এই আয়োজনের সাথে যুক্ত হবেন যারা এই সেক্টরের প্রয়োজনীয় উপাদানগুলো নিয়ে কাজ করেন তারা এবং তাদের উপাদান সামগ্রী যা বিভিন্ন স্টলে প্রদর্শিত হবে।

👉আরো থাকছে উন্মুক্ত নিলা'মের ব্যবস্থা। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা সুযোগ পাবে স্বনামধন্য ব্রিডারদের সাথে পরিচিত হওয়ার।

এ আয়োজনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পরিচিতি লাভ করবে যা আমাদের কবু'তর সেক্টরের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে।

#বাংলাদেশ_এক্সোটিক_পিজন_ফেয়ার এর কমিটি পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের কবু'তর প্রেমীদের আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ম্যাসেজ করুন

অনুষ্ঠানের তারিখ: ১৮ ও ১৯ নভেম্বর, ২০২২
স্থান: Kazi_Asparagas_Food_Island, কালশী

আয়োজনে:
বাংলাদেশ এক্সটিক পিজি'য়ন ফেয়ার কমিটি।

আসছে নভেম্বর ১৮ ও ১৯ তারিখে কবুতর মেলার প্রস্তুতি নিয়ে কাটাচ্ছি অনেক ব্যস্তত সময়। চলছে কবুতর প্রেমী বড় ভাইদের নিয়ে এ...
06/10/2022

আসছে নভেম্বর ১৮ ও ১৯ তারিখে কবুতর মেলার প্রস্তুতি নিয়ে কাটাচ্ছি অনেক ব্যস্তত সময়। চলছে কবুতর প্রেমী বড় ভাইদের নিয়ে একটার পর একটা সফল মিটিং।

কবুতর প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুমআমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে এই প্রথম আয়োজিত হতে যাচ্...
06/10/2022

কবুতর প্রেমী ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে এই প্রথম আয়োজিত হতে যাচ্ছে, #বাংলাদেশ_এক্সোটিক_পিজন_ফেয়ার " ।
বাংলাদেশ এক্সোটিক পিজিয়ন ফেয়ার কবুতর আদান প্রদানের একটি সম্পূর্ণ নতুন এবং ব্যাতিক্রমধর্মী প্ল্যাটফর্ম।

এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ব্রীডার ও তাদের সখের কবুতরগুলো। এছাড়াও এই আয়োজনের সাথে যুক্ত হবেন যারা এই সেক্টরের প্রয়োজনীয় উপাদান গুলো নিয়ে কাজ করেন তারা এবং তাদের উপাদান সামগ্রী যা বিভিন্ন স্টলে প্রদর্শীত হবে।
আরো থাকছে উন্মুক্ত নিলামের ব্যাবস্থা।

আর এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা সুযোগ পাবে স্বনামধন্য ব্রিডারদের সাথে পরিচিত হওয়ার এবং এ আয়োজনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পরিচিতি লাভ করবে যা আমাদের কবুতর সেক্টরের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে।

#বাংলাদেশ_এক্সোটিক_পিজন_ফেয়ার এর কমিটি পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের কবুতর প্রেমীদের আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
অনুষ্ঠানের তারিখ ঃ ১১ ও ১২ নভেম্বর ২০২২
স্থান ঃ
কালশী,

ধন্যবাদ
বাংলাদেশ এক্সিটিক পিজিয়ন ফেয়ার কমিটি।

চলছে মেলার প্রস্তুতি জোরেশোরে।
03/10/2022

চলছে মেলার প্রস্তুতি জোরেশোরে।

📢📢 মেলা 📢মেলা 📢মেলা📢📢সন্মানিত কবুতর পালক ভাই ও বোনেরাআসসালামু আলাইকুম,🕊🕊কবুতর শান্তির প্রতীক, আর এই শান্তির প্রতীক কে নি...
27/09/2022

📢📢 মেলা 📢মেলা 📢মেলা📢📢

সন্মানিত কবুতর পালক ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম,

🕊🕊কবুতর শান্তির প্রতীক, আর এই শান্তির প্রতীক কে নিজেদের জীবনের সাথে জড়িয়ে নানান সপ্নে প্রতিটি দিন পার করছি আমরা।❤

আমাদের সখের এই কবুতর কে সংগ্রহে কতই না সমস্যার সম্মুখীন হতে হয়।
আবার অনেক সময় নিজের ভালো একজোড়া কবুতরের ভালো মূল্যায়নও আমরা পাই না।

নানাবিধ দিক বিবেচনা করে আমরা আয়োজন করতে যাচ্ছি #কবুতর_মেলার।
যেখানে থাকবে বাংলাদেশের বিভিন্ন স্থানের খামারী ভাইদের কবুতর,
থাকবে উন্মুক্ত কেনা বেচা,
থাকবে কেনা বেচার কন্ডিশন
সেই সাথে থাকবে উন্মুক্ত নিলাম

আপনি নির্ভরতার সাথে সংগ্রহ করতে পারবেন আপনার সখের কবুতর।

কবুতর সেক্টরের সাথে জরিত াই_ও_বোনদের_সহযোগিতা_একাত্মতা_এবং_পরামর্শ_কামনা_করছি
আশাকরি আমাদের এই উদ্যোগ কবুতর সেক্টরের জন্য সুফল বয়ে আনবে।

( বিঃদ্রঃ মেলা সম্পর্কে বিস্তারিত খুব শীঘ্রই জানানো হবে।)

Address

Kazi Asparagus Food Island, Kalshi Road, Mirpur
Dhaka
1206

Opening Hours

10:00 - 22:00

Telephone

+8801621784888

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Exotic Pigeon Fair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Exotic Pigeon Fair:

Share

Category


Other Pet Services in Dhaka

Show All

You may also like