19/12/2024
ভিডিও টা এত স্প্রেড করবে এটা আমি বুঝি নাই আসলে।
ইন্টারনেট দুনিয়ার ভাষায় যেটাকে বলে ভাইরাল!!!
অনেকেই মা কুকুরটা কে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, অভিযুক্ত লোকটাকে শায়েস্তা করতে চাচ্ছেন... দেখে খুবই ভালো লাগলো।
অনেকে আমাকে "এটা করেন... সেটা করেন... এভাবে করেন... সেভাবে করেন..." এসব ইন্সট্রাকশন আর কাজের লিস্টও দিচ্ছে।
এটাই ম্যাক্সিমাম টাইম হয়।
বাট এবার অনেকে নিজেরা ইনভলব হতে চেয়েছে...
ছাত্র আন্দোলন এর সমন্বয়ক, এনিমেল অ্যাক্টিভিস্ট, রেসকিউয়ার থেকে শুরু করে একদম সাধারণ মানুষও।
খুবই অ্যাপ্রিশিয়েট করছি আমি...
কিন্তু এখানে আমি অনেক মানুষ ইনভলব করতে চাচ্ছি না।
আমার হাতের নাগালে আছে, যেটুকু করা যায়, আমি করছি।
মা কুকুর টার খাবারের ব্যবস্থা তো কবেই করেছি।
যেকোনো ইশ্যু লাইম লাইটে আসলে সেখানে অনেক মানুষ যুক্ত হলে "অধিক সন্যাসীতে গাজন নষ্ট" হয়। জাপান গার্ডেন ইশ্যু মনে আছে??
অনেকেই ভুলে গেছে... আমি ভুলি নাই। এটা নিয়ে আমার যেই প্ল্যান, তার জন্য সময় লাগছে।
আমি বরাবরই একাই কাজ করতে পছন্দ করি এই একটা কারণেই...
বিশিষ্ট ভ্লগার কে লিগ্যাল নোটিস পাঠানো থেকে শুরু করে কাঁটাবন মুভমেন্ট... আমি নিজেই অ্যারেঞ্জ করে যা পারার করসি।
আমার মনে হয় না খুব একটা খারাপ পারফর্ম করসি।
চাইলে অনেককে ডাকতে পারতাম, বাট সেখানে গুটি কয়েক মিডিয়া কাভারেজ ছাড়া কাজের কাজ কিছু হতো কি না আমার সন্দেহ আছে।
সবাই কেনো জানি একটা স্পেসিফিক জায়গাতেই অ্যাটেনশন দিতে চায়।
সেইন্টমার্টিন ইশ্যুতে সবাইইইই মানে সবাইই জাস্ট সেইন্টমার্টিন নিয়ে ওয়ারিড। আবার জাপান গার্ডেন ইশ্যুতেও সবাই জাস্ট ওই জাপান গার্ডেনেই যাইতে চায়। যেয়ে ভীড় হয়, ক্যাওয়াজ বাধে, কাজ আর হয় না।
একটা হাতি মারা গেলে সবাই ওই হাতি নিয়েই নিউজে কথা বলবে, মানববন্ধন করবে।
শেষ কথা...
যারা এই মা কুকুরটা নিয়ে চিন্তা করছেন, নো ওয়ারি আমি দেখবো ওকে।
দরকার হলে ফান্ড পোস্ট দিলে আপনারা রেসপন্স কইরেন।
আর যারা ওই বুড়াকে সায়েস্তা করতে আসতে চান, আপনারা খেয়াল করে দেইখেন এমন "মানুষ" বা এমন ভুক্তভোগী "প্রাণী" আপনার আশেপাশেই আছে।
একটা স্পেসিফিক টপিকে সবাই মিলে ফোকাস না দিয়ে নিজ নিজ এলাকার একটা হলেও কুকুরের দায়িত্ব নেন বা এক বেলা হলেও খাবার দেন।
কেউ অন্যায় করতে আসলে আওয়াজ তোলেন, যেমনটা আমি তুলি।
সবাই সব এরিয়ায় খেয়াল রাখলে প্রাণীদের জন্য সুন্দর বাংলাদেশ বানানো সম্ভব হবে। তাই না??
PS - এই ছবিটা কয়েক দিন আগের। ওর একটা নাম দেওয়া দরকার। কি দেওয়া যায়?