Queeni-Tuki-Moon persian Family & All Pet Services

Queeni-Tuki-Moon persian Family & All Pet Services Persian Pet Sell & Service

আলহামদুলিল্লাহ আজ মুনচিকিন পাঁচটা বেবি দিয়েছে ❤️❤️❤️❤️❤️
07/02/2024

আলহামদুলিল্লাহ আজ মুনচিকিন পাঁচটা বেবি দিয়েছে ❤️❤️❤️❤️❤️

অনেক চেষ্টা করেও তফুকে বাঁচাতে পারলাম না। আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী কিন্তু তবুও কষ্ট হচ্ছে খুব। তুমি কিসের পরীক্ষা নি...
01/02/2024

অনেক চেষ্টা করেও তফুকে বাঁচাতে পারলাম না। আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী কিন্তু তবুও কষ্ট হচ্ছে খুব। তুমি কিসের পরীক্ষা নিচ্ছো জানিনা।
অবুঝ প্রাণগুলোকে তুমি রক্ষা করো।
তফু জানবাচ্চা ক্ষমা করে দিস। চেষ্টার তো কোন ত্রুটি করিনি, সর্বোচ্চ চেষ্টা করেছি কতোখানি সম্ভব।

কাল সারাদিন কেটেছে তফুর বাচ্চাদের জীবন মরণের লড়াই নিয়ে। অন্যদিকে টুকির দেয়া বাচ্চাদের কিভাবে এই শীতে ভালোভাবে রাখা যায় স...
21/01/2024

কাল সারাদিন কেটেছে তফুর বাচ্চাদের জীবন মরণের লড়াই নিয়ে। অন্যদিকে টুকির দেয়া বাচ্চাদের কিভাবে এই শীতে ভালোভাবে রাখা যায় সেগুলো নিয়ে। আজ সকাল না হতেই আবার দু:সংবাদ। তফু ওর বাচ্চাদের না পেয়ে অস্থিরতায় ছিলো। ভুলবসত জানালা খোলা থাকায় তিনতলা থেকে লাফ দিয়ে নিচে পরে যায়। অনেক খোঁজার পরে যদিও পাওয়া যায় কিন্তু ভীষণ আহত অবস্থায়। পেটের অনেকটা অংশ কেটে গিয়ে রক্ত বের হচ্ছিলো। উপায়ান্তর না পেয়ে বরিশালের একটা পেট হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানের ডাক্তার শুধু জ্বর মেপে নিয়ে আসার কথা বলে হসপিটাল থেকে বের হয়ে যায়। এর আগে অবশ্য প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ওরাই সরকারি হসপিটালের কথা বলে। প্রায় তিনঘণ্টা অপেক্ষার পরও ডাক্তার আসেনি। মোবাইলে কল দিলে ডাক্তার তার ব্যক্তিগত কাজ আছে তাই আসতে পারবেনা জানিয়ে অন্য হাসপাতালের জরুরি সেবা নেয়ার কথা বলল। দুইজন মানুষ এখান থেকে ওখানে সেখানে ছোটাছুটি করে প্রায় তিনটা বেজে গেলো। শেষে নিজের সিদ্ধান্তে তফুকে এটিএস ইনজেকশন দেয়ালাম। এরপর আবার সেই রহমতপুর একটা হসপিটালে ভিতরে চারটি আর বাইরে চারটি সেলাই দেয়া হলো অবশ করে।
এখনও অবশের ঘোর কাটেনি তফুর। দোয়া করবেন তফু যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

20/01/2024

খুবই দু:খজনক কিন্তু বাস্তবতা মেনে নিতেই হয়। তফুর তিনটি বেবিই আজ ফ্লুতে মারা গেছে।
সবার আদরের বাচ্চাগুলো নিরাপদে থাকুক।

টুকির আজ ছয়টি বেবি দিয়েছে।  আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা এবং টুকি সুস্থ আছে।
20/01/2024

টুকির আজ ছয়টি বেবি দিয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা এবং টুকি সুস্থ আছে।

মাত্র কয়েকদিন হলো তোকে আমি চোখের আড়াল করেছি, আর তুই কিনা কিছু না বলে পৃথিবী থেকে চলে গেলি? আমি তোকে ভুলে থাকতে পারছি না,...
03/01/2024

মাত্র কয়েকদিন হলো তোকে আমি চোখের আড়াল করেছি, আর তুই কিনা কিছু না বলে পৃথিবী থেকে চলে গেলি? আমি তোকে ভুলে থাকতে পারছি না, প্রতিটি সেকেন্ড আমি মরে যাচ্ছি তোকে ভেবে। তুই তো আমার সবচেয়ে ভদ্র, সুস্থ আর সুন্দর বাচ্চা ছিলি। একবছর দুইমাস তোকে আগলে রাখলাম আর কয়েকদিনের বিচ্ছেদে একেবারে চলে গেলি? কিসের এতো অভিমান ছিলো তোর?
মিস ইউ ম্যাক🥲

13/12/2023

হাজেল❤️

রইলো শুধু হাজেল💖
02/12/2023

রইলো শুধু হাজেল💖

আলহামদুলিল্লাহ সোহানাও ওর নতুন বাসায় চলে গেলো। ভালো থাকিস রে--
02/12/2023

আলহামদুলিল্লাহ সোহানাও ওর নতুন বাসায় চলে গেলো।
ভালো থাকিস রে--

আলহামদুলিল্লাহ স্যাডোনা আর কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা রওনা করবে। ভালো থেকো স্যাডোনা নতুন ঘরে, নতুন মায়ের সাথে।
02/12/2023

আলহামদুলিল্লাহ স্যাডোনা আর কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা রওনা করবে। ভালো থেকো স্যাডোনা নতুন ঘরে, নতুন মায়ের সাথে।

Traditional parsian female and male kittensNfa
01/12/2023

Traditional parsian female and male kittens
Nfa

জুম্মা মোবারক। শুভ সকাল ❤️‍🩹
01/12/2023

জুম্মা মোবারক।
শুভ সকাল ❤️‍🩹

My Dear Sadona❤️‍🩹Daughter Of MOON
28/11/2023

My Dear Sadona❤️‍🩹
Daughter Of MOON

28/11/2023

মুনচিকিন এর তিন ছেলে মেয়ে ❤️‍🩹

আমি আশা বেঁধে রাখি,তাইতো ফুল ফোটে, পাখি গান গায়,পাহাড়ের বুক চিড়ে গড়িয়ে চলে ঝর্না,সমুদ্র সৈকতে ঢেউ বয়ে যায়।
22/11/2023

আমি আশা বেঁধে রাখি,
তাইতো ফুল ফোটে, পাখি গান গায়,
পাহাড়ের বুক চিড়ে গড়িয়ে চলে ঝর্না,
সমুদ্র সৈকতে ঢেউ বয়ে যায়।

ভুতু চলে গেলো ওর নতুন মায়ের সাথে। অনেক ভালো থেকো ভুতু।ভালো রেখো ভুতুকে।ভালোবাসা আর শুভ কামনা তোমাদের জন্য সবসময় নিপা শেখ
19/11/2023

ভুতু চলে গেলো ওর নতুন মায়ের সাথে।
অনেক ভালো থেকো ভুতু।
ভালো রেখো ভুতুকে।
ভালোবাসা আর শুভ কামনা
তোমাদের জন্য সবসময় নিপা শেখ

স্বাগতম বিড়াল পরিবারে।❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
18/11/2023

স্বাগতম বিড়াল পরিবারে।
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

Address

House#04, Road#1/B, Sector#09, Uttara
Dhaka
1230

Telephone

+8801630200000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queeni-Tuki-Moon persian Family & All Pet Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Queeni-Tuki-Moon persian Family & All Pet Services:

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All