Nora's Aviary

Nora's Aviary bird lovers

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তিন জোড়া বাজি ডিম আর বেবী নিয়ে বহাল তবিয়তে সংসার করছে। একদম সময় পাই না আজকাল! তারপরও এর...
09/06/2022

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই তিন জোড়া বাজি ডিম আর বেবী নিয়ে বহাল তবিয়তে সংসার করছে। একদম সময় পাই না আজকাল! তারপরও এরা ভালোবাসা দিয়ে যাচ্ছে অবিরাম। Thanks to Shafi Birds Camp BD vai. All in all minerals block এর সুফল! সীড মিক্সি, সফট ফুড আর ব্লক এর ওপর ই আছে আমার বাজরিগার, কোকাটেল আর লাভবার্ডস।

17/04/2022

আসসালামু আলাইকুম, বাজরিগার পেয়ার এর ছয়টা ডিম থেকে ছয়টা বেবী ফুটছে আলহামদুলিল্লাহ। ভিডিও তে কথা গুলো ঠিকমত আসেনি। ছয় টা বেবীকে বয়স অনুযায়ী পর্যায়ক্রমে দেখিয়েছি। আজ ওদের বক্সের ট্টে চেন্জ করে দিলাম। তাই একটু ভিডিও করে ফেললাম। শেষের বেবী টা হয়ত ২দিন হল ফুটেছে।

All in one mineral Block use করি গত ১ বছর ধরে। Thank you Shafi vai. কেন জানি পেজ এ ট্যাগ করতে পারছি না আপনাকে। অসাধারণ গুনাগুন সম্পন্ন একটি প্রোডাক্ট দেয়ার জন্য Thanks a ton.

21/02/2022

International Mother's Language Day 21st February!

প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ এর প্রদর্শনীতে সুন্দর সুন্দর কিছু পাখি সরাসরি দেখার সৌভাগ্য হল গতকাল ১৬ই ফেব্রুয়ারী।
17/02/2022

প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ এর প্রদর্শনীতে সুন্দর সুন্দর কিছু পাখি সরাসরি দেখার সৌভাগ্য হল গতকাল ১৬ই ফেব্রুয়ারী।

16/02/2022

প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ এ মাঠে ছিলাম আজ।

আম্মায় আজ আমাদের মিরর সেল্ফি তুলে! সেই একটা ভাবস হইছে আমাদের 😁😁! আমাদের নাম তো জানো তোমার বন্ধুরা আমি পিকু (সবুজ রং) আর ...
11/02/2022

আম্মায় আজ আমাদের মিরর সেল্ফি তুলে! সেই একটা ভাবস হইছে আমাদের 😁😁! আমাদের নাম তো জানো তোমার বন্ধুরা আমি পিকু (সবুজ রং) আর ও মিকু (ব্লু রং)!

10/02/2022

লাভবার্ডস/lovebird এর দুটো বেবী কিন্তু একটা সিরিন্জ দিয়ে খায় আরেক টা চামচ ছাড়া খায় না! মানুষের বাচ্চা একেক টা একেক রকম হয় ঠিক তেমনি পাখির বেবী রাও একেক টা একেক রকম হয়।

09/02/2022

নোরা প্রথমবার ব্লগিং করল লাভবার্ডস/lovebirds বেবী হ্যান্ডফিড করানোর সময়। আলহামদুলিল্লাহ মেয়েটা বেশ অনেক কিছু শিখে গেসে!

নোরার পাপার বর্তমান অবস্থা! 😝😝😝
03/02/2022

নোরার পাপার বর্তমান অবস্থা! 😝😝😝

02/02/2022

Lovebirds/ লাভবার্ডস এর তিন বাচ্চার হুড়োহুড়ি করে খাওয়া! উফফ আমি তো হাপায় যাই এগুলোরে সামাল দিতে!

28/01/2022

ভোর বেলা ছোট ছোট ঠোটের ডাকে ছুটে বেড়াতে বেশ লাগে। আমি উঠছি ভোর পাচটায়। অতপর পৌনে ছয়টার দিকে খিদার জানান দিয়ে দিল একদম পুচকু দুটো ❤️! এখন প্রতিদিন চারবার করে খাওয়াচ্ছি। সেজো জন সবচেয়ে বেশী খায়। আলহামদুলিল্লাহ সে হজম ও করতে পারে।

আমার লুটিনো এ্যালবিনোর সংসার শুরু পথে 🥰🥰আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
27/01/2022

আমার লুটিনো এ্যালবিনোর সংসার শুরু পথে 🥰🥰
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

26/01/2022

লাভবার্ডস বেবীকে হ্যান্ড ফিড করানোর সময় ধারন কৃত ভিডিওটি শেয়ার করলাম আমি।

আলহামদুলিল্লাহ নতুন অতিথি Nora's Aviary তে 😁মিউটেশন কেউ জানলে জানিয়েন। আমার কেন জানি রং দুটো ভীষণ ভালো লাগল 🤩🤩!
26/01/2022

আলহামদুলিল্লাহ নতুন অতিথি Nora's Aviary তে 😁

মিউটেশন কেউ জানলে জানিয়েন। আমার কেন জানি রং দুটো ভীষণ ভালো লাগল 🤩🤩!

আলহামদুলিল্লাহ বাসার বাচ্চা গুলোর প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করে 🥰🥰
03/01/2022

আলহামদুলিল্লাহ বাসার বাচ্চা গুলোর প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করে 🥰🥰

আলহামদুলিল্লাহ দুটো ফোস্টার এ্যালবিনোর ডিম এবং নিজের ৪টি ডিম সহ মোট ৬টি ডিমে তা দিয়ে সে এতটা পথ অতিক্রম করল। দুমাস হল আম...
10/12/2021

আলহামদুলিল্লাহ দুটো ফোস্টার এ্যালবিনোর ডিম এবং নিজের ৪টি ডিম সহ মোট ৬টি ডিমে তা দিয়ে সে এতটা পথ অতিক্রম করল। দুমাস হল আমার কাছে এসেছে।এটা সুন্দরীর প্রথম ব্রিডিং 🥰🥰!

   আহ! মন ভালো করে দেয়া রং।
01/12/2021


আহ! মন ভালো করে দেয়া রং।

Homebreed Babies 💙💙💙
09/11/2021

Homebreed Babies 💙💙💙

আমি নিজেই বাজরিগার আর লাভবার্ডস এর খাবার মিক্স করি। ছবি সহ সব উপকরনের বিবরন দিলাম। আমি যখন নতুন পাখাল ছিলাম তখন অনেক খাব...
05/11/2021

আমি নিজেই বাজরিগার আর লাভবার্ডস এর খাবার মিক্স করি। ছবি সহ সব উপকরনের বিবরন দিলাম। আমি যখন নতুন পাখাল ছিলাম তখন অনেক খাবারই চিনতে পারতাম না। তাই ছবি পরিমাণ এবং মূল্য সহ বিস্তারিত লিখলাম।
১.চার রকম মিলেট ২কেজি ১২০৳ কেজি
২.ক্যানারী ২কেজি ২০০৳ কেজি
৩.সূর্য মূখীর বীজ ১কেজি ১০০৳ কেজি
৪.চীনা ১কেজি ৬০৳ কেজি
৫.কাওন ১কেজি ৬০৳ কেজি
৬.পোলাও ধান ১কেজি ৬০৳ কেজি
৭.কুসুম সীড ১কেজি ১২০৳ কেজি
৮.বাজরা ১কেজি ৭০৳ কেজি

পাইকারী বাজার থেকে মোট ১১কেজি খাবার কিনতে ১১০০৳ পড়ছে। হ্যাম্পসীড বর্তমানে ৮০০৳ কেজি মিরপুর ১নং কাচাবাজারে। সেজন্য এবার দিতে পারিনি। তবে ৪০০৳ কেজি ছিল যখন তিন মাস আগে তখন এসবের সাথে ১কেজি হ্যাম্পসীড ও দিসিলাম।

ক্যাপশন একটু বড় হয়ে গেল সেজন্য দুঃখিত।

রাজাবাবুঃ বউ প্রেগন্যান্ট মানে ডিম পারল সবে মাত্র 🥰! আমি সারাদিন একা একাই থাকি! আসলে বাচ্চা কাচ্চা আইসে গেলে জীবনে রোমান...
29/09/2021

রাজাবাবুঃ বউ প্রেগন্যান্ট মানে ডিম পারল সবে মাত্র 🥰! আমি সারাদিন একা একাই থাকি! আসলে বাচ্চা কাচ্চা আইসে গেলে জীবনে রোমান্স থাকে না হু! 😏

বন্দুরা আমি হলাম  আম্মার Aviary এর ডিম চোর। গরম গরম ৬টা ডিম ৬দিনে পেড়ে ঠান্ডা হওয়ার আগেই খেয়ে পেলেচি। শুধু একটা ডিম আম্ম...
03/09/2021

বন্দুরা আমি হলাম আম্মার Aviary এর ডিম চোর। গরম গরম ৬টা ডিম ৬দিনে পেড়ে ঠান্ডা হওয়ার আগেই খেয়ে পেলেচি। শুধু একটা ডিম আম্মার হাতে ধরা পড়ে গেসে কেমন কেমন করে যেন 😏😏! আম্মা এত ভালো ভালো সফট ফুড দেয় ওসব কিচ্ছু তে আমার রুচি নেই। শাফী আংকেল এর ব্লকও খাই না। এই আমার পাছুর গরম ডিম ছাড়া আমার চলেই না! আম্মা সেটা বোঝেই না হু!

পাখালের হাতিয়ার 🥰🥰
02/09/2021

পাখালের হাতিয়ার 🥰🥰

৯টা ডিমে তা দিচ্ছে আমার লক্ষীটা। এর মাঝে ২টা foster egg মানে অন্য জোড়ার ডিম। ৯টা বাচ্চাকে খাওয়াতে না পারলে আমাকে হয়ত হ্য...
02/09/2021

৯টা ডিমে তা দিচ্ছে আমার লক্ষীটা। এর মাঝে ২টা foster egg মানে অন্য জোড়ার ডিম। ৯টা বাচ্চাকে খাওয়াতে না পারলে আমাকে হয়ত হ্যান্ডফিড করাতে হবে। আল্লাহ রহম কর। সবগুলো বেবী যেন সহিসালামতে থাকে। 🥰🥰
Nora's Aviary

01/09/2021

আলহামদুলিল্লাহ ৫টা ডিমে সুন্দর তা দিচ্ছে আমার লাভবার্ড 🥰🥰

টমটম চমচমঃ আম্মা আমাদের এত ওপরে তুলছো ক্যান! চিল মামা তো ছো দিয়ে নিয়ে চলে যাবে 😒
31/08/2021

টমটম চমচমঃ আম্মা আমাদের এত ওপরে তুলছো ক্যান! চিল মামা তো ছো দিয়ে নিয়ে চলে যাবে 😒

আমার ২১টা বাজরিগার এবং ৪টা লাভবার্ডস এর জন্য মোট ১৪কেজি সীডমিক্স করলাম।১.চার রকম মিলেট ৪.০কেজি২.ক্যানারী               ২...
29/08/2021

আমার ২১টা বাজরিগার এবং ৪টা লাভবার্ডস এর জন্য মোট ১৪কেজি সীডমিক্স করলাম।
১.চার রকম মিলেট ৪.০কেজি
২.ক্যানারী ২.৫কেজি
৩.হ্যাম্পসীড ১.০কেজি
৪.সানফ্লাওয়ার ২.০কেজি
৫.চীনা ১.৫কেজি
৬.কাওন ১.৫কেজি
৭.ধান ১.৫কেজি
৮.কুসুমসীড ০.৫কেজি
৯.বাজরা ০.৫কেজি
শীত আসলে অবশ্য আরও কয়েকটি আইটেম যোগ হবে 🥰🥰।

27/08/2021

আমাদের ট্যাকনা সানী পায়ে পায়ে ঘুরে বেড়াবে 🤦‍♀️!
বাসার কাজ কে করবে তাহলে 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️!

25/08/2021

কলমি শাক খাওয়ার জন্য তার টেনশন এর শেষ নেই 🙉🙉! শুধু পায়চারী আর পায়চারী 🙆‍♀️🙆‍♀️!

মামের মানিব্যাগ আর সাইড ব্যাগ আমার ভীষন পছন্দ।  নাম তার সানি। বয়স তার দুমাস। দিনে একবার হ্যান্ডফিড লাগে।
24/08/2021

মামের মানিব্যাগ আর সাইড ব্যাগ আমার ভীষন পছন্দ। নাম তার সানি। বয়স তার দুমাস। দিনে একবার হ্যান্ডফিড লাগে।

হাড়িতে ডিম এবং বাচ্চা থাকার সময় আমার অভিজ্ঞতা সমূহঃ১.সবগুলো ডিম ফোটার পর হাড়ি পরিস্কার করে দেই। আমি দুটো হাড়ি রাখি একটা ...
22/08/2021

হাড়িতে ডিম এবং বাচ্চা থাকার সময় আমার অভিজ্ঞতা সমূহঃ
১.সবগুলো ডিম ফোটার পর হাড়ি পরিস্কার করে দেই। আমি দুটো হাড়ি রাখি একটা হাড়ি নামিয়ে সাথে সাথে আরেকটি হাড়িতে দিয়ে দেই।
২. বাচ্চাদের বয়স ২৪/২৫ দিন হলে মালসায় নামিয়ে দেই। ততদিনে তারা নিজেরা খেতেও পারে।
৩. ডিম এবং বাচ্চা থাকাকালীন সফট ফুড দেই এতে বাবা মা এবং বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে।
৪. স্বাভাবিক ভাবে বাবা মা কে একদিন পরপর স্প্রে করে দেই নরমাল পানি দিয়ে। কারন আমার বাজি গুলো নিজে থেকে গোসল করে না।
৫. সব বাচ্চারা নিজে খেতে শুরু করলে তখন মা বাবা থেকে আলাদা করে রেস্টে দিয়ে দেই।
৬. মাঝে মাঝে অনেক বেশী বেবী ফুটলে হাড়ি থেকে বাচ্চা পড়ে যেতে পারে (আমার বাজির এরকম বেশ কয়েবার হয়েছে) সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হয় এবং পড়ে গেলে বাচ্চা তুলে দিতে হবে।
৭. এখন পর্যন্ত একটি দূর্ঘটনা ছাড়া (মেল উড়ে গেসিল) আমার সব বাজি তার বাচ্চাদের খাওয়ায়ছে। অনেকে বলে মা বাবা বাচ্চা খাওয়ায় না। সেই বিষয়টিও মাথায় রাখা উচিত।
৮. ডিম পাড়া এবং বাচ্চা ফুটানো কালীন অনেক হাগু করে বাজি সেজন্য আমি তখন দিনে দুবার ট্রে ক্লিন করি 🙆‍♀️। এবং সব বাচ্চা না ফুটা পর্যন্ত যেহেতু হাড়ি পরিস্কার করা যায় না সেহেতু হাড়ি থেকেও অনেক৷ স্মেল আসে।

মোটামুটি ১০ই মে ২০২০ থেকে পাখি পালা শুরু করছি। আপাতত এতটুকু অভিজ্ঞতা পেয়েছি আমার Aviary থেকে। আশা করি সামনের দিনগুলোতে শেখা চলমান থাকবে আপনাদেরকে সাথে নিয়ে।

Address

Dhaka
MIRPUR1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nora's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nora's Aviary:

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All