Pet Sitter House -Uttara

Pet Sitter House -Uttara What greater gift than the love of a cat?

আমার বাচ্চাটার বয়স যখন ১ মাসের মতো, তখন থেকে ও আমাদের মাঝে এসে ধীরে ধীরে সবার মনে জায়গা করে নেয়। ও ছিলো আমাদের পরিবারের ...
01/03/2024

আমার বাচ্চাটার বয়স যখন ১ মাসের মতো, তখন থেকে ও আমাদের মাঝে এসে ধীরে ধীরে সবার মনে জায়গা করে নেয়। ও ছিলো আমাদের পরিবারের খুব আদরের সদস্য। একসাথে খাওয়া, ঘুমানো। ও ছিলো ছাদে কাপড় শুকানোর সঙ্গী। যখনই দেখত কেউ ছাদে যাবে, ও সবার আগে গিয়ে হাজির থাকত। খুব প্লেফুল বাচ্চা আমার। ঘরের কোথায় ও আছে কখনো আমরা খুজতাম না, কারণ ওর নাম ধরে ডাকা মাত্রই যেখানে থাকুক এক ছুটে চলে আসত।
খুব বড় ২ টা অসুখ থেকে আল্লাহ ওকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে এসেছে, যেখানে ভেটও বলেছিল বাঁচার সম্ভাবনা নেই।
২৬শে ডিসেম্বর ছিলো আমাদের সবার জন্যই একটা দুঃস্বপ্ন। প্রতিদিনের মতো ও বাড়ির চারপাশে হাঁটতে বের হয়েছিল। হঠাৎ আব্বু, আম্মু দেখে আমাদের বাড়ির গলির মুখে ও দাঁপড়াচ্ছে। ভেটের কাছে নিয়ে যাওয়ার পর বলল মাথায়, পেটে প্রচন্ড আঘাত পেয়েছে। অনেক চেষ্টার পরও বাঁচানো গেলো না। সেদিন সন্ধ্যায় আমাদের মিনি আমাদের একা করে দিয়ে চলে গেল।
জানিনা কিভাবে ও এত ব্যথা পেয়েছে। ওকে কি কেউ মেরেছে? কেন মেরেছে? ওর মুখের দিকে তাকিয়ে কি একটুও মায়া হয়নি? খুব কষ্ট পেয়ে বাচ্চাটা মারা গেছে।
আল্লাহ যদি কোনোভাবে একবার ওকে আমাদের কাছে ফিরিয়ে দিত, বুকে জাঁপটে জড়িয়ে রাখতাম, ছাড়তাম না। আর বলতাম মিনি, এখন থেকে আমার ভাগের মাছটাও তুই খাবি। তোকে খেতে, খেলতে দেখলেই আমার শান্তি। আর কিচ্ছু চাই না। তাও একটাবার ফিরে আয়। আমরা সবাই অনেক মিস করছি তোকে। তুই ছাড়া কি আমাদের চলে!

Collected From - সাথি রূম্পা

You made my life beautiful 🥰
01/03/2024

You made my life beautiful 🥰

বিড়ালরা মিউ মিউ করে ডাকে, এটা সকলেই জানেন। কিন্তু আপনি কি জানেন যে, বিড়ালরা ১০০ টিরও বেশি ভিন্ন শব্দ ব্যবহার করে যোগায...
01/03/2024

বিড়ালরা মিউ মিউ করে ডাকে, এটা সকলেই জানেন। কিন্তু আপনি কি জানেন যে, বিড়ালরা ১০০ টিরও বেশি ভিন্ন শব্দ ব্যবহার করে যোগাযোগ করে? আসুন আজকে তাদের শব্দের অর্থ বোঝার চেষ্টা করি ‼️

➡️➡️➡️ বিড়ালের শব্দের প্রকারভেদঃ
১. মিয়্যাওঃ বিড়ালের সবচেয়ে পরিচিত শব্দ। এটি বিভিন্ন অর্থ বহন করতে পারে, যেমন, মনোযোগ আকর্ষণ, খাবার চাওয়া, অভিবাদন জানানো, ব্যথা প্রকাশ করা ইত্যাদি।

২. ঘড়ঘড়ঃ বিড়াল যখন খুশি থাকে তখন ঘড়ঘড় করে। এটি তাদের সন্তুষ্টি ও প্রশান্তির নিদর্শন।

৩. ফিসফিসঃ বিড়াল যখন রাগান্বিত, হুমকি দিচ্ছে, বা উত্তেজিত থাকে তখন ফিসফিস করে।

৪. চিৎকারঃ বিড়াল যখন তীব্র ব্যথা অনুভব করে বা ভয় পায় তখন চিৎকার করে।

৫. গর্জনঃ বিড়াল যখন ঝগড়া করছে বা প্রতিদ্বন্দ্বিতা করছে তখন গর্জন করে।

৬. টুট্‌টুট্‌ঃ বিড়াল যখন পাখি বা অন্য কোন ছোট প্রাণীকে দেখে তখন টুট্‌টুট্‌ করে।

৭. মিয়্যাও-মিয়্যাওঃ বিড়াল যখন তার বাচ্চাদের ডাকে তখন মিয়্যাও-মিয়্যাও করে।

৮. ঘড়ঘড়ানিঃ বিড়াল যখন তার বাচ্চাদের সান্ত্বনা দেয় তখন ঘড়ঘড়ানি করে।

➡️➡️➡️বিড়ালের শব্দের অর্থ বোঝাঃ
বিড়ালের শব্দের অর্থ বোঝা কঠিন হতে পারে, তবে কিছু অনুশীলন করলে এটি সম্ভব।

১. শব্দের ধরণঃ বিড়ালের শব্দের ধরণ (মিয়্যাও, ঘড়ঘড়, ফিসফিস ইত্যাদি) শব্দের অর্থ সম্পর্কে ধারণা দিতে পারে।

২. শরীরের ভাষাঃ বিড়ালের শব্দের সাথে তার শরীরের ভাষাও লক্ষ্য করা উচিত।

৩. পরিস্থিতিঃ বিড়াল কোন পরিস্থিতিতে শব্দ করছে তাও শব্দের অর্থ বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারে।

বিড়ালের শব্দের অর্থ বুঝতে পারলে তাদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করা সম্ভব। তবে সব বিড়ালের শব্দের অর্থ এক নয়‌। তাই তাদের শব্দ বোঝার চেষ্টা করুন।

বিনীর গল্পরেদওয়ান আহমেদ রাকাতসালটা ছিল ২০১৮। রোজার সময় আমরা পরিবারের সবাই মিলে ইফতার করছিলাম। হঠাৎ আমার পায়ে খামচির অনুভ...
01/03/2024

বিনীর গল্প
রেদওয়ান আহমেদ রাকাত

সালটা ছিল ২০১৮। রোজার সময় আমরা পরিবারের সবাই মিলে ইফতার করছিলাম। হঠাৎ আমার পায়ে খামচির অনুভব করলাম, পিছে তাকিয়ে দেখি এত মায়াবী চেহারার একটা বিড়ালছানা। আমি ডাকতেই চলে এলো, কিছু খাবার দিলাম,খাওয়ার পর থেকেই আমার পিছু পিছু আমার রুমে চলে এলো। ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ওর চোখ দুটো যেন বলছে বাবা আমায় রেখে দাও৷ আমিও ভাবলাম আজ থেকে ও আমার। ওর নাম রাখলাম বিনী।

ওকে কয়েকবার ডাকার পরই ও বুঝে গেছে ওর নাম বিনী। ডাকলেই সাড়া দিত। আমার বিনী ছিলো খবুই আদরপ্রিয়, যখন ওর আদর পেতে ইচ্ছে হতো মাথা উঁচু করে দিত। রাতে ঘুমাত আমার বুকের উপর, পরে মানুষের মতো বালিশে মাথা রেখে কাথা গায়ে জড়িয়ে ঘুমাত। আমাকে রেডি হতে দেখলে ও পাগলের মতো করত। কোথাও গেলে ফিরে এসে দেখতাম ও দরজার সামনে বসে আছে। যদি কোনো বিড়ালকে খাবার দিতে দেখত, তাহলে আর রুমে আসতে চাইত না। পরে আমি অনেক আদর করে নিয়ে আসতাম। বিনীর সাথে দিনগুলো বেশ ভালোই কাটছিল।

২০২১-এ আমি চলে এলাম সৌদি আরবে। আসার সময় যখন আমি ওর কাছে বিদায় নিতে গেলাম ও আমাকে জোরে একটা খামচি দিয়ে দিল। তারপর থেকে আমার ছোট বোন ওর দেখাশোনা করত। বিনী আমাকে যেমন ভালোবাসত, তেমনি আমার বোনকেও ভালোবাসতো। প্রতিদিন ওর সাথে ভিডিও কলে কথা বলতাম, আমার প্রতিটা কথার জবাব দিত মেও মেও করে, যেন ও সব বুঝে। আমি কল দিলেই দেখতাম ও কোথা থেকে এসে হাজির, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত।

১৫ এপ্রিল, ২০২৩ রোজার মধ্যেই সেহরির পর বাড়ি থেকে কল এলো, ভিডিও কল রিসিভ করেই দেখি বিনীর প্রাণহীন দেহটা। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার সন্তান আর নাই, আমার বিনী আর নাই। আমি কত কিছু ভেবে রেখেছিলাম, দেশে ফিরে ওর সাথে কত কিছু করব ,কত কিছু ওর জন্য নিয়ে যাব। কিন্তু আল্লাহ ওকেই নিয়ে গেল। বিনীর সাথে দেখা করার আশা আমার সারাজীবনের জন্য আশা হয়েই রয়ে গেল।

সবশেষে বিনীকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমাকে আজও ভুলেনি তোমার বাবা। আমায় মাফ করে দিও বিনী। বাবা তোমায় শেষবারের মতো বুকেও নিতে পারি নাই।

rich kid🐱
29/02/2024

rich kid🐱

Address

Bangladesh
Dhaka
1230

Telephone

+8801606130984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Sitter House -Uttara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Sitter House -Uttara:

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All

You may also like