অফিসের জন্য বের হওয়ার সময় ম্যাওওওও ম্যাওওও শুনলাম।
এই আওয়াজ তো আমি চিনি না...
না আমার বাসার কারো, না গেস্টদের কারো।
কে কথা বলে??
বোর্ডিং রুমে উঁকি দিয়ে কনফিউজড হয়ে মেইন ডোর দিয়ে বের হয়ে দেখি বাইরে একটা বিড়াল।
আমার ফ্ল্যাটের সামনে এসে ডাকছে...
আমি আমার বিল্ডিংয়ে আগে কখনোই সিঁড়িতে বিড়াল ঘুরতে দেখিনি।
নেভার...
ও কে, কই থেকে ঢুকেছে কি জানি।
আমি চাইলে ওকে দরজার বাইরে খাবার দিয়ে আসতে পারতাম।
বাট এটা আমার জন্য রিস্কি...
ও খাবারের আশায় প্রতিদিন আসবে, সিঁড়িতে স্প্রে করে টেরিটোরি মার্ক করবে, কারো বাসার সামনে পটিও করতে পারে।
পরে কমপ্লেইন আসবে আমার বিড়াল বের হয়ে সব নোংরা করছে।
আমাকে দিবে বাসা ছাড়ার নোটিস।
ভাড়া বাসায় থেকে কত কিছু ভেবে চলা লাগে... কিছুই করার নাই।
অন দ্যা আদার হ্যান্ড, ওকে আমার বাসায় ঢোকানোও পসেবল না।
বাচ্চাটা ভালো থাকুক।
আর্লি এইজে হিটে আসা টুকু!!
একবার হিটে আসছে, হিট গেছে... সাথে সাথে ওর আম্মা উত্তরা থেকে আমার কাছে দিয়ে গেছে স্পে করাইতে।
কপাল ভালো উনার ওজন ঠিক ছিলো।
আমি ওকে রিসিভ করার টাইমে ভাবসি - ও খোদা!! এই বাবু ২ কেজি হইসে?
পরে ক্লিনিকে নিয়ে দেখা গেলো উনি ২ কেজি ৩০০ গ্রাম।
বিসমিল্লাহ বলে স্পে করায় দেওয়া হলো গত শুক্রবার 😄
মেয়ের সেলাই অনেক খানি শুকায়েও গেসে অলরেডি মাশাআল্লাহ...
বাট সে আমার সাথে তার রুম শেয়ার করতে রাজি হইলো না 😪
ইংলিশ-
বিলই আন্ডার-কভার...
বাংলা ট্রান্সলেশন -
বিলই চাদরের নীচে 🫠
আমাদের আজকে এভাবে সকাল হলো...
ঘুমের মধ্যে খেয়াল করলাম আমার নাকে ঠান্ডা ভেজা কি যেন টাচ করতেসে।
চোখ খুলে দেখি বোতাম 😄
গালও চেটে দিয়েছে আমার 🥹
দলীয় সার্কাস... শেষে লোকি সঠিক বিচার করে দিসে একদম। 😑
from colleague 🥹
So sweet of her... 🤍
🤦♀️
একজনকেও মানুষ বানাইতে পারতেসি না... 😐
সুযোগ থাকা স্বত্তেও যারা নিউটার স্পে করান না, ভাবেন বিড়াল রা আজীবন বাচ্চা পালে??
মায়ের দায়িত্ব পালন করে?
জ্বী না...
কয়দিন পরেই বাচ্চাদের টাটা বাই বাই বলে দেয়...
এক্সেপশনাল কেইস থাকতে পারে, বাট মেজরিটি হচ্ছে এমন।
আরে ভাই বিড়াল অ্যাডাল্ট হলে মা-ছেলেরও মেটিং হয়, বাবা-মেয়েরও...
নিউটার স্পে করান।
বাসায় বাচ্চা জন্ম দেওয়ায়ে কিটেন বাইরে ফালায়া দিয়ে বা অ্যাডপশনে দেওয়া লাগলে হোম ব্রিডিং করায়া লাভ কি?
আমার ২৫ মাসের ক্যারিয়ারের এভিডেন্স মুছে ফেলার চেষ্টা করতেসিল মে বি... 🙄
বিড়ালের মা'রামারি ঠ্যাকাতে যেয়ে কখনোই হাত বা নিজের শরীর ইউজ করবেন না...
একদম খাল বাকল উঠায়ে দিবে।
এদের সেন্স কাজ করে না গ্যাঞ্জাম বাধলে।
আমি এজন্য হাতের কাছে অলওয়েজ একটা স্প্রে বোতল রাখি পানি সহ।
বোর্ডিংয়ে আসা বিড়াল মা'রামারি করে না?
- হ্যা আবার না।
দুই অপরিচিত বিড়ালকে আমি মা'রামারি করতে অত টা দেখি নাই। (অ্যাটলিস্ট আমার এখানে না)
এরা কামড়াকামড়ি করে, বাট ওইটাকে সেই অর্থে মা'রামারি বলা যাবে না।
বাট!! এই যে ভিডিওতে যাদের দেখছেন, ইনারা সিভিয়ার মা'রামারি করেছে। অথচ ওরা একই বাসা থেকে এসেছিলো। ভাই বোন... এক সাথেই বড় হইসে ওরা।
কিটি (সাদাটা) কে মেইনলি নিকি (অরেঞ্জ) মার'সে... অনেক মার'সে।
ছেলে হুঠ করে বোনের সাথে এমন ব্যবহার ক্যান করসে কে জানে।
নিকিকেও আমার লক করে রাখা লেগেছে পুরা এক দিন...
এরপর যেয়ে ঠিক হইসে...
Dude!! That’s my skin 😬
#guestcat #boardingfacility #cat
বোর্ডিং/ফস্টারে সাময়িক সময়ের জন্য বিড়াল রাখতে চেয়ে ওদের পুরা বাসায় ছেড়ে রাখার দাবিটা অযৌক্তিক না??
বাসার বাচ্চা গুলা এই সময়ের জন্য নতুন ১/২/৩ টা বিড়ালকে হুঠ করেই মেনে নিবে এটা এক্সপেক্ট করা যায় না।
আবার গেস্ট বাচ্চারাও ভয়ে থাকে। সব চেয়ে লক্ষী বিড়ালটাও অপরিচিত পরিবেশে অ্যাটাকিং মুডে থাকে।
অনেকে হাউজে আইসোলেশনে/আটকে রাখার ব্যাপারে আপত্তি জানায়...
বোর্ডিংয়ে একযিস্টিং বিড়ালগুলার মধ্যেই বা হুঠ করে নিউ বিড়াল কিভাবে ছেড়ে দেওয়া যায়?
মা'রামারি করলে দায়ভার আমার?
ভিডিতে যাদের খেলতে দেখছেন সবাই-ই শুরুতে এসে আটকা ছিলো।
এখন অ্যাডজাস্ট হওয়ার পর এত লক্ষী হয়ে গেছে...
আবার অনেকে জাস্ট উনাদের বিড়ালদের জন্য একটা আলাদা রুম দেওয়ার কথা বলে।
সেই ফ্যাসিলিটি যাদের বাসায় ৪/৫ টা রুম, তারা হয়তো দিতে পারবে... বাট এর জন্য পার নাইট চার্জ কত আসবে হিসাব করে দেখেছেন?
নাকি ৪০০ টাকা পার নাই
মন ভাল্লাগতেসিলো না...
ভাবলাম বোর্ডিং রুমে একটু বসে থেকে আসি... 🤍
এখনো যে মন খুব ভাল্লাগতেসে, তা না।
বেসিক্যালি চিন্তা করলাম একটু আগে উইন্টার আসতেসে, বিছানায় সব গুলা এসে গাদাগাদি করে ঘুমাবে।
বাট অ্যালভিন থাকবে না... বেন থাকবে না...
#Alvin_Forever
#Ben_Forever
আমার কপাল ভালো যে আমার গায়ে এত এত অন্য বিড়ালের স্মেল থাকার পরও আমার নিজের বাচ্চা গুলা আমাকে ত্যাজ্য মা করে দেয় নাই 😛
নিকো আর মিষ্টি দুইজন দুই ফ্যামিলির বিড়াল। দুইজন বোর্ডিংয়ে দুই টাইমে আসছে... তারপরও কি সুন্দর শেয়ার করে কোলে বসে আদর নিলো।
ছোট দুইটা সিরিয়ালের জন্য ওয়েট করলো কতক্ষণ... আমার কোলে বিছানা সমান জায়গা থাকলে সবাই বসতে পারতো এক সাথে 🤭
বেনের একবার যখন একটা হাত বাঁকা হয়ে গেছিলো, আমি চপস্টিক ভেঙ্গে টেপ দিয়ে ওর হাতে একটা টেম্পোরারি সাপোর্ট বানায় দিসিলাম...
কারণ খেয়াল করসিলাম হাত বাঁকায়ে হাঁটতে হাঁটতে একটা এরিয়ায় প্রেশার পড়ে ওখানের স্কিন শক্ত হয়ে যাচ্ছিলো...
এই ভিডিওর ২/১ দিন পরেই ওর হাত ঠিক হয়ে যায়।
আহারে আমার ছোট বাবু... আহারে আমার বেন!!
বেনের কি কপাল...
ওকে রেসকিউ করলো অন্য একজন জন, চলে আসলো আমার কাছে। ওর শুরুতে নাম ছিলো না। নামটাও আমি দিলাম, আমার হাতে থেকেই ও চলে গেলো...
#Ben_Forever
বাসায় একা বড় হওয়া বাচ্চাদের বাবা মায়েরা প্রায়ই ভয় পায় যে বোর্ডিংয়ে আসলে এত বিড়ালের মধ্যে ওরা থাকতে পারবে কি না...
এই ভিডিও সেটার একটা এক্সাম্পল।
ভিডিতে সাদা বাচ্চা টা নিকো আর সাদা কালো বাচ্চাটা হারকিউলিস...
নিজেদের বাসার সিঙ্গেল ক্যাট বাট এখানে এসে সোশ্যাল হয়ে গেছে কি সুন্দর। 🤍
কিছু এক্সেপশনাল কেইস বাদে, সব বাচ্চাই সোশ্যালাইজ করতে পারে।
বয়স উনাদের ২ মাসও না... এখনই কোথায় কোথায় উঠে যায়।
টোরো আর টাও এর জন্য ফর এভার ফ্যামিলি প্রয়োজন...
ঢাকার মধ্যে রেসপন্সিবল ফ্যামিলিতে ওদের দেওয়া হবে।
একজন ছেলে, একজম মেয়ে... এক সাথে নিতে পারলে খুব ভালো।
আলাদাও নিতে পারবেন, ওরা অন্য বিড়ালদের সাথেও অনেক খেলে।
পুরাপুরি লিটারে পটি ট্রেইন্ড।
সিদ্ধ চিকেন, মাছ খায়।
নিয়ে ভ্যাক্সিন দিতে হবে।
বড় হলে নিউটার স্পে করতে হবে মাস্ট। (বাচ্চা না হওয়ার সার্জারি)
আর বাসা অবশ্যই ক্যাটপ্রুফড হতে হবে। মানে জানালা, বারান্দার গ্রিলে নেট দেওয়া থাকতে হবে।
ছোট বিড়ালদের জন্য নেট লাগানো লাগে না কথা টা ভুল।
ওদের আন্ডারএস্টিমেট করার কোনো ওয়ে নাই।
লোকেশন - আপাতত মোহাম্মদপুর। Happily Ever After - Cat Boarding Facility তে আছে।
কয়েক দিন আগে সদ্য স্পে করা মিনির মা স্পের পর দিন সকালে আস্ক করসিলো - মিনি খাইসে??
হাউজের মধ্যে বাটি যেহেতু ফাঁকা, আমি রিপোর্ট করলাম যে খাইসে।
বাট নেক্সটে এই মেয়ে কে যা ই দিই, খায় না।
আমি ভাবলাম ঘটনা কি!?
সার্জারির পরপরই রাতে খাইলো, এখন খাচ্ছে না ক্যান...
পরে টের পেলাম হাউজের মধ্যে বাটি ফাঁকা কিভাবে হইসিলো 🙂😑
এইযে এভাবে...
মিষ্টি নিজে খাওয়াদাওয়া করলেও হাউজের মধ্যে কাউকে চিকেন দিলে, সেটা সে হাতের নাগালে পেলে এভাবে নিয়ে খেয়ে ফেলে 😬
Death is something for which one can never be truly prepared...
অ্যালভিন যাওয়ার টাইমে মনে হচ্ছিলো হুঠ করে চলে যাওয়াটা বেশি কষ্টের।
দীর্ঘদিনের অসুস্থতায় চলে গেলে মে বি এত কষ্ট লাগতো না। আগে থেকে মানসিক ভাবে হয়তো প্রস্তুত থাকতাম।
কথা টা ভুল...
এই যে আমার বেন টা, এত অসুস্থ থেকে কষ্ট পেলো। আমি নিজেই ওর অবস্থা সহ্য করতে না পেরে দোয়া করেছি - আল্লাহ তুমি হয় ওকে সুস্থ করো, নাহলে নিয়ে যাও। এক্ষুনি নিয়ে যাও।
আল্লাহ ওকে নিয়েই গেলো...
আমি জানতাম ও থাকবে না।
জানা জিনিস ঘটেছে, তাও কেনো এত কষ্ট?
বাট ওর জন্য আমি এক দিক দিয়ে শান্তি পাচ্ছি,
ওর আর খিঁচুনি হবে না।
ওর আর শ্বাসকষ্ট হবে না।
পানিটাও না খেতে পারার মতো অবস্থা ওর আর কখনোই হবে না।
বেন যখন অ্যাক্টিভ ছিলো, খেলতে খেলতে প্রচুর কামড়াতো... আমি ওকে বলতাম - 'দেখ বেন, সবার একটা লিমিট আছে। এত কামড়াস না আমাকে!'
I am sorry baba... You can bite me as much as you want.
#Ben_Forever
আমি সকাল থেকে রাত এত ব্যস্ত থাকি, এমনও হইসে সব কাজ শেষ করে অ্যালভিনের জন্য সময় বের করে কাঁদসি...
কারণ যেই মানুষের বাচ্চার লা'শ বাস্কেটে রেখে কবর দিতে যাওয়ার আগে বাকি বাচ্চাদের খাবার, লিটার ঠিকঠাক করে বের হওয়া লাগসে - তার হাতে ঠিক কত টা সময় থাকতে পারে ভেঙ্গে পড়ার??
বেনকে নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে পড়সিলাম। ভাবসিলাম বেনটা সুস্থ হোক, I'll grieve in peace for my Alvin.
কিন্তু বেন টাও চলে গেলো...
অ্যালভিন যাওয়ার এক মাসও হয়নি, এখন বেনও নাই।
ভিডিওটা জাস্ট কয়েক দিন আগের, আমার ভাই বলসিলো ওকে একটু রোদে দিতে। ভিটামিন ডি মাইট হেল্প।
ওকে ছাদে নিয়ে গেসিলাম... তখনও ওর মধ্যে একটু স্ট্রেন্থ বাকি ছিলো।
বেন চলে যাওয়ার পর রাত বাজে ১০:১৫ মতো! এই রাতে কই কবর দিবো?
নার্সারি বন্ধ হয়ে গেছে কনফার্ম। তাও বের হয়ে গেসি যদি খোলা পাই... মাথা কাজ করতেসিলো না, চশমা ছাড়াই বের হয়ে গেসি।
আমার চশমার পাওয়ার -২.৫০ & -২.০০
দূরে কিচ্ছ
বোর্ডিং রুমের যেই চেয়ার টা, সেটায় বসলেই লাইন লেগে যায় কে আমার কোলে উঠবে...
লোকি, মিষ্টি বেশি বসে থাকে...
কিটেন গুলাও শিখসে ওদের দেখে।
সিম্বা টাও চাইসিলো, লোকির কারণে সিরিয়াল পায় নাই।
বেনের জন্য এত্ত সুন্দর, কমফি একটা বেড গিফট দেওয়ার জন্য সাদিয়া আপুকে অনেএএক থ্যাংক্স... 🤍
বাচ্চাটার প্রতি এত মানুষের ভালোবাসা ও যদি বুঝতে পারতো, কত খুশি হতো।
ঠিক মতো খাচ্ছে না। জাস্ট ট্রিটটা পছন্দ করে খায়।
ওর জন্য প্রচুর ট্রিট কিনে রাখা লাগবে...
বিশাল লম্বা জার্নি সামনে ওর।
নিউরোমাসকিউলার ডিজঅর্ডার কে ও হারাতে পারবে কি না জানি না।
অটো ইমিউনিটি ডেভলপ করলেও বিপদ।
রেসপিরেটরি ইশ্যুটা অ্যাটলিস্ট দ্রুত সেরে যাক...
খুব হয়রান লাগে।
বেনেরও... আমারো!! 🙂
took Ben to Professor, Dr. K. B. M. Saifullah.
Ben has multiple issues.
He has Neuromuscular Disorder, Respiratory Discomfort too.
সহজ বাংলায়, বেনের হাড্ডির গ্রোথ বেশি। ওর শরীরের তুলনায় ওর হাত পা বেড়ে গেছে।
এইটা ফিক্সড হতেও পারে, নাও পারে...
হাত, পা, মেরুদণ্ড বেঁকেও যেতে পারে।
ফুসফুসে অ্যাবনরমালিটি আছে।
বাচ্চাটার কষ্ট দেখা যাচ্ছে না আর... ঘুমের মধ্যে বা জেগে থাকলেও ইদানীং হুঠহাঠ ভয় পেয়ে আলমারির পিছে দৌড় দিচ্ছে। অথচ সে হাঁটতেই পারে না ঠিক মতো।
🌸🌸🌸Fund update - received total 2800 Taka.
Thank you everyone.
________________
ওর জন্য আবার ফান্ড রেইজ করা লাগবে।
গত দিনের ভেট ভিজিট + মেডিসিন বিল আমি বিয়ার করেছি।
যখন যেটা দরকার হচ্ছে, আমি কখনোই সেকেন্ড টাইম ভাবছি না।
আজকে ২৮১০ টাকা পে করে আসলাম।
এটার জন্য ফান্ড দরকার বেসিক্যালি।
Bkash - 016846🌸🌸🌸20 (Personal)
Use Ben as reference.
[NB- এক মাসের ট্রিটমেন্ট প্রেসক্রাইবড হয়েছে। ৭ দিন পর আবার ফলোয়াপ]
দেখা যাচ্ছে বোতাম আর চীফ এক বাটিতে খাচ্ছে।
বাট একটু পরেই চীফকে ধুমধাম দিবে বোতাম 😒
The madness... ও খোদা!!!! 😑😑
আমি খালি বসে বসে দেখলাম 😵💫
একেকটা কি এ!!!
ওহ নো... 😬
স্নোয়ি খুব চেতে আছে ভাভাগো 😵💫