ভদ্রমহিলা পঙ্গু বিড়ালকে সিঁড়িতে ফেলে গেছেন। আমাদের বিড়ালের কোন শেল্টার নেই। এছাড়া পঙ্গু বিড়ালকে বিশেষ খাঁচায় অনেক পরিচর্যায় রাখতে হয়। মেডিসিন, পরিস্কার করা, খাবার দেয়া, থেরাপী দেয়াসহ অনেক কাজের জন্য একজন আলাদা লোক দরকার হয়।
এর আগেও এমন ঘটনা ঘটেছে। আমরা এখন প্রচন্ড অপারগতায় আছি। ক্যাপাসিটি দেয়ালে ঠেকে গিয়েছে। তাছাড়া ক্লিনিকে খাঁচায় পড়ে থেকে ধুঁকে ধুঁকে মরতে দেয়াও অন্যায়।
ভিডিওটা দেয়ার কারণ, উনাকে দেখে যদি কারও পরিচিত মনে হয়, তাহলে দয়া করে উনাকে বলবেন বিড়ালটা যেন উনি বাসায় আশ্রয়ে রাখেন। আমরা চিকিৎসা বা আর্থিক সহায়তা দিব। আর যদি না পারেন, অন্তত কাউকে খুঁজে দেয়া পর্যন্ত যেন রাখেন। কিন্তু এভাবে ক্লিনিকের পরিবেশে পড়ে থাকলে ওর যত্ন হবে না। আমরা হয়তো চেষ্টা করছি, কিন্তু মানুষ না হয়ে দেবতা হলে হয়তো আমাদের আরও ক্ষমতা থাকতো।
অন্যদের জন্য বলছি, দয়া করে এই ক
আমাদের ক্লিনিকের পেশেন্টদের জন্য বিশেষ সুবিধা। শুধুমাত্র ঢাকার ভিতর নির্দিষ্ট এলাকার মাঝে এই পরিবহন সেবা পেতে পারেন।
আপনার বাসা থেকে ক্লিনিক পর্যন্ত ওয়ান ওয়ে ট্রিপ ৪৫০ টাকা। রাউন্ড ট্রিপ (বাসা>ক্লিনিক>বাসা) ৮০০ টাকা।
.
.
.
Commercial Plot 80, Block- A, Zoo Road, Mirpur, Dhaka-1216
(Opposite of Vip restaurant) (Beside Mirpur 2, Eidgah Math Main Road)
For appointment 01310-336835
#animalhealth #animalhospital #animalwellness #animalwelfare #animalkingdom #animalplanet #animalfriendship
Meet our vets at PAW Life Care Mirpur branch.
চারপেয়েদের প্রিয় ডাক্তাররা মিরপুরেই আছেন সপ্তাহে ৬ দিন!
জেনে নিন কবে!
এপয়েন্টমেন্ট নিতে কল করুন
01310336835
Baby Tara
#babycat #animal #babytara #animalhealth #animalhospital #animalwellness #animalwelfare #animalkingdom #animalplanet #animalfriendship
প্রাণবিক বন্ধু সম্মাননা ২০২২
বছর শেষে বড় আনন্দের উপলব্ধি হল, দেশ জুড়ে বহু প্রাণবিক মানুষের নমিনেশন জমা পড়েছিল৷ আমরা তার মাঝে ১০ জন ব্যক্তিকে এ বছরের প্রাণবিক বন্ধু সম্মাননায় ভূষিত করতে নাম ঘোষণা করলাম। এই দশজন ব্যক্তির প্রতি শুভ কামনা!
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
প্রাণীদের কথা বিবেচনা করে এখন থেকে সপ্তাহে সব দিন আমাদের মিরপুর শাখা খোলা থাকবে। এবং শুধু তাই নয়, মঙ্গলবার থেকে রবিবার সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা। শুধুমাত্র সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।
ক্লিনিকে আসবার আগে ফোন দিয়ে নাম লেখাবেন। অতঃপর এসে আপনার এন্ট্রি করা নামের জন্য সিরিয়াল নিন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সেবার মান উন্নত করতে পারবো।
ফোন- ০১৩১০৩৩৬৮৩৫
পশু-পাখিকে নিজেদের প্রয়োজনে অন্যায়ভাবে ব্যবহার করবেন না। আপনি পিছিয়ে থাকলেও, দেশের আইন এবং সচেতন নাগরিক সমাজ পিছিয়ে নেই৷
সাবধান।
Rakibul Haq Emil
Good morning our sweetest Paw Family 🤗
আমাদের ক্লিনিক এ বিড়ালকে Hypnotize করে নখ কাটানো হয়।🤠😈
আপনার প্রাণীর যেকোনো সমস্যায় এপয়ন্টমেন্ট নিতে কল করুন ক্লিনিক এর নাম্বার এ 01310336835
সকাল ৯:৩০ থেকে বিকাল ৫টার মধ্যে।
(PAW) প ফাউন্ডেশনকে যেন এক সময় দরকার না হয়, এটাই হোক স্বপ্ন!
হাওয়ায় উড়িয়ে দিলাম যাহ!💁
ভীমরতি 🤦
©Adib ashraf prantor
অফার- মাত্র ১২০০ তাকায় বিড়াল নিউটার।
বিড়ালের অবশ্যই ফ্লু ভ্যাক্সিন দেয়া থাকতে হবে।
অফার সময়সীমার মাঝে এপয়েন্টমেন্ট নিতে হবে। অফারে প্রতিদিন কতজন বিড়াল নিউটার করা যাবে তা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।
দয়া করে ফোন করে বা সরাসরি এপয়েন্টমেন্ট নিয়ে তারিখ ও সময় জেনে নিন।