কেউ উদ্ধার করতে সহায়তা করুন।
লোকেশন :- শাহবাগ সুপার হোস্টেল
আমার বিচার তুমি করো,
তোমার বিচার করবে কে?
আমরা বহুবার প্রতিবাদ করেছি৷ তার অনভিজ্ঞ ডাক্তার ও স্টাফ নিয়োগ করে এই অজুহাতে যে কাউ তাদের সুযোগ দেয় না।
আমি কয়েকবার তাদের সাথে কথা বলেছি তারা প্রতিবার তাদের অন্যায় বিভিন্ন ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করুন। রুখে দিন প্রাণী প্রেমের নামে ব্যবসা।
একজন আফজাল খান - রবিনহুড
আমি শোকাহিত। কোন পোষ্ট এ হাহা দেয়ার মানসিকতা নেই। এখানে আনন্দিত, উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই। একজন ব্যক্তি যাকে অ্যানিম্যাল লাভার হিসেবে সবাই চিনতো, সে নাকি বেড়াল এর পা ভেঙ্গে তার ভিডিও করতো। অনেক নারীকে রেইপ এর মতন জঘন্য কাজ করেছে, কিন্তু কেউ সামনে আসার সাহস করেনি।
এমন আরও অনেক আফজাল খান এখনও হিরো বেশে ঘুড়ে বেড়াচ্ছে আমাদের মাঝে। তারাও স্ট্যাটাস দিচ্ছে তারা নাকি আফজাল খানের শেল্টারের প্রাণীদেরকে রক্ষা করতে চায়।
এমন এক আফজাল খানের স্বীকার হয়েছিলাম আমিও ২০২০ শালে। নিরুপায় হয়ে আরেক আফজাল খান রুপি বাটপার এর কাছে দিয়েছিলাম আমার দুই বেড়ালকে। একটা বেড়াল আমার মারা যায়। অন্য বেড়ালটিকে কেইস করে এবং বহু হাজার টাকার বিনিময় তিন বছর পর ফিরে পাই।
আপনারা দু হাজার বিশ শালের সেই ঘটনার কথা ভুলে গিয়েছেন? যখন এক আফজাল খানের শেল্টার রেইড করে আরে
আপনাদের বিড়াল কি এমন মুরগির পা নিয়ে খেলা করে?
adoption ‼️‼️‼️
রাস্তায় কেউ ফেলে দিসে😞 কেউ #rescue বা #adopt করলে প্লিজ নক করুন
Location : #mirpur10
01908327310