MIRA Ranch

MIRA Ranch নিরন্তর যুদ্ধ উদ্দ্যোক্তাদের নিয়ে
(2)

নিরাপদ খাদ্য একটা আন্দোলন,এ আন্দোলনকে সফল করতে প্রয়োজন সচেতন কমিউনিটি, এই সচেতন কমিউনিটি ব্যতীত কোনভাবেই নিরাপদ খাদ্য আ...
04/10/2024

নিরাপদ খাদ্য একটা আন্দোলন,এ আন্দোলনকে সফল করতে প্রয়োজন সচেতন কমিউনিটি, এই সচেতন কমিউনিটি ব্যতীত কোনভাবেই নিরাপদ খাদ্য আন্দোলনকে বাঁচিয়ে রাখা সম্ভব না।
গতকাল সকালে হার্ভেস্ট করা পেপে আপনারা প্রথম ছবিতে দেখছেন, প্যাকেজিং করে আজকে দুপুরে সম্মানিত ক্লায়েন্ট যখন পেঁপে রিসিভ করলেন তখন পেঁপে পেকে গেছে, টানা বিষ্টিতে কিছু পেপে ছত্রাক সংক্রমণের স্বীকার।

কিন্তু আশার বাণী হচ্ছে গাছ পাকা পেঁপে এমন হতে পারে পারে বা টেপ খেতে পারে এটা সম্মানিত ক্রেতা স্বাভাবিকভাবে নিয়েছেন।

আমাদের কাজ এগিয়ে নেবার সাহস এটাই,আমরা এমন একটা কমিউনিটি চাই যারা নিরাপদ খাদ্যটা চান ও লিমিটেশন গুলা সহজেই বুঝেন।

তবে একটা জিনিস বুঝতে পারলাম বাজারে পাকা ফলকে দীর্ঘ শেলফ লাইফ দেওয়ার জন্য হেনো কোন গর্হিত কাজ নেই যা ব্যবসায়ীরা করেন না আমরা প্যাকেজিং ও পোস্ট হারভেস্ট টেকনোলজিকে আরো আপডেট করার চেষ্টা করব।

আশা করি নিরাপদ খাদ্যের এই অগ্রযাত্রায় আমরা আপনাদের পাশে পাব।

শীতের রাতে ঝিঝি পোকা আর নীরব চাদের আলোয় এমন একটা তাবুতে আছেন ভাবেন ত কেমন লাগবে??সাথে ইচ্ছে মত চুলা জালিয়ে কিছু খাচ্ছেন ...
01/10/2024

শীতের রাতে ঝিঝি পোকা আর নীরব চাদের আলোয় এমন একটা তাবুতে আছেন ভাবেন ত কেমন লাগবে??

সাথে ইচ্ছে মত চুলা জালিয়ে কিছু খাচ্ছেন বা দিনে হ্যামকে ঝুলে আছেন, ফিল করুন ত কেমন এটা?

গাছ পাকা পেপে এই জিনিসটা বোঝাও একটা বিরাট অভিজ্ঞতার অংশ।নানা জিনিস শিখতেসি আর ভাবতেসি বাজারে ফল নামে আসলে আমরা কি খাই।প্...
27/09/2024

গাছ পাকা পেপে এই জিনিসটা বোঝাও একটা বিরাট অভিজ্ঞতার অংশ।

নানা জিনিস শিখতেসি আর ভাবতেসি বাজারে ফল নামে আসলে আমরা কি খাই।

প্রকৃতি থেকে দুরে থাকার পাপ মানুষ টের পাচ্ছে এখন ক্যান্সার কিডনী বিকল আর পেটের নানা পীড়ায়।

গরু পালনে ঘাস এর বিকল্প নাই, আর তৃণভোজী প্রানীকে রাফেজ বাদে অন্য কিছু দিয়ে পালতে চাওয়া এক প্রকার ক্রাইম।
24/09/2024

গরু পালনে ঘাস এর বিকল্প নাই, আর তৃণভোজী প্রানীকে রাফেজ বাদে অন্য কিছু দিয়ে পালতে চাওয়া এক প্রকার ক্রাইম।

আমাদের পেপে ডেলিভারি হচ্ছে আপনিও অরডার করে নিয়ে নিতে পারেন।পাচ কেজি পেপে দেশের যে কোন প্রান্তে ৮০০ টাকায় একদম আপনার বাড়ি...
12/09/2024

আমাদের পেপে ডেলিভারি হচ্ছে
আপনিও অরডার করে নিয়ে নিতে পারেন।
পাচ কেজি পেপে দেশের যে কোন প্রান্তে ৮০০ টাকায় একদম আপনার বাড়িতে।

পাকা পেপেপাকা মানে গাছ পাকাপ্রাকৃতিক উপায়েই যে পেকেছে তাকে জোর করা হয়নি
10/09/2024

পাকা পেপে
পাকা মানে গাছ পাকা
প্রাকৃতিক উপায়েই যে পেকেছে তাকে জোর করা হয়নি

গাছ পাকা পেপে
06/09/2024

গাছ পাকা পেপে

অসাধারণ টপ লেডি পেপে।চাইলে অডার করতে পারেন আপনার পছন্দ মত ৫/১০ কেজির প্যাকেজ এ।কেজি প্রতি দাম মাত্র ১৫০ টাকা।কুরিয়ার এ হ...
26/08/2024

অসাধারণ টপ লেডি পেপে।

চাইলে অডার করতে পারেন আপনার পছন্দ মত ৫/১০ কেজির প্যাকেজ এ।

কেজি প্রতি দাম মাত্র ১৫০ টাকা।
কুরিয়ার এ হোমডেলিভারী নিতে পারেন সারা বাংলাদেশ এ। কুরিয়ার চারজ এট একচুয়াল প্রযোজ্য।

06/07/2024

গত রাতে আমাদের খামারে এক ভয়াবহ চুরির ঘটনায় ৮ টি গরু খোয়া গেছে।

এই নিয়ে সারাদিন যারাই সাহস যুগিয়েছেন পরামর্শ দিয়েছেন পথ দেখিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ।

আমরা যেন এই ক্ষতি কাটিয়ে শক্ত হয়ে ঊঠতে পারি সেই দোয়া চাই আপনাদের কাছে।

খামার ব্যবসাটাই এমন, সব সময় ই উচ্চ ঝুকি সম্পন্ন।

ভিভিও তে থাকা গরু গুলোই এই ডিজাস্টার এর সীকার হয়েছে।

এবার সময় নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ইস্যুর জন্য আমরা আন্তরিক ভাবে দুক্ষিত।মাংসের ফ্রেশনেস আর কোয়ালিটি কে প্রাধান্য দিতে যেয়ে স...
26/06/2024

এবার সময় নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ইস্যুর জন্য আমরা আন্তরিক ভাবে দুক্ষিত।

মাংসের ফ্রেশনেস আর কোয়ালিটি কে প্রাধান্য দিতে যেয়ে সময় এর সাথে দ্রুত রেস করেও কুলিয়ে উঠা যায়নি।

নেক্সট ইয়ার এটা নিয়ে আমরা কাজ করব দুই মাস হাতে রেখে।

এমন নাম যশ ঐশ্বর্য দিয়ে লাভ কি যা মানুষ এর সামনে প্রকাশ হলে পালাতে হয় নয়তো গালি খেতে হয়।যারা খামার করবেন বা করছেন তারা ব...
25/06/2024

এমন নাম যশ ঐশ্বর্য দিয়ে লাভ কি যা মানুষ এর সামনে প্রকাশ হলে পালাতে হয় নয়তো গালি খেতে হয়।

যারা খামার করবেন বা করছেন তারা ব্রিডিং পলিসি পড়ুন, শিখুন, মানুন ও গন মানুষের চাহিদার ২-৪ মণের দেশী গরু প্রস্তুত করুন।

কোটি টাকার গরু বা ১০ লাখ টাকার গরু কিংবা লাখ টাকার ছাগল করার প্রয়োজন নাই, ৮০হাজার -২ লাখ এর গরু ১৫-৩০ হাজারের ছাগল করুন কাস্টমার সব সময় আপনাকে নক করবে।

রিভিউ আসছে বরাবর এর মতোই ভাল।আমরা চাই আমাদের সন্মানিত ক্রেতারা তাদের সন্তুষ্টি আর অসুন্তষ্টি এভাবে মন খোলে আমাদের বলুক। ...
24/06/2024

রিভিউ আসছে বরাবর এর মতোই ভাল।

আমরা চাই আমাদের সন্মানিত ক্রেতারা তাদের সন্তুষ্টি আর অসুন্তষ্টি এভাবে মন খোলে আমাদের বলুক। সব কিছু থেকেই শেখার আছে।

টাইমিং টা নিয়ে আমাদের কাজ করতে হবে ভাল করে।সাম্নের বছরের জন্য এখনি কিছু ডিজাইন অকে করতে হবে।

এই বছর এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সেরা রিভিউ এটা। প্রথমে ধন্যবাদ সম্মানিত কাস্টমার পেইজে লিখতে চাননি, উনার অনুভূতি আমাদে...
24/06/2024

এই বছর এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সেরা রিভিউ এটা।

প্রথমে ধন্যবাদ সম্মানিত কাস্টমার পেইজে লিখতে চাননি, উনার অনুভূতি আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন, মাংস ধোয়া লাগে নি কারণ আমরা প্রফেশনাল কসাই এর মাধ্যমে জবাই করার দুই থেকে তিন ঘন্টার মাঝে আপনাদের হাতে পৌঁছে দিয়েছি যার কারণে মাংস থেকে কোন রকমের রক্ত ছড়িয়ে পড়ার সুযোগ ছিল না।

ভুড়ি পরিষ্কার করতে বেগ পেতে হয়েছে বা সময় লেগেছে কারণ আমরা সব সময় এই গরুগুলোকে রাফেজ বেজ রেশনে পালন করি, যার কারণে এদের রুমেনে দানাদার এর পরিমাণ খুবই কম, যার দরুন এদের রোমেনের অংশগুলো পরিষ্কার করা কিছুটা সময় সাপেক্ষ।

মাংসের মান নিয়ে উনি ওনার মনোভাব ব্যক্ত করেছেন আমরা এটাকে আরো উন্নত করার জন্য সামনে কাজ করব।

তবে সময় নিয়ে আমরা নিজেরাই ক্ষমাপ্রার্থী কারণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার জন্য ডেলিভারিতে কিছুটা সিডিউল বিপর্যয় ঘটেছে, আমরা সামনের বার এই বিষয়গুলো সঠিকভাবে করবার জন্য এখন থেকেই কিছু ব্যবস্থা নিচ্ছি, আশা করি সামনের বার এইবারের ভুল ত্রুটি গুলো সারিয়ে আরো ভালো করতে পারব।

সবাই আমাদের জন্য দোয়া করবেন ও সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।

আলহামদুলিল্লাহ।২৪০ কেজি গরুতে ১৪০ কেজি এডিবল মিট।শুকরিয়া।আমরা এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চাই।We believe,"Quality comes ...
23/06/2024

আলহামদুলিল্লাহ।
২৪০ কেজি গরুতে ১৪০ কেজি এডিবল মিট।

শুকরিয়া।
আমরা এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চাই।

We believe,"Quality comes First Profit is a logical Sequence"

এই খুশি গুলোই ত আমাদের প্রাপ্তি।আমরা এই খুশি গুলোই পেতে চাই সব সময়।ব্যবসায় লাভ একদিন আসবেই।
22/06/2024

এই খুশি গুলোই ত আমাদের প্রাপ্তি।
আমরা এই খুশি গুলোই পেতে চাই সব সময়।
ব্যবসায় লাভ একদিন আসবেই।

প্রতিবারের মত এবারো আমাদের সন্মানিত কুরবানীদাতারা অত্যন্ত খুশি, মাংসের কোয়ালিটি ও সুন্দর গরু নিয়ে।
22/06/2024

প্রতিবারের মত এবারো আমাদের সন্মানিত কুরবানীদাতারা অত্যন্ত খুশি, মাংসের কোয়ালিটি ও সুন্দর গরু নিয়ে।

আলহামদুলিল্লাহ সামনের কুরবানির জন্য তিনটা গরুর বুকিং কনফার্ম হয়ে গেল।ইনশাআল্লাহ আমরা সামনের বার গরু, মহিষ,ভেড়া ও বিটল ছা...
21/06/2024

আলহামদুলিল্লাহ
সামনের কুরবানির জন্য তিনটা গরুর বুকিং কনফার্ম হয়ে গেল।

ইনশাআল্লাহ আমরা সামনের বার গরু, মহিষ,ভেড়া ও বিটল ছাগল রাখব।

এই কুরবানীর প্রানীগুলোর দাম থাকবে ২০ হাজার থেকে ৩ লাখের মাঝে।

আমরা সব সময় চাই নিরাপদ উৎপাদন এর মাধ্যমে ভোক্তাদের সেরা পন্য টা দিতে, দোয়ায় রাখবেন সবাই আমাদের।

কেনার সময় ছিল বা পাশের ছবি।ডান পাশের টা বিক্রি করার সময়ের ছবি।ছ মাস ১৫ দিনের পরিবর্তন,  ওজন ছিল ২১০ কেজি,খাদ্য যোগ্য মাং...
21/06/2024

কেনার সময় ছিল বা পাশের ছবি।
ডান পাশের টা বিক্রি করার সময়ের ছবি।

ছ মাস ১৫ দিনের পরিবর্তন, ওজন ছিল ২১০ কেজি,খাদ্য যোগ্য মাংস এসেছে ১২০ কেজি।

সব মিলে চরবি হয়েছে ২ কেজি মত।

মাংসের কালার কোয়ালিটি ফাস্টক্লাশ।

অনেকেই বলেন যে খামারের গরু নাকি দাম অনেক, অথচ এ গরুটা কুরবানি করে প্রসেসিং করে কুরবানিদাতার বাসায় পোওছানো পর্যন্ত খরচ হয়েছে কেজি প্রতি হাজার টাকার এক্টু বেশী, এর মাঝে কিন্ত কুরবানীর আগ পর্যন্ত পালন,গরু জবাই, কসাই চারজ, ডেলিভারি, প্যাকেজিং সব কিছুই ছিল।

তাই হুযুগে না চলে একটু জেনে শুনে চলুন।

আমাদের জন্য এই মেসেজ গুলোই হলো সেরা প্রাপ্তি।সামনের বছরের জন্য দুটো বুকিং কমপ্লিট হয়ে গেসে।
20/06/2024

আমাদের জন্য এই মেসেজ গুলোই হলো সেরা প্রাপ্তি।

সামনের বছরের জন্য দুটো বুকিং কমপ্লিট হয়ে গেসে।

আমাদের প্রাপ্তি এগুলাই
19/06/2024

আমাদের প্রাপ্তি এগুলাই

এই প্রথম Mira Ranch থেকে গরু নেয়া হল কোরবানীর জন্য, এমনকি প্রথম অনলাইন থেকে আস্ত গরু কেনা, চোখে না দেখে।

নির্দিধায় বলব আমি মুগ্ধ গরুর কোয়ালিটি এবং তাদের সার্ভিসে। নিয়মিত আপডেট পেয়েছি কোরবানির আগ পর্যন্ত, কোরবানি করে সুন্দর ভাবে মাংস প্রসেস করে বাসায় ডেলিভারী করে দিয়ে গেছে।

Mira Ranch এর সাফল্য কামনা করছি

Good Bye 202490% done Sukria ya malik Ul Mulk
15/06/2024

Good Bye 2024
90% done
Sukria ya malik Ul Mulk

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801706923908

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIRA Ranch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category