BD Cat Dog Society

BD Cat Dog Society যারা কুকুর বিড়াল ভালোবাসে তাদের সকলে?

বিড়ালের স্পে করার আগে যা যা জানা প্রয়োজন-১. স্পের দুই তিন সপ্তাহ আগে ভ্যাক্সিন ডিওয়ার্মিং করায় নিবেন। (তবে আগে থেকে ভ্যা...
03/04/2024

বিড়ালের স্পে করার আগে যা যা জানা প্রয়োজন-

১. স্পের দুই তিন সপ্তাহ আগে ভ্যাক্সিন ডিওয়ার্মিং করায় নিবেন। (তবে আগে থেকে ভ্যাক্সিন/ডিওয়ার্মিং করানো থাকলে প্রয়োজন নাই।) গায়ে উকুন/পোকা থাকলে তা দূর করে নিবেন। কারণ ব্যান্ডেজের ভেতর উকুন/পোকা কামড়ালে বিড়ালের কষ্ট হবে।

২. হিট থাকা অবস্থায় স্পে করবেন না।
৩. প্রেগন্যান্ট থাকা অবস্থায় স্পে করবেন না।
৪. অবশ্যই দক্ষ ভেটের কাছ থেকে স্পে করাবেন।

৫. স্পের ৭-৮ ঘন্টা আগে বিড়ালকে কিছু খেতে দিবেন না। পানিও না।

৬. স্পের পর (মানে জ্ঞান ফেরার পর) কয়েকঘন্টা বিড়ালকে কোনো খাবার দিবেন না। শুধু পানি দিতে পারেন। বমি করলে টেনশন করবেন না৷ এটা নরমাল।

৭. স্পে শেষে বাসায় ফেরার পথে ঘুমের মাঝেই বিড়াল অনেকখানি পেশাব করবে। তাই সাথে অনেকগুলো টিস্যু নিয়ে যাবেন। মোজার উপর দিয়ে বা ফাকফোকড় দিয়ে টিস্যু চেপে চেপে পেশাব মুছে শুকনো করে দিবেন। ভুলেও মোজা বা ব্যান্ডেজ খুলবেন না। টিস্যু/তোয়ালে দিয়ে চেপে যতটা সম্ভব শুকনো রাখবেন। ভিজা রাখবেন না।

৮. নির্ধারিত সময়ের আগে মোজা/ব্যান্ডেজ খুলবেন না৷ নির্ধারিত সময় পার হলে মোজা/ব্যান্ডেজ খুলবেন। বিড়াল বারবার সেলাই চাটতে চাইবে৷ তাই মোজা/ব্যান্ডিজ খোলার পর (সেলাই পুরাপুরি না শুকানো পর্যন্ত) "ই-কলার" পড়িয়ে রাখা উত্তম। আমি টানা দুই সপ্তাহ "ই-কলার" পড়িয়ে রেখেছিলাম।

৯. সেলাই পুরাপুরি না শুকানো পর্যন্ত বিড়াল যেন ভুলেও বাসার বাইরে না যায়। পি/পটি সব ঘরে করার ব্যবস্থা করে দিবেন। ওই কয়েকদিন পর্যাপ্ত মাছ মাংস খাওয়াবেন। প্রেসক্রিপশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে ওষুধ খাওয়াবেন। যেকোনো সমস্যা হলে সাথে সাথে ভেটকে ফোন দিবেন।

১০. দক্ষ ভেটের কাছ থেকে স্পে করালে এবং স্পের পর ঠিকমতো নিয়ম মানলে বিড়াল খুব দ্রুত সেরে ওঠে। সাধারণত এক-দুই সপ্তাহ (বড়জোর তিন সপ্তাহ) পার হলেই বিড়াল সম্পুর্ন সুস্থ হয়ে যায়, ইনশাআল্লাহ।

© Priyonti Priya

#স্পে

19/12/2023

গল্পের বইয়ের একাল-সেকাল...

আমি নাইন্টিজ কিড। স্কুলে থাকতে টিফিনের টাকা আর ফেরার পথের রিক্সাভাড়া জমিয়ে বই কিনতাম। বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ারে বই কিনেছি। মানে একদিনের টিফিনের টাকা আর রিক্সাভাড়া আমি দিতাম আরেকদিন সে দিতো। এভাবে অনেকদিন টাকা জমানোর পর বই কেনা হতো। মাত্র কয়েকটা টাকা হাতে নিয়ে লাইব্রেরীর এতো এতো বইয়ের মাঝে শুধু "একটা" বই বাছাই করা মানে নিজের অন্তরের সাথে যুদ্ধ করা। মাঝেমাঝে দোকানদারও বেশি বই বাছাই করতে দিতোনা কারণ আমাদেরকে দেখেই বুঝা যেতো একটার বেশি বই কেনার মুরোদ আমাদের নাই।

কিন্তু এখন! এখন তো পিডিএফের যুগ। চাইলেই সব পাওয়া যায়৷ (এগুলা আমাদের জন্য স্বপ্ন ছিলো। কখনো ভাবিনি এমন দিন আসবে - হাজার হাজার বই ফ্রিতে পড়তে পারবো) প্রথম যখন গল্পের বইয়ের ফ্রি পিডিএফ সাইট দেখেছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। যেন স্বর্গ পেয়ে গেছিলাম!!

মজার ব্যাপার হলো, পিডিএফের যুগ যখন এলো তখন আমি জবহোল্ডার। তাই বই কেনার আগে টাকার জন্য ভাবতে হয়না। অর্থাৎ ইবুক এবং পেপারবুক দুটোই এখন আমার হাতের নাগালে। কিন্তু যেটা নেই সেটা হলো "সময়"। হ্যা, আসলেই তাই। আগে একটা বই কয়েকঘন্টায় শেষ হয়ে যেতো। অথচ এখন একটা বই শেষ করতে কয়েকমাস পার হয়ে যায়। তাও সময় হয়না, শেষ করা হয়ে উঠেনা 😓

বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবী, ফারসী, হিব্রু তথা যে ভাষাতেই কথা বলেন না কেন, ভালোভাবে কথা বলেন। অন্যকে খোচা দিয়ে, অপমান ক...
21/02/2023

বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবী, ফারসী, হিব্রু তথা যে ভাষাতেই কথা বলেন না কেন, ভালোভাবে কথা বলেন। অন্যকে খোচা দিয়ে, অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, কষ্ট দিয়ে যারা কথা বলেন, তারা সেসব বলা বন্ধ করেন। আমাদের সবার মুখের ভাষা সুন্দর হোক- ভাষা দিবসে শুধু এটুকুই চাওয়া।

#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

14/12/2022

আজ বুদ্ধিজীবী হত্যা দিবস।
একাত্তরে ওরা বুদ্ধিজীবী হত্যা করেছিল আর আপনারা তৈরিই হতে দেন না। চিন্তার বিকাশ নেই, লেখার অবকাশ নেই, বলার অবকাশ তো নেইই। সকাল থেকে রাত পর্যন্ত অনলাইনে ট্রলের নামে চলে হেট্রেড প্র‍্যাকটিস। অফলাইনে আছে মুরুব্বি(?), সমাজ, মামলা, আইন, লোকে কি বলবে মার্কা জুজুর ভয়।

উন্নত বিশ্বের দেশগুলো যেখানে সময়ের সাথে এগিয়ে চলছে, আমরা সেখানে চিন্তার দিক দিয়ে উল্টো পথে চলছি। সময়ের সাথে পিছিয়ে থাকার উদ্যেশ্যে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক peer pressure সৃষ্টি করা হচ্ছে। অপজিট জেন্ডারের প্রতি কটাক্ষ করা এখন ভাত খাওয়ার মত দৈনন্দিন কাজ, যেকোনো সিরিয়াস বিষয়ে হাহা দেওয়া ফ্যাশন। কেউ সংস্কৃতি নিয়ে কথা বললে আপনাদের কাছে তা ধর্মের জন্য ক্ষতিকারক, কেউ ধর্ম নিয়ে কথা বললে তা সংস্কৃতির জন্য ক্ষতিকারক। আবার কেউ যদি আধুনিকতার কথা বলে সেটা তখন ধর্ম সংস্কৃতি উভয়ের জন্যই ক্ষতিকারক বলে আখ্যা দিয়ে দেন আপনারা। পুরানোকে আকড়ে ধরে নতুনকে মাথা তুলতে না দেওয়াই যেন আপনাদের পণ।

আজ বুদ্ধিজীবী হত্যা দিবস নয়; আজ বুদ্ধিজীবী বিলুপ্তি দিবস। & ট্রাস্ট মি, এটা কোনো ভালো কথা নয়।

সাধারনত বিড়াল গরমে স্বস্তি অনুভব করে। কিন্তুঅতিরিক্ত গরমে বিড়ালের যত্নে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। অতিরিক্ত গরমে হিটস্ট্র...
29/04/2022

সাধারনত বিড়াল গরমে স্বস্তি অনুভব করে। কিন্তুঅতিরিক্ত গরমে বিড়ালের যত্নে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়ে থাকে। আর তাই এ সময় বিড়ালের বাড়তি যত্নের প্রয়োজন হয়। গরমে বিড়ালের যত্নে নিম্মোক্ত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে।

☞ #খাওয়ার_পানিঃ পর্যাপ্ত পরিমান পরিষ্কার এবং ঠাণ্ডা পানি বিড়ালের খাওয়ার জন্য দিতে হবে। দিনে কয়েকবার পানি পরিবর্তন করে দিতে পারেন এবং বাসার ও বাগানের বিভিন্ন জায়গায় পানির পাত্র রাখতে পারেন যাতে বিড়াল ইচ্ছেমত পানি পান করতে পারে। প্রয়োজনুসারে, পানিতে বিভিন্ন স্ট্রেস রিলিফার, ভিটামিন মিক্সার, ইলেকট্রলাইট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
☞ #খাবারঃ গরমে বিড়ালকে টক দই,স্যালাইন,চিকেন স্টক খাবার গুলো দেওয়া উচিত।যাতে ওরা ডিহাইড্রেটেড না হয়।
☞ #বরফঃ বিড়ালের খাবারের পানিতে বরফের টুকরো মিশিয়ে দিতে পারেন। এতে পানি বেশিক্ষণ ঠাণ্ডা থাকবে।

☞ #ঘুমানোর_জায়গাঃ একটা তোয়ালে ফ্রিজে রাখুন, ঠাণ্ডা হলে বিড়ালের বিছানায় বিছিয়ে দিন। ঘর ঠাণ্ডা রাখার জন্য এয়ারকন্ডিশন, কুলার, ফ্যান ইত্যাদি চালান এবং বিড়ালকে সে ঘরে রাখুন। যদি উঁচু বিল্ডিং এ বসবাস করেন তাহলে জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই জানালায় নেট লাগিয়ে নিতে হবে।

☞ #গ্রুমিংঃ নিয়মিত বিড়ালের লোমগুলো আঁচড়িয়ে দিতে পারেন। যদি বিড়ালের অতিরিক্ত লোম থাকে তাহলে গ্রুমিং করে নিতে হবে। কোনোভাবেই Tick & Mite হতে দেওয়া যাবে না।

☞ #খেলাধুলাঃ গরমে বিড়ালকে খেলাধুলা কম করাতে হবে। উত্তেজিত হয়ে যায় এমন কোন খেলাধূলা করানো যাবে না।

☞ #বিশ্রামঃ বেশিরভাগ সময় বিড়ালকে বিশ্রামে রাখুন।

☞ #সূর্যের_তাপঃ বিড়ালকে সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। তাই বেশিরভাগ সময় বিড়ালকে ঘরে বা ঠান্ডা জায়গায় রাখতে হবে।

☞ #বয়স্ক_এবং_স্থূলকায়_বিড়ালঃ বয়স্ক এবং স্থূলকায় বিড়ালের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সুতরাং এদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

☞ #গরমে_হটাৎ_অসুস্থ_হয়ে_গেলেঃ একটি তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বিড়ালের শরীর ও মাথা মুছে দিতে হবে। যদিও বিড়াল এটা পছন্দ করে না। তবে এটি বিড়ালকে দ্রুত ঠাণ্ডা করতে পারবে।সর্বোপরি, বিড়ালের যে কোন সমস্যায় দ্রুত Vet এর সাথে যোগাযোগ করুন।

লিখেছেনঃ মহসীনা বুশরা আপু

#ছবিতে_গদু_পান্ডা
#মাশাআল্লাহ

বিড়ালের ভ্যাক্সিনের খরচঃযেকোনো ভালো ভেসে পেটের কাছ থেকে ভ্যাকসিন দেওয়াতে পারবেন। বিড়ালের ফুলকোর্স ভ্যাক্সিন সাধারণত ১৫০...
26/04/2022

বিড়ালের ভ্যাক্সিনের খরচঃ
যেকোনো ভালো ভেসে পেটের কাছ থেকে ভ্যাকসিন দেওয়াতে পারবেন। বিড়ালের ফুলকোর্স ভ্যাক্সিন সাধারণত ১৫০০ টাকা নেয়। একটা ইঞ্জেকশনেই র‍্যাবিস এবং ফ্লুয়ের টিকার কাজ হবে। বছরে ১ বার দিলেই হবে।

যদি ফুলকোর্স না দিয়ে আলাদা আলাদা ভ্যাক্সিন দিতে চান তাহলে ফ্লুর ভ্যাক্সিন সাধারণত ১২০০টাকা এবং র‍্যাবিস ভ্যাক্সিন সাধারণত ৩০০ টাকা নেয়। তবে আমি মনে করি একবারে ফুলকোর্স দেওয়াই উত্তম।

বিড়ালকে ভ্যাক্সিন দেওয়ার নিয়মঃ
১. বিড়ালের বয়স তিন মাস বা তার অধিক হতে হবে। তিনমাসের কম বয়সী বিড়ালকে ফুলকোর্স বা র‍্যাবিস ভ্যাক্সিন দেয়া যাবেনা। তবে ভেটের পরামর্শে শুধুমাত্র ফ্লুয়ের ভ্যাক্সিন আড়াইমাসে দিতে পারবেন।

২. বিড়ালটি অবশ্যই সুস্থ হতে হবে। অসুস্থ বিড়ালকে কখনো কোনো ভ্যাক্সিন দিবেন না। ভেট বললেও "না"।

৩. ভ্যাক্সিন দেওয়ার পর ডিওয়ার্মিং (কৃমিনাশক) খাওয়াতে হয়। যে ভেটের কাছ থেকে ভ্যাক্সিন দিবেন সেই ভেটের কাছ থেকেই বিড়ালের ওজন অনুযায়ী ডিওয়ার্মিং ট্যাবলেট নিয়ে নিবেন। কিভাবে এবং কতদিন পর ট্যাবলেট খাওয়াতে হবে সেটাও ভেটের কাছ থেকে শুনে নিবেন।

৪. সাধারণত ভ্যাক্সিনের কয়েকঘন্টা পরেই বিড়াল আগের মত খাওয়াদাওয়া খেলাধুলা শুরু করে।

৫. তবে, কিছু কিছু বিড়াল ভ্যাক্সিন দেওয়ার পর এক-দুইদিন একটু ক্লান্ত থাকতে পারে। এসময় তাকে নরমাল খাবারের পাশাপাশি চিকেন স্টক/ফিশ স্টক খাওয়াতে হবে। খেতে না চাইলে ড্রপার দিয়ে খাওয়াতে পারেন। কোনোভাবে যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

© Priyonti Priya

BD Cat Dog Society

প্রশ্নঃ বিড়ালের কামড়ানোর অভ্যাস দূর করতে কি করবো?উত্তরঃ বিড়াল শিকারি প্রাণী। ওরা টুকটাক আচড় কামড় দিবেই। এটা ওদের খেলা। আ...
26/04/2022

প্রশ্নঃ বিড়ালের কামড়ানোর অভ্যাস দূর করতে কি করবো?
উত্তরঃ বিড়াল শিকারি প্রাণী। ওরা টুকটাক আচড় কামড় দিবেই। এটা ওদের খেলা।
আপনি ওর খেলার সঙ্গী হিসাবে সমবয়সী আরেকটা বিড়াল নিয়ে আসেন। তাহলে ওরা সারাদিন নিজেরা নিজেরা লাফালাফি, দৌড়াদৌড়ি, কামড়াকামড়ি করে খেলতে খেলতে ক্লান্ত থাকবে। আপনাকে আর কামড়াবে না।

লিখেছেনঃ প্রিয়ন্তি প্রিয়া আপু
© BD Cat Dog Society

22/04/2022
ভিক্টিম ব্লেমিং (Victim Blaming)  অর্থাৎ অপরাধীকে দোষ না দিয়ে, যার সাথে অন্যায় হইছে তাকেই উল্টা দোষারোপ করা। যারা এধরণের...
16/04/2022

ভিক্টিম ব্লেমিং (Victim Blaming) অর্থাৎ অপরাধীকে দোষ না দিয়ে, যার সাথে অন্যায় হইছে তাকেই উল্টা দোষারোপ করা। যারা এধরণের কাজ করে তার ওই অপরাধীর চেয়েও বড় অপরাধী। এদের কারনেই অন্যায়কারীদের দুঃসাহস বেড়ে যায়, তারা বুক চিতিয়ে ঘুরে বেড়ায় এবং দ্বিগুন অপরাধ শুরু করে।
অপরাধীরা জানে, ভিক্টিম ব্লেমার-রা উল্টা ভিক্টিমকেই দোষ দিবে। ফলে ভিক্টিম আরো চুপসে যাবে, বেচারী প্রতিবাদ বা প্রতিরোধ কোনোটাই করার মুখ পাবেনা। ফলে অপরাধী বরাবরই অন্যায় করে বেচে যাবে, সম্মানিত হবে। একইসাথে ভিক্টিম আরো অসহায় হয়ে পড়বে, আরো বেশি অপমানিত হবে 😞

আল্লাহ তায়ালা ভিক্টিম ব্লেমারদের উদ্দেশ্যে বলেছেন- "অপরাধীর সাথে অপরাধের প্রশ্রয়দাতা দুনিয়া ও আখেরাতে সমান শাস্তির হকদার হবে।" তাই খামাখা অন্যের পাপের বোঝা বইবেন না। বলতে যদি হয়ই তাহলে অন্যায়ের বিপক্ষে বলেন। কারন ভিক্টিমের খুত খোজা আর অপরাধীর পক্ষে উকালতি করার মাঝে কোনো পার্থক্য নাই।

বিড়ালের কাটাছেড়া বা আচড়কামড়ের প্রাথমিক চিকিৎসা। বাসায় বিড়াল থাকলে প্রায়ই খেলাচ্ছলে বাসার লোকজনকে আচড় কামড় দেয়। একাধিক বি...
30/03/2022

বিড়ালের কাটাছেড়া বা আচড়কামড়ের প্রাথমিক চিকিৎসা। বাসায় বিড়াল থাকলে প্রায়ই খেলাচ্ছলে বাসার লোকজনকে আচড় কামড় দেয়। একাধিক বিড়াল থাকলে অনেকসময় নিজেরা নিজেরা মারামারি করে ইঞ্জিউরড হয়। তাই নিচের তিনটা মেডিসিন সবসময় ঘরে রাখবেন।
১. ভায়োডিন ১০% এর বোতল
২. ব্যাকট্রোসিন মলম
৩. নেবানল পাউডার

বিড়ালের গায়ে কোনো প্রকার কাটাছেড়া দেখা দিলে ভায়োডিন দিয়ে ধুয়ে ব্যাকট্রোসিন মলম লাগিয়ে দিতে হবে। এছাড়া বিড়াল যদি আপনাকে বা বাসার কাউকে আচড় কামড় দেয়, তাহলে সেই জায়গাটা ভায়োডিন দিয়ে ধুয়ে ব্যাকট্রোসিন মলম লাগিয়ে নিবেন।

*** বিড়াল নিজের গা চাটে। গায়ে দেওয়া মেডিসিন চেটে খেয়ে ফেললে বিড়াল অসুস্থ হয়ে যেতে পারে। তাই বিড়ালের গায়ে যেকোনো মেডিসিন দিলে বিড়ালকে (ছবির মত) ই-কলার পড়িয়ে দিতে হবে।

*** এছাড়া ওরস্যালাইন, রাইস স্যালাইন, ড্রপার/সিরিঞ্জ, ফ্রন্টলাইন স্প্রে ইত্যাদি ঘরে রাখার চেস্টা করবেন। এগুলা কখন কোনটা দরকার পড়ে বলা যায়না। প্রতিবছর একবার বিড়ালকে ভ্যাক্সিন দিবেন।

BD Cat Dog Society

17/01/2022

প্রসঙ্গঃ Cat Kneading....
ভিডিওতে দেখুন বিড়ালটা কেমন করছে। অনেকেই নিজের বিড়ালকে এমন করতে দেখে। এটাকে cat kneading বলা হয়। ছোটবেলায় মায়ের দুধ খাওয়ার সময় ওরা মায়ের গায়ে এভাবে মুখ দেয় এবং পা দিয়ে চাপ দেয়।

বড় হয়েও সাধারণত যখন এরা মাকে মিস করে তখন এরকম করে। অনেক বিড়াল নিজের মালিকের গায়ে কিংবা মালিকের জামাকাপড়ে এমন করে, কারন মালিককে ওরা নিজের মা মনে করে। এছাড়া যেকোনো জিনিস যেটা তার মা বিড়ালের দেহের সাথে মিলে (যেমন পশমী কম্বল) সেটার উপরেও এমন করে।

✔️✔️বিশেষজ্ঞদের মতে - এটা করা বিড়ালের মানসিক স্বাস্থ্যর জন্য ভালো। এভাবে ওদের স্ট্রেস রিলিফ হয় এবং ওরা একধরনের প্রশান্তি অনুভব করে। তাই kneading করার সময় বিড়ালকে বাধা দিবেন না কিংবা ডিস্টার্ব করবেন না।

এ বিষয়ে আরো জানতে "cat kneading" লিখে গুগলে সার্চ দিতে পারেন।

বিড়ালকে ভ্যাক্সিন দেওয়ার নিয়মঃ ১. বিড়ালের বয়স তিন মাস বা তার অধিক হতে হবে। তিনমাসের কম বয়সী বিড়ালকে ভ্যাক্সিন দেয়া যাবেন...
11/12/2021

বিড়ালকে ভ্যাক্সিন দেওয়ার নিয়মঃ
১. বিড়ালের বয়স তিন মাস বা তার অধিক হতে হবে। তিনমাসের কম বয়সী বিড়ালকে ভ্যাক্সিন দেয়া যাবেনা।

২. বিড়ালটি অবশ্যই সুস্থ হতে হবে। অসুস্থ বিড়ালকে ভ্যাক্সিন দিবেন না। ভেট বললেও "না"।

৩. ভ্যাক্সিন দেওয়ার পর ডিওয়ার্মিং (কৃমিনাশক) খাওয়াতে হয়। যে ভেটের কাছ থেকে ভ্যাক্সিন দিবেন সেই ভেটের কাছ থেকেই বিড়ালের ওজন অনুযায়ী ডিওয়ার্মিং ট্যাবলেট নিয়ে নিবেন। কিভাবে এবং কতদিন পর ট্যাবলেট খাওয়াতে হবে সেটাও ভেটের কাছ থেকে শুনে নিবেন।

৪. সাধারণত ভ্যাক্সিনের কয়েকঘন্টা পরেই বিড়াল আগের মত খাওয়াদাওয়া খেলাধুলা শুরু করে।

৫. তবে, কিছু কিছু বিড়াল ভ্যাক্সিন দেওয়ার পর এক-দুইদিন একটু ক্লান্ত থাকতে পারে। এসময় তাকে নরমাল খাবারের পাশাপাশি চিকেন স্টক/ফিশ স্টক খাওয়াতে হবে। খেতে না চাইলে ড্রপার দিয়ে খাওয়াতে পারেন। কোনোভাবে যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

© Priyonti Priya আপু

Join our group: BD Cat Dog Society

17/11/2021

প্রসঙ্গঃ #অনলাইন_ভেট
যদি আশেপাশে Pet Vet না থাকে কি করবেন---
১) অনলাইন ভেট এখন অহরহ। বিশ্বস্ত কাউকে কানেক্ট করবেন। এরপর নিজে টেম্পারেচার নেয়া শিখবেন। (সামনাসামনি অথবা ইউটিউব দেখে শিখতে পারেন) এতটুকু পারলেই ৩০% কেস মেকাপ হবে।

২) কাটাছেঁড়া, এক্সিডেন্ট এই কেসগুলোতে আপনার উপজেলা প্রাণিহাসপাতালের যে ড্রেসার,ওয়ার্ড বয়/ প্রাথমিক চিকিৎসা পারে এমন কাউকে আনবেন এবং অনলাইন ভেটের ইনস্ট্রাকশন অনুযায়ী যা যা করতে বলা হয় সে করবে।

৩) ক্রিটিকাল কেস/সার্জারির জন্য আপনাকে অবশ্যই মুভ করে ভেট /ক্লিনিক ভিজিট করতে হবে।

★ মানুষের কিছু হলে উন্নত চিকিৎসার জন্য নিজ সদর উপজেলা থেকে, জেলা,বিভাগ, ঢাকা,ইন্ডিয়া,থাইল্যান্ড পর্যন্ত চলে যায়। কিন্তু কিছু ব্যতিক্রম ছাড়া অনেক প্রাণি অভিভাবক ই এখন বিছানায় শুয়ে শুয়ে পোষা প্রাণির চিকিৎসা করায়ে সুস্থ করাতে চায়।
অনেকেই অনলাইন ভেটের বিকাশ পেমেন্টের কথা শোনে তখন খোজে ফ্রি ট্রিটমেন্ট। ফ্রি খুজতে খুজতে বিড়াল মরে যায়।

★ দয়া করে বিড়াল অসুস্থ হলে অবহেলা করবেন না। বিড়ালকে ভেটের কাছে নিয়ে যান। ভেট না থাকলে অনলাইন ভেটের পরামর্শ নিন। কিংবা যেখানে ভেট বসে (দূরে হলেও) সেখানে নিয়ে যান।

❓প্রশ্নঃ বিড়ালের নখ কিভাবে কাটবেন? ✔️উত্তরঃ বিড়ালের নখ কাটার নিয়ম- ১. প্রথমে বিড়ালের থাবার নিচের গোলাপি মাংসে হালকা চাপ ...
20/09/2021

❓প্রশ্নঃ বিড়ালের নখ কিভাবে কাটবেন?
✔️উত্তরঃ বিড়ালের নখ কাটার নিয়ম-

১. প্রথমে বিড়ালের থাবার নিচের গোলাপি মাংসে হালকা চাপ দিবেন। তাহলে ওর পুরা নখ বের হবে। তখন দেখবেন নখের আগার অংশটুকু সাদা আর মাঝখান থেকে গোড়া পর্যন্ত নখের রঙ হালকা গোলাপি।

২. নিচের ছবির মত আপনি শুধু ওর নখের সাদা আগাটুকু কাটবেন। এরচেয়ে বেশি কাটলে রক্ত বের হবে।

৩. নখ কাটার জন্য নরমাল নেলকাটার ইউজ করলেই হবে। এগ্রেসিভ অবস্থায় বিড়ালের নখ কাটতে যাবেন না। নখ কাটার আগে অবশ্যই বিড়ালকে শান্ত করে নিবেন। চাইলে ঘুমের মাঝে কেটে দিতে পারেন।

৪. শুধু সামনের দুই পায়ের নখ কাটলেই এনাফ। কারন খামচি দেয় সামনের দুইপা দিয়ে। ওরা পিছনের পা দিয়ে খামচি দেয়না। তাছাড়া লাফ দেওয়ার সময় ওরা পিছনের পায়ে ব্যালেন্স করে। তাই পিছনের দুই পায়ে নখ রাখবেন।

৫. মোস্ট ইম্পর্ট্যান্টঃ নখ কাটা বিড়ালকে কখনো বাসার বাইরে যেতে দিবেন না। কারন বাইরের কোনো কুকুরবিড়াল ওকে আক্রমণ করলে তখন সে নিজেকে বাচাতে পারবেনা। তাই নখ কাটা বিড়াল সবসময় বাসায় রাখবেন।

৬. এছাড়া How to trim cat's nail লিখে গুগল বা ইউটিউবে সার্চ দিলে নখ কাটার নিয়ম সংক্রান্ত অনেক ভিডিও পাবেন।

‼️ এই লেখাটি BD Cat Dog Society পেজের নিজস্ব লেখা। দয়া করে কেউ চুরি করে নিজের নামে চালিয়ে দিবেন না। লেখাটি শেয়ার করুন। কপি করতে চাইলে অবশ্যই ক্রেডিট বা কালেক্টেডে BD Cat Dog Society নামটি লিখে দিবেন।

গ্রুপ BD Cat Dog Society
পেজ BD Cat Dog Society

যখন কোনো পশু-পাখি আপনার কাছে আসে, সে খাবারের জন্যই আসে। তাকে এড়িয়ে যাবেন না, তাড়িয়েও দেবেন না। সে আপনার কাছে এসেছে যেন আ...
16/08/2021

যখন কোনো পশু-পাখি আপনার কাছে আসে, সে খাবারের জন্যই আসে। তাকে এড়িয়ে যাবেন না, তাড়িয়েও দেবেন না। সে আপনার কাছে এসেছে যেন আপনার গুনাহগুলো ঝড়ে পড়ে।
আল্লাহর রাসূল (ﷺ) একটি গল্প বলেছেন। গল্পটা অনেকটা এরকম:
একবার এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে ভীষণ পিপাসা লেগে যায় তার। কিছু দূর যেতেই একটি কূপ চোখে পড়ল। লোকটা দেরি করল না, কূপে নেমে পড়ল এবং পানি পান করে উঠে এলো। ওপরে এসে দেখে একটা কুকুর হাঁপাচ্ছে। অত্যন্ত পিপাসার কারণে সেই কাদা-পানিই চাটছে। লোকটি মনে মনে ভাবল, এ কুকুর পিপাসায় যে কষ্টটা পাচ্ছে, কিছুক্ষণ আগে আমারও তো তা-ই হচ্ছিল। তখন সে আবার কূপে নামল এবং তার মোজার মধ্যে পানি ভরল। তারপর মুখ দিয়ে তা (কামড়ে) ধরে ওপরে উঠে এলো এবং কুকুরকে পানি পান করাল। আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন।
মন্ত্রমুগ্ধ হয়ে গল্পটা শুনলেন সাহাবীগণ। একজন জিজ্ঞেস করলেন, 'আল্লাহর রাসূল! জীব-জন্তুর (প্রতি দয়া প্রদর্শনের) জন্যও কি আমাদের পুরস্কার আছে?' নবীজি শুধালেন, 'হ্যাঁ, প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীদের জন্যই প্রতিদান আছে।'
হাদীসের সূত্র: সহীহ বুখারী, হাদীস নং ৬০০৯

Collected

15/08/2021
Cat Tail Language
19/07/2021

Cat Tail Language

11/07/2021
ল্যাপটপের উপর ঘুমিয়ে গেছে৷ আমি এখন কিভাবে কাজ করব? 🤔
28/06/2021

ল্যাপটপের উপর ঘুমিয়ে গেছে৷ আমি এখন কিভাবে কাজ করব? 🤔

23/06/2021

রিজিক কী?
রিজিক অর্থ জীবনোপকরণ বা বেচে থাকার উপকরণ।

রিজিকের সাধারণ স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ ।

সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।

সর্বোত্তম স্তরঃ নীতিবান স্বামী/স্ত্রী ও আলোকিত সন্তান।

পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।

আপন পুরো জীবনে কত টাকা আয় করবেন সেটা লিখিত, কে আপনার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবেন সেটা লিখিত।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।

ধরেন এটা লিখিত যে আপনি সারাজীবনে ১ কোটি টাকা ভোগ করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।

তবে সেটা আপনি হালাল উপায়ে ভোগ করবেন নাকি হারাম উপায়ে ভোগ করবেন সেই সিদ্ধান্ত আপনার।

আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ্‌ তায়ালার কাছে চান তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি ভোগ করে আপনি মারা যাবেন, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

আপনি যে ফলটি আজকে ঢাকা বসে খাচ্ছেন, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আপনার কাছে পৌঁছাবে।

এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আপনার রিজিকে লিখিত। যতক্ষণ না আপনি খাচ্ছেন ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আপনি মারা যেতে পারতেন। কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আপনি এই ফলটি না খেয়ে মারা যাবেন না।

একইভাবে, কে আপনার জীবনসঙ্গী হবে বা কে আপনার সন্তান হবে সেটাও লিখিত। তবে নিজের জীবনসঙ্গীর সুখদুঃখে আপনি কতটুকু পাশে থাকবেন - সেটা সম্পুর্ন আপনার এখতিয়ার। আপনার সন্তানের সাথে আপনি কতটা ন্যায় করবেন সেটা আপনার হাতে। এসব ক্ষেত্রে অন্যায় করলে সেটার দায়ভার আপনাকেই নিতে হবে।

রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আপনার বাসায় আসছে, সে আসলে আপনার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আপনার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।

আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।

আমরা হালাল না হারাম উপায়ে খাবো সেটা
আমাদেরই সিদ্ধান্ত।

আল্লাহ্‌ তায়ালা আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন এবং হারামকে পরিহার করার তৌফিক দান করুন আমীন।

[সংগৃহীত ]

12/06/2021

মায়ের সাথে কানে কানে কথা বলি 😍BD Cat Dog Society
07/06/2021

মায়ের সাথে কানে কানে কথা বলি 😍
BD Cat Dog Society

Show your creativity 😄
02/06/2021

Show your creativity 😄

02/06/2021

জেনে নিনঃ মানুষের বয়সের তুলনায় আপনার বিড়ালের বয়স কত?

Newborn বা ছোট্ট বিড়ালছানাকে Toilet করানোর নিয়মএকদম ছোট বাচ্চা একা একা পেশাব পায়খানা করতে পারে না । মা বিড়াল জিহবা দিয়ে ...
28/05/2021

Newborn বা ছোট্ট বিড়ালছানাকে Toilet করানোর নিয়ম
একদম ছোট বাচ্চা একা একা পেশাব পায়খানা করতে পারে না । মা বিড়াল জিহবা দিয়ে বাচ্চাদের পেটে ও মলদ্বার(a**s) এর আশেপাশে চাটে যা তাদের পেশাব পায়খানা করতে সাহায্য করে। তাই প্রতিবার খাওয়ানোর পর তাকে পেশাব (P*e) করাতে হবে। একটি নরম কাপড় অথবা তুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে তার তলপেট থেকে a**s পর্যন্ত অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত (ছবির মত করে) মুছতে হবে এবং হালকা চাপ দিতে হবে। এভাবে ২-৩বার মুছে দিলে বিড়াল P*e করবে। সবটা করা পর্যন্ত আলতো করে ঘষতে থাকবেন। এভাবেই দিনে ১বার p**p করাতে হবে। এটাকে স্টিমুলেট দেয়া বলে।
এক মাস বয়স হলে ওরা নিজেরাই টয়লেট করতে পারে। তবে তার আগ পর্যন্ত প্রতিবার খাওয়ানোর পর ওদের টয়লেট করানো খুবই জরুরি। অন্যথায় পেশাব/পায়খানা আটকে বাচ্চা মারা যেতে পারে।
Source: https://www.pet.com.bd/orphan-kitten-care/

ঝড়ের সময় পোষাপ্রানীদের যত্নBD Cat Dog Society
23/05/2021

ঝড়ের সময় পোষাপ্রানীদের যত্ন
BD Cat Dog Society

❓প্রশ্নঃ বিড়ালের দাত কি মানুষের টুথব্রাশ দিয়ে মেজে দেওয়া যাবে?✔️উত্তরঃ হ্যা যাবে। অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশটা যেন মাইক্র...
23/05/2021

❓প্রশ্নঃ বিড়ালের দাত কি মানুষের টুথব্রাশ দিয়ে মেজে দেওয়া যাবে?
✔️উত্তরঃ হ্যা যাবে। অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশটা যেন মাইক্রোফাইবারের ও খুব নরম হয়। তবে ভুলেও মানুষের টুথপেষ্ট ইউজ করবেন না।
▪️বিড়ালদের জন্যে স্পেশালভাবে তৈরী পেস্ট ইউজ করতে পারেন। যেকোনো ভালো পেট শপ থেকে কিনতে পারবেন। পেস্টের গায়ে লেখা নিয়মাবলি অনুসরণ করবেন।
▪️কিংবা কোনোরকম পেস্ট ছাড়া ব্রাশটা জাস্ট পানিতে ভিজিয়েও মেজে দিতে পারেন।
▪️বড় বিড়ালের ক্ষেত্রে, ভায়োডিন ১০% সল্যুশনের একফোঁটা ৫-৭মিলি পানিতে মিশিয়ে সিরিঞ্জের সাহায্যে বিড়ালের মুখের ভেতরটা ওয়াশ করাতে পারেন সপ্তাহে একবার। এই পানি খেয়ে ফেললেও সমস্যা নেই। এটা মাউথওয়াশের মত কাজ করে।
▪️কিটেনদের দাত মাজার প্রয়োজন নাই।

লিখেছেন Umme Tazz Triaa আপু
BD Cat Dog Society

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Cat Dog Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All