Cat Welfare Society Of Bangladesh

Cat Welfare Society Of Bangladesh প্রাণী কল্যাণ এর জন্য নিবেদিত

নোটিশ !!!! নোটিশ !!!!নোটিশ !!!!নোটিশ !!!!নোটিশ !!!!নোটিশ !!!!নোটিশ
এডপশন দাতা
এডপশন দিতে চাইলে আমাদের ইমেল করবেন । আপনার ফোন নাম্বার,বিড়ালের ছবি, আপনার লোকেশন লিখে।
আপনার এডপশন পোস্টে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। এডপশন হয়ে গেলে আমাদের ইমেলে জানাবেন আমরা ফোন নাম্বার মুছে দিব।
আমাদের ইমেল - [email protected]
বিঃদ্র ঃ- কিছু ক্ষেত্রে আমাদের কাজ করতে কিছুদিন

সময় লাগতে পারে। অপেক্ষা করবেন আমরা অবশ্যই আপনার ইমেল চেক করবো।
খুব জরুরী হলে আমাদের গ্রুপে পোস্ট করবেন । গ্রুপ লিংক ঃ- https://www.facebook.com/groups/cwsbd2
আপনার বিড়াল আপনি নিজে বুঝেশুনে এডপশন দিবেন । অন্যথায় এই পেজ দ্বায়ী থাকবে না ।
এডপশন গ্রহীতা
আপনি যার থেকে বিড়াল নিবেন তার সাথে সরাসরি কথা বলে নিবেন। লিখিত চুক্তি করে বিড়াল নিবেন । কোন টাকা দিবেন না । আপনার কোন ভুলের জন্য এই পেজ দ্বায়ী থাকবে না ।

Hunger has no voice😓This post aims to raise awareness about animals❤️
13/01/2025

Hunger has no voice😓This post aims to raise awareness about animals❤️

শুভ রাত্রি
10/01/2025

শুভ রাত্রি

কোন এক বিড়াল লাভার
07/01/2025

কোন এক বিড়াল লাভার

03/01/2025
🎉 Facebook recognised me as a top rising creator this week!
30/12/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

বাসা বদলানোর সময় সবার জায়গা হলো। শুধু আমার হলোনা। ফেলে গেলো আমাকে। এই অভাগী আমার পাশের বাসার ছাদ এ বসে থাকে। ছাদে একটা...
29/12/2024

বাসা বদলানোর সময় সবার জায়গা হলো। শুধু আমার হলোনা। ফেলে গেলো আমাকে।
এই অভাগী আমার পাশের বাসার ছাদ এ বসে থাকে। ছাদে একটা ব্যাচেলর ছেলে থাকে। সেই ভাইয়া টা বলল ওকে ফেলে গেছে। নিচে সিঁড়িতে সবাই মা*রে. একটু বসতে পারে না কোথাও। তাই ছাদে এসেছে। এখানে একটু বসে। রোদ ও আছে। অনেক শীতে একটু আরাম হয়। ওই ভাইয়া সারাদিন অফিস এ থাকে। আমি আজকে অনেক ভেজাল করে ওই ছাদ এ গেছিলাম। মন ভরে খাওয়ায় আসছি। কিন্তু আমার পক্ষে এই যাওয়া সম্ভব না। ছাদ এ একটা ব্যাচেলর ছেলে থাকে। আমি একটা মেয়ে এভাবে যেতে পারিনা। ফ্যমিলি হলে যেতে পারতাম। বেচারা করুন চোখে আমার দিকে তাকিয়ে থাকে। জানিনা আমি ওর ভাগ্যে কি আছে শেষমেষ! ওই ভাই ওকে কাটাকুটা খেতে দেয়। বেশীরভাগ সময় উনি হোটেলে খান। আমি বলেছি ভাইয়া এসব তো খাবার জিনিস না। একটু মাছ দিয়েন। কিন্তু উনি নিজেই অনেক কষ্ট করে চলে। উনি পারবেন না বলে মাফ চেয়ে নিলেন।
আহারে অবলা পশুর জীবন।
বি:দ্র : গ্রুপ থেকে পোস্টটি নেওয়া হয়েছে। কেউ এই বিড়ালের খোঁজ পেলে জানাবেন।

বিড়ালের জন্য গরুর দুধ কতটুকু উপকারী ❓আমাদের সকলের মাঝে একটি প্রচলিত ধারণা রয়েছে যে বিড়ালের অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে দুধ।...
26/12/2024

বিড়ালের জন্য গরুর দুধ কতটুকু উপকারী ❓

আমাদের সকলের মাঝে একটি প্রচলিত ধারণা রয়েছে যে বিড়ালের অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে দুধ। ছোট বেলায় টম এন্ড জেরী কার্টুন দেখে নি এমন মানুষ পাওয়া বিরল। সেখানে টম ঢক ঢক করে দুধ খেয়ে নেয়। বাস্তবেও কিন্তু বিড়ালকে দেখবেন তাদেরকে গরুর দুধ বা অন্য যেকোনো দুধ দেয়া হলে তারা অনেক আয়েশ করেই সেটি খাচ্ছে। কিন্তু আদৌও কী গরুর দুধ বিড়ালের জন্য উপকারী?

প্রথমেই আমাদেরকে জানতে হবে গরুর দুধে কী থাকে। গরুর দুধের অন্যতম প্রধান উপাদান হচ্ছে ল্যাকটোজ। একটি বিড়াল দিনে ৬ গ্রাম ল্যাকটোজ সহ্য করতে পারে বা হজম করতে পারে। অন্যদিকে ২৫০ মি.লি. দুধে থাকে প্রায় ১২-১৫ গ্রাম ল্যাকটোজ ; যা সহ্য ক্ষমতার দ্বিগুণ। এটিই মূলত সমস্যা কারণ। আরেকটি ব্যাপার হচ্ছে পূর্ণবয়স্ক বিড়াল এই ৬ গ্রাম ল্যাকটোজও সহ্য করতে পারে না। কারণ তারা যত বড় হয় তত তাদের শরীরে ল্যাকটোজ হজম করার এনজাইম কমে যায়। ফলে তারা ল্যাকটোজ সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে এই গরুর দুধ মারাত্মক প্রভাব ফেলে। তাই কোনোভাবেই বিড়াল ছানাকে বিড়ালের দুধ বাদে অন্য কিছু দিবেন না।

বিড়ালকে গরুর দুধ খাওয়ালে কী কী প্রভাব পড়তে পারে❓
উঃ
১.বদ হজম হতে পারে
২.বমি হতে পারে
৩.ডায়রিয়া হতে পারে
৪.গ্যাস্ট্রিক হতে পারে
৫.মৃত্যু হতে পারে

বিড়াল ল্যাকটোজ সহ্য করতে না পারলে মায়ের দুধ খায় কীভাবে❓
উঃ বিড়ালের মধ্যে জন্মগতভাবেই সামান্য পরিমাণ ল্যাকটোজ সহ্য করার ক্ষমতা থাকে। বিড়ালের দুধে যে পরিমাণ ল্যাকটোজ থাকে তা সহ্য করার ক্ষমতা বিড়ালের মধ্যে জন্মগতভাবেই থাকে। তাই বিড়ালের দুধ খেলে সমস্যা হয় না।

কত সপ্তাহ পর্যন্ত বিড়ালের বাচ্চাকে বিড়ালের দুধ খাওয়ানো যায়❓
উঃ যুক্তরাষ্ট্রের পোষা প্রাণী সংক্রান্ত হাসপাতাল ‘আরবর পেট হসপিটাল’ জানায়, বিড়ালকে ৮ সপ্তাহ বা ২ মাস বয়স থেকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। কারণ এ সময় থেকে তারা Solid Food বা শক্ত খাবার খেতে পারে। তাই এরপর থেকে দুধ আর না খাওয়ানোই ভালো। অর্থাৎ বিড়ালের বয়স ২ মাস হওয়ার পর থেকে তারা ল্যাকটোজ সহ্য করার ক্ষমতা হারাতে শুরু করে।

বিড়াল দুধ খেতে পছন্দ করে কেন❓
উঃ এ বিষয়ে শার্লটসভিল ক্যাট কেয়ার ক্লিনিক জানায়, দুধে স্নেহ ও প্রোটিন থাকায় বিড়াল দুধ খেতে পছন্দ করে। পাশাপাশি তারা দুধের ঘ্রাণের প্রতিও আকর্ষিত হয়।

বিড়ালের খাদ্য তালিকায় কীদুধ রাখার প্রয়োজন রয়েছে❓
উঃ বিড়াল মাংসাশী প্রাণী। তাই তাদের খাদ্য তালিকায় দুধ রাখার কোনো প্রয়োজন নেই। বলা যায় না রাখাটাই সবচেয়ে ভালো।

বিকল্প কী❓
উঃ আপনার যদি একান্তই দুধ খাওয়ানোর প্রয়োজন হয়।তাহলে প্যাকেটজাত ক্যাট মিল্ক খাওয়াবেন। এটি যেকোনো ভালো পেট শপে গেলেই পাবেন।

প্রাপ্তবয়স্ক বিড়ালকে কী প্যাকেটজাত ক্যাট মিল্ক খাওয়ানো যাবে❓
উঃ না, প্রাপ্তবয়স্ক বিড়ালকে কোনো প্রকার দুধই খাওয়ানো যাবে না।

বিড়াল ছানা কী গরুর দুধ পান করতে পারবে❓
উঃ না, বিড়াল ছানা ল্যাকটোজ সহ্য করতে পারলেও গরুর দুধে থাকা ল্যাকটোজ সহ্য করতে পারবে না।

সব বিড়ালই কী গরুর দুধ হজম করতে পারে না❓
উঃ আমরা জানি জগতে সব কিছুরই ব্যতিক্রম থাকে। তেমনি কিছু বিড়াল এই ল্যাকটোজ হজম করতে পারে বা তাদের জন্মগতভাবেই সেই সক্ষমতা রয়েছে। তাই ক্ষেত্র বিশেষে কিছু বিড়ালের উপর কোনো প্রভাব পড়ে না। তাই বলে এটা ভাববেন না যে কিছু হবে না। এজন্য গরুর দুধটা পরিহার করাই ভালো।

অনেক মানুষের কমন একটি কথা, ❝সারা জীবন ধরে তো গরুর দুধই খাওয়ালাম। আমার বিড়ালের তো কিছুই হয় নি!❞ এক্ষেত্রে একটা সহজ উদাহরণ দেই। আমরা যে ফরমালিন খাচ্ছি বা খাবারের সাথে যে কেমিক্যাল গুলো আমাদের শরীরে প্রবেশ তার প্রভাব কী আমরা সাথে সাথে টের পাই? একটা সময় গিয়ে মারাত্মক ব্যাধি হিসেবে দেখা দেয়। আরেকটি উদাহরণ দেই। ধরুন, আপনি নিয়মিত সিগারেট গ্রহণ করেন। আপনি কী ১ দিনেই অসুস্থ হবেন? হবেন না। এটি দীর্ঘমেয়াদি ক্ষতি করে তারপর ধরা পড়বে ফুসফুস ক্যান্সারের মতো রোগ হয়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

গরুর দুধ না খাওয়ালে কীসের দুধ খাওয়াবো❓
উঃ বিড়াল প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার আর দুধ লাগে না। তাই দুধ খাওয়ানোর কোনো প্রয়োজনই নেই!

আশা করি আপনাদের সকল প্রশ্ন ও কনফিউশানের উত্তর দিতে পেরেছি। পুরো আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

✍️প্রত্যয় সাহা

এই ধরণী সবার🌸
24/12/2024

এই ধরণী সবার🌸

 #আর্জেন্ট_ফ্রি_এডপশন_পোস্টফোন :- +8801913932079একটি বিড়াল পাওয়া গিয়েছে গতকাল বিকালে কল্যানপুর,মিরপুর থেকে। দেখে বুঝা...
22/12/2024

#আর্জেন্ট_ফ্রি_এডপশন_পোস্ট
ফোন :- +8801913932079

একটি বিড়াল পাওয়া গিয়েছে গতকাল বিকালে কল্যানপুর,মিরপুর থেকে। দেখে বুঝা যাচ্ছে এটি কারোর পালিত ছিল। বাচ্চাটা খুবই প্লেফুল এবং লক্ষী। কোলে উঠে বসলে আর নামতে চায় না,অনেক আদরপ্রিয়। আমার বাসায় রাখা সম্ভব নয় কারণ আমার বাসায় একটি খরগোশ রয়েছে।

নাম - ফুসফুস (কাল থেকে এইনাম ধরে ডাকলে সারা দিচ্ছে হালকা একটু)
জেন্ডার - ছেলে
বয়স - আনুমানিক ২মাসের কম
ডায়েট - ভাত দিয়ে মাছ বা মাংস সেদ্ধ চারবেলা,ডিম সেদ্ধ,ক্যাটফুড,পানি(এগুলো সবই কাল থেকে সে খাচ্ছে)
পটি ট্রেইন্ড - হয়তো বা,সিউর নয় কারণ নতুন জায়গায় এসেছে তাই বুঝতে পারছেনা কোথায় কি করবে। বাট ওয়াশরুমে বেশ কবার নিজে থেকেই গিয়েছে।

যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন।
অবশ্যই এডপশন এর নিয়ম মেনে নিতে হবে। ভ্যাকসিন দিতে হবে,ডায়েট মেনে খাবার দিবেন। নিয়মিত আপডেট দিতে হবে। ভেটের কাছে রেগুলার রুটিন চেকাপ করাতে হবে। বাসা অবশ্যই ক্যাটপ্রুফ হতে হবে। শখ করে নিয়ে দুদিন পর শখ মিটে গেলে ফেলে দিবেন বা বাসায় এলাউ নয় এমন বলে বের করে দিবেন তারা যোগাযোগ করবেন না।

তার কাছে কোনো বিকল্প খাবার নেই। সে সার্ভাইভ করার জন্য যে খাবারটা তার খেতেই হয় তা একটু খেয়ে বাঁচতে চেয়েছিলো বলে তাকে এইভা...
20/12/2024

তার কাছে কোনো বিকল্প খাবার নেই। সে সার্ভাইভ করার জন্য যে খাবারটা তার খেতেই হয় তা একটু খেয়ে বাঁচতে চেয়েছিলো বলে তাকে এইভাবে হ*ত্যা করে তার লা*শ নিয়েও হিউমিলিয়েশন করলেন; অথচ আপনাদের কাছে বিকল্প থাকা সত্ত্বেও আপনারা মাছ মাংস নিজেরাও খান। শুধু আপনারাই থাকেন এই দুনিয়ায়,বাকিসব প্রাণিকে মে*রে ফেলেন...সর্বোচ্চ ক্ষমতা যেহেতু আছে। এই দুনিয়া তো শুধু আপনাদেরই তাই না?

চোখের জলে আমার গালটাই ভরে গেলো। রাগ সামলাতে না পেরে আমি কখন র‍্যাডিকাল হয়ে যাই আমি নিজেও জানিনা।

যাদের বাসায় বিড়াল পোষার অনুমতি নেই তাদের জন্য😐
07/12/2024

যাদের বাসায় বিড়াল পোষার অনুমতি নেই তাদের জন্য😐

এডপশন দেওয়া হবেGender - Female Age - 2.5 monthLocation - solimullah roadDo contact - 01601525928
02/12/2024

এডপশন দেওয়া হবে

Gender - Female
Age - 2.5 month
Location - solimullah road
Do contact - 01601525928

তোমার খবর দিও মা,কে আমি আর বেচে নেই। আমি বড্ড ভালোবাসাতাম তাদের - আমার যে আর ওরা ছাড়া কেউ ছিলো না এ পৃথিবীতে।  সেই ছোট থ...
02/12/2024

তোমার খবর দিও
মা,কে আমি আর বেচে নেই।
আমি বড্ড ভালোবাসাতাম তাদের - আমার যে আর ওরা ছাড়া কেউ ছিলো না এ পৃথিবীতে। সেই ছোট থেকে আমায় লালনপালন করে বাচিয়েছে তারা। ওরা যদি না থকতো তবে হয় বেঁচেও থাকতাম না আমি।
আমার চোখের আড়াল করতো না যে। কিছুক্ষন না দেখলেই খুঁজে বাড়ি মাথায় তুলতো। আমার কিছু হলেই ডাক্তার এর কাছে ছুটতো। একদিন না খেলে চিন্তিত হয়ে পরতো, আমায় কোন কিছু,র অভাব দেয় নি তারা। সব সময় আগলে রেখেছে।
তবে একটাই অভিযোগ হে খোদা- পৃথিবীতে প্রতিটা মানুষ যদি একই রকম হতো তবে পৃথিবীটা কতোই না সুন্দর হতো।
তোমার - মিমি
(ছবি টা- গ্রাফিকস কন্টেন্ট।
তবে ঘটনা টা মিমি(একটি পোষা বেড়াল), আলোকে তুলে ধরা হয়েছে।)

ক্যাট'স মমদের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করে বানানো।  বলেন পছন্দ হয়েছে কিনা?🤷🏻‍♀🤭
17/11/2024

ক্যাট'স মমদের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করে বানানো। বলেন পছন্দ হয়েছে কিনা?🤷🏻‍♀🤭

👉Toxic Human
16/11/2024

👉Toxic Human

14/11/2024

এখনো পর্যন্ত ১০০টাকা ফান্ড ও আসেনি,,যেখানে ৬০০০টাকা প্রয়োজন!😓
দয়া করে সবাই সাহায্য করুন,,পোস্টটি শেয়ার করে হলেও সাহায্য করুন 🙏🙏

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cat Welfare Society Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cat Welfare Society Of Bangladesh:

Videos

Share