মাশাল্লাহ।
কেউ ডিম দিচ্ছে, কারও বাচ্চা হওয়া শুরু হয়েছে। বাকিরা হাড়িতে অবস্থান নিয়েছে। আশা করি এই সপ্তাহের মধ্যে সব হাড়িতে ই মায়েরা অবকাশ যাপনে ব্যস্ত হয়ে যাবে।
আর বাবাদের জন্য রইল সমবেদনা ...
প্রতিযোগিতা চলছে
লুটিনো ৬-৫ এ এগিয়ে আছে।
G-03 হাঁড়িতে বসেছে।
সবাই দু'আ করবেন।
কৃমি কোর্স ব্রিডিং কোর্স করানোর পর নতুন হাড়ি দিলাম।
ফিমেল পাখিরা তাদের ঘর পছন্দ করে নিচ্ছে।
নিচের দুই জোড়া এর কোর্স এখনো শেষ হয়নি।
কাল লকডাউন 😥
ঈদের আমেজ বাদ দিয়ে
ফিরে যাই গাজীপুরে
ঈদের আছে ছয় দিন। তাতে কি! আমাদের ঈদের ছুটি শুরু তাই বাড়ি যাই
কিকি সাহেব আমার হাতে বসে খাচ্ছে 😍😍🐦
একটার দেখাদেখি এখন সব কটা ভেজানো গম খাওয়া শিখেছে, মাশাল্লাহ
G-03 এর বাচ্চা হাড়ি থেকে নামিয়ে মালসায় দিচ্ছি।
আজকে আমার বাবুরা নতুন ঠিকানায় চলে যাবে
আজ আমরা উন্মুক্ত রুমে ওড়ছি।
একটু বিশ্রামের জন্য থামলাম এখানে।
উড়তে উড়তে খুব খিদে পেয়েছে।
দাঁড়াও, আজ অনেক খাবার সাবাড় করব।
বাচ্চারা গম ভেজানো খাচ্ছে
Original source Unknown
Doodle by
LeopARTnik
ভোরের আলো ফোটার সাথে সাথেই পাজি বাজিরা প্রাণবন্ত হয়ে উঠেছে।
মাশাল্লাহ,
G-02 এর পাতিল আলোকিত করে তিনটি বেবী জন্মালো।
G-021, G-022, G023
বাকি চারটি ডিম অচিরেই বিদীর্ণ হবে ইনশা আল্লাহ
চান্দনা চৌরাস্তা, গাজীপুর
বাজরিগার বেবী ।। হাত বদল
চন্দনা চৌরাস্তা, গাজীপুর
আমরা কিন্তু সহোদর দুইজন। আমাদের বয়স ৩০+ হয়ে যাওয়ায় আব্বু আম্মু আমাদেরকে খাওয়ায় না। নিজেদের খাবার নিজেরাই খাই। একে অন্যকে খাইয়ে দেই।
আব্বু আম্মু পেছনের বাটি থেকে খাবার খেয়ে আমাদের ছোট তিন ভাই বোনকে খাওয়ান।
আজ আমরা বড় হয়ে গেছি তাই ...:)
নতুন বাড়ির সন্ধানী
বড় বাবু ।। G-016
খুব হেলদি। বয়স ২৮ দিন