Shiku, The Naughty Boy

Shiku, The Naughty Boy Exotic Birds

01/09/2024

I wish...

08/08/2024
তারা আদরের লাড্ডু ​  ​  ​  ​  ​
05/07/2024

তারা আদরের লাড্ডু
​ ​ ​ ​ ​

তারা আদরের লাড্ডু

04/07/2024

যদিও সে একটা মিষ্টি মেয়ে, তবু তার আদুরে নাম ডাকু।

30/06/2024

বাদাম খাওয়া শিখচ্ছি 🥜🥜🥜

28/06/2024

আদরের ঘুম 😴😴😴

#লরিকেট_পাখি #রেইনবো_লরি

27/06/2024

আমি তো এমনি এমনি সফট ফুড খাই 🤗🤗🫣

26/06/2024

প্রকৃতির এক অপূর্ব খেলা—মা পাখির গলার থেকে খাবার বের করে বাচ্চাদের খাওয়ায়।
মা পাখি যেভাবে ভালোবাসা আর যত্ন নিয়ে বাচ্চাকে খাওয়ায়, সে মুহূর্তে, যেন সমস্ত পৃথিবী থেমে থাকে, শুধুমাত্র এই স্নেহময় দৃশ্যটি দেখতে।

25/06/2024

আপেল দিবস 🍎🍎🍎

#লরিকেট_পাখি #রেইনবো_লরি #লরির_খাবার

24/06/2024

কি মানুষ, কি পাখি সবারই পছন্দের খাবার এই পাকা আম। আজ ছিল লরিদের জন্য আম দিবস।

লরি পাখিদের অন্যতম প্রিয় খাদ্য পাকা আমের মিষ্টি রস।

অনেকে মনে করে পাখিদের খাবার মানেই সীডমিক্স। সীডমিক্স কিন্তু লরি পাখিদের খাবার না। লরির খাবারের ধরনই আলাদা। বনে এরা সাধারণত ফলের রস, ফুলের মধু, রসালো শাঁস খেতেই অভ্যস্ত। তাদের তীক্ষ্ণ ও শক্ত ঠোঁট দিয়ে তারা ফলের চামড়া ছিদ্র করে মিষ্টি রস খায়।

আর খাঁচায় পালা লরিকে নেকটার নামের একধরণের তরল খাবার দেয়া হয় যাতে তাদের উপযুক্ত বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত থাকে।

#লরিকেট_পাখি #রেইনবো_লরি #লরির_খাবার

23/06/2024

পিছনের ছেঁড়া পলিথিন দেখে মনে হতেই পারে যে যেনতেনভাবে কিছু লাগিয়ে রেখেছি। কিন্তু ব্যাপারটা তা নয়, সেটা সামনের এই বাদাম খেতে ব্যস্ত থাকা ভদ্র মহোদয়ের অপকর্ম। 😑😑

#রিংনেক #ব্লু_রিংনেক #টিয়া #বাদাম_খোর

22/06/2024

পাখির ছানা টুকটুকে, নরম পালকে ঢাকা, মায়ের আদরে দিন কাটে, ভোর হলে মায়ের সাথে, ডাকে সুরে সুরে।

20/06/2024

🚨 Update: Ringneck baby birds have been sold out! 🐦

Thank you to খান জেহাদ ভাই for your overwhelming support.

Stay tuned for future updates & availability!

মিঠু দেখতে আলাভোলা হলেও সে কিন্তু মহা দুষ্ট। সে এখন সদ্য তরুণ। প্রতিদিন সকালে ঘড়ির কাঁটার সময় যেন তার জন্য নির্দিষ্ট করা...
12/06/2024

মিঠু দেখতে আলাভোলা হলেও সে কিন্তু মহা দুষ্ট। সে এখন সদ্য তরুণ। প্রতিদিন সকালে ঘড়ির কাঁটার সময় যেন তার জন্য নির্দিষ্ট করা। সকাল ৬টা বাজলেই শুরু হয় তার দুষ্ট-মিষ্ট ডাকাডাকি; অন্ধকার, বৃষ্টির দিন, কোনো দিনই বাদ যায় না। ডাকের ধরণই যেন দুষ্টুমি মাখা। এই ডাকাডাকি চলবে যতক্ষণ না বকা দেয়া হবে। বকা না দিয়েও উপায় নাই। নইলে আশেপাশের মানুষের ঘুম ভাঙ্গানোর অপরাধে আমরা বকা খাবো।

ওই সকালে ডেকেই কিন্তু শেষ, সারাদিন খুব কমই ডাকে। সে সারাদিন খুব ভদ্র। কিন্তু!!! যখন দুপুরে ভাত ঘুমের সময় হয়, তখন আবারও চলে ডাকাডাকি, আবারও সেই সাথে আমাদের বকা পর্ব। আর তার একটু পর গিয়ে দেখা যাবে সে ঘুমাচ্ছে!!! কারণ তার দুষ্টুমি করা শেষ।

তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সত্যিই মধুর। যদিও তাকে ক্যামেরার ফ্রেমে আনা কষ্ট, তবু মাঝে মধ্যে সে আবার ফটোসেশান করে।

আপনার পোষা পাখির অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।

#টিয়াপাখি #পোষাপাখি #প্রকৃতিসৌন্দর্য #বুদ্ধিমানপাখি #রঙিনপ্রাণী

29/05/2024

কই পাওয়া যাবে এমন জিনিস 🤔🤔🤔

সূর্যমুখির বীজ খাই 🌻🌻🌻
28/05/2024

সূর্যমুখির বীজ খাই 🌻🌻🌻

উফহ!! শান্তির ঘুম...
25/05/2024

উফহ!! শান্তির ঘুম...

22/05/2024

আমরা দুষ্ট-মিষ্ট ৪জন, অপেক্ষায় আছি নতুন ঠিকানার।

পাখির চোখে রঙের মেলা, প্রকৃতির এক জাদুর খেলা। প্রকৃতির এই চোখের মায়া, সৃষ্টি করে রঙিন কাব্যগাথা, ঝরে পড়ে প্রকৃতির মধুর স...
16/05/2024

পাখির চোখে রঙের মেলা, প্রকৃতির এক জাদুর খেলা। প্রকৃতির এই চোখের মায়া, সৃষ্টি করে রঙিন কাব্যগাথা, ঝরে পড়ে প্রকৃতির মধুর সৌন্দর্যধারা।

14/05/2024

প্রথম সীডমিক্স এর সাথে পরিচিতি পর্ব...

10/05/2024

নতুনের আগমন❤️❤️❤️

কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের সৃষ্ট হলুদ পাঞ্জাবি পরা হিমু আর নীল শাড়িতে ‘রূপবতী’ রূপার ভালোবাসার গল্প পড়তে পড়তে মন কেমন ক...
07/05/2024

কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের সৃষ্ট হলুদ পাঞ্জাবি পরা হিমু আর নীল শাড়িতে ‘রূপবতী’ রূপার ভালোবাসার গল্প পড়তে পড়তে মন কেমন করে ওঠেনি, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আর হিমু-রূপার কথা ভেবে চোখ বন্ধ করলে যেন হলুদ-নীল রঙের এক জোড়া অবয়ব ভেসে ওঠে।

এই জোড়াটার রংটাও কিন্তু তেমনি। তবে পার্থক্য হল মেয়েটা হলুদে মোড়া আর ছেলেটা নীল সাজে সদ্য পরিণত যুবক। ❤️❤️❤️

Circus Show
17/04/2022

Circus Show

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shiku, The Naughty Boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shiku, The Naughty Boy:

Videos

Share


Other Dhaka pet stores & pet services

Show All

You may also like