27/08/2024
দুনিয়াতে পাপীকে বেশি করে নিয়ামত দেওয়া হয়—আখিরাতে তার শাস্তি বৃদ্ধির জন্য।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
إِذَا رَأَيْتَ اللَّهَ يُعْطِي الْعَبْدَ مِنْ الدُّنْيَا عَلَى مَعَاصِيهِ مَا يُحِبُّ فَإِنَّمَا هُوَ اسْتِدْرَاجٌ ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘‘যখন তুমি দেখবে, পাপাচার সত্ত্বেও আল্লাহ কোনো বান্দাকে দুনিয়াতে তার পছন্দের জিনিস দিয়ে দিচ্ছেন, তাহলে বুঝে নিও যে, এটি হলো, তাকে ধীরে ধীরে পাকড়াও করা!’’
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন—
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ
‘‘অতঃপর তারা যখন সেই উপদেশ ভুলে গেলো, যা তাদেরকে দেওয়া হয়েছিলো, তখন আমি তাদের সামনে সব কিছুর (উপভোগের বস্তুর) দ্বার উম্মুক্ত করে দিলাম। এমনকি, যখন তাদেরকে প্রদত্ত সামগ্রীর জন্য তারা খুব গর্বিত হয়ে পড়লো, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা হতভম্ব হয়ে গেলো।’’ [সুরা আন‘আম, আয়াত: ৪৪]
[ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১৬৮৬০; শায়খ আলবানি, সহিহুল জামি’: ৫৬১; হাদিসটি সহিহ]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—
سَنَسۡتَدۡرِجُہُمۡ مِّنۡ حَیۡثُ لَا یَعۡلَمُوۡنَ
‘‘অচিরেই আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাব পাকড়|ও করবো যে, তারা জানতেও পারবে না।’’ [সুরা কলম, আয়াত: ৪৪]
সালামাহ ইবনু দিনার (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পাপাচারে লিপ্ত অবস্থায় আল্লাহর দান (নিয়ামত) বেড়ে গেলে সতর্ক হয়ে যাও। এর মানে হলো, ঘুড়ির সুতোয় টান দেওয়ার সময় ঘনিয়ে এসেছে।’
সুতরাং সাবধান হয়ে যাওয়া জরুরি। কারণ মৃত্যুর ফেরেশতা কখনও সংবাদ দিয়ে আসে না। আমাদের অপ্রস্তুতি সত্ত্বেও তারা আমাদের রুহ নিয়ে চলে যাবে, একটুও সময় দেবে না।