BilliBari - বিল্লিবাড়ি

BilliBari - বিল্লিবাড়ি A Foster Home for your fur babies

16/03/2024

Stormy এসেছিলো আমাদের বিল্লিবাড়ি ফস্টার হোমে 😸

রোজার বাজার ডান - চার্লি
09/03/2024

রোজার বাজার ডান - চার্লি

মানে আমি খাইতে বসছি দেখলেই ওনার এভাবে হাত দুইটা ভাজ করে বসে বসে দেখা লাগবে আমি কি দিয়ে ভাত খাচ্ছি, 😼
07/03/2024

মানে আমি খাইতে বসছি দেখলেই ওনার এভাবে হাত দুইটা ভাজ করে বসে বসে দেখা লাগবে আমি কি দিয়ে ভাত খাচ্ছি, 😼

ছুটিতে যাচ্ছেন কিন্তু আপনার পোষা বিড়াল বাবুর দেখাশোনা নিয়ে আপনি চিন্তিত ! আপনার বিড়াল বাবুকে নিউটার বা স্পে করাতে চাচ্ছে...
13/12/2023

ছুটিতে যাচ্ছেন কিন্তু আপনার পোষা বিড়াল বাবুর দেখাশোনা নিয়ে আপনি চিন্তিত ! আপনার বিড়াল বাবুকে নিউটার বা স্পে করাতে চাচ্ছেন বা করিয়েছেন কিন্তু প্রপার পোস্ট অপারেটিভ কেয়ার কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না !

আপনার এই সকল সমস্যা সমাধানের জন্য “বিল্লিবাড়ি” ফস্টার হোম রয়েছে আপনার পাশে। আমরা বিশ্বাস করি আপনার বাবু মানেই আমাদের বাবু। আর তার যথার্থ দেখভাল করার জন্যই আছি আমরা। “বিল্লিবাড়ি” ফস্টার হোমে রয়েছে কাঠের তৈরী ইকো সেফটি হাউস, কমফি বেড, লিটার ফেসিলিটিস, সম্পূর্ন বাসা ক্যাটপ্রুফড, খেলাধুলার সরঞ্জামাদি ইত্যাদি।

আমাদের “বিল্লিবাড়ি” ফস্টার হোমের কিছু টার্মস এন্ড কন্ডিশন্সঃ
১। অবশ্যই ভ্যাক্সিনেটেড এবং ডিওয়ার্মিং করানো থাকতে হবে। বাবুকে ড্রপ করার সময় ভ্যাক্সিন কার্ড বা তার ফটোকপি সাথে নিয়ে আনতে হবে।

২। প্রাপ্ত বয়স্ক বিড়াল অবশ্যই নিউটারড বা স্পেইড হতে হবে। যদি আমরা বুঝতে পারি আপনার বাবু নিউটারড বা স্পেইড না তাহলে আপনার বাবুকে সাথে সাথেই ফেরত পাঠানোর ব্যবস্থা করবো। আর যদি আপনি নিউটার বা স্পে প্যাকেজ এভেইল করতে চান তাহলে সাথে সাথেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

৩। আপনার বাবুর গত ২ মাসের মেডিকেল রিপোর্ট (যদি থাকে) সাথে নিয়ে আসতে হবে এবং কোন অসুস্থতা থাকলে ড্রপ করার সময় জানাতে হবে। সিভিয়ার মেডিকেল এটেনশন লাগবে এমন বাবু আমরা নিতে পারবো না।

৪। বাবুর গায়ে ফ্লি থাকলে রিমুভ করিয়ে আনতে হবে। অন্যথায় বাবুকে ড্রপ করার সময় যদি ফ্লি দেখা যায় তাহলে আমরা স্পট অন ফ্লি রিমুভার দিয়ে দিবো যেটার চার্জ আপনি বহন করবেন।

৫। ফস্টার হোমে এসেই শুরুতে বিড়াল একটু কম খাওয়া দাওয়া করবে, বা নাও খেতে চাইতে পারে, এটা খুব কমন ব্যাপার। অনেক ক্ষেত্রে বিড়াল ওয়েট ল্যুজ করে। এটা নিয়ে হাইপার হওয়া যাবে না।

৬। আমরা ওদের এক বেলায় ড্রাই ফুড আর এক বেলায় ওয়েট ফুড প্রোভাইড করবো। কারো বাবু যদি শুধুমাত্র একটি ব্রান্ডেরই ড্রাইফুড খায় বা পাউচ খায় তাহলে সেটা প্যারেন্টসরা প্রোভাইড করে যাবেন।

৭. বিড়ালদের নতুন জায়গায় অভ্যস্ত হতে সেইফটি হাউজে প্রথম দুই-একদিন রাখা হবে। ভয় কাটার আগ পর্যন্ত এবং অন্য বিড়ালের সাথে মারামা'রি ঠেকাতে এভাবে আইসোলেশনে রাখা হবে।

৮. বিড়াল রাখার সময় একটা কনসেন্ট ফর্মে সিগনেচার করতে হবে। সাথে আপনার একটা এনআইডির কপি দিতে হবে। আর যাওয়ার সময় আপনি যে বাচ্চা বুঝে পেয়েছেন সেই মর্মে সাইন করতে হবে।

“বিল্লিবাড়ি” ফস্টার হোমের চার্জঃ
*** ফুড দিয়ে গেলে পার নাইট ৩০০ টাকা একটি বাবুর জন্য। আর ফুড ছাড়া ৪০০টাকা।

*** স্লট কনফার্ম করতে ৫০% টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে যেটা কোন কারনে ক্যান্সেল হলে নন-রিফান্ডেবল । বাকি ৫০% টাকা বাবুকে ড্রপ করার সময় দিয়ে যেতে হবে।

*** কনসেন্ট ফর্মে উল্লিখিত দিনের চেয়ে বেশিদিন বিড়াল রাখতে চাইলে ১ দিন আগে থেকেই জানিয়ে রাখতে হবে এবং যে কয়দিন বেশি রাখা হবে সে কয়দিনের সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম প্রদান করতে হবে।

“বিল্লিবাড়ি” ফস্টার হোম
৪১/৪ নিরিবিলি, হাজী আফসার উদ্দিন লেন, জিগাতলা, ধানমন্ডি।
গুগল ম্যাপ লিংকঃ https://goo.gl/maps/PTM2RDky3xjkDRxo8
যোগাযোগ : 01794-340328

Address

41/4 Niribili, Hazi Afsar Uddin Lane, Zigatola, Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when BilliBari - বিল্লিবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BilliBari - বিল্লিবাড়ি:

Videos

Share

Category


Other Pet sitting in Dhaka

Show All