আরো দুইটা বেড চলে গেলো নতুন বাসায়।
শীত আসছে, মিকমহ্রাম কোত্তারবাক্কাদের জন্য ইস্পেশাল কম্ফি বেড মাস্ট!
মুতবে? কুনু সমস্যা নাইক্কা! এই বেড ধোলাই দেওয়া যায়, বাতাসে দুই তিন ঘণ্টায় মুচমুচে হয়ে যাবে!
সারা বছর ব্যবহার করতে পারবে!
দাম মাত্র ৭০০ টাকা!
ঢাকার ভেতর ডেলিভারী চার্জ ১০০ টাকা।
২০"-২০"
স্টকে আর কয়টা আছে! যাদের লাগবে তাড়াতাড়ি নিয়া যান!
এটা বানানোর কারণ হচ্ছে সাধ্যের মধ্যে কিছু একটা করা। সবাই তো হাজার টাকা দিয়ে বেড কিনতে পারে না, এটা তাদের জন্যই বানানো ❤️
প্লাস, এটার প্রফিটের টাকা স্ট্রে দের স্পে নিউটারের ফান্ডে ব্যাবহার হবে!
Last TNR of 2023 ends with Momma ❤️
We shall resume our TNR from next summer inshaAllah ❤️
#spayandneuter
#tnrjob
Goldie and Ashie
মানে শর্টকাট অন পয়েন্ট 😆
একজনের ডিম বেচে দিসি আর এক জনের ডিমের থলি 😆
পেজে আপডেট নাই , তলা দিয়ে কাজ কিন্তু চলছে।
ওদের পোস্ট অপ আজকে ডে টু।
ওদের মা একদিন প্যানিক করতে করতে ফোন দিয়ে আমাকে বলছে, "বুশরা, অ্যাশি কে দেখলাম ওর ইয়ে বের করে পরিষ্কার করতেসে।"
এইটা শুনে আমি না কি বলবো বুঝতে পারতেসিলাম না। 😆
ঘটনা হচ্ছে এরা দুইটা ভাই বোন। আপু ব্রিডিং কোনোভাবেই করবে না শুরু থেকেই বলেছিল আমাকে। অপেক্ষা করছিলাম আরকি আর একটু বড় হবে 😆
তো ছুরিতে ধার দেওয়া দেখে ডিসিশন নেওয়া হইলো পুকুতে দুইজন কে সুই দিয়ে দুই সপ্তাহ পর খতনা হপে।
এই দুই সপ্তাহ আপু কেমনে দিন পার করসে সেটা আর না বলি। 😆
সার্জারির কয়দিন আগে নাকি অ্যাশি কে ওর বোনের ঘাড় কামড়ানোর প্রাক্টিস করতে দেখা গেসিল 😆😆
যাই হোক, এখন সুন্দর মত পোষ্ট অপ শেষ করে বাড়ি পাঠায় দিবো 🐸
ভ্যাক্সিন, সার্জারি দুইটাই হয়েছে F
পার্টি হ্যাট পাইনাই, অপশন ছিল দুইটা, 🐰 হেড নাইলে ক্রাউন। সাথে "বার্থডে গার্ল" লেখা ব্যন্ডানা 🫣
ঐটা আর পরানোর সাহস হয়নাই 😆
স্নোই আজকে পাঁচ বছরে পড়লো। ❤️
My baby is all grown up! Snowy turned 5 today. I can't believe how fast time is flying. I wish he'd remain the litol baby forever 🥹
Happy birthday baba ❤️
বিলাই ওয়ালা বাসায় জুয়েলারী শুট করা যেমন কঠিন, ব্যকগ্রাউন্ড পাওয়া ততো সহজ।
আমার নতুন দোকান JewelNest এর সাদা ফারের উপ্রে তোলা ছবির জারিজুরি আজকে ফাঁস করে দিলাম 😆
Catfight with a twist 🤣🤣
#cats #reels #catreels
#funnyvideo #funnycatvideos #catsofinstagram #cat
হে হে হে
নটি বয় চলে আসছে শুপারীর খোসা নিয়ে।
হুলো মনে হয় এটা নিয়েই টিটকিরি মার্তেসিলো 🤣🤣
বদ্দা ছেতী গেচে 🤣🤣🤣
#tnrjob
#neuter
ঘন্টু মিয়ার খতনা দিবস ছিল কালকে অনেকেই দেখেছেন।
ও যে কার বিড়াল এখনো জানিনা, এটুকু এখন জানি যে আমার পাশের রোদে ও থাকে/থাকতো।
গতকাল Furmillion থেকে লাস্ট মিনিটে স্লট পেয়ে বৃষ্টির মধ্যে নিয়ে গেছি।
সার্জারি সুন্দর করে শেষ হয়েছে, আজকে ওকে ছেড়েও দিয়েছি। সে বাসায় থাকবে না। পারলে তিন তলা থেকে নিচে লাফ দিয়ে ভাগে(যেদিক দিয়ে আসছিল আরকি, আমার লিভিংরুম)
সুপারির খোসা শুকায় গেছে অলরেডি।
ক্লিনিকের কয়েকটা ব্যাপার খুব ভালো লেগেছে আমার।
১. স্ট্রে বিড়ালের সার্জারির জন্য ওটি রুম এক্সট্রা কেয়ার নিয়ে স্টেরিলাইজ করেছে।
২. ওটি রুমে কাউকে ঢুকতে দেয় না স্তেরিলাইজড এপ্রন না পরে থাকলে।
৩. সার্জারির পর এক ঘন্টা তারা ক্লিনিকে বিড়াল রেখে দেয় অবজারভেশনে। তারপর রিলিজ দিয়ে দেয়। এটা আমি কোথাও পাই নাই, ভালো লেগেছে ব্যাপারটা।
এখানে নিউটার করতে খরচ ২৫০০ টাকা।
স্পে সম্ভব
#TNR ALERT!
#fundraising
#fundraiser
অবশেষে ঘন্টু কে ধরেই ফেল্লাম!
স্যার আমার লিভিং রুমের জানালা দিয়ে ঢুকে সুন্দর খাওয়াদাওয়া করতেসিল।
বাসা হঠাৎ এত চুপচাপ কেনো চেক করতে যেয়ে দেখি এই অবস্থা।
চ্যাংদলা করে স্ট্রেট ফস্টার রুমে 🐸
ইনশাআল্লাহ্ সবকিছু ঠিকঠাক থাকলে কালকে ওর ডিম বেচেঁ দেওয়া হইবেক। 🐸
সবার দোয়াপ্রার্থী।
কেউ যদি ওর নিউটার এর জন্য হেল্প করতে চান একটু একটু করে খুব ভালো হতো। নো প্রেশার। Any amount is more ❤️
Bkash 01769255226
Ref- (Ghontur dim)
যেই আসুক আমার বাসায়, পিঙ্কির সাথে দেখা হলেই প্রশ্ন, "ওমা! আপনার/তোমার/ তোর বিল্ডিংয়ে প্রেগন্যান্ট বিড়াল কিভাবে পসিবল?"
আমার তখন এক্সপ্লেন করতে হয় যে এইটা জাস্ট ভুঁড়ি 🙄
পিঙ্কি কে বললাম আজকে ডায়েট করাবো। কি লুক দিলো নিজেরাই দেখে নেন।
লাড্ডু চমচমের মা এই সুন্দরী 🙄
#straycar
#tnr
#spayedcat
Rest in fluff Oreo maa.
আজকে সকালে ওপারে চলে গেছে বাচ্চাটা।
ভিডিওটা আগের যখন ও আর ওর বোন এসেছিল আমার কাছে ঈদের সময় থাকার জন্য। FIP এর সাথে যুদ্ধ করে হেরে গেলো বাচ্চাটা। ওর মায়ের কাছেই ছিল মেয়েটা।
ওকে আমি এত আদর করতাম! আমার মায়ার মত ছিল দেখতে মেয়েটা।
চলেই গেল।
#rainbowbridgecats
Just no reason at all.
🙄
কোনো কারণ নাই 🙄
#cats #catsofinstagram
#funnycats #tabbycat #cutecat #catsofdhaka #cat #fostercare #catreel #catreelsfbviral #viralreels
বৃষ্টি হচ্ছে বইল্যা ইট্টু পা সা ঠ্যাকাইসে বাসায়।
#ভ্যানিলা
#cats
#catsoffacebook #straycat #tnr #spayedcat #happycathappylife
Storytime with #ভ্যানিলা
আজকে আবার গিফট নিয়ে আসছে আমার জন্য বেয়াদ্মপ মেয়েটা 🤦🤦
বক্কাদের নানু আইসিলো তার নাতি নাতনিদের দ্যাকতে। ফিবি ঠিকঠাক নানিরে তার সাকরের লিস্টে অ্যাড করি ফেলিছে 🙄
#cats #catsofinstagram #calico
#happycat #calicocat
রেইনি নাইট স্টোরি টাইম 🙄
কাউয়া ভিজা হয়ে গেলাম আজকে একদম 🤦
#ভ্যানিলা_ম্যাও
স্লট ওপেন আছে ফর বুকিং! 📥
#ভ্যাকসিন
একটা শিক্ষণীয় ছোট্ট ভিডিও ক্লিপ। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে দেখার অনুরোধ থাকলো।
ভুতুকে কালকে ওর প্রথম বুস্টার দিতে নিয়ে গিয়েছিলাম।
একটু খেয়াল করে দেখেন ভেট ইনজেকশনটা কিভাবে ধরে কোন জায়গায় পুশ করলেন। পুশ করার আগে প্লাঞ্জার টা পেছন দিকে টান দিয়েছে খেয়াল করেছেন?
এটা টান দেওয়ার কারণ হচ্ছে কোনো ভেইন যদি ইনবক্স পাংচার হয়, ব্লাড আসবে, তার মানে সেখানে ভ্যাকসিন পুশ করা যাবে না। চামড়ার নিচে ইনজেকশন দিতে হয় ওদের পিঠের কাছে, ঘাড় বরাবর স্পাইনের উপরে না। স্পাইন বরাবর দিয়ে আল্লাহ না করুক কোনো নার্ভে লেগে গেলে মারাত্মক ইনজুরি হতে পারে একটুখানি ভুলের জন্য। সবসময় ওদের দুই শোল্ডার ব্লেড বরাবর বা নিচের দিকে ইনজেকশন দিবে ভেট। এজন্য রান্ডম ভিডিও দেখে ভুল করতে যাবেন না প্লিজ। অ্যাকসিডেন্ট হতে এক সেকেন্ড লাগে।
আর একটা জিনিস, বিড়ালের বাচ্চা
পিপুল! আমরা আবার হুলো ঘণটুর কাইজ্জা স্পেশাল এপিসোড নিয়ে আবার ফেরত এসেছি। 😆
এনজয় দ্যা শো 😆
#হুলো