Z-Pet Care Veterinary Clinic

Z-Pet Care Veterinary Clinic We believe that the health of your beloved pet is really a matter of your great concern.
(2)

17/06/2024
আলহামদুলিল্লাহ পরীক্ষামুলক ভাবে আগামী ৪ দিন আমরা ২৪ ঘন্টা আমাদের ভেটেরিনারি  ক্লিনিক চালু রাখছি।এবং ঈদেও আমাদের কোন বন্ধ...
13/06/2024

আলহামদুলিল্লাহ পরীক্ষামুলক ভাবে আগামী ৪ দিন আমরা ২৪ ঘন্টা আমাদের ভেটেরিনারি ক্লিনিক চালু রাখছি।
এবং ঈদেও আমাদের কোন বন্ধ নেই....

13/06/2024

ঝুম বৃস্টিতে আমাদের সেবা চলমান
আমাদের ক্লিনিক এ পেট এনিম্যাল এবং শনির আখড়া হাটে লার্জ এনিম্যাল এর চিকিৎসা চলমান আছে।

❤️‍🔥
12/06/2024

❤️‍🔥

আমরা আছি আপনার পাশে.....
11/06/2024

আমরা আছি আপনার পাশে.....

আমাদের ক্লিনিকে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত অভিজ্ঞ পেট প্র্যাক্টিশনার রা থাকেন ।তাই আপনার পোষ্যের অসুস্থতায় দ...
11/06/2024

আমাদের ক্লিনিকে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত অভিজ্ঞ পেট প্র্যাক্টিশনার রা থাকেন ।তাই আপনার পোষ্যের অসুস্থতায় দেরী না করে চলে আসুন আমাদের ক্লিনিকে।

ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা গোবিন্দপুর বাজার শনির আখড়া যাত্রাবাড়ী ঢাকা ১২৩৬
মোবাইল
০১৬১৩৪০১২০১

আমাদের ক্লিনিকে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত অভিজ্ঞ পেট প্র্যাক্টিশনার রা থাকেন ।তাই আপনার পোষ্যের অসুস্থতায় দ...
10/06/2024

আমাদের ক্লিনিকে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত অভিজ্ঞ পেট প্র্যাক্টিশনার রা থাকেন ।তাই আপনার পোষ্যের অসুস্থতায় দেরী না করে চলে আসুন আমাদের ক্লিনিকে।

ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা গোবিন্দপুর বাজার শনির আখড়া যাত্রাবাড়ী ঢাকা ১২৩৬
মোবাইল
০১৬১৩৪০১২০১

আপনার পোষা প্রানীর চিকিৎসা সেবা নিয়ে চিন্তিত?আপনার পোষা প্রানীর সুচিকিৎসা নিশ্চিত করে আপনাকে চিন্তামুক্ত করতে আমরা সর্বদ...
06/06/2024

আপনার পোষা প্রানীর চিকিৎসা সেবা নিয়ে চিন্তিত?
আপনার পোষা প্রানীর সুচিকিৎসা নিশ্চিত করে আপনাকে চিন্তামুক্ত করতে আমরা সর্বদা পরিশ্রম করে যাচ্ছি।আপনার পোষা পাখি, কুকুর, বিড়াল কিংবা আপনার বাসায় পালিত হাঁস মুরগী ,শখের গরু কিংবা ছাগল, খরগোশ, গিনিপিগ, হ্যামেস্টার কিংবা অন্যান্য সকল প্রানীর সঠিক চিকিৎসা নিশ্চিতে আমরা আছি আপনার পাশে।
আমাদের আছে ২ জন অভিজ্ঞ ভেটেরিনারি পেট প্র্যাক্টিশনার ও সার্জন এবং ১ জন লার্জ এনিম্যাল প্রাক্টিশনার ও সার্জন।তাই যে কোন মুহুর্তে আমাদের কাছে ছোট থেকে বড় সকল প্রাণীর রেগুলার হেলথ চেকাপ, ভ্যাক্সিনেশন, ডিওয়ার্মিং,গ্রুমিং থেকে শুরু করে ছোট বড় সকল সার্জিক্যাল অপারেশন করাতে পারবেন।

আমাদের ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার, শনির আখড়া, ঢাকা-১২৩৬
মোবাইলঃ
০১৬১৩৪০১২০১

এ্যাঞ্জেল বাবুটার পেটে বাচ্চা ছিল।ডেলিভার ডেট ওভার হয়ে যাওয়া এবং প্রচুর ব্লিডিং একই সাথে ডেলিভার করা বাচ্চা মাথাবিহীন ডে...
06/06/2024

এ্যাঞ্জেল
বাবুটার পেটে বাচ্চা ছিল।ডেলিভার ডেট ওভার হয়ে যাওয়া এবং প্রচুর ব্লিডিং একই সাথে ডেলিভার করা বাচ্চা মাথাবিহীন ডেলিভার হওয়াতে মালিক সি সেকশন এর জন্য আমাদের ক্লিনিকে আসেন।
সি সেকশন সম্পন্ন হয় এবং বর্তমানে মা বিড়াল সুস্থ আছে।

আমাদের ক্লিনিকে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত অভিজ্ঞ পেট প্র্যাক্টিশনার রা থাকেন ।তাই আপনার পোষ্যের অসুস্থতায় দেরী না করে চলে আসুন আমাদের ক্লিনিকে।

ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা গোবিন্দপুর বাজার শনির আখড়া যাত্রাবাড়ী ঢাকা ১২৩৬
মোবাইল
০১৬১৩৪০১২০১

কুরবানী মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের সন্তুস্টির জন্য।তাই রেগুলার রুটিন চেকাপ হিসেবে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম "আ...
04/06/2024

কুরবানী মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের সন্তুস্টির জন্য।তাই রেগুলার রুটিন চেকাপ হিসেবে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম "আইডিয়াল এগ্রোর" প্রায় ১৫০ টি গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফার্ম ভিজিটে যায়।
ফার্ম ভিজিটে ছিলেন, ডা:মো জাফরুল হাসান শুভ এবং ডা:মো সামিউল হক । আমরা আইডিয়াল এগ্রোর প্রতি কৃতজ্ঞ যে , তারা গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ভোক্তার কাছে এই প্রাণীগুলো পৌঁছানোর পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
তাদের এই মহতি উদ্যোগ কে আমরা জেড পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক পরিবার সাধুবাদ জানাই।

বাচ্চাটা এসেছিল চোখে ব্যাথা নিয়ে।আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা সেবার পর বর্তমানে বাচ্চার কন্ডিশন।এইসব কেসে বেশীরভাগ সময় ...
03/06/2024

বাচ্চাটা এসেছিল চোখে ব্যাথা নিয়ে।আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা সেবার পর বর্তমানে বাচ্চার কন্ডিশন।এইসব কেসে বেশীরভাগ সময় চোখ অপারেশন করে ফেলে দেওয়া হয় তবে আমাদের ডা: জাফরুল হাসান শুভ স্যারের নিবিড় তত্ত্বাবধানে চোখের সফল প্রতিস্থাপন করা হয়।

03/06/2024

গলায় পাইপ আটকে থাকার কারণে পাখিটি ছটফট করছিল।পাখিটিকে দ্রুত আমাদের কাছে আনলে আমরা তার গলা থেকে পাইপ বের করি।

আপনার পোষ্যের চিকিৎসা সেবায় আমরা আছি আপনার পাশে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত
মোবাইল
০১৬১৩৪০১২০১

বিড়ালের হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন আমাদের নিয়মিত পরামর্শক ডাঃ মোঃ জাফরুল হাসান শুভ স্যার। এখন থেকে নিয়মিত ...
01/06/2024

বিড়ালের হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন আমাদের নিয়মিত পরামর্শক ডাঃ মোঃ জাফরুল হাসান শুভ স্যার। এখন থেকে নিয়মিত বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত স্যার আমাদের ক্লিনিকে চেম্বার করছেন। আপনার পোষ্যকে দেখাতে আগেই এপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।

সকল প্রকার পোষা প্রানীর সু-চিকিৎসা নিশ্চিত করতে,এখনই চলে আসুন (জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিকে)
29/05/2024

সকল প্রকার পোষা প্রানীর সু-চিকিৎসা নিশ্চিত করতে,
এখনই চলে আসুন (জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিকে)

বিল্লি মেডাম আজকে রেগুলার চেকাপে এসে,এখানেই তার বেবিদের প্রসব করছেন,মা এবং শিশুদের জন্য সবাই দোয়া করবেন ❤️
28/05/2024

বিল্লি মেডাম আজকে রেগুলার চেকাপে এসে,
এখানেই তার বেবিদের প্রসব করছেন,

মা এবং শিশুদের জন্য সবাই দোয়া করবেন ❤️

সবার চিকিৎসা হবে,  পাখিরা কেনো পিছিয়ে থাকবে?আসুন বিরম্বনা না করে, যে কোন পোষা পশু-পাখির  সু-স্বাস্থ নিশ্চিত করি ❤️
26/05/2024

সবার চিকিৎসা হবে, পাখিরা কেনো পিছিয়ে থাকবে?
আসুন বিরম্বনা না করে, যে কোন পোষা পশু-পাখির সু-স্বাস্থ নিশ্চিত করি ❤️

গরমের সময় পোষা প্রাণীদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কারণ হলো:✔ অতিরিক্ত পানি পান: গরমে প্রাণীরা...
25/05/2024

গরমের সময় পোষা প্রাণীদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কারণ হলো:
✔ অতিরিক্ত পানি পান: গরমে প্রাণীরা প্রচুর পানি পান করে, যার ফলে তাদের হজম ব্যবস্থা বিঘ্নিত হতে পারে।
✔ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস: গরমে প্রাণীরা অনেক সময় নোংরা জল বা খাবার খেয়ে ফেলে, যা তাদের ডায়রিয়ায় আক্রান্ত করতে পারে।
✔ কীটপতঙ্গের কামড়: কিছু কীটপতঙ্গের কামড় ডায়রিয়ার কারণ হতে পারে।
✔ ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ: গরমে ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়, যা ডায়রিয়ার কারণ হতে পারে।
✅ ডায়রিয়ার লক্ষণ:
- পাতলা মল
- বারবার মলত্যাগ
- পেট ফোলা
- ক্ষুধা হ্রাস
- অলসতা
- বমি
✅ ডায়রিয়ায় আক্রান্ত হলে করণীয়:
✔ প্রাণীকে প্রচুর পরিমাণে পরিষ্কার পানি পান করান।
✔ হালকা খাবার খাওয়ান, যেমন ভাত, মুরগির মাংস, বা মাছ।
✔ ডায়রিয়া-বিরোধী ওষুধ দিন (পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।
✔ প্রাণীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখুন।
✔ প্রাণীর খাবার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
✔ প্রাণীকে নিয়মিত টিকা দিন।
✔ প্রাণীকে নিয়মিত পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
✔ প্রাণীর মল পরীক্ষা করে ডায়রিয়ার কারণ নির্ণয় করুন।
তাই, এই সময়ে আপনার পোষা প্রাণীর যত্ন নিন এবং তাদের ডায়রিয়া থেকে রক্ষা করুন। ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে অথবা অবস্থার উন্নতি না হলে দ্রুত আপনার পোষ্যকে 'জেড-পেট কেয়ার'- এ নিয়ে আসুন এবং অভিজ্ঞ ভেটের শরণাপন্ন হোন।
🤙 হটলাইন: ০১৬১৩৪০১২০১
📍১৫ বিক্রমপুর মিনি প্লাজা (গোবিন্দপুর জামে মসজিদের পাশেই) শনির আখড়া,যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬
#ডায়রিয়া

জেড-পেট কেয়ারের পক্ষ থেকে সবাইকে চায়ের দাওয়াত 😁
21/05/2024

জেড-পেট কেয়ারের পক্ষ থেকে সবাইকে চায়ের দাওয়াত 😁

আলহামদুলিল্লাহ আমাদের ডা:মো জাফরুল হাসান শুভ স্যারের হাতে১০০০ তম নিউটার সম্পন্ন হলো আজ।
21/05/2024

আলহামদুলিল্লাহ আমাদের ডা:মো জাফরুল হাসান শুভ স্যারের হাতে
১০০০ তম নিউটার সম্পন্ন হলো আজ।

সুখবর সুখবর সুখবর আগামীকাল থেকে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ডাঃ জাফরুল হাসান শুভ স্যার বসবেন আমাদের ক্লিনি...
20/05/2024

সুখবর সুখবর সুখবর
আগামীকাল থেকে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত
ডাঃ জাফরুল হাসান শুভ স্যার বসবেন আমাদের ক্লিনিকে।

তাই আপনার কুকুর বিড়াল কিংবা পাখি বা অন্যান্য সকল পোষা প্রানীর অসুস্থতায় চিকিৎসা নিতে আজই এপয়েন্টমেন্ট নিন।
যোগাযোগঃ ০১৬১৩৪০১২০১

আমাদের ঠিকানাঃ
পিক আপ লোকেশন
১৫ বিক্রমপুর মিনি প্লাজা (গোবিন্দপুর জামে মসজিদ সংলগ্ন) শনির আখড়া,যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

19/05/2024

বিপদেই বন্ধুর পরিচয়

কুকুর কিংবা বিড়ালের ভাক্সিন করানো নিয়ে চিন্তিত???চিন্তার কোন কারণ নেই আমাদের কাছে সব সময় কুকুর এবং বিড়ালের ভ্যাক্সিন পর্...
19/05/2024

কুকুর কিংবা বিড়ালের ভাক্সিন করানো নিয়ে চিন্তিত???
চিন্তার কোন কারণ নেই আমাদের কাছে সব সময় কুকুর এবং বিড়ালের ভ্যাক্সিন পর্যাপ্ত পরিমান মজুদ থাকে যা শতভাগ কুল চেইন মেইন্টেইন করে রাখা হয়।আমাদের সকল ভ্যাক্সিন আমাদের নিজস্ব তত্তাবধানে দেশের বাইরে থেকে আমদানী করা হয় এবং আমাদের বেশীরভাগ ব্র্যান্ডেড ভ্যাক্সিন বাংলাদেশে এভেইলেবল অন্যান্য ভ্যাক্সিন থেকে অনেক বেশী কার্যকরী।
বিড়ালের ভ্যাক্সিন সমূহঃ
১।ফেলোসেল ৩ (মেইড ইন ইউ এস এ ম্যানুফ্যাকচারার ফাইজার)
২।ফেলিজেন সি আর পি (মেইড ইন ফ্রান্স ম্যানুফাকচারার ভিরব্যাক)
৩।বায়োফেল পিসিএইচআর (মেইড ইন চেক রিপাবলিক ম্যানু ফ্যাকচারার বায়োভেটা)
(মেয়াদ ১ বছর)
কুকুর এর ভ্যাক্সিন সমুহঃ
১।নবিভ্যাক DHPPi/L (মেইড ইন ফ্রান্স ম্যানুফাকচারার MSD)
২। কেনিজেন DHPPi/L (মেইড ইন ফ্রান্স ম্যানুফাকচারার ভিরব্যাক)
৩।মেগাভেক ৭ (মেইড ইন ইন্ডিয়া ম্যানুফাকচারার Indian Immuno)
(মেয়াদ ১ বছর)

র‍্যাবিস(কুকুর+বিড়াল)ঃ
নবিভ্যাক র‍্যাবিস (মেইড ইন ফ্রান্স ম্যানুফাকচারার MSD)
মেয়াদ ৩ বছর

𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝗰𝗲 𝗼𝗳 𝗳𝘂𝗹𝗹 𝗯𝗼𝗱𝘆 𝘇𝗲𝗿𝗼 𝘁𝗿𝗶𝗺𝗺𝗶𝗻𝗴 𝗶𝗻 𝘀𝘂𝗺𝗺𝗲𝗿:১) হিট স্ট্রোকের ঝুঁকি কমায়২) পশম পড়া রোধ করে ৩) Dead hair রিমুভ করে ৪) ...
18/05/2024

𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝗰𝗲 𝗼𝗳 𝗳𝘂𝗹𝗹 𝗯𝗼𝗱𝘆 𝘇𝗲𝗿𝗼 𝘁𝗿𝗶𝗺𝗺𝗶𝗻𝗴 𝗶𝗻 𝘀𝘂𝗺𝗺𝗲𝗿:

১) হিট স্ট্রোকের ঝুঁকি কমায়
২) পশম পড়া রোধ করে
৩) Dead hair রিমুভ করে
৪) Natural oil নির্গত করতে সহায়তা করে
৫) স্কিনের scabies অথবা ফাংগাল ইনফেকশন এর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে
৬) পশম নতুন করে ঘন হয়ে উঠতে সহায়তা করে
৭) স্কিনের স্যাঁতস্যাঁতে ভাব দূর করে
৮) লং হেয়ার ব্রিডের পশম জট বাধা থেকে বিরত রাখে

আপনার প্রিয় পোষ্যকে ট্রিমিং এর জন্য চলে আসুন "জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক''- এ।

✅অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 📞 +8801613401201
✅ আমাদের ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা (গোবিন্দপুর জামে মসজিদের পাশেই) শনির আখড়া,যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

'জলাতঙ্ক' বা 'রেবিস' মূলত 'লাইসা ভাইরাস' দ্বারা সৃষ্ট একটি ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ভাইরাল রোগ যা কুকুর, বিড়াল, বাদুর এবং ...
13/05/2024

'জলাতঙ্ক' বা 'রেবিস' মূলত 'লাইসা ভাইরাস' দ্বারা সৃষ্ট একটি ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ভাইরাল রোগ যা কুকুর, বিড়াল, বাদুর এবং অন্যান্য সংক্রমিত স্তন্যপায়ী প্রাণীর কামড়ের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের যেসব লক্ষণ রয়েছে সেগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো- জ্বর, মাথাব্যথা, ক্লান্তি, পেশী দুর্বলতা, জলের ভয়, অস্বাভাবিক আচরণ, মুখে ফেনা ওঠা, উচ্চ সংবেদনশীলতা, দুর্বলতা, পক্ষাঘাত, ল্যাম্বডাসিজম (ঢোঁক গিলে খাওয়া) ইত্যাদি।
✅ মনে রাখা ভালো যে, একবার উপসর্গ দেখা দিলে সাধারণত ৩ থেকে ৪ দিনের মধ্যে রোগীর মৃত্যু ঘটে এবং এই রোগের কোন নিরাময় নেই। তাই, প্রতিরোধই জলাতঙ্কের সর্বোত্তম প্রতিষেধক। জলাতঙ্ক রোগের প্রতিরোধে করণীয়:
✔ পোষা প্রাণীদের নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়া।
✔ অজানা- অচেনা প্রাণীকে যখন তখন স্পর্শ না করা।
✔ যদি কোন পশু কামড় দেয়, তাহলে দ্রুত সাবান ও জল দিয়ে ক্ষতটি ধুয়ে ফেলা এবং একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া।
আপনি যদি এখনও আপনার পোষা প্রাণীটিকে জলাতঙ্কের টিকা না দিয়ে থাকেন, তবে, আপনার এবং পোষ্যের সুরক্ষার নিশ্চয়তায় আজই যোগাযোগ করতে পারেন ''জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক''- এ। আমাদের অভিজ্ঞ ভেট চিকিৎসকরা অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে পোষা প্রাণীদের টিকা দিয়ে থাকেন।
✅ কুকুর এবং বিড়ালের জলাতঙ্ক ভ্যাকসিনের সময়সূচী -
✔ কুকুর: ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে প্রথম ডোজ, ১ বছর পর একটি বুস্টার ডোজ এবং পরবর্তীতে প্রতি ১-৩ বছরে একটি করে বুস্টার।
✔ বিড়াল: ১২ সপ্তাহের মধ্যে প্রথম ডোজ, ১ বছর পর একটি বুস্টার ডোজ এবং পরবর্তীতে প্রতি ১-৩ বছরে একটি করে বুস্টার।
আপনার প্রিয় পোষ্যকে জলাতঙ্ক রোগের সবগুলো টিকা সময়মতো দিতে চলে আসুন "জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক''- এ।
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 📞 +8801613401201
✅ আমাদের ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা (গোবিন্দপুর জামে মসজিদের পাশেই) শনির আখড়া,যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

বিড়ালকে স্পে এবং নিউটার করানো খুবই জরুরী। অনেকে একে জটিল ভেবে অথবা ভয় পেয়ে এই অপারেশন করাতে চায় না। কিন্তু এই অপারেশ...
12/05/2024

বিড়ালকে স্পে এবং নিউটার করানো খুবই জরুরী। অনেকে একে জটিল ভেবে অথবা ভয় পেয়ে এই অপারেশন করাতে চায় না। কিন্তু এই অপারেশন জটিল নয়। বিড়াল যে কোন ক্ষত দ্রুত সেরে ওঠে। আর তাই একটু যত্ন করলেই অল্প কিছুদিনের মধ্যে সেলাই শুকিয়ে বিড়াল সুস্থ হয়ে যায়। তাই স্পে এবং নিউটার এর আগে এবং পরে কিছু জিনিস জেনে রাখা জরুরী।

স্পে এবং নিউটার এর আগে করণীয়

• অপারেশনের ৮-১০ ঘণ্টা আগের থেকে বিড়ালকে পানি ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না। কারন পেট ভরা থাকলে অপারেশনের সময় এবং এনেস্থেশিয়া এর সময় বমি হওয়ার সম্ভাবনা থাকে।

• বিড়ালের টিকা দেওয়া আছে কিনা, দুর্বলতা অথবা অসুস্থতা আছে কিনা ইত্যাদি যে কোন সমস্যা Vet কে অপারেশনের আগে বলতে হবে। Vet এর এসব জিনিস না জানা থাকলে অপারেশনে জটিলতা দেখা দিতে পারে।

• ঝুড়ি, টিস্যু, তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে। কারন অপারেশনের পর বিড়াল অজ্ঞান থাকে এবং তাকে সাবধানে কোলে করে অথবা বড় ঝুড়িতে করে বহন করতে হবে।

স্পে এবং নিউটার এর পরে করণীয়

• অপারেশনের পরে জ্ঞান ফেরার পরও বিড়াল হেলেদুলে হাটে, ঝিমঝিম ভাব থাকে। পুরোপুরি ঠিক হতে ১২-১৪ ঘণ্টা সময় লাগে। ২৪ ঘণ্টার মধ্যেও যদি পুরোপুরি ঠিক না হয় তবে Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

• জ্ঞান ফেরার পর ৮-১০ ঘণ্টা বিড়ালকে হেভি খাবার না দেওয়াই ভাল। এতে করে বিড়ালের বমি হতে পারে। শুধু বেশি করে পানি খাওয়াতে হবে। এরপর তাকে তার পছন্দ মত খাবার দিতে হবে।

• Vet এর পরামর্শ অনুযায়ী ওষুধ, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি সঠিক পরিমানে ও নিয়মিত খাওয়াতে হবে। কাঁটা জায়গায় Savlon / Dettol লাগানো যাবে না।

• সেলাই এর কারনে অস্বস্তি হবে তাই বিড়াল বার বার কাঁটা জায়গা চাটতে চাইবে। এর ফলে অনেক সময় সেলাই ছুটে যায়।তাই তাকে বার বার নিষেধ করতে হবে অথবা এলিজাবেথ কলার কিনে বা বানিয়ে পড়াতে হবে।

• ২-৩ দিন বাসার অন্য বিড়াল থেকে দূরে রাখতে হবে। খেলতে গিয়ে সেলাই ছুটে যেতে পারে। তাই দৌড়াতে কিংবা অন্য বিড়ালের সাথে খেলতে দেওয়া যাবে না।

• ময়লা স্থান থেকে বিড়ালকে দূরে রাখতে হবে।

• কাঁটা স্থানটি ৪-৫ দিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু স্থানটি ভেজা অথবা লাল রক্তের মত দেখলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

আপনার বিড়ালের/কুকুর কে স্পে নিউটার করাতে যোগাযোগ করুন আমাদের সাথে।আমাদের স্পে/নিউটার কসমেটিক সার্জারি তাই সেলাই খুলে যাওয়া কিংবা রেগুলার ড্রেসিং করাতে হবে না এবং মোজাও পড়াতে হবে না।

প্রতিটা স্পের/নিউটার বা অন্যান্য অপারেশন এর আগে ভালোভাবে আমরা অত্যাধুনিক অটোক্লেভ মেশিনে আমাদের ইন্সট্রুমেন্ট স্টেরিলাইজড করা হয় এবং আমাদের সেলাই এর সুতায় ক্যাটগাট ইউজ করা হয় যা অতি সহজেই চামড়ার সাথে মিশে যায়।তাছাড়াও দুইজন অভিজ্ঞ সার্জন এর সমন্বয়ে আমাদের স্পে/নিউটার বা অন্যান্য অপারেশন পরিচালনা করা হয়। তাই সিদ্ধান্তহীনতায় না ভুগে নিশ্চিন্তে আমাদের ক্লিনিকে আপনার কুকুর বিড়ালকে স্পে নিউটার করাতে পারেন।

আজ দুপুর ৪ টা থেকে ডাঃ জাফরুল হাসান শুভ স্যার থাকবেন আমাদের ক্লিনিকে।তাই দেরী না করে সকাল ১১ থেকে  ১.১৫ এর মধ্যে আপনার এ...
09/05/2024

আজ দুপুর ৪ টা থেকে ডাঃ জাফরুল হাসান শুভ স্যার থাকবেন আমাদের ক্লিনিকে।

তাই দেরী না করে সকাল ১১ থেকে ১.১৫ এর মধ্যে আপনার এপয়েন্টমেন্ট নিন
হটলাইন ০১৬১৩৪০১২০১

লুসি মামনিডোনট ফরগেট টু সে মাশাল্লাহ
09/05/2024

লুসি মামনি
ডোনট ফরগেট টু সে মাশাল্লাহ

Address

Bikrampur Mini Plaza Shonirakhra Jatrabari Dhaka
Dhaka
1236

Telephone

+8801613401201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z-Pet Care Veterinary Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z-Pet Care Veterinary Clinic:

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All