13/11/2022
মেলা স্থগিত সম্পর্কিত বিশেষ ঘোষণা:
আসসালামু আলাইকুম এই পেজে সকল উপস্থিত কবুতর প্রেমি ভাই ও বোনদেরকে। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। মেলা সংক্রান্ত একটি ছোট্ট বিষয় খুবই দুঃখের সহকারে আপনাদেরকে জানানো হচ্ছে যে আমাদের এই মাসে হতে যাওয়া "Bangladesh Exotic Pigeon Fair" মেলাটি দেশের রাজনৈতিক চাঞ্চল্যকর পরিস্থিতি ও ঢাকাতে শীতের আবহাওয়া টা অতি দ্রুত চলে আসায় মেলার বর্তমান তারিখ "১৮ ও ১৯" নভেম্বর আবারও পিছিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি এতে আপনাদের সকল কবুতর প্রেমী ভাই ও বোনদের মনের ভিতর খুবই কষ্ট লাগবে কারণ এই মেলাটা নিয়ে আমরা অনেকেই নানা রকম মনের আশা করে রেখেছিলাম মেলাটিতে এসে উপস্থিত হয়ে নানা রকম ভাবে নিজেদের কে আনন্দ প্রদান করবো কিন্তু আমাদের দেশের এবং কবুতর খামারীদের কথা চিন্তা করে মেলার তারিখ টা পিছাতে বাধ্য হচ্ছি। কারণ মেলায় অংশগ্রহণকারী মেলার স্টল নিয়ে বেশিরভাগ আমাদের কবুতর খামারি ভাইরা ঢাকায় অনেক দূর দূরান্ত থেকে আসবে। আমরা কোনভাবেই চাই না আমাদের প্রিয় এই কবুতর খামারি ভাইয়েরা ও আমাদের ভালবাসার কবুতর গুলো কোন প্রকার বিপদের সম্মুখীন হোক সেসব বিষয় মাথায় রেখে এই মেলাটিকে বর্তমানে আমরা স্থগিত করলাম। মেলায় অংশগ্রহণকারী সকলের জিনারা এই মেলায় স্টল নিয়েছিল উনাদের সকলের টাকা আমরা বিকাশের মাধ্যমে পরিশোধ করে দিয়েছি। মেলার বর্তমান তারিখ এখনো নির্ধারিত হয়নি নির্ধারণ হওয়া সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবারও আমাদের এই পেজের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হবে। আশা করি আমাদের সকল কবুতর খামারি ভাই ও বোনদের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি আপনারা বোঝার চেষ্টা করবেন এবং যেভাবে আমাদের পাশে এতদিন ছিলেন একইভাবে সামনের দিনেও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।