Life is so beautiful ❤️❤️❤️
#petbird #budgerigar #birdsinlove
শিকুর বউ পটানো চলছে
#birdsinlove #petbird #cocktails #birdsinging
খাবার পানিতেই কেন গোসল করা লাগবে!!! আর মন চাইলেই গোসল, কোন সময় কান্ডজ্ঞান নাই 😒😒😒
#Bathtime #lorrikeet #birdsinlove #petbird #birdbaths @followers
যদিও সে একটা মিষ্টি মেয়ে, তবু তার আদুরে নাম ডাকু।
#pets #petbird #budgerigarbird #budgerigar
@followers
বাদাম খাওয়া শিখচ্ছি 🥜🥜🥜
#ringneck #ringneckparrot #food @followers
আদরের ঘুম 😴😴😴
#petbird #লরিকেট_পাখি #SleepInStyle #রেইনবো_লরি @followers
আমি তো এমনি এমনি সফট ফুড খাই 🤗🤗🫣
#cocktails #softfood #petbird @followers
প্রকৃতির এক অপূর্ব খেলা—মা পাখির গলার থেকে খাবার বের করে বাচ্চাদের খাওয়ায়।
মা পাখি যেভাবে ভালোবাসা আর যত্ন নিয়ে বাচ্চাকে খাওয়ায়, সে মুহূর্তে, যেন সমস্ত পৃথিবী থেমে থাকে, শুধুমাত্র এই স্নেহময় দৃশ্যটি দেখতে।
#budgerigar #budgerigarbird #budgerigarbaby #cutebaby @followers
আপেল দিবস 🍎🍎🍎
#লরিকেট_পাখি #রেইনবো_লরি #লরির_খাবার #Apple @followers
কি মানুষ, কি পাখি সবারই পছন্দের খাবার এই পাকা আম। আজ ছিল লরিদের জন্য আম দিবস।
লরি পাখিদের অন্যতম প্রিয় খাদ্য পাকা আমের মিষ্টি রস।
অনেকে মনে করে পাখিদের খাবার মানেই সীডমিক্স। সীডমিক্স কিন্তু লরি পাখিদের খাবার না। লরির খাবারের ধরনই আলাদা। বনে এরা সাধারণত ফলের রস, ফুলের মধু, রসালো শাঁস খেতেই অভ্যস্ত। তাদের তীক্ষ্ণ ও শক্ত ঠোঁট দিয়ে তারা ফলের চামড়া ছিদ্র করে মিষ্টি রস খায়।
আর খাঁচায় পালা লরিকে নেকটার নামের একধরণের তরল খাবার দেয়া হয় যাতে তাদের উপযুক্ত বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত থাকে।
#লরিকেট_পাখি #রেইনবো_লরি #লরির_খাবার @followers
কি মানুষ, কি পাখি সবারই পছন্দের খাবার এই পাকা আম। আজ ছিল লরিদের জন্য আম দিবস।
লরি পাখিদের অন্যতম প্রিয় খাদ্য পাকা আমের মিষ্টি রস।
অনেকে মনে করে পাখিদের খাবার মানেই সীডমিক্স। সীডমিক্স কিন্তু লরি পাখিদের খাবার না। লরির খাবারের ধরনই আলাদা। বনে এরা সাধারণত ফলের রস, ফুলের মধু, রসালো শাঁস খেতেই অভ্যস্ত। তাদের তীক্ষ্ণ ও শক্ত ঠোঁট দিয়ে তারা ফলের চামড়া ছিদ্র করে মিষ্টি রস খায়।
আর খাঁচায় পালা লরিকে নেকটার নামের একধরণের তরল খাবার দেয়া হয় যাতে তাদের উপযুক্ত বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত থাকে।
#লরিকেট_পাখি #রেইনবো_লরি #লরির_খাবার @followers
পিছনের ছেঁড়া পলিথিন দেখে মনে হতেই পারে যে যেনতেনভাবে কিছু লাগিয়ে রেখেছি। কিন্তু ব্যাপারটা তা নয়, সেটা সামনের এই বাদাম খেতে ব্যস্ত থাকা ভদ্র মহোদয়ের অপকর্ম। 😑😑
#রিংনেক #ব্লু_রিংনেক #টিয়া #বাদাম_খোর
পাখির ছানা টুকটুকে, নরম পালকে ঢাকা, মায়ের আদরে দিন কাটে, ভোর হলে মায়ের সাথে, ডাকে সুরে সুরে।
🚨 Update: Ringneck baby birds have been sold out! 🐦
Thank you to খান জেহাদ ভাই for your overwhelming support.
Stay tuned for future updates & availability!
#Birds #SoldOut #ThankYou
আমাদের বয়স এখনো ২মাস হয়নি। তাতে কি!!! আমরা তো সব কিছু তাড়াতাড়ি শিখছি। এই যে এখনই উড়ে উড়ে আমরা সারা রুমে ঘুরে বেড়াই, একা একা খাই। আর আজ তো আমরা শাক খাওয়া শিখচ্ছি। খাওয়া শেষ করে আবার ছোট বাচ্চাদের মতো লক্ষী হয়ে ঘুমিয়ে যাবো, বড়দের মতো দুষ্টুমি করে চেঁচামেচি করি না.... 🥰🥰🥰।
#রিংনেক #cutebaby #birdlife #daily_food