03/04/2024
বিড়ালের স্পে করার আগে যা যা জানা প্রয়োজন-
১. স্পের দুই তিন সপ্তাহ আগে ভ্যাক্সিন ডিওয়ার্মিং করায় নিবেন। (তবে আগে থেকে ভ্যাক্সিন/ডিওয়ার্মিং করানো থাকলে প্রয়োজন নাই।) গায়ে উকুন/পোকা থাকলে তা দূর করে নিবেন। কারণ ব্যান্ডেজের ভেতর উকুন/পোকা কামড়ালে বিড়ালের কষ্ট হবে।
২. হিট থাকা অবস্থায় স্পে করবেন না।
৩. প্রেগন্যান্ট থাকা অবস্থায় স্পে করবেন না।
৪. অবশ্যই দক্ষ ভেটের কাছ থেকে স্পে করাবেন।
৫. স্পের ৭-৮ ঘন্টা আগে বিড়ালকে কিছু খেতে দিবেন না। পানিও না।
৬. স্পের পর (মানে জ্ঞান ফেরার পর) কয়েকঘন্টা বিড়ালকে কোনো খাবার দিবেন না। শুধু পানি দিতে পারেন। বমি করলে টেনশন করবেন না৷ এটা নরমাল।
৭. স্পে শেষে বাসায় ফেরার পথে ঘুমের মাঝেই বিড়াল অনেকখানি পেশাব করবে। তাই সাথে অনেকগুলো টিস্যু নিয়ে যাবেন। মোজার উপর দিয়ে বা ফাকফোকড় দিয়ে টিস্যু চেপে চেপে পেশাব মুছে শুকনো করে দিবেন। ভুলেও মোজা বা ব্যান্ডেজ খুলবেন না। টিস্যু/তোয়ালে দিয়ে চেপে যতটা সম্ভব শুকনো রাখবেন। ভিজা রাখবেন না।
৮. নির্ধারিত সময়ের আগে মোজা/ব্যান্ডেজ খুলবেন না৷ নির্ধারিত সময় পার হলে মোজা/ব্যান্ডেজ খুলবেন। বিড়াল বারবার সেলাই চাটতে চাইবে৷ তাই মোজা/ব্যান্ডিজ খোলার পর (সেলাই পুরাপুরি না শুকানো পর্যন্ত) "ই-কলার" পড়িয়ে রাখা উত্তম। আমি টানা দুই সপ্তাহ "ই-কলার" পড়িয়ে রেখেছিলাম।
৯. সেলাই পুরাপুরি না শুকানো পর্যন্ত বিড়াল যেন ভুলেও বাসার বাইরে না যায়। পি/পটি সব ঘরে করার ব্যবস্থা করে দিবেন। ওই কয়েকদিন পর্যাপ্ত মাছ মাংস খাওয়াবেন। প্রেসক্রিপশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে ওষুধ খাওয়াবেন। যেকোনো সমস্যা হলে সাথে সাথে ভেটকে ফোন দিবেন।
১০. দক্ষ ভেটের কাছ থেকে স্পে করালে এবং স্পের পর ঠিকমতো নিয়ম মানলে বিড়াল খুব দ্রুত সেরে ওঠে। সাধারণত এক-দুই সপ্তাহ (বড়জোর তিন সপ্তাহ) পার হলেই বিড়াল সম্পুর্ন সুস্থ হয়ে যায়, ইনশাআল্লাহ।
© Priyonti Priya
#স্পে