Happily Ever After ️️

Happily Ever After ️️ Every Life Matters
(4)

আমার বোতাম টা ম'রে যাওয়ার পর থেকে এক ধরণের কমেন্ট বেশ কিছু পেয়েছি - ⭕ বাইরের বিড়াল আনা বন্ধ করেন।⭕ বোর্ডিং বন্ধ করে দেন।...
16/12/2023

আমার বোতাম টা ম'রে যাওয়ার পর থেকে এক ধরণের কমেন্ট বেশ কিছু পেয়েছি -
⭕ বাইরের বিড়াল আনা বন্ধ করেন।
⭕ বোর্ডিং বন্ধ করে দেন।
⭕ অন্য বিড়াল আসছে বলে এমন হচ্ছে।
⭕ অন্য বিজনেস করেন।

ভালোর জন্যেই বলছেন, বা খারাপের জন্য বলছেন সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না।
তবে এটা কি বুঝতে পারেন যে আপনাদের এমন কমেন্ট আমাকে গিল্ট ফিলিং দিতে পারে??
আপনারা কি চাচ্ছেন যে আমি ধরে নিই যে আমার বিজনেসের জন্য আমার বাচ্চাটা মা'রা গেছে??

আমার বাসায় নতুন বিড়াল কি এই প্রথম আসছে??
বোর্ডিং শুরু হলো এই কেবল জুন থেকে।

২০২১ এর জানুয়ারি থেকে আমি বিড়াল রেসকিউ করি।
একটা দুইটা না... বেশ অনেক গুলা বিড়ালই আমি রেসকিউ করেছি।

আবার দুই একজনের থেকে ইমোশনালি ট্রিগারড হয়ে ফ্রি ফস্টারও করেছি।

এখন প্রফেশনালি বোর্ডিং শুরু করার পর বাইরের বিড়াল রা আলাদাই থাকে।
বাট আগে যে বাইরে থেকে আনা বিড়াল গুলা আমার বাচ্চাদের সাথেই থাকতো???
সব বাদ...
আমার চীফই বাইরের বিড়ালের বাচ্চা।
আমার ব্রেভও!!
ক্যাসপার, মিপ... সবাই! স্পট শুধু পুরাপুরি ঘরে জন্মানো বাচ্চা।

আর বাকি সব রাস্তার।
আমার অ্যালভিন মারা গেলো... সেও রাস্তার।
আমার বেন... রাস্তার বিড়াল।

এমন আরো বাচ্চার নাম নিতে থাকবো পুরা পোস্ট জুড়ে?

আগে কেনো বাচ্চা মা'রা গেলো না!!

এখন বোর্ডিং বন্ধ করে দিলে আমার যেই কয়টা বাচ্চা আছে তারা যদি immortal হয়ে যায়, এই গ্যারান্টি যদি কেউ দিতে পারে... আমি ইন্সট্যান্ট বোর্ডিং ক্লোজ করে দিবো।
doesn’t matter how much money I have invested in it... I'll shut it down!
Just assure me once...

না পারলে আমাকে প্লিজ এভাবে গিল্ট ট্রিপ দেওয়ার চেষ্টাও করবেন না।

মানে সহজ বাংলায় আপনাদের বক্তব্য কি এই যে বোর্ডিং না থাকলে আমার বোতামটা মা'রা যেত না?

16/12/2023

চীফের সব চেয়ে পছন্দের খেলনা পলিথিন 🙂

এই এখনো সে ছেঁড়া পলিথিনটার মধ্যে ঢুকেই বসে আছে। মাঝেমাঝে চাবাচ্ছে 🙂
নিয়ে নিতে চাইলে ফোঁসফোঁস করছে 🙂
মিপ মাঝেমাঝে যেয়ে পলিথিনের উপর দিয়ে চীফকে ২/১ টা থা'প্পড় মেরে আসছে।
তাও সে বের হয় না...

16/12/2023

আমি ১০০ টা পর্যন্ত ঘুমালে ওরাও ১০০ টা পর্যন্ত ঘুমায়...
আজকে ১০ টায় উঠেছি যেহেতু অফিস নাই।
ওরাও এক সেকেন্ড আগে বেড থেকে নামেনি...

খাবার দেওয়ার জন্যেও ডাকে না...

বোতাম যখন ছোট ছিলো, তখন খাবারের জন্য জাগাতো।
বড় হওয়ার পরে সেও আর ডাকতো না...

15/12/2023

ড্রাগনের বাচ্চাটা বেডরুম থেকে বের হয়ে যেতে চাচ্ছে।
আমার সাথে আর ঘুমাবে না 😔

পাঁচ জনকেই আমার সাথে বেডরুমে রাখি এখন ঠান্ডার ভয়ে।
কিন্তু চীফ কান্না শুরু করে দিয়েছে...
এমন কান্না কাঁদতেসে মনে হচ্ছে ওকে অ্যাডপশনে দিয়ে দিসি আমি!

বোতামকে ছাড়া ৭ টা দিন...অথচ মনে হচ্ছে কত জনম আমার বাচ্চাটাকে দেখি না।
15/12/2023

বোতামকে ছাড়া ৭ টা দিন...
অথচ মনে হচ্ছে কত জনম আমার বাচ্চাটাকে দেখি না।

15/12/2023

নানুবাসায় ঘুরতে গিয়েছিলো আমার বড় ছেলেটা...

আমার ভাই আস্ক করসে - "ড্রাগনের মতো চিল্লায় কেনো!?" 😛
সে সারা বাসা ঘুরসে আর অ্যাউউউ অ্যাউউউ করে বেড়াইসে।

ভয় পাচ্ছিলো।
আমার বাচ্চাগুলার মধ্যে সব থেকে damn care বাচ্চা বোতাম।
ভয় পায় না...

Rainbow bridge এ কিভাবে যাবো?কোন গাড়ি যায়??visiting hour কি??
14/12/2023

Rainbow bridge এ কিভাবে যাবো?
কোন গাড়ি যায়??
visiting hour কি??


আমার বোতামটা আসলেই মা'রা গেলো??ও আসলেই আর নাই????? ও আসলেই আকাশের তারা হয়ে গেলো??
14/12/2023

আমার বোতামটা আসলেই মা'রা গেলো??
ও আসলেই আর নাই?????
ও আসলেই আকাশের তারা হয়ে গেলো??

'মন চাইলেই যেন কোলে নিতে পারি' এই শখ থেকে বিড়াল পালা শুরু।নিয়ে আসলাম বোতামকে...'মন চাইলেই' জিনিস টা একদম সুদে আসলে পূরণ ...
13/12/2023

'মন চাইলেই যেন কোলে নিতে পারি' এই শখ থেকে বিড়াল পালা শুরু।
নিয়ে আসলাম বোতামকে...
'মন চাইলেই' জিনিস টা একদম সুদে আসলে পূরণ হয়েছে।

বোতামের এই এক জীবনে ওকে আমি অনেএএক জ্বালাইসি। ওর সাথে আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে...
বোতামকে কোলে নেওয়া যেত...
মাঝেমাঝে যে বিরক্ত হতো না সেটাও না।
বিরক্ত হলে একটু ছাড় দিয়ে আবার ওকে অনেক ঘাটাঘাটি করতাম।

এই যে এত এত ছবি ওর সাথে আমার... এই জিনিস টা ভালো হলো না খারাপ হলো বুঝতে পারছি না।

সোশ্যাল মিডিয়া থেকে কয়দিন ব্রেক নিলে ভালোই হতো।
কিন্তু আমি বোতামের সব ছবি এখানে এসে খুঁজে খুঁজে বের করি।
একবার ফোনে যেন কি হলো আমার, সব ফরমেট হয়ে গেলো... আগের সব ছবিও চলে গেলো।
সোশ্যাল মিডিয়াতে যেগুলা আপলোড করা আছে, সেগুলাই এখন হাতড়ে বের করি।

"আমাকে রেখেই ঘুমাতে যাচ্ছো মা?"- বোতাম স্পটটা আমার পেটের উপর এসে বসলো। মোবাইল ফোনের আলোতে ওর লেজ দেখে আমার জানটা চমকায়ে ...
12/12/2023

"আমাকে রেখেই ঘুমাতে যাচ্ছো মা?"- বোতাম



স্পটটা আমার পেটের উপর এসে বসলো। মোবাইল ফোনের আলোতে ওর লেজ দেখে আমার জানটা চমকায়ে গেছে।
আমার বোতাম?

ফোন ঘুরায়ে মুখটা দেখলাম...
নাহ!! আমার স্পট আম্মা।

বোতাম তো আর নাই...

জানি আপনি অনেক কষ্টে আছেন... 'তবুও এটা করে দেন/সেটা করে দেন/ এটা বলেন/ হেল্প করেন' কেনো?? 🙂কি হয়েছে... কি হচ্ছে... কষ্টে...
12/12/2023

জানি আপনি অনেক কষ্টে আছেন... 'তবুও এটা করে দেন/সেটা করে দেন/ এটা বলেন/ হেল্প করেন'

কেনো?? 🙂
কি হয়েছে... কি হচ্ছে... কষ্টে আছি...
জেনেই ম্যাসেজ গুলো দিচ্ছেন।
নিজের প্রয়োজনের ঊর্ধ্বেও মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করে দেখবেন প্লিজ...

আমি কোনো ম্যাসেজ ওপেন করি না। করবো না...
পপআপে লিখা গুলা দেখি আর অবাক হই।

বলবো না - 'আমার সাথে যা হয়েছে, আপনার সাথে না হলে বুঝবেন না!'
আমি চাই না যেই সিচ্যুয়েশনে আছি, সেই সিচ্যুয়েশনে কেউ যাক। কেউ বুঝুক...

যারা আমার জন্য দোয়া করছেন, সবার জন্য ভালোবাসা।
বিশ্বাস করেন আমার সহ্য ক্ষমতা বেশি ই... আল্লাহ আগে থেকেই দিয়ে রেখেছেন।
জীবনে কত বার কত কিছু হয়ে গেলো...
সহ্য করেই তো আছি।

বাট এই বার আমি সহ্য ক্ষমতা চাচ্ছি না আর।
আমি এখনো হাউমাউ করে কাঁদতে পারি নাই।
কাঁদি নাই তা না, চোখ দিয়ে পানি আসে। কিন্তু যেমন টা চাচ্ছি, পারছি না।
যত কষ্ট হওয়ার কথা, কান্না আটকায় গেলে তার চেয়েও বেশি কষ্ট হয়।

ছবিটা ২০২১ এর ঈদের। মেয়েকে ছাদে কাক দেখাচ্ছিলাম...

12/12/2023

🙂

বোতামকে আনার ঠিক পরের দিনের ছবি।মে ১২, ২০২০ ২ মাস বয়সী বোতামকে বুকে নিয়ে সোফায় শোয়া যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন... সে তখন...
12/12/2023

বোতামকে আনার ঠিক পরের দিনের ছবি।
মে ১২, ২০২০

২ মাস বয়সী বোতামকে বুকে নিয়ে সোফায় শোয়া যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন... সে তখনো বিড়াল সম্পর্কে কিচ্ছু জানতো না।
NOTHING.
লিটারবক্স ক্লিন করা জানতো না... লিটার ট্রেইনিং দেওয়া জানতো না... ক্যাটপ্রুফিং, নিউটার স্পে, ডিওয়ার্মিং, ভ্যাক্সিন... কিচ্ছু না।
শুধু জানতো বিড়ালকে তেল মশলা খাবার দিতে নাই।
বাস!! এই টুকুই...

আমার ছোট্ট বাবু!
আমার প্রথম সন্তান...

বড় হয়েও বোতাম আমার সাথে লেগেই থাকতো।
বিড়াল বড় হয়ে দূরে দূরে থাকা শুরু করে না??
বোতাম নিজের মতো সময় কাটালেও ঠিক আমার কাছে এসে ঘেঁষতো নিয়ম করে।
আহারে আমার বুকটা ফাঁকা হয়ে গেলো...

আমার শেষ সম্বল এই পাঁচ... বোতাম অসুস্থ হওয়ার ২/৩ দিন পর থেকে আমার বাসার এনভায়রনমেন্ট পুরা চেইঞ্জ হয়ে গেছে।বাসায় কোনো দৌড়...
11/12/2023

আমার শেষ সম্বল এই পাঁচ...

বোতাম অসুস্থ হওয়ার ২/৩ দিন পর থেকে আমার বাসার এনভায়রনমেন্ট পুরা চেইঞ্জ হয়ে গেছে।
বাসায় কোনো দৌড়াদৌড়ি নাই... কেউ কাউকে ধাওয়া করে না।
কোনো মা'রামারির আওয়াজ নাই।
স্পট, চীফ দুইজনই নিয়মিত লিটারবক্সে হিসু করছে।
চীফ তাও মাঝেমাঝে লিটারবক্সে যেত, কিন্তু স্পট পটি ছাড়া লিটার বক্সে যেতই না বছর খানেক হলো। কিন্তু এখন সে লিটারেই যায়।
চীফ লিটারবক্সে হিসু করতে গেলে অর্ধেক হিসু করতো বক্সে আর অর্ধেক বাইরে। কিন্তু এখন ভদ্র ভাবে পুরাটা লিটারবক্সেই করছে।
কেউ আর স্প্রে করেনি।
বিছানায়, ব্ল্যাংকেটে কেউ হিসু করেনি।

চীফ অকারণে স্পটকে জ্বালায় না আর।
স্পটও ব্রেভকে মা'রে না। ঘর থেকে বের করে দেয় না।

স্পট খুব কোল ঘেঁষছে...
অ্যাটিটিউড নিয়ে দূরে দূরে থাকা স্পট আমার সাথে অনেক কথা বলে।
মাথা দিয়ে গুতা দেয়।
চীফটা আমার জামা খাওয়ার জন্য অত বায়না করে না আর।
মিপ টা সবার ছোট... ও যেটুকু এখানে সেখানে একটু লাফালাফি করে।

পাঁচ জনকেই বেডরুমে লক করে দিয়েছি।
আমার সাথে থাকুক...
বারান্দার দরজা বন্ধ, ঠান্ডা বাতাস যেন না আসে।
বিছানার পাশে বড় শতরঞ্জি... ওদের খাবার দিচ্ছি বড় ম্যাটে।
কেউ খাবার নষ্ট করে না।

কি হয়ে গেলো আমার বাসায়?

সবাই ম'রে...আমি ম'রি না।
11/12/2023

সবাই ম'রে...
আমি ম'রি না।


11/12/2023

ফিরে আয় না সোনামণি... প্লিজ!!!!!

মাকে ছেড়ে চলে যেয়ে এখন কি ভালো আছো তোমরা???    আমি শেষ হয়ে যাচ্ছি।আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে...কি করলে একটু ভালো লাগব...
10/12/2023

মাকে ছেড়ে চলে যেয়ে এখন কি ভালো আছো তোমরা???




আমি শেষ হয়ে যাচ্ছি।
আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে...
কি করলে একটু ভালো লাগবে আমার?

আমার বোতাম মা'রা যায় সকাল ৮:৪০ এর দিকে...ওর মা'রা যাওয়ার প্রসেস টা খুব শর্ট ছিলো। ১/দেড় মিনিট হাইয়েস্ট।১ ডিসেম্বর থেকে ক...
09/12/2023

আমার বোতাম মা'রা যায় সকাল ৮:৪০ এর দিকে...

ওর মা'রা যাওয়ার প্রসেস টা খুব শর্ট ছিলো। ১/দেড় মিনিট হাইয়েস্ট।
১ ডিসেম্বর থেকে কষ্ট পাচ্ছিলো।
সো অন্তিম মূহুর্তটায় স্মুদলি যাওয়াটা ই ও আসলে ডিজার্ভ করতো।
কষ্ট যা পাওয়ার এই ৮ দিনে পাওয়া হয়ে গেছে ওর।

আমার কোলেই চলে যায়... আম্মুকে জানালাম।
আম্মুও চলে আসলো...

আমার ম'রা বাচ্চা বুকে জড়ায়ে ধরেই বসে ছিলাম অনেকক্ষণ।
অ্যালভিন, বেন যাওয়ার পর আমি যেভাবে চিৎকার করে কেঁদেছি, বোতামের বেলায় সেটা এখনো পারি নাই।
খুব চাচ্ছি... কিন্তু পারছি না।

বোতাম কে জড়িয়ে থাকা অবস্থায় হাতের নীচে বোতামের বডি মুভমেন্ট পেলাম।
আস্তে আস্তে ওর মুখ নড়লো, কান নড়লো, পায়ের কিছু অংশও।
আমার মনের ভুল না... আমার আম্মুও দেখেছে।

অথচ ওর চোখ টাচ করলে কোনো রিফ্লেক্স নাই। হার্ট বিট নাই, শ্বাসপ্রশ্বাস নাই...
কিন্তু ওর শরীরের কিছু অংশে কিছুটা মুভমেন্ট। শরীর তখনো উষ্ণ।
আমার মনে হলো বাচ্চাটা মনে হয় আছে...
ম'রা বাচ্চাকেই নেবুলাইজ করা শুরু করলাম।
কোনো ক্লিনিকই তখন খোলেনি। চিন্তা করলাম ক্লিনিক খুললে ওকে অক্সিজেন দিলে মনে হয় বাঁচবে।

কিন্তু আমার কোল খালি হওয়া লেখা ছিলো... সেটা কি আর সৃষ্টিকর্তা ফেরাবেন??

১ তারিখ থেকে আজ রাত পর্যন্ত আমি এক রাতও ঠিক মতো ঘুমাই নাই।
বারবার বোতামকে ফ্লোর থেকে উঠায়ে বেডে এনে রাখসি।
মুখ থেকে লালা ঝরতো... বারবার মুছে দিসি।

আজকেও ও চলে যাওয়ার ৫/১০ মিনিটের মধ্যে আমি ওকে ২ বার বেডে উঠায়ে শোয়ালাম...
আমার শরীরের সাথে ওর শরীর লাগানো।

একদম শেষ টাইমটায় আমি বুঝেছিলাম যে সময় শেষ।
মাথাটা পেছন দিকে যখন নিয়ে গেলো, আমি জানলাম আমার প্রথম সন্তান চলে যাচ্ছে।
কোলে নিয়ে বসে থাকলাম... ১/দেড় মিনিট জাস্ট...

আমি মানসিক ভাবে প্রচন্ড বিধ্বস্ত হয়ে আছি।

সেদিন একটা ভিডিও দেখছিলাম... একটা পথ কুকুর! ছানাটা তার গাড়ি চাপা পড়েছে, সে সাহায্যের আশায়, অথবা শোকে বাচ্চাটার আশেপাশেই পাগলের মতো দৌড়াদৌড়ি করছে।
আমি যদি কুকুর হতাম... আমিও ঠিক একই কাজটা করতাম।
মানুষ বলে ধীরস্থির হয়ে থাকা লাগছে।

আমার খুব পাগল পাগল লাগছে। ভালো, খারাপ কিছু ই সহ্য হচ্ছে না।
রইলো বাকি আর ৫...

11.05.2020 - 09.12.20233 years 6 months 29 daysMy first born, my Botam... My lill baby!!!   ***Please do not call or tex...
09/12/2023

11.05.2020 - 09.12.2023
3 years 6 months 29 days

My first born, my Botam... My lill baby!!!



***Please do not call or text me for anything. I am SO MUCH UNAVAILABLE right now.***

আচ্ছা ঠান্ডা সর্দির প্রবলেম কার কার বাসায়, কয়টা বিড়ালের একটু বলেন তো...আমার অসহ্য অশান্তি লাগতেসে।আগে কখনোই কোনো উইন্টার...
08/12/2023

আচ্ছা ঠান্ডা সর্দির প্রবলেম কার কার বাসায়, কয়টা বিড়ালের একটু বলেন তো...

আমার অসহ্য অশান্তি লাগতেসে।
আগে কখনোই কোনো উইন্টারে আমার বাচ্চারা সিক হয় নাই।
এবার শীত পড়তেও পারলো না আর অসুস্থ হলো।

ঘটনা টা কি!?

গেস্ট বিড়াল যারা আসছে, সবাই সুস্থ আসছে।
কোনো কমপ্লিকেসি থাকলে আমি নিই না।
তাও কারো মধ্যে কোনো জার্ম/ভাইরাস/ব্যাক্টেরিয়া থেকে থাকলে বুঝার কোনো ওয়ে নাই...

শীত কেনো শুধু, যেকোনো সময় এই ঘটনা ঘটতে পারে।
কি বিপদে পড়লাম এ...

আমার না হয় বাসায় বাইরের বিড়াল আসে, তাই সমস্যা।
অন্য যাদের বাসায় বাচ্চা অসুস্থ, তাদের তো বোর্ডিং নাই, নিউ বিড়াল আসে না। তাহলে তারা অসুস্থ কেনো??

আমি বাইরে...আমার ছোট ভাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইসে 😄বোতাম ভালো বেবি সিটার পাইসে 😛😛
08/12/2023

আমি বাইরে...
আমার ছোট ভাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইসে 😄

বোতাম ভালো বেবি সিটার পাইসে 😛😛

এই রকম ফোলা লেজের একটা বিড়াল পালার ইচ্ছা অনেক দিনের।কোথায় পাবো বলতে পারেন?এগুলা কি ব্রেড এর বিড়াল? দাম কত? 🙂
07/12/2023

এই রকম ফোলা লেজের একটা বিড়াল পালার ইচ্ছা অনেক দিনের।
কোথায় পাবো বলতে পারেন?
এগুলা কি ব্রেড এর বিড়াল? দাম কত?

🙂

07/12/2023

ব্রেভ বিড়াল...

কয়েকদিন পি'টান না খেয়ে এখন ভালোই তুরতুর করে বেড়ায় 🙃

07/12/2023

কর্মজীবী মায়েরা বাচ্চাকে বাচ্চার নানী দাদীর কাছে রেখে কাজে যায় না?
আমি বাচ্চা রেখে স্টুডেন্ট এর বাসায় যাচ্ছি।
আমি বাসায় না থাকলে বোতামকে আম্মুর বাসায় রেখে যাবো...
ও বারবার বেড থেকে নেমে ফ্লোরে চলে যায়। এটা একদমই অ্যালাউড না... ঠান্ডা বাড়বে।

এজন্য ও সুস্থ হওয়া পর্যন্ত এই ব্যবস্থা।

আগামী শীতে বোতাম একটা বোতামওয়ালা জামা পাচ্ছে ইনশাআল্লাহ... 🤍
07/12/2023

আগামী শীতে বোতাম একটা বোতামওয়ালা জামা পাচ্ছে ইনশাআল্লাহ... 🤍

ঠান্ডা লাগে বলে মাম্মা জামা পরিয়ে দিলো... 🥹
07/12/2023

ঠান্ডা লাগে বলে মাম্মা জামা পরিয়ে দিলো... 🥹

07/12/2023

কি জঘন্য একটা আবহাওয়া...

ঢাকায় রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি। এখনো চলছে... বাসার ভ্যাক্সিন দেওয়া, তুলুতুলু করে পালা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়!
রাস্তার গুলার কি অবস্থা 😔

কখনো বুঝিনি লেজ ওয়ালা লোমশ এই প্রাণী গুলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে যাবে...যাদের অসুস্থতায় দুনিয়া অন্ধকার হয়...
06/12/2023

কখনো বুঝিনি লেজ ওয়ালা লোমশ এই প্রাণী গুলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে যাবে...

যাদের অসুস্থতায় দুনিয়া অন্ধকার হয়ে আসবে।
সুস্থতায় মনে হবে সব ঠিক আছে...

বোতাম আমার প্রথম বাচ্চা।
ওকে যখন নিয়ে আসি, বিড়াল সম্পর্কে কিছুই জানি না।
ওকে যতবার ধরতাম, হাত ধুয়ে ফেলতাম...
লিটার ক্লিন করা জানতাম না। পুরাটা একবারে ফেলে দিতাম...

শুরুতে দুই একবার এটাও ভেবেছি কয়দিন পালার পর কাউকে দিয়ে দিবো।
হাহা...
দোতলার বারান্দা দিয়ে বাইরে হিসু পটি করে আসবে ভাবা আমি, আমার বাসার কিচেন, ওয়াশরুম সব ক্যাটপ্রুফড।

অনেক কিছু শেখালো ওরা আমাকে।
আর এই যাত্রার শুরু বোতামের হাত ধরে...

আমার বাচ্চারা হাজার বছর বেঁচে থাক। 🤍

06/12/2023

পাত্তা না দিলেও আদর করবো... এটা ওরা জানে। 🤍

06/12/2023

বোতামের আপডেট...
অনেক কাহিনী!! লেখার মতো একদম এনার্জি নাই... 😔

এজন্য ভিডিওতে সব এক্সপ্লেইন করলাম।

তবে মেইন কথা হলো,
আজকে বোতামকে পূর্বাচলে নেওয়া হয়েছিলো। মান্নান স্যার দেখেছেন...
& FIP এর ট্রিটমেন্ট করতে মানা করেছেন।

05/12/2023

বোতামের ডে ওয়ান ডোজ ডান...
more 83 days to go...

আল্লাহ ভরসা।

সেদিন লিখলাম না? I can move mountains for my cats.
আল্লাহ বললো - এই নে মাউন্টেন। এবার ধাক্কা যত পারিস।

রাত পনে ১২ টার দিকে যেয়ে দুইটা ভায়াল নিনাভির নিয়ে আসছি।

I will need financial support from you people...

যেহেতু আমি আগামী ২/৩ মাসের জন্য বোর্ডিং বন্ধ রাখবো, আমার স্যালারির বাইরে যেই এক্সট্রা আর্নিং টা হতো... সেটা হবে না।
আমি একা এই ট্রিটমেন্ট টানতে পারবো না।
So... I am counting on you people.
My Botam is counting on you.

05/12/2023

আমার বিড়াল পালার এই জার্নিতে আমি কয়েকটা জিনিস কখনোই চাই নাই... সেগুলার মধ্যে একটা FIP

আমার বোতাম FIP positive.
Dry FIP...

কেনো হলো, কিভাবে হলো... আমি জানি না।

মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেলো।
আমার এত ছোট বাচ্চাটা... আমার কলিজার টুকরা! আমার প্রথম সন্তান...

ভাত খেতে বসে ওর ব্লাড টেস্টের রিপোর্ট গুলা হাতে পাইসি।
খাবার শেষ করতে পারি নাই।

আমি আল্লাহকে লাস্ট কয়দিনে এত বার বলসি যে আল্লাহ লাগলে আমাকে তুমি নিয়ে যাও, আমার কোনো বাচ্চাকে নিও না।
কি হলো এইটা আমার বাচ্চার এ...!!!

আমার ঠিক কোন পাপের শাস্তি আমার বাচ্চা পাচ্ছে আমি জানি না।

05/12/2023

কেবল রিয়েলাইজ করলাম... সকাল থেকে এখনো পানিও খাই নাই।
কেবল খেতে বসতেসি...
ট্রান্সপোর্ট কস্ট, মেডিসিন, এক্সরে, টেস্ট, হসপিটাল, নেবুলাইজার মেশিন সব সহ ১০,৭৯০ টাকা খরচ করে আসলাম...
হিসাব করলাম বসে বসে।
তাও আমার মেয়ে বেঁচে থাকুক... 🙂

05/12/2023

বোতামটা সিক হয়ে ব্রেভের খুব সুবিধা হইসে...
সে সারা বাসায় ঘুরে বেড়াচ্ছে, মাই'র খাওয়ার ভয় ছাড়া...

কারো পৌষ মাস, কারো সর্বনাশ টাইপ অবস্থা আর কি।

বোতামের কন্ডিশন বেশ ক্রিটিক্যাল।
আজকেও ডক্টর দেখানো হয়েছে।
পেটে গ্যাস জমেছে, লাংও ভালো অবস্থায় নাই।
বাট কেনো, কি হয়েছে... এটার কোনো সঠিক উত্তর পাওয়া যায় নাই।
আমার মেয়ে যদি ম'রে যায়... কি করবো আমি?
আমার তো বেঁচে থাকা হয়ে উঠবে না ওকে ছাড়া... 🙂

Choko Poko & Family থেকে আন্টি রাতে কুত্তু খাওয়াতে বের হয়ে আমাকেও এক প্লেট খাদ্য দিয়ে গেছে ভালুবেশে 🥹অনেএএএক গুলা খিচুড়ি...
05/12/2023

Choko Poko & Family থেকে আন্টি রাতে কুত্তু খাওয়াতে বের হয়ে আমাকেও এক প্লেট খাদ্য দিয়ে গেছে ভালুবেশে 🥹

অনেএএএক গুলা খিচুড়ি, অনেএক গুলা মুরগীর মাংস আর ডিম চপ...

সুতরাং আন্টিকে কেউ বলতে আসবেন না, "কুত্তা বিলাই খাওয়ায়ে কি লাভ!! মানুষকে খাওয়ান..."
মানুষকেও খাওয়ায়... এইযে প্রমাণ 😄

04/12/2023

এত সুন্দর বিড়াল... অথচ এত ম্যানারলেস 🙂

একটা এনিমেল প্রোটেকশন গ্লাভস অর্ডার দিসি...ওইটা আসার আগে যা করার করে নে 🙂সেলফ হার্মের বয়স টায় যেসব জায়গা কাটাকুটি বাদ রা...
04/12/2023

একটা এনিমেল প্রোটেকশন গ্লাভস অর্ডার দিসি...
ওইটা আসার আগে যা করার করে নে 🙂

সেলফ হার্মের বয়স টায় যেসব জায়গা কাটাকুটি বাদ রাখসিলাম, বিলাই গুলা শূন্যস্থান পূরণ করে দিচ্ছে... 🙂

03/12/2023

চীফ একটা শু-ও-র প্রজাতির বিলাই...
যাকে সিরাপ খাওয়ানোর চেয়ে ইঞ্জেকশন দেওয়া ইজি 🙂

আমাকে মে'রে র'ক্তাক্ত করে আবার আমার কাছেই এসে মুখ গুজবে।
কি শু-ও-র এ? 🙂

চীফেরও ঠান্ডা লাগসে, অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাচ্ছে না।
এজন্য পাসায় সুই ফুটাচ্ছি... কিচ্ছু করার নাই।
বাকি রা ভালো মানুষ, সিরাপ খায় 🙂

অহ!!
বোতামকেও ইঞ্জেকশন দেওয়া লাগতেসে। কারণ সেও শু-ও-র।
সিরাপ খাবে না, পাসায় সুই খাবে... 🙂
বোতামের অবস্থা কনফিউজিং। এই মনে হয় বেটার, এই মনে হয় নাহ!!
নিজেই খাইতেসে এইটা খালি গুড নিউজ...

শীত পড়লো না কিছু না... সব গুলা ভ্যাক্সিনেটেড বিলাই!!
তোরা কেনো সিক হবি আজব 🙂

03/12/2023

I can move mountains for my cats...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happily Ever After ️️ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Pet Adoption Services in Dhaka

Show All