Cats of Bangladesh - COB

Cats of Bangladesh - COB Cats of Bangladesh is the online based platform where we try to help all pet owners.Please take care

People can go abroad spending thousands of money, but do not have the heart to keep their cat at the foster care by spen...
15/01/2025

People can go abroad spending thousands of money, but do not have the heart to keep their cat at the foster care by spending just 3 to 4K a month.

ছোটলোকের দল।

Please give this baby a home if you can. Post link : https://www.facebook.com/share/p/1HEfjGdbVz/?mibextid=wwXIfr

12/01/2025

জরুরী হেল্প পোস্ট-( on behalf post) লোকেশন,আগারগাও,আমতলা,নুর মসজিদের পাশে।এই কুকুরটির ক্যন্সার ছিল,ক্যন্সার ভাল-র পথে,, বাচ্চা সব মারা গেছে গাড়ী চাপায় ২ মাস আগে। যখন বাচ্চা থাকে তখন নতুন কাউকে দেখলেই কামড়ায়, 20/25
জনকে কামড়িয়েছে। এই কুকুরকে এক মহিলা দুইবার বিষ দিয়ে মায়ার চেষ্টা করেছ। এইবার যদি আবার বাচ্চা হয় লোকদের কামড়াতে যাবে, আর কামড়ালেই ওকে এইবার বাচতে দিবে না এলাকার লোক। তাই ওকে বন্ধ্যা করা জরুরি। সবাই সহায়তা করুন ওকে বন্ধ্যা করতে।
Dhaka pet care spaying charge 2500
Transport 800-1000

Bkash - 01788765401

  postএকটা কথা শেয়ার করতে ইচ্ছা করতেছে, কারণ দেখে মনে হলো, দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। আমাদের বিল্ডিংয়ের আশেপাশে এক...
11/01/2025

post
একটা কথা শেয়ার করতে ইচ্ছা করতেছে, কারণ দেখে মনে হলো, দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। আমাদের বিল্ডিংয়ের আশেপাশে একটা বিড়াল আছে, অনেক কষ্ট করে চলে। শীতকালে অবস্থা আরও খারাপ হয়ে যায়। আগে অনেকেই ওকে খাওয়াতো, কিন্তু একসময় সবাই বন্ধ করে দিল। তখন আমি খাওয়ানো শুরু করলাম। ও আমার দরজার শু র‍্যাকে ঘুমাতো, আমি গরম একটা কাপড় দিয়ে দিয়েছিলাম যাতে আরামে থাকতে পারে।

কয়েকদিন ধরে দেখি, সে আর নিয়মিত আসছে না। পরে বাইরে গিয়ে দেখি, আমাদের নিচতলার প্রতিবেশী একটা সুন্দর ক্যাট হাউস বানিয়ে দিয়েছে ওর জন্য। শুনলাম, ওনারা এখন ওকে নিয়মিত খাওয়াচ্ছে আর দেখাশোনা করছে। দেখে খুব ভালো লাগল।

মানুষ এখনও এতটা ভালো, এটা ভাবতেই মন ভালো হয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে বড় কিছু। ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়, এটা একটা প্রমাণ

06/01/2025

বাচ্চাটার cancer
chemotherapy দিতে হবে ১২ সপ্তাহ (approx.)
ও আমার বাসা থেকে একটু দূরে
তাউ আমি তাকে প্রতিদিন খাবার দিয়ে সুস্থ রাখার চেষ্টা করব।
একজন অকে এসে এসে chemotherapy দিয়ে যাবে তার transport প্লাস medicine cost টা প্রয়োজন।
transport plus medicine = around 2200-2300 হলেই হয়ে যাবে।
বিকাশ - 01788765401
**আমার হাতে আরও বেশ কিছু অসুস্থ কুকুরের কেস থাকায় extra কেস manage করা খুব difficult তাই বাধ্য হয়েই পোস্ট করা***

কুকুর বিড়ালের মাংস ভাগ্যিস বাংলাদেশের মানুষ বেশীরভাগ খায়না। তবে মাছ, মুরগীতো খায়। বুড়িগঙ্গা নদীতে এই যে সাকার ফিশগুলো ছি...
04/01/2025

কুকুর বিড়ালের মাংস ভাগ্যিস বাংলাদেশের মানুষ বেশীরভাগ খায়না। তবে মাছ, মুরগীতো খায়। বুড়িগঙ্গা নদীতে এই যে সাকার ফিশগুলো ছিল তা টনে টনে তুলে নিয়ে গিয়ে সাপ্লাই দেয়া হয়েছে কুকুর বিড়ালের রেডি ফিড, ফিশ মিল আর পোল্ট্রি সেক্টরে ফিডের প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে। এগুলাতে বিপদজনক মাত্রায় হেভি মেটাল ছিল।

কুকুর বিড়ালের কিডনি রোগ আর ক্যান্সার হয়ে মারা গেলে ব্যাপারটা দুঃখজনকতো হবেই।সব কিছুর উৎস ঐ বুড়িগঙ্গার পানি আর তার ভেতরে বড় হওয়া সাকার ফিশ।

সংগৃহীত

please 🙏🙏🙏🙏Be kind 🙏🙏🙏🙏🙏🙏(C)
31/12/2024

please 🙏🙏🙏🙏
Be kind 🙏🙏🙏🙏🙏🙏
(C)

29/12/2024

On behalf post-
কুকুর টা গাড়ি ধাক্কা খেয়েছে, রেস্কিউ প্রয়োজন
location - ibn sina hospital মাঠ এর সামনে
dhakesshori মন্দির এর পাশে
প্লিজ শেয়ার করে দিন
অকে বাচাতে খুব দ্রুত রেস্কিউ প্রয়োজন
ধন্যবাদ

25/12/2024

post
কেউ adopt করতে ইচ্ছুক হলে দয়া করে জানাবেন।
বাচ্চাটার সামনের দুই পা সাভাবিক না।
gender- most probably female
Food habit- কলিজা মুরগি ডিম দিয়ে খিচুড়ি করে দিলেও খায়, raw chicken ও খায়
age- 1 month 5-8 days almost
বার বার রাস্তায় চলে যাচ্ছে, যেকোন সময় আল্লাহ না করুক বিপদ হতে পারে,যাদের বাসায় কুকুর রাখার অবস্থা আছে দয়া করে অকে নিলে বিপদ থেকে বেচে যেত।

আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁক...
24/12/2024

আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁকে মারা যায়। কাউকে বলার ক্ষমতাও তার নেই।
'NEOMEC' কিংবা ('Ivermectin' গ্রুপের) যে কোন একটি ঔষধ ফার্মেসি থেকে কিনে মিষ্টি কিংবা রুটি অথবা যে কোন খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিন। দেখবেন কয়েক দিনেই সুস্থ হয়ে যাবে।
(ঔষধের গায়েই সব তথ্য পাবেন) (একটি সিগারেটের পেছনে দশ টাকা না নষ্ট করে চলুন একটি প্রাণীকে সুস্থ করে তুলি, এবং এতেই আনন্দ আরো বেশি)

#ছবি ও পোস্ট #সংগৃহীত

14/12/2024

Emergency
Can anyone rescue this dog
Location - shanta forum er shamne
Tejgoan
Ami informer er num share korbo kew parle

আমার যদি সামর্থ্য হতো আমিও রাস্তার সকল প্রাণীকে এমন করে খাবার দিতাম🥺🥺
10/12/2024

আমার যদি সামর্থ্য হতো আমিও রাস্তার সকল প্রাণীকে এমন করে খাবার দিতাম🥺🥺

কেউ কি help   করবেন?একটা গ্রুপে পেলামPost : কুকুর টা কে কেউ বাঁচান। হয়তো ওর মালিক এর অর আর প্রয়োজন নেই তাই এভাবে ফেলে ...
03/12/2024

কেউ কি help করবেন?
একটা গ্রুপে পেলাম

Post : কুকুর টা কে কেউ বাঁচান। হয়তো ওর মালিক এর অর আর প্রয়োজন নেই তাই এভাবে ফেলে গেছে। অফিস যাওয়ার পথে দেখলাম তাই কিছু করার ছিল না। লোকেশন বিজিবি ৫ নং গেইট। নূর মোহাম্মদ কলেজের সামনে। সময়: বেলা ১১:৩০ ।

এই লোক একটা animal abuserনিজের বিরাল আছে, না করে neuter,  না করে বাসা cat proof.. শিরি তে একটা male local stray বিরাল আস...
03/12/2024

এই লোক একটা animal abuser
নিজের বিরাল আছে, না করে neuter, না করে বাসা cat proof..
শিরি তে একটা male local stray বিরাল আসে
আমি খাওয়া দেই
উনি আর উনার বউ সিরির বিরালকে পিটায় তারায় দেয়।আমি আমার গেট এর সামনে দেই - তাও উনার চুল্কায়
উনার বউ ঝারু দিয়ে পিটায় একদিন আমি ফিরাইতসি।
আজকেও সিরির বিরালকে খেতে দিল না
কবে জানি আল্লাহ এদের রিজিক দুনিয়া থেকে উঠায় নেয়
কেউ আংরি react দিয়ে রিচ কমাবেন না প্লিজ।

পরিবেশ উপদেষ্টার জন্য অনেক শুভকামনা রইলো। কুকুরগুলোর এই অবস্থা করার জন্য।  আশা এর প্রতিদান তিনি পাবেন শীঘ্রই! প্রাণীর বদ...
01/12/2024

পরিবেশ উপদেষ্টার জন্য অনেক শুভকামনা রইলো। কুকুরগুলোর এই অবস্থা করার জন্য। আশা এর প্রতিদান তিনি পাবেন শীঘ্রই!

প্রাণীর বদদোয়া কাজে লাগুক। আমিন। ❤️

Congrats Japan garden authority 🎉     #জাপান_গার্ডেন_সিটি
25/11/2024

Congrats Japan garden authority 🎉
#জাপান_গার্ডেন_সিটি

অথচ জাপান পশ সিটি  এর সামনে দিয়ে যাওয়ার সময় মুতের গন্ধে পেট উল্টায় যায়
24/11/2024

অথচ জাপান পশ সিটি এর সামনে দিয়ে যাওয়ার সময় মুতের গন্ধে পেট উল্টায় যায়


অনেক মনযোগ দিয়ে লাইভ দেখার পর এইটাই বুঝলাম-🐕দেশ এখনো পরাধিন🐕এখনো পুলিশ এখনো পাত্তি খেয়ে চুপ থাকে🐕দেশে কোন বিচার নাইআরে ম...
23/11/2024

অনেক মনযোগ দিয়ে লাইভ দেখার পর এইটাই বুঝলাম-

🐕দেশ এখনো পরাধিন
🐕এখনো পুলিশ এখনো পাত্তি খেয়ে চুপ থাকে
🐕দেশে কোন বিচার নাই

আরে মানুষ মরলেই বিচার হয়না অদের জন্ন্যে বিচার কার কাছে চাইব।
অই কুকুর গুলার মদ্ধে প্রেগন্যান্ট কুকুর ছিল, অই বাসা গুলার মদ্ধে কি কোন প্রেগন্যান্ট মহিলা নাই? উনাকে কি কেউ বি*ষ* খাওয়াবে?

এই আপু গুলা কিভাবে ধৈরজ ধরে সহ্য করছে এদের যে কথা আর ব্যাবহার,!!!
আমি হলে গু মাখায় দিতাম এদের।
এই ৩ টার যে কথার ধরন এরা যেভাবে খাবার দিয়ে এমন করছে আল্লাহ যেন এদের রিজিকই উঠায় নেই সবাই বলেন আমিন🙏

জাপান গার্ডেন সিটি🇧🇩💔 ‼️
23/11/2024

জাপান গার্ডেন সিটি🇧🇩💔 ‼️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cats of Bangladesh - COB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category