25/11/2022
আজকে জানবো world এর সব থেকে পপুলার Cat breed নিয়ে "Traditional persian" এবং "Persian" বিড়াল সমন্ধে।
নিচের ছবিতে বাম পাশে আছে Doll face Persian যেটিকে আরো নামে ডাকা হয় যেমনঃ- Traditional long hair, Classic Persian, Old fashioned Persian, Original long hair, long-nose Persian, Old style long hair এবং ডান পাশে আছে Flat face Persian যেটিকে আরো নামে ডাকা হয় যেমনঃ- Pure Persian, Flat face Persian, Morden version of persian, Peke face Persian, punched face Persian.
Traditional Persian মূলতো হচ্ছে original breed of persian এটির অরিজিন persia তে বর্তমান Iran এটি Iran এর Persian Long hair এবং Shirazi নামে পরিচত কিন্তু বর্তমান এটির নাম Traditional persian/Doll face Persian.
1958-1995 সালের মধ্যে এটিকে developed করে peke-face Persian পরে flat Face Persian করা হয়েছে যেটি দেখতে চেহারা একদম সমান এবং যেটির নাক দুই চোখের মণির মাঝমাঝী এবং ফেইস এর এক পাশ থেকে দেখলে কপাল আর থুতনীর থেকে ভিতরে নাক হবে যেটি চোহারার পাশ থেকে দেখা যাবেনা এবং CFA (cat fanciers association) থেকে এটিকে registered করা হয়েছে।
তো আজকে জানলাম Traditional persian/doll face persian এবং Flat face Persian সমন্ধে।
আজকের পোষ্টটি দেওয়া কারণ আমরা আমাদের দেশে যেটিকে Persian বলে জানি সেটি Persian নয় সেটি হচ্ছে Traditional persian অথবা Doll Face Persian এবং এটি আমাদের দেশে খুব পপুলার একটি বিড়াল। Flat face Persian বিড়াল ও আমাদের দেশে রিসেন্টলি ব্রিডিং করা শুরু হয়েছে কিন্তু এখনো Traditional persian এর মতো available হয়নি।