বাজরিগার এর ৬টা ডিম থেকে ৬ টা বেবী ফুটেছে 🥰
আসসালামু আলাইকুম, বাজরিগার পেয়ার এর ছয়টা ডিম থেকে ছয়টা বেবী ফুটছে আলহামদুলিল্লাহ। ভিডিও তে কথা গুলো ঠিকমত আসেনি। ছয় টা বেবীকে বয়স অনুযায়ী পর্যায়ক্রমে দেখিয়েছি। আজ ওদের বক্সের ট্টে চেন্জ করে দিলাম। তাই একটু ভিডিও করে ফেললাম। শেষের বেবী টা হয়ত ২দিন হল ফুটেছে।
All in one mineral Block use করি গত ১ বছর ধরে। Thank you Shafi vai. কেন জানি পেজ এ ট্যাগ করতে পারছি না আপনাকে। অসাধারণ গুনাগুন সম্পন্ন একটি প্রোডাক্ট দেয়ার জন্য Thanks a ton.
২১ আমার অহংকার!
International Mother's Language Day 21st February!
লাভবার্ডস এ্যাডাল্ট পেয়ার উড়ে গেল খাচার দরজা খোলা থাকার জন্য এরপর আমি আর নোরা ই ওদের খেয়াল রাখি।
নোরা প্রথমবার ব্লগিং করল লাভবার্ডস/lovebirds বেবী হ্যান্ডফিড করানোর সময়। আলহামদুলিল্লাহ মেয়েটা বেশ অনেক কিছু শিখে গেসে!
lovebirds / লাভবার্ডস বেবী ফিডিং ভিডিও।
ভোর বেলা ছোট ছোট ঠোটের ডাকে ছুটে বেড়াতে বেশ লাগে। আমি উঠছি ভোর পাচটায়। অতপর পৌনে ছয়টার দিকে খিদার জানান দিয়ে দিল একদম পুচকু দুটো ❤️! এখন প্রতিদিন চারবার করে খাওয়াচ্ছি। সেজো জন সবচেয়ে বেশী খায়। আলহামদুলিল্লাহ সে হজম ও করতে পারে।
টেম বাজরিগার সানীর কান্ড
আমাদের ট্যাকনা সানী পায়ে পায়ে ঘুরে বেড়াবে 🤦♀️!
বাসার কাজ কে করবে তাহলে 🙆♀️🙆♀️🙆♀️!
আমার মেল বাজরিগার এর শাক খাওয়ার আগের মুহুর্ত 😁😁
কলমি শাক খাওয়ার জন্য তার টেনশন এর শেষ নেই 🙉🙉! শুধু পায়চারী আর পায়চারী 🙆♀️🙆♀️!
Feeding my baby
প্রথমবার ফিড করাচ্ছি এই বেবী বাজি টাকে। তার বাবা উড়ে যাওয়ার পর থেকে তার মা আস্তে আস্তে খাওয়ানো বন্ধ করে দিসে। এভাবে পাচটা বাচ্চা মারা গেসে। এই একটি মাত্র বেচে আছে। খুব নিরুপায় হয়ে খাওয়ানো শুরু করলাম।