Chila sohel fan club

Chila sohel  fan club Their hearing and vision are both excellent.
(2)

কবুতর লালন পালন করা আমার শান্তির স্থান এবং শখ । আমার জন্য দোয়া করবেন। আপনাদের মঙ্গল কামনা করি।। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।
Pigeons are gentle and smart and have complex social relationships.

18/02/2025

পাগলা #চিলাসোহেল #কবুতররেসিং #কবুতর

17/02/2025

একজন মানুষ যত নিকটে আসে ঠিক তার থেকে অল্প সময় লাগে দূরে সরে যেতে.... কিন্তু পশু পাখি প্রেমিকদের ক্ষেত্রে এর উল্টো।
#চিলাসোহেল

আমার ভালোবাসার চিলা। #চিলাসোহেল    #কবুতররেসিং        #কবুতর
16/02/2025

আমার ভালোবাসার চিলা।

#চিলাসোহেল #কবুতররেসিং #কবুতর

16/02/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

একেএম আশরাফুল ইসলাম

16/02/2025

The beauty of love cannot be expressed in words. #চিলাসোহেল #কবুতররেসিং #কবুতর

16/02/2025

কল্পনার জগতে সবাই সুখি.!
কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা #চিলাসোহেল #কবুতররেসিং #কবুতর

15/02/2025

👇
এ যুগে অন্যায় করাটা যেন অন্যায় নয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই অন্যায়!! #চিলাসোহেল #কবুতররেসিং #কবুতর

Father and son's
14/02/2025

Father and son's

যে তোমাকে বুঝেই নাইসে তোমাকে ভালো-মন্দ বলতেই পারে।যে তোমাকে জানেসে তোমার জন্য জীবন দিতেও জানে।
13/02/2025

যে তোমাকে বুঝেই নাই
সে তোমাকে ভালো-মন্দ বলতেই পারে।
যে তোমাকে জানে
সে তোমার জন্য জীবন দিতেও জানে।

13/02/2025

ছোট-মোটো কাজ আমি করি নাহ্, স্যাটেলাইট আটকে গেলে নক দিয়েন..😁😁 #চিলাসোহেল #কবুতর #কবুতররেসিং

11/02/2025

এমন এক দেশে জম্ম নিয়েছি- যে দেশে ভন্ডামিটাও যেন এক শিল্প!
যে যত বড় ভন্ড
তার তত বেশী ভক্ত! #চিলাসোহেল #কবুতর Chila Sohel Loft Gm Arfan Ahamed Sohel

09/02/2025

উক্তি আর যুক্তি দিয়ে জিবন চলে না বাস্তবতা চায় অর্থ #চিলাসোহেল #কবুতর

তুমি সুন্দর বলে অন্য কে ঘৃণা করো না,  কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। পুরনো সৃতি
09/02/2025

তুমি সুন্দর বলে অন্য কে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। পুরনো সৃতি

08/02/2025

কাছে না এসে না জেনে..যে কাউকে কিছু ভেবে বসে থাকা বোকামি...ভালোবাসা না পেয়েই কাউকে ভালো মন্দ বলে দেয়াও নোংরামি !!! 💚🖤💚🖤💚 #চিলাসোহেল

07/02/2025

কিছু আলোচনা ভালোবাসার কবুতর নিয়ে।
#চিলাসোহেল

06/02/2025

পুরুষ মানুষ হারলে হাসে আর জিতলে কাঁদে এটাই বাস্তব, #চিলাসোহেল #কবুতর

নিজের ব্রিডের প্রতি যত্নবান হোন, সময় আসবেই-যে যা নিয়ে আছেন, সেটাই গুছিয়ে নিন, নিজের ব্রিডটাকে আরও উন্নত করুন। সময় বদলায়,...
06/02/2025

নিজের ব্রিডের প্রতি যত্নবান হোন, সময় আসবেই-
যে যা নিয়ে আছেন, সেটাই গুছিয়ে নিন, নিজের ব্রিডটাকে আরও উন্নত করুন। সময় বদলায়, বাজারের চাহিদাও ওঠানামা করে—আজ যেটার বাজার নেই, কাল সেটারই চাহিদা বাড়তে পারে। তাই ধৈর্য ধরুন, নিজের কাজে মন দিন।

বাজারের ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে নিজের অবস্থান দুর্বল করে ফেলবেন না। যদি একটার বাজার পড়ে যায়, আরেকটার চাহিদা স্বাভাবিকভাবেই বাড়বে। তাই অন্যকে দেখে হুট করে নতুন কিছু ধরতে গেলে হয়তো "আম-ছালা দুই-ই হারাবেন।"

যে দৌড়াচ্ছে, তাকে দৌড়াতে দিন—আপনি অযথা দৌড়ের মাঝে ঝাঁপিয়ে পড়বেন না। তাড়াহুড়ো করতে গিয়ে উল্টো হোচট খাওয়ার সম্ভাবনাই বেশি। নিজের যা আছে, তা নিয়েই এগিয়ে যান, সময় হলে আপনারটাও বাজারে জায়গা করে নেবে, ইনশাআল্লাহ।

সবচেয়ে বড় কথা, ট্রেন্ডের পেছনে দৌড়ে নতুন নতুন ব্রিড তুলে এনে বাজার সিন্ডিকেট তৈরির সুযোগ করে দেবেন না। এতে লাভবান হবে কিছু নির্দিষ্ট গোষ্ঠী, আর আপনি-আমি হবো ক্ষতিগ্রস্ত।

তাই বলছি, দুঃসময়ে ধৈর্য ধরুন, যেটা হাতে আছে সেটাকে আরও যত্ন করে গড়ে তুলুন। নতুন কিছু ধরতে গিয়ে নিজেও বিপদে পড়বেন, অন্যকেও সমস্যায় ফেলবেন। দীর্ঘমেয়াদী চিন্তা করুন, নিজের ব্রিডের উন্নয়নে সময় দিন—সফলতা আসবেই!

যেহেতু আপনি এ পর্যন্ত পড়েছেন তাই আমি আমি বুঝতে পারছি আপনি একজন প্রকৃত কবুতর প্রেমিক কবুতেরের প্রতি রয়েছে আপনার অগাদ ভালোবাসা।

আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে লেখাটা প্রচুর সেয়ার করতে পারেন যদি মনে করেন লেখাটা কবুতর বাজারের জন্য ভালো বার্তা বহন করে।

05/02/2025

শান্তি সব সময় অর্জন থেকে আসে না, কখনও কখনও মনের ভিতর সৃষ্টি করেও নিতে হয়। #চিলাসোহেল #কবুতর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Chila sohel fan club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chila sohel fan club:

Videos

Share

Category