15/12/2023
একদিনে গ্রুম করেছি ৫ জনকে। বেপারটা মোটেও সহজ ছিলো না, রাগ জমা রেখে হাসি মুখে নিজেকে শান্ত রেখে হ্যান্ডেল করতে হয়েছে বাচ্চাদেরকে।
একজন দুইজন করে করতে করতে অভিজ্ঞতা বাড়িয়েছি, এখনো বাড়িয়ে চলছি। এভাবেই পাশে থাকার আহব্বান জানাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের।