For Pets Care Veterinary Clinic

For Pets Care Veterinary Clinic For pets care veterinary clinic Care For Paws is an animal welfare organization.We rehabilitate stray animals that have been neglected,abused or injured.

আপনার বিড়াল কে ফ্লু ভ্যাকসিন ছাড়াই মৃত্যুর মুখে ঠেলে  দিচ্ছেন না তো?শীতের সময় বিড়ালদের সবচেয়ে বেশি ফ্লু আক্রমণ করে।আর বি...
28/11/2023

আপনার বিড়াল কে ফ্লু ভ্যাকসিন ছাড়াই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন না তো?
শীতের সময় বিড়ালদের সবচেয়ে বেশি ফ্লু আক্রমণ করে।
আর বিড়ালের ফ্লু চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল,
এরপরেও বেশির ভাগ বাঁচানো সম্ভব হয় না।
Prevention is better than cure.
এখন বিড়ালের ভ্যাকসিন আপনার হাতের মুঠোয়।
আগামীকাল আমাদের ক্লিনিকে ফ্লু ভ্যাকসিনে ছাড় দেওয়া হচ্ছে।
তাই বিড়ালেদের কথা চিন্তা করে আমরা ভ্যাকসিনে ছাড় দিচ্ছি।
ফ্লু ভ্যাকসিন (Biofel)মাত্র ৯৯৯ টাকা।

বিড়ালের সুস্থতার জন্য অবশ্যই ফ্লু ভ্যাকসিনের জন্য বুকিং দিন।
Appointment নিতে কল করুন এই নাম্বারে : 01635817270, 01635817272
বি:দ্র: ভ্যাকসিনের ছাড় শুধু আগামীকাল (বুধবার) জন্যই থাকবে।

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩সি, জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন সুপার শপের গলিতে)
Google Map:
https://maps.app.goo.gl/HW51Dp6YtNKaZvaAA

আগামী বুধবার  অর্থাৎ ২৯-১১-২৩ইং তারিখে বিড়ালের শুধু ফ্লু ভ্যাকসিন পাচ্ছেন ৯৯৯টাকায়৷ (র‍্যাবিস সহ দিলে আলাদা চার্জ এড হবে...
27/11/2023

আগামী বুধবার অর্থাৎ ২৯-১১-২৩ইং তারিখে বিড়ালের শুধু ফ্লু ভ্যাকসিন পাচ্ছেন ৯৯৯টাকায়৷ (র‍্যাবিস সহ দিলে আলাদা চার্জ এড হবে) এবং কুকুরের পারভো ভ্যাকসিন ৯৯৯টাকায় পাবেন আমাদের ক্লিনিকে।

অফারটি শুধুমাত্র ২৯-১১-২৩ তারিখেই থাকবে।

এপয়েনমেন্ট নিতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা সরাসরি কল করুন: 01635-817270, 01635817272

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩সি জিগাতলা পোস্ট অফিস রোড, (স্বপ্ন সুপার শপের গলি), জিগাতলা ঢাকা।

জুম্মা মোবারকআজ বৃষ্টির দিনেও আমরা আপনাদের পশুপাখির পাশে আছি।আমাদের ক্লিনিক আজকে সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা  থা...
17/11/2023

জুম্মা মোবারক
আজ বৃষ্টির দিনেও আমরা আপনাদের পশুপাখির পাশে আছি।
আমাদের ক্লিনিক আজকে সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে।
শীত আসার পূর্বেই আপনার কুকুর-বিড়াল দের ভ্যাকসিন দিয়ে নিন।
Prevention is better than cure

For Pets Care Veterinary Clinic
68/3c Jigatola post office
Mob:01635817270,01635817272
Map:https://maps.app.goo.gl/fwzxQzkiFLvrTj1e8

আপনার বিড়ালটি যদি ভ্যাকসিন না দেওয়া থাকে সুস্থ থাকা অবস্থায় দ্রুত ভ্যাকসিন করিয়ে নিন।আমাদের ক্লিনিকে অনেকেই অসুস্থ হবার ...
16/11/2023

আপনার বিড়ালটি যদি ভ্যাকসিন না দেওয়া থাকে সুস্থ থাকা অবস্থায় দ্রুত ভ্যাকসিন করিয়ে নিন।

আমাদের ক্লিনিকে অনেকেই অসুস্থ হবার পর বিড়ালকে ভ্যাকসিন দিতে নিয়ে আসেন কিন্তু অসুস্থ অবস্থায় বিড়াল বা কুকুরকে ভ্যাকসিন দেয়া যায় না।

বিড়াল বা কুকুরের ভ্যাকসিনের জন্য আমাদের ক্লিনিকে নিয়ে আসুন। নিয়ে আসা সম্ভব না হলে অভিজ্ঞ এসিস্ট্যান্ট এর মাধ্যমে হোম সার্ভিস নিতে পারেন।

এপয়েনমেন্ট এর জন্য যোগাযোগ করুন পেইজের ইনবক্সে অথবা এই নাম্বারে 01635-817270, 01635817272

বিড়ালের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের vaccine রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা ওদের শরীরে antibodie...
06/11/2023

বিড়ালের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের vaccine রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা ওদের শরীরে antibodies তৈরি করে এবং রোগ-জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

Vaccine কেন দিতে হয়?

বিড়ালের কিছু মারাত্মক রোগ আছে যা হলে বিড়াল মারা যায় এমনকি তখন কোন ওষুধ কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে বিড়ালকে vaccine দিতে হয়, অসুস্থ অবস্থায় vaccine দিলে তা কাজ করেনা। বিড়ালের কিছু মারাত্মক রোগ যেমন:
1. Calicivirus (FCV) (cat flu /বিড়ালের জ্বর),
2. Feline Panleukopenia (FPV),
4. Feline herpesvirus infection.

শীতের মধ্যে ভ্যাকসিনের গুরুত্বের কথা ভেবে আমরা বিড়ালের ভ্যাকসিন এ ছাড় বিশেষ ছাড় দিচ্ছি।

আগামী শুক্রবার হতে রবিবার অর্থাৎ ১০-১১-২৩ ইং হইতে ১২-১১-২৩ইং পর্যন্ত

শুধু বিড়ালের ফ্লু ভ্যাকসিন (biofel PCH) মাত্র ৯৯৯ টাকায় দিতে পারবেন।
(র‍্যাবিস সহ দিলে আলাদা চার্জ এড হবে)

কুকুরের (Parvo Virus Vaccine ) মাত্র ৮৯৯ টাকায় দিতে পারবেন ।

চাইলে আমাদের ক্লিনিক থেকে আপনার বিড়াল বা কুকুরের ভ্যাকসিন করাতে পারেন অথবা ব্যস্ততার কারনে না আনতে পারলে হোম সার্ভিস নিতে পারেন।

এপয়েনমেন্ট নিতে কল করুন এই নাম্বারে : 01635817270, 01635817272
বি:দ্র: ভ্যাকসিনের ছাড় এই ৩দিনের জন্যই থাকবে।এই তিনদিনের মধ্যেই ভ্যাকসিন নিতে হবে।
৩দিনের পর কোন এডভান্স বুকিং হবে না।

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩সি, জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন সুপার শপের গলিতে)
Google Map:
https://maps.app.goo.gl/HW51Dp6YtNKaZvaAA

আপনার বিড়াল বা কুকুরটিকে ভ্যাকসিন করানো না থাকলে যত দ্রুত সম্ভব হয় ভ্যাকসিন করিয়ে দিন। শীতকাল বলতে গেলে চলে আসছে।  আমাদে...
31/10/2023

আপনার বিড়াল বা কুকুরটিকে ভ্যাকসিন করানো না থাকলে যত দ্রুত সম্ভব হয় ভ্যাকসিন করিয়ে দিন। শীতকাল বলতে গেলে চলে আসছে। আমাদের দেশে মুলতঃ শীতকালেই বিড়াল/ কুকুর ফ্লু তে আক্রান্ত হয়ে থাকে বেশি।
তাই দেরি না করে ভ্যাকসিন দিয়ে ফ্লু থেকে রক্ষা করুন।

আমাদের ক্লিনিকে বিড়াল এবং কুকুরের ভ্যাকসিন আছে। চাইলে সরাসরি ক্লিনিকে নিয়ে আসতে পারেন অথবা আমাদের অভিজ্ঞ এসিস্ট্যান্ট দ্বারা হোম সার্ভিস নিতে পারবেন ঢাকার যেকোনো স্থানে।

আমাদের ক্লিনিক সপ্তাহের ৭দিনই খোলা আছে।
ভ্যাকসিন এর পাশাপাশি আমাদের ক্লিনিক থেকে রেগুলার চেক আপ, স্পে, নিউটার, জেনারেল সার্জারি, গ্রুমিং সার্ভিস নিতে পারবেন।

এপয়েনমেন্ট এর জন্য আমাদের পেইজে অথবা কল করুন :0163817270, 01635817272

ঠিকানা: ৬৮/৩সি, জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন সুপার শপের গলি)

রোগ নির্নয়ের ক্ষেত্রে টেস্ট কিট বর্তমানে অনেক ভালো ভূমিকা রাখছে। ফ্লু ভাইরাস,  এফ আই পি, পারভো ভাইরাস সহ আরও অনেক রকম ভা...
11/10/2023

রোগ নির্নয়ের ক্ষেত্রে টেস্ট কিট বর্তমানে অনেক ভালো ভূমিকা রাখছে। ফ্লু ভাইরাস, এফ আই পি, পারভো ভাইরাস সহ আরও অনেক রকম ভাইরাস খুব সহজেই শনাক্ত করা যাচ্ছে।
আপনার পোষা বিড়াল / কুকুর অসুস্থ হলে দেরি না করে নিয়ে আসুন আমাদের ক্লিনিকে।
আমাদের ক্লিনিক সপ্তাহের ৭দিনই খোলা আছে।

সামনে যেহেতু শীতকাল তাই আপনার সুস্থ বিড়াল বা কুকুরটিকে অসুস্থ হবার পুর্বেই ভ্যাকসিন করিয়ে দিন। চাইলে আমাদের ক্লিনিক থেকে ভ্যাকসিন করাতে পারবেন। তাছাড়া অভিজ্ঞ প্যারাভেটের মাধ্যমে হোম সার্ভিস নিতে পারবেন ঢাকার যেকোনো জায়গায়।

এপয়েনমেন্ট নিতে যোগাযোগ করুন: 01635817270, 01635817272

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩, সি জিগাতলা পোস্ট অফিস রোড, (স্বপ্ন সুপার শপের গলি)

🐾 Protect Your Furry Friends! 🐾Is your beloved furball up-to-date on vaccinations? At For Pets Care Veterinary Clinic ,w...
06/10/2023

🐾 Protect Your Furry Friends! 🐾

Is your beloved furball up-to-date on vaccinations? At For Pets Care Veterinary Clinic ,we care deeply about the health and happiness of your pets.We're excited to announce that we have a fresh stock of Feline Panleukopenia Virus and Canine Parvovirus vaccines available now!

✨ Why Vaccinate? ✨

🐱 Feline Panleukopenia Virus (FPV) can be devastating to cats. Protect your feline family members from this highly contagious and potentially deadly disease.

🐶 Canine Parvovirus (CPV) is a severe threat to dogs, especially puppies. Ensure your canine companions are safeguarded against this dangerous illness.

💉 Our Promise to You 💉

👩‍⚕️ Our experienced veterinarians will administer the vaccines with care and expertise.

💊 We only use top-quality vaccines to guarantee the best protection for your pets.

🏥 Our clinic is a safe and welcoming space for both cats and dogs.
📅 Call us today to schedule an appointment and give your pets the protection they deserve. Don't wait – their health is our priority!

📞(01635817270,01635817270)
🏥 [68/3c Jigatola post office near sopno express]

Home service available for vaccination.

Let's keep your furry family members happy, healthy, and safe together! 🐕🐈

বিড়াল এবং কুকুরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের vaccine রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা ওদের শরীরে...
27/09/2023

বিড়াল এবং কুকুরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের vaccine রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা ওদের শরীরে antibodies তৈরি করে এবং রোগ-জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শুধুমাত্র বিড়ালের বা কুকুরের সুরক্ষার জন্য নয়, আপনার সুরক্ষার জন্য ও বিড়ালকে প্রতিবছর vaccine দেয়া উচিৎ।

Vaccine কেন দিতে হয়?

বিড়ালের কিছু মারাত্মক রোগ আছে যা হলে বিড়াল মারা যায় এমনকি তখন কোন ওষুধ কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে বিড়ালকে vaccine দিতে হয়, অসুস্থ অবস্থায় vaccine দিলে তা কাজ করেনা। বিড়ালের কিছু মারাত্মক রোগ যেমন:
1. Calicivirus (FCV) (cat flu /বিড়ালের জ্বর),
2. Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা),
3. Feline Panleukopenia (FPV),
4. Feline Chlamydophila.
5. rabies

কুকুরের যেসব মারাত্মক রোগ যেমন:
1. Rabies,
2. Distemper,
3. Hepatitis,
4. Parvovirus,
5. Parainfluenza,
6. Leptospira canicola,
7. Leptospira icterohaemorraghiae

এইগুলো হলে দেখা যায় খুব কম সংখ্যক বিড়াল /কুকুর সার্ভাইব করে। তাই সুস্থ থাকা অবস্থায় অবশ্যই ভ্যাকসিন দেয়া জরুরী। সামনে যেহেতু শীতকাল সেক্ষেত্রে ভাইরাস সংক্রমণের হার বেড়ে যায় তাই দেরি না করে আপনার পোষা প্রাণীটিকে ভ্যাকসিন দিয়ে দিন।

চাইলে আমাদের ক্লিনিক থেকে আপনার বিড়াল বা কুকুরের ভ্যাকসিন করাতে পারেন অথবা ব্যস্ততার কারনে না আনতে পারলে হোম সার্ভিস নিতে পারেন।

এপয়েনমেন্ট নিতে কল করুন এই নাম্বারে : 01635817270, 01635817272

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩সি, জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন সুপার শপের গলিতে)

23/09/2023

ফর পেটস কেয়ার ক্লিনিকে বিড়ালের ফুল গ্রুমিং পাচ্ছেন মাত্র ১৫০০টাকায়।

প্যাকেজে যা যা থাকছে:

➡️ফুল বডি ট্রিমিং
➡️নেইল ট্রিমিং
➡️ইয়ার ক্লিনিং
➡️মেডিকেটেট শাওয়ার
( শর্ত প্রযোজ্য)
এপয়েনমেন্ট এর জন্য কল করুন 01635817270, 01635817272 এই নাম্বারে অথবা পেইজে ইনবক্সে যোগাযোগ করুন।

সামনে শীতকাল! ফ্লু ভাইরাস মুলতঃ শীতকালেই বেশি হয়ে থাকে তাই শীত আসার পূর্বেই আপনার বিড়ালটি কে ভ্যাকসিন করিয়ে নিন।ভ্যাকসিন...
20/09/2023

সামনে শীতকাল! ফ্লু ভাইরাস মুলতঃ শীতকালেই বেশি হয়ে থাকে তাই শীত আসার পূর্বেই আপনার বিড়ালটি কে ভ্যাকসিন করিয়ে নিন।

ভ্যাকসিনের জন্য সরাসরি ক্লিনিকে নিয়ে আসুন অথবা চাইলে হোম সার্ভিস নিতে পারবেন।

তাছাড়া আমাদের ক্লিনিকে রেগুলার চেক আপ,বিড়াল এবং কুকুরের গ্রুমিং সার্ভিস এবং সকল ধরনের সার্জারী সহ আরও অনেক সেবা নিতে পারবেন।

এপয়েনমেন্ট এর জন্য পেইজের ইনবক্সে অথবা সরাসরি যোগাযোগ করুন : 01635817270, 01635817272

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩ সি, জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন সুপার শপের গলিতে)

ফর পেটস কেয়ার ক্লিনিকে বিড়ালের ফুল গ্রুমিং পাচ্ছেন মাত্র ১৫০০টাকায়।প্যাকেজে যা যা থাকছে:➡️ফুল বডি ট্রিমিং➡️নেইল ট্রিমিং ...
03/09/2023

ফর পেটস কেয়ার ক্লিনিকে বিড়ালের ফুল গ্রুমিং পাচ্ছেন মাত্র ১৫০০টাকায়।

প্যাকেজে যা যা থাকছে:

➡️ফুল বডি ট্রিমিং
➡️নেইল ট্রিমিং
➡️ইয়ার ক্লিনিং
➡️মেডিকেটেট শাওয়ার
( শর্ত প্রযোজ্য)
এপয়েনমেন্ট এর জন্য কল করুন 01635817270, 01635817272 এই নাম্বারে অথবা পেইজে ইনবক্সে যোগাযোগ করুন।

Cat vaccine Nobivac & Biofel PCHR are available @ For Pets Care Veterinary Clinic call for appointment: 01635817270, 016...
07/08/2023

Cat vaccine Nobivac & Biofel PCHR are available @ For Pets Care Veterinary Clinic

call for appointment: 01635817270, 01635817272 or inbox us.

Clinic address: 68/3c, jigatola post office road, Dhanmandi, Dhaka.
Home service available.

🔷🔷🔷নিয়োগ বিজ্ঞপ্তি 🔶🔶🔶ফর পেটস কেয়ার ভেটেরিনারি ক্লিনিকে একজন রিসিপশনিস্ট প্রয়োজন। 👉 পদের নাম : ভেটেরিনারি ক্লিনিক রিসিপশ...
04/08/2023

🔷🔷🔷নিয়োগ বিজ্ঞপ্তি 🔶🔶🔶

ফর পেটস কেয়ার ভেটেরিনারি ক্লিনিকে একজন রিসিপশনিস্ট প্রয়োজন।

👉 পদের নাম : ভেটেরিনারি ক্লিনিক রিসিপশনিস্ট।

👉 শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি, অনার্স

👉 কর্মস্থল : জিগাতলা, ঢাকা

🔷 দায়িত্বসমূহ:

১. ক্লিনিকের পেশেন্টদের বিল নেয়া

২. ক্লিনিকের কল গুলো রিসিভ করা, এপয়েনমেন্ট নেয়া

৩. মেডিসিনের যাবতীয় হিসাব রাখা

৪. সকলে সুরক্ষা বিধি মেনে ঠিকমতো কাজ করছে কি না তা খেয়াল রাখা।

🔶 সুবিধাসমূহ:

* মাসে ২দিন ছুটির ব্যবস্থা আছে।
* দুই ঈদে বোনাস দেওয়া হবে।

বেতন : আলোচনা সাপেক্ষে

🔷 প্রয়োজনীয় কাগজপত্র:

১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি।

২. জন্ম সনদ বা NID কার্ডের ফটোকপি।

৩. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আগ্রহী প্রার্থীরা CV ক্লিনিকের পেইজের ইনবক্সে অথবা [email protected] ই-মেইলে পাঠাতে পারেন।
চাইলে সরাসরি ক্লিনিকে এসে দিয়ে যেতে পারেন।

বিঃদ্রঃ অবশ্যই পশুপাখিপ্রেমী হতে হবে।

13/06/2023

ফর পেটস কেয়ার ক্লিনিকে বিড়ালের ফুল গ্রুমিং পাচ্ছেন মাত্র ১৫৯৯টাকায়।

প্যাকেজে যা যা থাকছে:

➡️ফুল বডি ট্রিমিং
➡️নেইল ট্রিমিং
➡️ইয়ার ক্লিনিং
➡️মেডিকেটেট শাওয়ার
( শর্ত প্রযোজ্য)
এপয়েনমেন্ট এর জন্য কল করুন 01635817270 এই নাম্বারে অথবা পেইজে ইনবক্সে যোগাযোগ করুন।

19/05/2023

Pet grooming is an important issue that needs to be addressed on a routine basis. If you are a cat or dog owner, and you are having difficulty with grooming your pet on your own, contact For pets Care Veterinary Clinic or call: 01635817270 to make an appointment with our veterinarian.

We are pleased to announce a job opening for the position of Veterinarian at For Pets Care Veterinary Clinic &  looking ...
08/05/2023

We are pleased to announce a job opening for the position of Veterinarian at For Pets Care Veterinary Clinic & looking for a skilled and dedicated veterinarian to join our team.

🔷🔷🔷Post : Veterinarian🔷🔷🔷

Salary Range: 40000 - 60,000 (commensurate with experience)

Duty Time: 10:00 AM to 8:00 PM

Location: 68/3c, Zigatola, Dhaka

Contact information : 01635817270

Number of vacancies: 02

🔶🔶🔶Job Description:🔶🔶🔶

1. Provide medical care and treatment to animals, including diagnosing and treating illnesses, performing surgeries, and prescribing medications.
2.Conduct routine check-ups and vaccinations for pets.
3. Maintain accurate medical records and communicate with pet owners regarding their pets' health conditions and treatment plans.
4.Collaborate with a team of veterinary professionals to ensure the highest standard of care.
5.Stay updated with the latest advancements in veterinary medicine and participate in continuing education programs.

💠💠💠Requirements:💠💠💠

1.Degree in Veterinary Medicine from an accredited institution.
2.Valid license to practice from Bangladesh Veterinary Council.
3.Strong passion for animal welfare and commitment to providing compassionate care.
4.Excellent diagnostic and surgical skills.
Ability to work effectively in a team and communicate with clients.

If you are enthusiastic about working with animals and possess the necessary qualifications, we would love to hear from you. We offer a supportive work environment, competitive salary, and opportunities for professional growth.

To apply, please send your resume and a cover letter to Email= [email protected] by 25.05.2023.

🔆 Please mention "Veterinarian Application" in the subject line of your email.

We appreciate all applications, but only shortlisted candidates will be contacted for an interview.
Thank you for considering this opportunity. We look forward to receiving your application.

কোন ভদ্র মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।এই রোজার মাসেও তাদের মনে এতো টা হিংস্রতা কিভাবে আসে ?আমার ধারণা যে যেভাবে একটা কুক...
27/03/2023

কোন ভদ্র মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।
এই রোজার মাসেও তাদের মনে এতো টা হিংস্রতা কিভাবে আসে ?
আমার ধারণা যে যেভাবে একটা কুকুর কে কোপ দিতে পারে সে মানুষ ও খুন করতে পারবে।

অনেক রক্তক্ষরণ হয়েছে।অন্য ক্লিনিকে নেওয়ার পর কোন কারণে ভেট সার্জারি করতে চায়নি।

যাইহোক আমাদের এখানে আসতে আসতে রক্তক্ষরণ আরো বেশি হয়ে গিয়েছিল।সিলাই দেওয়া হয়েছে।যেই রিকশাওয়ালা নিয়ে আসছিল উনার বাসাতেই রাখবে।
সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতারের সময় এই কুকুর কে চিকিৎসা দেওয়ার জন্য ধন্যবাদ ভেট শরীফ ভাই ,ভেট সাবিহা আপু আর Saimon Mahmud

পবিত্র শব-ই বরাত উপলক্ষে  আমাদের ক্লিনিকের সকল কার্যক্রম আগামীকাল দুপুর ২টা থেকে শুরু হবে।
07/03/2023

পবিত্র শব-ই বরাত উপলক্ষে আমাদের ক্লিনিকের সকল কার্যক্রম আগামীকাল দুপুর ২টা থেকে শুরু হবে।

নতুন বছর সবার জন্য উজ্জ্বল হয়ে উঠুক।নতুন আলোয়,নতুন আশায় সবাই কে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই।আমরা সবাই আতশবাজি থেক...
31/12/2022

নতুন বছর সবার জন্য উজ্জ্বল হয়ে উঠুক।
নতুন আলোয়,নতুন আশায়
সবাই কে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই।

আমরা সবাই আতশবাজি থেকে দূরে থাকি।

আতশবাজির শব্দ পশু-পাখিদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে।

আমরা অনেকেই জানি না আতশবাজিতে অনেক ধরণের Toxic chemical ব্যবহার করা হয়।

একটি আতশবাজিতে ৭৫% পটাশিয়াম নাইট্রেট, ১৫% চারকোল এবং ১০% পর্যন্ত সালফার থাকতে পারে। এগুলোর প্রত্যেকটিই পরিবেশের জন্য বেশ ক্ষতিকর

রসায়নবিদ ও পাইরো টেকনিস্ট গুনটার ক্লেইন-সমারের মতে, একটি আতশবাজিতে ৭৫% পটাশিয়াম নাইট্রেট, ১৫% চারকোল এবং ১০% পর্যন্ত সালফার থাকতে পারে। এগুলোর প্রত্যেকটিই পরিবেশের জন্য বেশ ক্ষতিকর।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, এই কণাগুলো ধাতুর লবণের সঙ্গে বিক্রিয়া করে শুধু যে ধোঁয়ার সৃষ্টি করে তা নয়, এর ফলে “গ্রিনহাউস” গ্যাস হিসেবে চিহ্নিত কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনযুক্ত গ্যাস তৈরি হয়।

যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর অন্যতম। এই গ্যাস এবং ধাতুযুক্ত কণাগুলো শ্বাস-প্রশ্বাসের সঙ্গে খুব দ্রুত ফুসফুস এবং রক্তে মিশে যেতে পারে। ফলস্বরূপ তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী শারীরিক প্রতিক্রিয়া ঘটতে পারে।আতশবাজিতে যেই ধোয়া টা হয় তা মানুষ,পশুপাখি এবং পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক।

অতিরক্ত শব্দ থেকে ভয়ে প্রাণীদের হার্ট আটক ও হতে পারে।

বিশেষ করে যাদের বাসায় খরগোশ বা পাখি আছে
উনাদের আরো সাবধানতা অবলম্বন করতে হবে।

এই সময় করণীয়:

*পোষা প্রাণী কে নিজের খুব কাছে রাখুন।
*ঘরের দরজা-জানালা বন্ধ রেখে পর্দা টেনে রাখুন।
*বাসায় কোনো soft music ছেড়ে রাখুন।

* যাদের বিড়াল /কুকুর বাহিরে যাওয়া আসা করে অবশ্যই বাসায় আটকে রাখুন।

নিজে আতশবাজি থেকে দূরে থাকুন এবং অন্যদের ও নিরুৎসাহিত করুন।

একটু ভাবুন এই শীতে অসহায় মানুষ একটি কম্বলের জন্য আর বোবা প্রাণী গুলো একটু ছালার জন্য কি পরিমান কষ্ট করে।

আতশবাজি না কিনে অসহায় হত দরিদ্র মানুষ আর বোবা প্রাণীদের সাহায্য করুন।

দেখবেন আতশবাজি ফোটানোর চেয়ে অনেক বেশি আনন্দ পাবেন।

আসুন আমরা আমাদের ক্ষনিকের আনন্দের জন্য কারো ক্ষতির কারণ নাহয়ে ভালো কিছু করার প্রত্যয়ে নতুন বছর কে স্বাগত জানাই।

04/11/2022

আমরা অনেকেই আছি সময় স্বল্পতার জন্য দেখা যায় বিড়ালের গ্রুমিং করার সময় বের করতে পারিনা বা ক্লিনিকে নিয়েও গ্রুমিং করাতে পারিনা।

নিয়মিত গ্রুমিং না করানোর কারনে দেখা যায় বিড়ালের নানাবিধ সমস্যা দেখা যায়।
কান পরিস্কার না করালে অনেক সময় কানে ear mites হয় যা বিড়ালের জন্য খুবই কস্টদায়ক। এর কারনে বিড়াল খাওয়াদাওয়া ছেড়ে দেয় এবং অসুস্থ হয়ে পড়ে।

আবার অনেক সময় দেখা যায় বাসায় ছোট বাচ্চা থাকলে খামচি বা আচড় লেগে যায়। তাই নিয়মিত নখ কাটাও জরুরী হোম ক্যাটের ক্ষেত্রে।

আবার লং কোটের বিড়ালের ক্ষেত্রে দেখা যায় পেছনের সাইডের পশম না কাটানোর ফলে দেখা যায় পটি লেগে থাকে তাই পেছনের সাইডের পশম সবসময় ছোট রাখা ভালো।

আমরা অনেকেই আছি যারা এইগুলো বাসায় একা করতে পারিনা তাই আপনারা চাইলে আমাদের ক্লিনিকে সরাসরি নিয়ে আসতে পারেন অথবা হোম সার্ভিসও নিতে পারবেন।

গ্রুমিং প্যাকেজে যা যা থাকছেঃ

* nail trimming
* ear cleaning
* full body flea spray massage
* backside trimming
এই প্যাকেজ চার্জ ১০০০টাকা

যদি হোম সার্ভিস নিতে চান সেক্ষেত্রে সার্ভিস চার্জ লোকেশন অনুযায়ী এড হবে।

শরীরে ঘা হওয়া কুকুরকে “Neomec” ট্যাবলেট খাইয়ে দিলেই সুস্থ হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।প্রকৃতপক্ষে, ব্যবহারবিধি না জেনে এই ...
18/08/2022

শরীরে ঘা হওয়া কুকুরকে “Neomec” ট্যাবলেট খাইয়ে দিলেই সুস্থ হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।

প্রকৃতপক্ষে, ব্যবহারবিধি না জেনে এই ওষুধ খাওয়ালে কুকুরের মৃত্যুও হতে পারে।

কার কি সমস্যা বলে ফেলো? ট্রিটমেন্ট করে দেই 😁
12/06/2022

কার কি সমস্যা বলে ফেলো? ট্রিটমেন্ট করে দেই 😁

হেলমেটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনার সময়ে তারা দুইজন
08/06/2022

হেলমেটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনার সময়ে তারা দুইজন

নিয়োগ বিজ্ঞপ্তিঃ কেয়ার ফর পজ ক্লিনিকে জরুরী ভিত্তিতে একজন স্টাফ প্রয়োজন! (ছেলে)শর্তঃ ক্লিনিকের যাবতীয় কাজ করার মানসিকতা ...
07/05/2022

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

কেয়ার ফর পজ ক্লিনিকে জরুরী ভিত্তিতে একজন স্টাফ প্রয়োজন! (ছেলে)

শর্তঃ ক্লিনিকের যাবতীয় কাজ করার মানসিকতা থাকতে হবে। এনিমেল লাভার হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ ssc/hsc

বেতনঃ আলোচনা সাপেক্ষে

আগ্রহীগনকে ক্লিনিকের পেইজে অথবা 01635817270, 01635817272 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

ঈদ মুবারাক!!!
03/05/2022

ঈদ মুবারাক!!!

02/05/2022

ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেয়ার ফর পজ ক্লিনিক ০৩.০৫.২০২২ থেকে ০৫.০৫.২০২২ পর্যন্ত বন্ধ থাকবে।

এই ঈদে অনেকেই আছেন যারা ঢাকার বাহিরে নিজেদের পোষা প্রাণীটিকে সাথে করে নিয়ে ইচ্ছুক, কিন্তু দেখা যায় বাসে বা ট্রেনে বা নদী...
20/04/2022

এই ঈদে অনেকেই আছেন যারা ঢাকার বাহিরে নিজেদের পোষা প্রাণীটিকে সাথে করে নিয়ে ইচ্ছুক, কিন্তু দেখা যায় বাসে বা ট্রেনে বা নদীপথে রিস্ক থাকায় অনেকেই নিতে পারেন না, আবার অনেকেই গাড়ি ভাড়া করতে গিয়ে যখন কুকুর বিড়ালের কথা শুনে রেন্ট-এ কারের লোকজন গাড়ি ভাড়া দিতে চান না। শুধুমাত্র এনিমেল লাভারদের কথা বিবেচনা করে আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি, যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার প্রাণীটিকে নিয়ে নিরাপদে গন্তব্যস্থলে যেতে পারবেন।

ঢাকার ভেতরে অথবা ঢাকার বাহিরে ট্রান্সপোর্ট সার্ভিস বুকিং এর বিষয়ে বিস্তারিত জানতে পেইজে যোগাযোগ করুন অথবা যোগাযোগ করুন নিচের দেয়া নাম্বারে
01635817270
01635817272

18/03/2022

আগামীকাল (১৯/০৩/২০২২ ) কেয়ার ফর প'জ ক্লিনিক দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে ।

এই গরমে আপনার পোষা কুকুর-বিড়ালকে গ্রূমিং এর  জন্য নিয়ে আসুন আমাদের কাছে।গ্রূমিং এর প্রতিটা কাজ খুব যত্নের সাথে করা হয়।Ca...
17/03/2022

এই গরমে আপনার পোষা কুকুর-বিড়ালকে গ্রূমিং এর জন্য নিয়ে আসুন আমাদের কাছে।

গ্রূমিং এর প্রতিটা কাজ খুব যত্নের সাথে করা হয়।

Care for paws.68/3c jigatola post office ,near sopno outlet
01635817270,01635817272
Clinic open 11am to 7pm

27/02/2022

এই গরমে আপনার পোষা কুকুর-বিড়ালকে গ্রূমিং এর জন্য নিয়ে আসুন আমাদের কাছে।

গ্রূমিং এর প্রতিটা কাজ খুব যত্নের সাথে করা হয়।

গ্রূমিং সার্ভিস ফুল প্যাকেজ
(পশম কাঁটা, নখ কাটা,কান পরিষ্কার,গোসল,
রেগুলার হেলথ চেকআপ)

Care for paws.68/3c jigatola post office ,near sopno outlet
01635817270,01635817272
Clinic open 11am to 7pm

আপনার বিড়াল এবং কুকুরকে সময়মতো ভ্যাক্সিন দিয়েছেন তো? শুধুমাত্র ভ্যাক্সিন না দেয়ার কারনে আপনার প্রিয় পোষ্যর হতে পারে মরনঘ...
21/02/2022

আপনার বিড়াল এবং কুকুরকে সময়মতো ভ্যাক্সিন দিয়েছেন তো?

শুধুমাত্র ভ্যাক্সিন না দেয়ার কারনে আপনার প্রিয় পোষ্যর হতে পারে মরনঘাতী ফ্লু। আমরা অনেকেই আছি যারা সময়মত ভ্যাক্সিন করিনা পরবর্তীতে বিড়াল বা কুকুরের ফ্লু হয়ে মারা গেলে তখন আফসোস করি কেন ওকে ভ্যাক্সিন দিলাম না।

দেরি না করে এখনই আপনার কুকুর/বিড়ালের ভ্যাক্সিন করে নিন।

ভ্যাক্সিন এর এর জন্য Care For paws pet care clinic এ যোগাযোগ করুন।

Number ::

01635817270
01635817272

Address::
House no. 68/3/C, Zigatala Post Office Rd, Dhanmondi, Dhaka, Dhaka Division, Bangladesh

(HOME SERVICE AVAILABLE FOR VACCINE & GROOMING)

Cat vaccine availableBiofel+Rabies total 1700
10/02/2022

Cat vaccine available
Biofel+Rabies
total 1700

নতুন বছর সবার জন্য উজ্জ্বল হয়ে উঠুক।নতুন আলোয়,নতুন আশায় সবাই কে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই।আমরা সবাই আতশবাজি থেক...
31/12/2021

নতুন বছর সবার জন্য উজ্জ্বল হয়ে উঠুক।
নতুন আলোয়,নতুন আশায়
সবাই কে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই।

আমরা সবাই আতশবাজি থেকে দূরে থাকি।

আতশবাজির শব্দ পশু-পাখিদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে।

আমরা অনেকেই জানি না আতশবাজিতে অনেক ধরণের Toxic chemical ব্যবহার করা হয়।

একটি আতশবাজিতে ৭৫% পটাশিয়াম নাইট্রেট, ১৫% চারকোল এবং ১০% পর্যন্ত সালফার থাকতে পারে। এগুলোর প্রত্যেকটিই পরিবেশের জন্য বেশ ক্ষতিকর

রসায়নবিদ ও পাইরো টেকনিস্ট গুনটার ক্লেইন-সমারের মতে, একটি আতশবাজিতে ৭৫% পটাশিয়াম নাইট্রেট, ১৫% চারকোল এবং ১০% পর্যন্ত সালফার থাকতে পারে। এগুলোর প্রত্যেকটিই পরিবেশের জন্য বেশ ক্ষতিকর।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, এই কণাগুলো ধাতুর লবণের সঙ্গে বিক্রিয়া করে শুধু যে ধোঁয়ার সৃষ্টি করে তা নয়, এর ফলে “গ্রিনহাউস” গ্যাস হিসেবে চিহ্নিত কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনযুক্ত গ্যাস তৈরি হয়।

যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর অন্যতম। এই গ্যাস এবং ধাতুযুক্ত কণাগুলো শ্বাস-প্রশ্বাসের সঙ্গে খুব দ্রুত ফুসফুস এবং রক্তে মিশে যেতে পারে। ফলস্বরূপ তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী শারীরিক প্রতিক্রিয়া ঘটতে পারে।আতশবাজিতে যেই ধোয়া টা হয় তা মানুষ,পশুপাখি এবং পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক।

অতিরক্ত শব্দ থেকে ভয়ে প্রাণীদের হার্ট এট্যাক ও হতে পারে।

বিশেষ করে যাদের বাসায় খরগোশ বা পাখি আছে
উনাদের আরো সাবধানতা অবলম্বন করতে হবে।

এই সময় করণীয়:

*পোষা প্রাণী কে নিজের খুব কাছে রাখুন।
*ঘরের দরজা-জানালা বন্ধ রেখে পর্দা টেনে রাখুন।
*বাসায় কোনো soft music ছেড়ে রাখুন।

* যাদের বিড়াল /কুকুর বাহিরে যাওয়া আসা করে অবশ্যই বাসায় আটকে রাখুন।

নিজে আতশবাজি থেকে দূরে থাকুন এবং অন্যদের ও নিরুৎসাহিত করুন।

একটু ভাবুন এই শীতে অসহায় মানুষ একটি কম্বলের জন্য আর বোবা প্রাণী গুলো একটু ছালার জন্য কি পরিমান কষ্ট করে।

আতশবাজি না কিনে অসহায় হত দরিদ্র মানুষ আর বোবা প্রাণীদের সাহায্য করুন।

দেখবেন আতশবাজি ফোটানোর চেয়ে অনেক বেশি আনন্দ পাবেন।

আসুন আমরা আমাদের ক্ষনিকের আনন্দের জন্য কারো ক্ষতির কারণ নাহয়ে ভালো কিছু করার প্রত্যয়ে নতুন বছর কে স্বাগত জানাই।

তোমাদের জন্য থার্মোমিটার নিয়ে আসলাম! কেমন হলো??Pet waterproof thermometer =300 Taka(1pcs)
25/12/2021

তোমাদের জন্য থার্মোমিটার নিয়ে আসলাম! কেমন হলো??
Pet waterproof thermometer =300 Taka(1pcs)

বাচ্চাটিকে আজকে সন্ধ্যায় Care For paws pet care clinic এর গেটের সামনে কেউ রেখে চলে গিয়েছে, যে রেখেছে সিসিটিভি ক্যামেরায় ...
09/12/2021

বাচ্চাটিকে আজকে সন্ধ্যায় Care For paws pet care clinic এর গেটের সামনে কেউ রেখে চলে গিয়েছে, যে রেখেছে সিসিটিভি ক্যামেরায় তা দেখা গিয়েছে।

আপনি বিড়াল রাখতে না পারলে এনিমেল রিলেটেড গ্রুপ গুলো তে এডপশনের পোস্ট দিন এডপশন হয়ে যাবে, কিন্তু এইসব কাজ গুলো করে কি লাভ? বিড়ালটিকে বাইরে রেখে গিয়েছেন আরেকটু হলে কুকুর মুখে করে নিয়ে মেরে ফেলতো আমাদের চোখে না পড়লে।
তাছাড়া ক্লিনিকে রাখার মতো জায়গা নেই তাই ওকে আমাদের কাছে রাখা সম্ভব নয়।

বাচ্চাটিকে কেউ নিতে ইচ্ছুক হলে যোগাযোগ করার অনুরোধ রইলো!

লোকেশনঃ জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন এক্সপ্রেস সুপার শপের গলি)

28/11/2021

ভেটেরিনারি ক্লিনিকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।প্রাণীদের প্রতি ভালোবাসা থাকতে হবে।
ডিউটি টাইম ১০.৩০ টা থেকে রাত ৮টা।

কিছু করার নাই, লিটার শেষ!!!
27/10/2021

কিছু করার নাই, লিটার শেষ!!!

বিড়ালটি একটি মৌমাছি ধরতে গিয়েছিলো বাট জিহবা তে মৌমাছি হুল ফুটিয়ে দিয়েছে।সফল ভাবে হুলটি বের করতে সক্ষম হয়েছি আমরা।
23/10/2021

বিড়ালটি একটি মৌমাছি ধরতে গিয়েছিলো বাট জিহবা তে মৌমাছি হুল ফুটিয়ে দিয়েছে।
সফল ভাবে হুলটি বের করতে সক্ষম হয়েছি আমরা।

Address

House No. 68/3C, Zigatala Post Office Road, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 19:30
Tuesday 10:00 - 19:30
Wednesday 10:00 - 19:30
Thursday 10:00 - 19:30
Friday 10:00 - 19:30
Saturday 10:00 - 19:30
Sunday 10:30 - 19:30

Telephone

+8801635817270

Website

Alerts

Be the first to know and let us send you an email when For Pets Care Veterinary Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to For Pets Care Veterinary Clinic:

Videos

Share

Category

Nearby pet stores & pet services