Luci & Shadow cat home BD

Luci & Shadow cat home BD Assalamualikum
Persian kitten and adult cat available

 Say Ma--sha--Allah Imported spoted van exotic super active male available for matting Inbox for more details Charge acc...
05/09/2024


Say Ma--sha--Allah
Imported spoted van exotic super active male available for matting
Inbox for more details
Charge acceptable
Location : Mohammadpur, bosila

 Traditional persian adult female Age : 15 months 2 ber bby diyeca Alhamdulillah Sold 💖💖💖
01/09/2024


Traditional persian adult female
Age : 15 months
2 ber bby diyeca
Alhamdulillah
Sold
💖💖💖

31/08/2024

Tuli & puli 😻😽

Traditional persian male kittens Age  50daysInbox for more details
20/08/2024

Traditional persian male kittens
Age 50days
Inbox for more details

British short hair male kitten available Inbox for more details
18/08/2024

British short hair male kitten available
Inbox for more details

Traditional persian male kittensAge : 3 monthsFood : chicken boiled Potty trained Very active and playful Inbox for more...
14/07/2024

Traditional persian male kittens
Age : 3 months
Food : chicken boiled
Potty trained
Very active and playful
Inbox for more details

Traditional persian punch face male kitten Age : 2 months+ Potty trained Food : chicken boiled Inbox for more details
08/07/2024

Traditional persian punch face male kitten
Age : 2 months+
Potty trained
Food : chicken boiled
Inbox for more details

Traditional persian female kitten Age : 2 months +Food : chicken boiled and cat food Potty trained in litterInbox for mo...
06/07/2024

Traditional persian female kitten
Age : 2 months +
Food : chicken boiled and cat food
Potty trained in litter
Inbox for more details

  Ei bodrolok long coat er cat 3rp coat bole amdr grup gulo te post korecn... Tak ami jkhn ask kori tkhn se bole cat tri...
01/07/2024


Ei bodrolok long coat er cat 3rp coat bole amdr grup gulo te post korecn...
Tak ami jkhn ask kori tkhn se bole cat trim kora...
Ami trim korar ager pic chawa te se bole tar kache pic nei....
Se amk ekta voice den jekhane bolen tar biral ki Coat seta justified korar ami k se eivabei sell korbe..
Voice diyei block....
Eisob mnus theke alert thakben sbi...

24/06/2024

Meet my son dora... 😘

My Princess 👑Juli 😘😍
12/06/2024

My Princess 👑

Juli 😘😍

অনেকে বিদেশি বিড়াল বিক্রি করা হারাম বলে থাকেন। বিদেশি বিড়াল বিক্রি করা কি আসলেই হারাম? সত্যি বলতে, বিড়াল বিক্রি করা হারা...
03/06/2024

অনেকে বিদেশি বিড়াল বিক্রি করা হারাম বলে থাকেন।
বিদেশি বিড়াল বিক্রি করা কি আসলেই হারাম?
সত্যি বলতে, বিড়াল বিক্রি করা হারাম নয়! অনেকে একে মাকরু বলেছেন। মানে অনুচিত বা অপছন্দনীয়।
💥💥 তবে বিদেশি বিড়াল বিক্রি করা জায়েজ৷ ❤️

দেখুন, কুকুর পালন করা সরাসরি হারাম! তবে ট্রেনিং করা কুকুর, পালন করা জায়েজ, বিক্রি করাও জায়েজ। কোন বিষয়কে হারাম বলার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে।

যে বিড়ালের পিছনে আপনার কোন খরচ নেই, সেই বিড়াল বিক্রি করা নিষিদ্ধ। যেমন, দেশি বিড়াল! এই বিড়াল এমনিতেই আশেপাশে ঘুরে বেড়ায় খাবার খায়৷ এই বিড়াল আপনি কিসের ভিত্তিতে বিক্রি করবেন?

তবে বিদেশি বিড়ালের পিছনে অনেক খরচ! কারণ এরা ট্রেনিং প্রাপ্ত।
১. এরা লিটারে পায়খানা, প্রেরসাব করে।
২. খাবার হিসেবে মাছ, মাংস, ক্যাট ফুড খায়। ৩.ভ্যাকসিন দিতে হয়।
৪. নিয়মিত দামী সেম্পু দিয়ে গোসল করাতে হয়।
৫.চুল আঁচড়ে দিতে হয়।
৬.নখ কেটে দিতে হয়।
৭.কৃমির ঔষধ খাওয়াতে হয়।
৮.এদের সাথে খেলাধুলাও করতে হয়।
৯.অসুস্থ হলে বিড়াল বিশেষজ্ঞের কাছে নিতে হয়।
১০. মাঝেমধ্যে ভিটামিনও খাওয়াতে হয়।

একটু চিন্তা করলেই বুঝতে পারবেন! এদের পিছনে সময়, টাকা, শ্রম তিনটাই ইনভেস্ট হচ্ছে।
একটা মা বিড়াল, বছরে ৩ বার করে ৫ টা বাচ্চা দিলেও ১৫ টা বাচ্চা জন্মনিবে। আবার এই ১৫ টা থেকে অসংখ্য বাচ্চার জন্ম হবে ! যা লালন পালন করা অসম্ভব৷
এত টাকা খরচ করে লালন পালন করে, এদের বাচ্চা কেউ ফ্রিতে দিবে? দিবে না! এটাই স্বাভাবিক।
আমার দেশি বিড়ালের বাচ্চা, আমি ফ্রিতে সবাইকে দিয়েছি। তবে পার্সিয়ানের বাচ্চা দেওয়া অসম্ভব।😊

ইসলামি বিশেষজ্ঞদের এই বিষয়ে মতামত -

https://youtu.be/yV9DxhdYWOc?si=e4FV-rUfyY-wjtoJ

বিড়ালের কৃমিনাশক(Deworming) এবং ভ্যাক্সিনেশন শিডিউল: - প্রত্যেক বিড়ালকেই নিয়মানুযায়ী কৃমিনাশক দিতে হয়। শুধু যে পটি/বমির ...
03/06/2024

বিড়ালের কৃমিনাশক(Deworming) এবং ভ্যাক্সিনেশন শিডিউল:
- প্রত্যেক বিড়ালকেই নিয়মানুযায়ী কৃমিনাশক দিতে হয়। শুধু যে পটি/বমির সাথে কৃমি দেখলেই দিতে হবে, বিষয়টা এমন নয়। শরীরে অনেকধরনের কৃমি থাকে, তাই সঠিক নিয়মে কৃমিনাশক দিতে হবে।
- প্র্যাগনেন্সির সময় প্র্যাগনেন্সি সেইফ কৃমিনাশক ব্যবহার করা যায়, যদি জরুরি হয়।
- প্র্যাগনেন্সির সময় ভ্যাক্সিনেশন করা যাবে না।
- সব ধরনের কৃমিনাশক সব বয়সে দেওয়া যায় না।

*CRP Vaccination বলতে Combined Flu vaccine (FCV+FPV+FHV)
*ARV বলতে Anti Rabies Vaccine (জলাতঙ্ক ভ্যাক্সিন)

সবার ভালোর জন্য বলে দেওয়া উচিৎ যে "Extreme punch" কোনো ব্রিডের নাম না। এটা ফেস টাইপ একটা।এবং এই ফেস টাইপ কয়েকটা ব্রিডের ...
27/05/2024

সবার ভালোর জন্য বলে দেওয়া উচিৎ যে "Extreme punch" কোনো ব্রিডের নাম না। এটা ফেস টাইপ একটা।এবং এই ফেস টাইপ কয়েকটা ব্রিডের হয়। যেমন Pure persian,Exotic LH/SH,Himalayan etc. ট্রেডিশনাল পারসিয়ানের ফেস "Doll face" হয় বেশি। ট্রেডিশনালে পাঞ্চ ফেস আসছে "Exotic/pure persian extreme punch" এর সাথে ক্রস ব্রিড করে(বাংলাদেশে এটা বেশি)।
নাক উপরে থাকলে এক্সটিক,নাক একটু নিচে থাকলে এক্সট্রিম পাঞ্চ এসব যারা বলে ওরা ভুল তথ্য দিয়ে সবাইকে ভুল নলেজ দিচ্ছে।যেটা মুটেও ঠিক না। আজেবাজে লজিক দিবেন না কেউ প্লিজ। কেট সেক্টর এভাবেই নষ্ট হচ্ছে। আর এক্সটিলxট্রেডিশনাল এর বেবির ফেস কখনো এক্সটিক বা পিউর পারসিয়ানের মত হবে না বড় হলে।আগে ভালো করে নিজে স্টাডি করে,প্রপার নলেজ নিয়ে স্টেটমেন্ট দিবেন। অযথা কেও কারো সাথে ঝগড়া লাগবেন না বা বেয়াদবি করবেন না।
(কেও ৮-১০ বছর ধরে বিড়াল পালে,সেল দেয় মানে এই না যে সে ব্রিড নিয়ে সব জানে। আগে এসব নিয়ে স্টাডি করতে হয়। শিক্ষিত মানেই সুশিক্ষিত না বুজতে হবে আপনাদের।)
ধন্যবাদ 🌸


তারপর বলেন, ৭/৮ k দিয়ে পিওর পার্শিয়ান ট্রিপল কোট ক্যাট নিয়ে, ২-৩ মাস পর পিওর দেশী পার্শিয়ান মিক্সড ক্যাট হয়ে যাওয়া...
21/05/2024

তারপর বলেন, ৭/৮ k দিয়ে পিওর পার্শিয়ান ট্রিপল কোট ক্যাট নিয়ে, ২-৩ মাস পর পিওর দেশী পার্শিয়ান মিক্সড ক্যাট হয়ে যাওয়ার ব্যাপারটা কেমন এনজয় করছেন ! সত্যিই বিস্ময়কর। (Collected)

Traditional persian punch face male kittens Age : 2 months + Food : Chicken boiled Potty trained Inbox for more details....
18/05/2024

Traditional persian punch face male kittens
Age : 2 months +
Food : Chicken boiled
Potty trained
Inbox for more details...

18/05/2024

নিজেকে প্রচুর পরিষ্কার করতে হবে....
মা কী বললো না পরে শোনা যাবে আগে নিজেকে পরিস্কার করতে হবে 😂

গরমে বিড়ালের যত্ন কিভাবে নিবেন? বিড়ালের শরীর ঘন লোমে ঢাকা থাকায় গরমকালে বিড়াল নানাবিধ সমস্যা সম্মুখীন হয়। এ সময় হিট-স্ট্...
13/04/2024

গরমে বিড়ালের যত্ন কিভাবে নিবেন?

বিড়ালের শরীর ঘন লোমে ঢাকা থাকায় গরমকালে বিড়াল নানাবিধ সমস্যা সম্মুখীন হয়। এ সময় হিট-স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়ে থাকে। তাই এ সময় বিড়ালের জন্য কিছু বাড়তি যত্নের প্রয়োজন হয়।

সূর্যের তাপঃ বিড়ালকে সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। তাই বেশিরভাগ সময় বিড়ালকে ঘরে রাখতে হবে। নতুবা হিটস্ট্রোক হতে পারে। বয়স্ক এবং স্থূলকায় বিড়ালের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সুতরাং এদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত গোসল করান ও Grooming করান। প্রয়োজনে লোম ছোট রাখুন।

Fleas এবং Ticks মুক্ত রাখাঃ বিড়ালকে নিয়মিত grooming করতে হবে যাতে Fleas এবং Ticks এর আক্রমন থেকে বাঁচানো যায়। এদের কামড়ে জ্বালা ও চর্মরোগ হয়।

খাওয়ার পানিঃ সবসময় পরিষ্কার এবং ঠাণ্ডা পানি বিড়ালের খাওয়ার জন্য রেখে দিতে হবে। দুপুরের সময় স্যালাইন পানি খাওয়ান। এতে আপনার পোষ্য সতেজ থাকবে।

ঘুমানোর জায়গাঃ অবশ্যই ঠান্ডা ও আলো বাতাস পূর্ণ হতে হবে। বাতাস চলাচল করে রুম এমন হলে ভালো, তবে অবশ্যই কেট প্রুভ হতে হবে। আমাদের দেশের যা গরম এসি, কুলার, ফ্যান চালিয়ে রাখা আবশ্যক।

খেলাধুলাঃ বিড়ালকে খেলাধুলা কম করাতে হবে বিশেষ করে দুপুরের সময় । সাথে স্যালাইন ও ঠান্ডা পানির খেতে দিতে হবে।

বিশ্রামঃ বেশিরভাগ সময় বিড়ালকে বিশ্রামে রাখুন। যদি নিয়মিত বাইরে হাঁটতে নিয়ে যান, তাহলে দীর্ঘসময় না হেঁটে কম সময় হাঁটবেন।

গরমে হটাৎ অসুস্থ হয়ে গেলেঃ একটি তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বিড়ালের শরীর ও মাথা মুছে দিতে হবে। যদিও বিড়াল এটা পছন্দ করে না। তবে এটি বিড়ালকে দ্রুত ঠাণ্ডা করতে পারবে। পর্যাপ্ত পরিমানে পানি খেতে দিন এবং দ্রুত Vet এর সাথে যোগাযোগ করুন।

Say No to Henna/ Mehendi (whatever you call it) on catবিড়ালকে যেকোনো ধরনের মেহেদী দেয়া থেকে নিজে বিরত থাকুন। অন্যদেরকেও ...
09/04/2024

Say No to Henna/ Mehendi (whatever you call it) on cat
বিড়ালকে যেকোনো ধরনের মেহেদী দেয়া থেকে নিজে বিরত থাকুন।
অন্যদেরকেও বিরত থাকার পরামর্শ দিন। এই মেহেদী আপনার বিড়ালের মৃত্যুর কারন হওয়ার জন্য যথেষ্ট।

মেহেদী বিড়ালের জন্য টক্সিক (বিষ সমতুল্য): মেহেদী প্রয়োগে বিড়ালের ডায়রিয়া / বমি থেকে শুরু করে খাদ্যনালী ও পাকস্থলীতে আলসার হতে পারে।
ব্রেইন হাটুতে না রেখে মাথাতেই রাখুন, নিজে সতর্ক হোন, অপরকেও সতর্ক করুন।





*Is Henna/Mehendi Safe for Cats?

No, you should not attempt to apply henna paste to your pet's skin, and you should especially not allow your pet to consume any. Ingesting henna paste may cause vomiting and diarrhea in pets.

Copied

বিড়ালের রোগ এবং প্রতিকার সমস্যা টা হচ্ছে মূলত (Feline Ringworm) কারণ: Microsporum canis(75% মূলত এটা দায়ি,Microsporum gy...
08/04/2024

বিড়ালের রোগ এবং প্রতিকার
সমস্যা টা হচ্ছে মূলত (Feline Ringworm)
কারণ: Microsporum canis(75% মূলত এটা দায়ি,
Microsporum gypseum)

এটা মূলত হয় আক্রান্ত পাণির সংস্পর্শে থাকলে অথবা ফাংগাসের স্পোর গুলা পরিবেশে ১৩ মাস পর্যন্ত বেঁচে থেকে, একটু সুযোগ পেলে আক্রান্ত করে ফেলে...এমনকি মানুষ থেকে বিড়ালে এটি হতে পারে..

লক্ষণ: নিচে ওনাদের বিড়ালের পিক গুলা দেওয়া হলো.....
চাকতির মত গোলাকার হবে, লোম গুলো উঠে যাবে,
মূলত মাথা এবং পায়ে বেশি হয়.....

চিকিৎসা : একজন ভেট স্পেশালিষ্ট এর সাথে যোগাযোগ করতে হবে...

এই রোগের জুনোটিক ইম্পরট্যান্ট আছে...
এটা বিড়াল থেকে মানুষের হয় এবং মানুষের বড় রকমের ক্ষতি হয়...

পোস্ট ভালো লাগলে জানাবেন, রেগুলার আপডেট দেওয়ার ট্রাই করবো সকল রোগ সমূহ নিয়ে.....

08/04/2024

আম্মু দেখো পাশের বাড়িতে কেডা জেনো আইছে 🤔

একতু ভালো কইরা দেইকা লই লগে কী...
ওমা গো মা ইলিশ মাছ..
মা তুমি এনে দাও আমাকে ইলিশ মাছ

আসসালামু আলাইকুম সকল বিড়াল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছেন। যাদের  একটা দুইটা ...
07/04/2024

আসসালামু আলাইকুম
সকল বিড়াল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছেন। যাদের একটা দুইটা বিড়াল।আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয়।আপনারা আপনাদের বিড়ালকে সাথে করে নিয়ে যাবেন গ্রামের বাড়িতে। আপনারা বিড়ালকে ভালো থাকার কথা চিন্তা করে। যে ফোস্টারে রেখে যান আদৌ কি ফোস্টারে বিড়াল ভালো থাকবে? আর আপনার বিড়ালের জন্য ফোস্টারটা নিরাপদ নাও হতে পারে। আর বিড়াল তার মালিকের সাথে সব সময় ভালো থাকে। যদি পরিস্থিতি পরিবেশ ভালো থাকে।
তাহলে অনুরোধ সাথে নিয়ে যাবেন।

আর মনে রাখবেন। অনেক বিড়াল আছে ফোস্টারে রেখে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু আপনার বিড়াল আপনার সাথে যেখানেই যাবে সে অপরিচিত জায়গায় ভয় পাইলেও খাওয়া-দাওয়া টা ঠিক করবে

আর না খাইলেও আপনি নিজের মতো করে খাওয়ায়ে দিতে পারবেন।
ভালো থাকুক পৃথিবীর সকল প্রাণী।

Connect for Traditional persian adult and kittens
26/03/2024

Connect for Traditional persian adult and kittens

Assalamualikum
Persian kitten and adult cat available

Address

Puran Dhaka, Bongshal
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luci & Shadow cat home BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luci & Shadow cat home BD:

Videos

Share


Other Dhaka pet stores & pet services

Show All