Happily Ever After

Happily Ever After Every Life Matters
(1)

আমি অফিস করে কাহিল, স্পট রেস্ট করে কাহিল... তাই দুইজনই রেস্ট নিচ্ছি 😪
24/12/2024

আমি অফিস করে কাহিল, স্পট রেস্ট করে কাহিল... তাই দুইজনই রেস্ট নিচ্ছি 😪

24/12/2024

চুভো চকাল ফ্রম মি টু ইউ 😵‍💫

23/12/2024

অ্যাপিকে আমার নেইলপেইন্ট দেখালাম 😄

আপনাদের জন্য প্রশ্ন...
বলেন অ্যাপির বয়স কত? 😃

23/12/2024

আম্মুর বিড়াল আজকে আকাম করসে 😛

ছোট্ট বাবুউউউউউ 🥹🥹🥰
21/12/2024

ছোট্ট বাবুউউউউউ 🥹🥹🥰

SHE IS BACK 😍😍😍Alhamdulillah... বাসায় ঈদের আনন্দ চলতেসে।আম্মু, আমি মিলে সবাইকে কল দিয়ে জানাচ্ছি যে ও ফিরসে 😁আম্মু কল দিয়...
21/12/2024

SHE IS BACK 😍😍😍
Alhamdulillah...

বাসায় ঈদের আনন্দ চলতেসে।
আম্মু, আমি মিলে সবাইকে কল দিয়ে জানাচ্ছি যে ও ফিরসে 😁

আম্মু কল দিয়ে আমাকে জানালো ঝাড়ু আসছে। আমি সাথে সাথে লিটারবক্স নিয়ে নামসি।
নে... এবার বের হ 😑

21/12/2024

আমি আর আম্মু নেমে বিল্ডিংয়ের আশেপাশে ঝাড়ুর ছবি দেখায়ে ওকে কেউ দেখসে কি না আস্ক করসি...

আমাদের কেয়ারটেকার সহ আরো ৩ জন ওকে দেখসে। ঘুরেঘুরে বেড়াচ্ছে...
বেয়াদব মেয়েটা বাসায় ক্যান আসতেসে না কে জানে।

21/12/2024

"যেই বাসায় বিড়াল থাকে, সেই বাসায় ভাত খাই না" বলা মানুষ আমার মা... (আগে বলতো) এখন এই বাচ্চাটার জন্য কাঁদতেসে 🙂

মায়া কি জিনিস!!!
এই ভিডিওটা সেপ্টেম্বর ৩০ এর...

যাইহোক, ঝাড়ুর সিকনেস নিয়ে লেখা পোস্টে না জেনেই অনেক সাজেশন দিয়ে গেছে। ওকে যে টাচ করা যায় না এটা নতুন মানুষজন জানে না।

ও তো বাসায় এখনো ফেরেইনি, আম্মুর বারান্দায় আরো যারা খেতে আসতো... ওরাও আর আসছে না।
আমার টেনশনে জান শেষ।
আম্মু কেঁদে কেঁদে হয়রান।

ফিরে আয় বাবু!!!! তোর আম্মু কাঁদে...

একটা নিরীহ মেছোবাঘ। তার এই পরিণতি... কেনো??কারণ মানুষ(!) পারে এমন করতে।শুধু মে'রেই শান্তি পায় নাই... চা, সিগারেট দিয়ে ডে...
20/12/2024

একটা নিরীহ মেছোবাঘ। তার এই পরিণতি...
কেনো??
কারণ মানুষ(!) পারে এমন করতে।

শুধু মে'রেই শান্তি পায় নাই... চা, সিগারেট দিয়ে ডেকোরেট করে পৈশাচিক আনন্দ পেতে চেয়েছে।

মা কুকুরটার কেইস নিয়ে অতি ইন্টারেস্টেড মানুষরা, (অনেক মানুষ, অনেএএএক মানুষ ইন্টারেস্টেড এই কেইসে। কিন্তু আমি কারো হেল্প চাচ্ছি না)
তারা প্লিজ এই কেইসটা নিয়ে আগান...
বাংলাদেশেরই ঝিনাইদহের এক গ্রামের ঘটনা।
অবশ্যই একটু খোঁজ নিলেই এক্সাক্ট লোকেশন আর জড়িত ব্যক্তিদের বের করতে পারবেন।

আমি একবার ঢাকায় বসেই কুষ্টিয়া জেলার আশেপাশের এক গ্রামে এমনই এক মেছো বাঘ মে'রে ফেলা লোকদের সন্ধান আর এক্সাক্ট লোকেশন বের করে ফেলসিলাম।
বাট পরে আগাতে পারিনি কারণ এত দূর থেকে আমাকে সেখানের স্থানীয় (যার মাধ্যমে বের করেছিলাম) সে আর সাপোর্ট দেয়নি।
এক কথায় কাটায়ে দিসে - "গ্রামের মানুষ, বোঝে নাই।"

গ্রামের মানুষ "বোঝে না" এটা আমি মানতে নারাজ।
এরা মিনমিনা শ'য়তান হয়।
"গ্রাম" এর পরিচয়টাকে এরা ঢাল হিসাবে ব্যবহার করে।

এই কেইস টা নিয়ে যদি কেউ আগাতে পারেন, আমি মন থেকে কৃতজ্ঞ থাকবো।
এমন কাজ যারা করে, তারা বেঁচে থাকার অধিকার রাখে না।

ঘুমে একেকজন চোখ খুলতে পারে না... 🥴
20/12/2024

ঘুমে একেকজন চোখ খুলতে পারে না... 🥴

আপনাদের আশেপাশে কোন কোন মানুষ এনিমেল ক্রু'য়েলটি করছে... যেমন কুকুর/বিড়ালের বাচ্চা ফেলে দিচ্ছে বা রেগুলার এমন কাজ করে, বা...
20/12/2024

আপনাদের আশেপাশে কোন কোন মানুষ এনিমেল ক্রু'য়েলটি করছে... যেমন কুকুর/বিড়ালের বাচ্চা ফেলে দিচ্ছে বা রেগুলার এমন কাজ করে, বা ওদের মা'রে... এমন মানুষের ডিটেইল আমার এই পোস্টের কমেন্টে দিয়ে যান...

কোনো এক আপরাইজিং ফাউন্ডেশন এসব মানুষদের শায়েস্তা করতে খুবই আগ্রহী।

আমাকে বারবার প্রেশারাইজ করা হচ্ছে যেন তাদের ইনভলব করা হয়।
আমি যতই বুঝাচ্ছি আমার হেল্প লাগবে না, ওই ফাউন্ডেশন হেল্প করবেই।
কে তাকে/তাদের আটকাবে সে/তারা নাকি দেখবে...

সুতরাং তাদের কাছে এমন মানুষের লিস্ট দিয়ে দেন। তারা কাজ করতে প্রচুর আগ্রহী...

20/12/2024

আমাদের ঝাড়ুটা খুব অসুস্থ।
এগুলা ৫ দিন আগের... খাবারের সাথে মিক্স করে মেডিসিন খাওয়াচ্ছিলাম।
বাট!!! সে আর বাসায় আসছে না... গত পরশু ওকে বিল্ডিংয়ের কার্নিশে দেখা গেছে। সেখানে ক্যাটফুড দিসে মামা।

কিন্তু আর দেখা গেলোই না...
আমি জানি না ওর কি হইসে, ও আর ফিরবেও কি না।
হায়াতের ব্যাপার তো আল্লাহ'র হাতে...
বাট ঝাড়ু ফিরুক।
খুব খারাপ হয়ে যাইতেসে ব্যাপার টা...

20/12/2024

কার জিদ আমার উপর ঝাড়তেসে আল্লাহই জানে 😑

19/12/2024

সে দেখতে খুবই নিরীহ হলেও, মনে মনে আসলে আমাকে মার্তে চায় 😒

ভিডিও টা এত স্প্রেড করবে এটা আমি বুঝি নাই আসলে।ইন্টারনেট দুনিয়ার ভাষায় যেটাকে বলে ভাইরাল!!!অনেকেই মা কুকুরটা কে নিয়ে আগ্...
19/12/2024

ভিডিও টা এত স্প্রেড করবে এটা আমি বুঝি নাই আসলে।
ইন্টারনেট দুনিয়ার ভাষায় যেটাকে বলে ভাইরাল!!!

অনেকেই মা কুকুরটা কে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, অভিযুক্ত লোকটাকে শায়েস্তা করতে চাচ্ছেন... দেখে খুবই ভালো লাগলো।
অনেকে আমাকে "এটা করেন... সেটা করেন... এভাবে করেন... সেভাবে করেন..." এসব ইন্সট্রাকশন আর কাজের লিস্টও দিচ্ছে।
এটাই ম্যাক্সিমাম টাইম হয়।
বাট এবার অনেকে নিজেরা ইনভলব হতে চেয়েছে...
ছাত্র আন্দোলন এর সমন্বয়ক, এনিমেল অ্যাক্টিভিস্ট, রেসকিউয়ার থেকে শুরু করে একদম সাধারণ মানুষও।
খুবই অ্যাপ্রিশিয়েট করছি আমি...

কিন্তু এখানে আমি অনেক মানুষ ইনভলব করতে চাচ্ছি না।
আমার হাতের নাগালে আছে, যেটুকু করা যায়, আমি করছি।
মা কুকুর টার খাবারের ব্যবস্থা তো কবেই করেছি।

যেকোনো ইশ্যু লাইম লাইটে আসলে সেখানে অনেক মানুষ যুক্ত হলে "অধিক সন্যাসীতে গাজন নষ্ট" হয়। জাপান গার্ডেন ইশ্যু মনে আছে??
অনেকেই ভুলে গেছে... আমি ভুলি নাই। এটা নিয়ে আমার যেই প্ল্যান, তার জন্য সময় লাগছে।

আমি বরাবরই একাই কাজ করতে পছন্দ করি এই একটা কারণেই...
বিশিষ্ট ভ্লগার কে লিগ্যাল নোটিস পাঠানো থেকে শুরু করে কাঁটাবন মুভমেন্ট... আমি নিজেই অ্যারেঞ্জ করে যা পারার করসি।
আমার মনে হয় না খুব একটা খারাপ পারফর্ম করসি।
চাইলে অনেককে ডাকতে পারতাম, বাট সেখানে গুটি কয়েক মিডিয়া কাভারেজ ছাড়া কাজের কাজ কিছু হতো কি না আমার সন্দেহ আছে।
সবাই কেনো জানি একটা স্পেসিফিক জায়গাতেই অ্যাটেনশন দিতে চায়।
সেইন্টমার্টিন ইশ্যুতে সবাইইইই মানে সবাইই জাস্ট সেইন্টমার্টিন নিয়ে ওয়ারিড। আবার জাপান গার্ডেন ইশ্যুতেও সবাই জাস্ট ওই জাপান গার্ডেনেই যাইতে চায়। যেয়ে ভীড় হয়, ক্যাওয়াজ বাধে, কাজ আর হয় না।
একটা হাতি মারা গেলে সবাই ওই হাতি নিয়েই নিউজে কথা বলবে, মানববন্ধন করবে।

শেষ কথা...
যারা এই মা কুকুরটা নিয়ে চিন্তা করছেন, নো ওয়ারি আমি দেখবো ওকে।
দরকার হলে ফান্ড পোস্ট দিলে আপনারা রেসপন্স কইরেন।

আর যারা ওই বুড়াকে সায়েস্তা করতে আসতে চান, আপনারা খেয়াল করে দেইখেন এমন "মানুষ" বা এমন ভুক্তভোগী "প্রাণী" আপনার আশেপাশেই আছে।
একটা স্পেসিফিক টপিকে সবাই মিলে ফোকাস না দিয়ে নিজ নিজ এলাকার একটা হলেও কুকুরের দায়িত্ব নেন বা এক বেলা হলেও খাবার দেন।
কেউ অন্যায় করতে আসলে আওয়াজ তোলেন, যেমনটা আমি তুলি।
সবাই সব এরিয়ায় খেয়াল রাখলে প্রাণীদের জন্য সুন্দর বাংলাদেশ বানানো সম্ভব হবে। তাই না??

PS - এই ছবিটা কয়েক দিন আগের। ওর একটা নাম দেওয়া দরকার। কি দেওয়া যায়?

সোনার ছেলে সাজ্জাদ জামান সেতু... মুখের ভাষা বিবেচনা করে তাকে তার প্রাপ্য আপ্যায়ন দিয়ে দেন।https://www.facebook.com/sazza...
19/12/2024

সোনার ছেলে সাজ্জাদ জামান সেতু...

মুখের ভাষা বিবেচনা করে তাকে তার প্রাপ্য আপ্যায়ন দিয়ে দেন।
https://www.facebook.com/sazzadzamansatu?mibextid=ZbWKwL

মসজিদে যাওয়া সিনিয়র সিটিজেন টা ৫ টা চোখ না ফোটা কুকুর ছানার হ'ত্যাকারী...

কু'ত্তা বিলাই নিয়ে পোস্ট দিলেই এক দল আসে "মানুষের প্রতি প্রেম" দেখানোর অযাচিত সাজেশন নিয়ে।দেখেন...মানুষের প্রতি আমার অবশ...
18/12/2024

কু'ত্তা বিলাই নিয়ে পোস্ট দিলেই এক দল আসে "মানুষের প্রতি প্রেম" দেখানোর অযাচিত সাজেশন নিয়ে।

দেখেন...
মানুষের প্রতি আমার অবশ্যই প্রেম আছে। আমি খুবই মানবিক।
আমার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে দেইখেন।

মানুষের প্রতি আমার প্রেম আছে। বাট শ'য়তানের স্পার্ম দিয়ে যেগুলা জন্মাইসে, তাদের আমি দুই চোখে দেখতে পারি না।
ক্লিয়ার???

আমি খেয়াল করে দেখসি,
ধরেন একজনকে আমি চিনি না। সে ভালো না খারাপ, আমি জানি না... কিন্তু তাকে দেখেই আমার কেমন ব্যাড বাজ লাগে।
নেগেটিভ একটা ভাইব পাই। তারা আমার সাথে খারাপ কিছু করুক না করুক, তাদের আমি খুব অপছন্দ করা শুরু করি।
পরে ঘটনাক্রমে দেখা যায় ওডি আসলেই খারাপ 🙂
আমি ভুল বুঝি নাই আগে...
এটা কিভাবে হয় জানি না, বাট হয়।

18/12/2024

কু'ত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, শু'ওরের বাচ্চা - এরা কিছু মানুষের বাচ্চার চেয়ে হাজার গুনে ভালো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happily Ever After posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share