21/07/2023
আপনি জানেন কি পাখির জন্য এলোভেরার উপকারিতাঃ
গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী।
নিয়মঃ
৫০০মিলি পানিতে ১চামুচ এলোভেরা জেল মিশিয়ে দিতে পারেন সপ্তাহে ১/২দিন।