Happy Kitties' Corner

Happy Kitties' Corner Stay with us!��

Welcome to Happy Kitties' Corner! � It is an online Pet Store, created for the Pet Lovers who are looking for Original processed Pet Foods, Pet Accessories, Healthy Fish and Chicken for their loving Companions at reasonable prices!

🤲
08/08/2023

🤲

04/08/2023
প্রচন্ড  #গরমে করনীয় :👉পর্যাপ্ত ফ্রেশ খাবার পানির সরবারাহ নিশ্চিত করুন। প্রয়োজনে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিন। মনে রা...
12/04/2023

প্রচন্ড #গরমে করনীয় :

👉পর্যাপ্ত ফ্রেশ খাবার পানির সরবারাহ নিশ্চিত করুন। প্রয়োজনে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিন। মনে রাখবেন, বিড়াল Running water পছন্দ করে তাই Water fountain দিতে পারেন।

👉গরমে প্রানিজ আমিষ এবং Wet ফুড(৭০-৭৫% ময়েশ্চার) দিতে হবে এবং এর পাশাপাশি তরমুজ(বীজ ছাড়া) এবং শসা(খোসা ছাড়া অবশ্যই) খাওয়াতে পারেন এতে কিছুটা পানির চাহিদা পুরনো সহায়তা করবে।

👉রুমে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন।প্রয়োজনে এসিতে রাখতে হবে। প্লাস্টিকের বোতলে পানি ফ্রিজড করে রুমের চারকোনে রেখে ফ্যান ছেড়ে দিন রুম নিমিষেই ঠান্ডা হয়ে আসবে।(এসি না থাকলে)

👉মোটা টাওয়েল ফ্রীজের নরমালে রেখে দিন,, অত্যধিক গরমে হাঁপিয়ে গেলে, এটা দিয়ে শরীরে Wipe করে দিন,,শরীর ঠান্ডা হয়ে আসবে নিমিষেই।

👉ড্রাই Cat ফুড পারতপক্ষে কমিয়ে দিতে হবে। সেটা সম্ভব নাহলে Water intake বাড়াতে হবে।

👉প্লাস্টিকের খাবার/পানির পাত্র পরিহার করুন,,,, স্টিলের পাত্র ব্যবহার করুন এতে খাবার বেশি সময় ধরে ঠান্ডা থাকবে।

👉 তীব্র গরমে আপনার পোষ্যকে ছায়াযুক্ত স্হানে রাখতে চেষ্টা করুন।

👉নিয়মিত Combing করুন কমপক্ষে দিনে দুইবার,,Matted fur এবং লং কোটের ক্ষেত্রে ট্রিম সবচেয়ে ভালো Option হতে পারে,সেক্ষেত্রে প্রফেশনাল থেকে trim করে নিন।

👉ভ্যাকসিন এবং কৃমিনাশক আপডেটড রাখুন।

©️ ডা: আনিসুর রহমান।
পেট এ্যানিমেল প্রাকটিশনার।

জুম্মা মোবারাক ✨📌Friday Reminder:🔰সূরা কাহাফ পুরোটা তিলওয়াত করা।অন্তত প্রথম ও শেষ ১০+১০ আয়াত পড়া।🔰 দুরুদ পাঠ (মিনিমাম ৫০...
10/03/2023

জুম্মা মোবারাক ✨
📌Friday Reminder:
🔰সূরা কাহাফ পুরোটা তিলওয়াত করা।
অন্তত প্রথম ও শেষ ১০+১০ আয়াত পড়া।
🔰 দুরুদ পাঠ (মিনিমাম ৫০০ বার টার্গেট রাখুন)
🔰 বেশি বেশি ইস্তিগফার করা (অন্তত ২০০ বার)
🔰 আছর ও মাগরিব মধ্যবর্তী সময়ে দো'আ করা
বিশেষ দিন হিসেবে নিজেকে পরপাটি করবো।উত্তমরুপে গোসল এবং উত্তম পোশাক পড়ব।

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার ...
09/12/2022

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, “মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।” (ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কুরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। আল্লাহ তায়লা কুরআনে ইরশাদ করেন,

“হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে।” (সূরা জুমা- ০৯)।

❇️ জুম্মারদিনের ফজিলত অনেক আর এইদিনে করা আমলের ফজিলত ও অনেক। আসুন জেনে নেই জুম্মাবারে কি কি আমল করা উচিত-

🟦 গোসল করে পরিষ্কার পোশাক পরা।

🟦 সুগন্ধি লাগানো।

🟦 জুম্মার সালাত জামাতের সাথে আদায় করা।

🟦বেশি বেশি দুরূদ পাঠ।

🟦 সুরা কাহফ পাঠ করা।

🟦 দুয়া কবুলের সময় বেশি বেশি দুয়া করা। [ আসর থেকে মাগরিবের ওয়াক্ত শুরুর আগপর্যন্ত ]

এই আমলগুলোর ভেতর যেকোনো একটি আমল সম্পর্কে আমরা জানবো, ইনশাআল্ললহ।

❇️ জুমার দিনের বিশেষ আমলঃ

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পড়া ফজিলতপূর্ণ ইবাদত ও সাওয়াবের কাজ। তিনি নিজেই হাদিসের একাধিক বর্ণনায় তা তুলে ধরেছেন-

❇️ হজরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমুআর দিন। সুতরাং ঐ দিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পড়। কেননা তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়।’

লোকেরা (উপস্থিত সাহাবারা) বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ! আপনি তো (মারা যাওয়ার পর) পচে-গলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। সে ক্ষেত্রে আমাদের দরূদ কিভাবে আপনার কাছে পেশ করা হবে?

তিনি বললেন, ‘আল্লাহ তাআলা পয়গম্বরদের দেহসমূহকে খেয়ে ফেলা মাটির উপর হারাম করে দিয়েছেন।’ (বিধায় তাঁদের শরীর আবহমান কাল ধরে অক্ষত থাকবে।) (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, দারেমি)

❇️ হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চেয়ে আমার বেশি কাছাকাছি হবে; যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরূদ পড়বে।’ (তিরমিজি)

❇️ হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ (এ দরূদ পড়ার বকরতে) তার উপর দশবার দরূদ পাঠ (রহমত নাজিল) করবেন।’ (মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, মুসনাদে আহমাদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সপ্তাহের সেরা দিন জুমায় দরূদের সেরা আমল করার প্রতি মনোযোগী হওয়া। কোরআন-সুন্নাহর নির্দেশনায় আমল করা। রহমত বরকত ও ক্ষমার দিকে ধাবিত হওয়া।

মুরগীর কলিজা Available! 💥
13/11/2022

মুরগীর কলিজা Available! 💥

আপনার প্রিয় পোষাপ্রাণীর জন্য,আমাদের মজাদার সুস্বাদু Homemade Food-এর উপর ডিসকাউন্ট অফার চলছে🔥✅ Half Kg BDT 200/-✅1 Kg BD...
12/11/2022

আপনার প্রিয় পোষাপ্রাণীর জন্য,আমাদের মজাদার সুস্বাদু Homemade Food-এর উপর ডিসকাউন্ট অফার চলছে🔥
✅ Half Kg BDT 200/-
✅1 Kg BDT 380/-

💥পোষাপ্রাণীর অত্যন্ত পছন্দনীয় Wet Food পাচ্ছেন সুলভ মুল্যে।

👉 আমাদের হোমমেইড খাবার তৈরি করা হয় পোষাপ্রাণীর জন্য পর্যাপ্ত পরিমানে প্রোটিন/ভিটামিন খাদ্য উপাদান দিয়ে।

👉 অতি যত্ন সহকারে ঘরোয়া পরিবেশে Hygiene মেইনটেইন করে খাবার বানানো হয়ে থাকে।

🟣 বাইরের প্যাকেটজাত wet food এবং ঘরোয়া wet food এর মাঝে তফাত আছে যা অনেকের কাছেই অজানা।
তাই প্যাকেটজাত ফুড পোষাপ্রাণী-কে ❌ না দিয়ে ঘরোয়া wet food এর প্রতি খাওয়ার আগ্রহ গড়ে তুলুন।

✅ হেলদি পোষাপ্রাণীর জন্য সাস্থ্যসম্মত ঘরোয়া খাবারের বিকল্প নেই।

👩‍💻 অনেকেই কর্মব্যস্ত মানুষ আছেন যারা তাদের পোষাপ্রাণীর জন্য রোজ ঘরোয়া wet food বানানোর সময় নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
😺 তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো wet food কিনে রেডিমেড খাওয়ানো।

👉ডিপ ফ্রিজে খাবারটি সংরক্ষণ করে ১ মাসও আপনার পোষাপ্রাণী-কে খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ।

👉 অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন।

09/10/2022

🚫"Why does Islam say, everything is haram?"
⚠️✅ The answer is Islam does not say everything is haram. But when there is so much haram around us in corruption. Islam looks like it is forbidden everything!✅

09/10/2022

Your prayers are only a habit and not worship if you are still deliberately committing sins.

01/08/2022

ঘুমোনোর আগে নিজের কৃত গুনাহ গুলো নিয়ে ভাববো,ক্ষমা চাইবো। কিছুটা ইস্তেগফার করবো আর দূরুদ পড়বো।
কে জানে কাল আমরা কত জন ঘুম থেকে উঠবো?

22/07/2022

আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি, আল্লাহ বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন এবং রিযিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছি, 'শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়'। (সুরা বাক্বারাহ, ২৬৮)

সত্যবাদিতায় আল্লাহ্‌ অতুলনীয়। তাও আমরা তাঁর ৯০টি ওয়াদার প্রতি আস্থা রাখতে পারি না। অথচ চরম মিথ্যুক যে শয়তান, তার এক কথার ওপর গভীর বিশ্বাস রাখি!
— প্রখ্যাত তাবিয়ি হাসান বাসরি (রহ.)

Wet Food-এর রিভিউ চলে আসছে 😻❤️
10/07/2022

Wet Food-এর রিভিউ চলে আসছে 😻❤️

সবাইকে Happy Kitties' Corner-এর পক্ষ থেকে ঈদ মুবারাক ❤️ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্...
10/07/2022

সবাইকে Happy Kitties' Corner-এর পক্ষ থেকে ঈদ মুবারাক ❤️
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সবার ঈদ ভাল কাটুক ❤️
May Allah accept our sacrifice and bless us with his mercy ✨

সব ধরনের পুষ্টি সমৃদ্ধ বিড়ালদের জন্য মজাদার Homemade Wet Food এখন থেকে পাচ্ছেন আমাদের কাছে ❤️✅ মুরগি এবং কলিজা সহ প্ল্যা...
21/06/2022

সব ধরনের পুষ্টি সমৃদ্ধ বিড়ালদের জন্য মজাদার Homemade Wet Food এখন থেকে পাচ্ছেন আমাদের কাছে ❤️

✅ মুরগি এবং কলিজা সহ প্ল্যাটার বক্স হাফ কেজি ২১০ টাকা, ১ কেজি ৪২০ টাকা।

✅ মুরগি, কলিজা, ডিম সহ প্ল্যাটার বক্স হাফ কেজি ২২৫ টাকা, ১ কেজি ৪৫০ টাকা।

⚠️ কোনো ধরনের হাড্ডি দিয়ে খাবার বানানো হয় না। সলিড মাংস দিয়ে বানানো হয়।

নতুন প্রডাকশন চলছে! শিঘ্রই অর্ডার করে ফেলুন। 😻
21/06/2022

নতুন প্রডাকশন চলছে! শিঘ্রই অর্ডার করে ফেলুন। 😻

03/06/2022

My Homemade Wet Food Lovers Simba & Fiona 😌❤️

সব ধরনের পুষ্টি সমৃদ্ধ বিড়ালদের জন্য মজাদার Homemade Wet Food এখন থেকে পাচ্ছেন আমাদের কাছে ❤️Half kg BDT 2201 kg BDT 440
03/06/2022

সব ধরনের পুষ্টি সমৃদ্ধ বিড়ালদের জন্য মজাদার Homemade Wet Food এখন থেকে পাচ্ছেন আমাদের কাছে ❤️
Half kg BDT 220
1 kg BDT 440

Address

Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801627890933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Kitties' Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Kitties' Corner:

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All