01/01/2023
Before Starting to Pet a Bird, You must Read all this-
পাখির যত্ন নেয়ার প্রাথমিক দিক নির্দেশনা ও পরামর্শ:
(Like and Turn On "See first" To get posts From Our Page Beak N Claw
পাখি পালনের পূর্ব শর্ত কি প্রশ্নটি করা হলে আমি বলবো ধৈর্য,ভালোবাসা আর তাদের প্রতি যত্নশীল হওয়া।পাখির যত্ন নেয়ার মানসিকতা থাকা অত্যন্ত জরুরী,তাই আজকে পাখির যত্ন আর কিছু সাবধানতা নিয়েই লিখছি। এছাড়া আরও কিছু ব্যাপারে বিস্তারিত তথ্য ।
♦যত্নের কথা বললেই সবার আগে তাদের খাবারের দিকে মনোযোগ দেয়া উচিত,যাতে তাদের পুষ্টির ঘাটতি না হয়,তার জন্য সঠিক সীডমিক্স দেয়ার ক্ষেত্রে নজর দিতে হবে,শুধু চিনা, কাউন বা ধান কখনোই পাখির খাবার হতে পারেনা।
♦সবুজ শাক-সবজী পাখির সু- স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ন,তাই সেই দিকে নজর রাখুন।
♦সাজনা পাতা আর সাজনা ডাটা ভিটামিন,ক্যালয়াসিয়াম সহ পাখির দেহের জন্য প্রয়োজনোয় পুষ্টির আধার,তাই সপ্তাহে ৩ দিন সাজনা পাতা সরবরাহ নিশিত করবেন।
♦বিশুদ্ধ পানি নিশ্চত করতে হবে,প্রতিদিন নতুন পানি আর পট পরিষ্কার করে দিতে হবে।
♦খাঁচা পরিষ্কার রাখতে হবে,আর খাঁচা জং ধরা অপরিষ্কার হলে নতুন খাঁচা অথবা খাঁচা পরিষ্কার করে নতুন রং লাগিয়ে শুকিয়ে দিয়ে হবে।
♦পার্চ হিসেবে নিমের ডাল ব্যাবহার করা উত্তম।
♦সপ্তাহে একদিন নিমের পাতা সেদ্ধ পানি স্প্রে করা যেতে পারে, পাখির শরীরেও। এছাড়া নিমের পাতা সেদ্ধ পানি খাঁটি মধু মিশিয়ে পাখিকে দেয়া যায়।
♦খাঁচায় ক্যাটলফিস বোন বা সমুদ্রফেনা সবসময় রাখতে হবে,অপচয় রোধে গুঁড়ো করে দিতে পারেন।
♦পাখির সাথে যখন থাকবেন নরম সুরে কথা বলতে পারেন অথবা শীষ দিতে পারেন,এতে ওরা ভয় পাবেনা,অতর্কিত নড়াচড়া থেকে বিরত থাকুন।
♦পাখির মানুসিকতা বুঝতে চেষ্টা করুন,তাকে সময় দিন।দিনের অন্তত ১ঘন্টা তাকে পর্যবেক্ষনের জন্য বরাদ্ধ রাখুন,এতে তাকে বুঝতে পারবেন,কোন সমস্যা হলেও দ্রুত বুঝতে পারবেন,ফলে আপনার পাখিকে সময়মত চিকিত্সা করা সম্ভব হবে।
♦অঙ্কুরিত বীজ খুবই পুষ্টিকর,এটা পাখিকে দেয়া নিশ্চত করবেন।
♦বছরে ৩বারের বেশী পাখিকে ব্রীডে দিবেন না,অধিক প্রজনন পাখির জন্য মৃত্যু পর্যন্ত বয়ে আনতে পারে।
♦কম বয়সী পাখিকে ব্রীডে দেয়া থেকে বিরত থাকুন। (ফিঞ্চ, ডাভ - ৬মাস, বাজরিগার ১০মাস, ককাটিয়েল ১৫মাস, কনিউর ২বছর, রিংনেক ২.৫বছর ইত্যাদি)
#পাখির_জন্য_পানীয়!!
কত কিছুই তো আমরা নিজেরা পানীয় হিসেবে খাই-চা,কফি,জুস,সফট ড্রিংক...!! কিন্তু আমাদের আদরের পাখিকে কি দেই? আজকের টপিক তাই পাখিকে পানীয় হিসেবে কি কি দেয়া যেতে পারে:
১.চা : পাখিকে ক্যামোমিল টি, তুলসি টি ইত্যাদি দেয়া যেতে পারে।
২.এলোভেরা জুস পাখির জন্য খুবই ভালো,বিশেষ করে গরমে পাখির শরীর ঠান্ডা,স্টেস ফ্রি রাখতে এর অবদান অনেক।
৩.তুলসি পাতা দ্রবন মাঝে মাঝে দেয়া যায়,ঠান্ডা জনিত সমস্যা নিরাময়ে এটা খুবই কার্যকরি,সাথে আদা কুঁচি আর মধু মিশিয়ে হয়ে যায় চমৎকার ঠান্ডার প্রাকৃতিক প্রতিষেধক।
৪.সাজনা পাতা ছাঁয়ায় শুকিয়ে গুড়ো গরম পানিতে দিয়ে বানানো যায় পাখির জন্য ক্যালসিয়াম আর ভিটামিনের জুস ;) অবশ্যই ছেঁকে দিবেন।
৫.ACV দিতে হবে প্রতি মাসে টানা ৪দিন একবার পাখিকে, সাথে দিতে পারেন খাঁটি মধু। ACV প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং অনেক ধরনের সমস্যা থেকে মুক্ত রাখে পাখিকে।
৬.বিভিন্ন ফলের রস দিতে পারেন পাখিকে।
৭.টক দই পানিতে মিশিয়ে পাখিকে দিতে পারেন পাখিকে,সপ্তাহে একদিন।
৮.নিম পাতার কথা বলাই হয়নি!! বহু গুন এই নিম পাতার।নিম পাতা একইভাবে গরম পানিতে দিয়ে বাদামি হয়ে এলে এই রস পাখিকে দিতে পারেন। ১কাপ পানির জন্য ৫/৬ টা পাতাই যথেষ্ঠ।অবশ্যি সপ্তাহে একদিনের বেশি নয়! তবে কৃমি সমস্যা টানা ৩দিন দিলে উপকার পাওয়া যায়।
আশা করি পাখির পানীয়ে আনবেন বৈচিত্র।
খাঁচা সেটাপ এবং আকারঃ
খাঁচায় পার্চ দিতে হবে লম্বালম্বি ভাবে এবং মাঝ বরাবর। পার্চ খুব নিচে বা উপরে না,মাঝে দিতে হবে।
ফিঞ্চ জাতিয় পাখি এবং বাজরিগারের জন্য ২০*১৮*১৮
টারকুইজিন, এবং ককাটিয়েলের জন্য ২৪*২০*২০
রিংনেক ,সান কনিউর বা একই আকারের পাখির জন্য ৪৮*৩৬*৩৬
এই সাইজের কেইজ দেয়া যায় কমপক্ষে, বড় দিতে পারলে খুবই ভালো।
পরিপূর্নভাবে পাখি পালন শুরু করতে এই গাইড লাইন অনুসরন করবেন।
সব শেষে গ্রীট নিয়ে দুটি কথা :D
দুই ধরনের পাখি আছে, একধরনের পাখি খোসা সহ খাবার খায় যেমন: কবুতর, মুরগী,ঘুঘু,এদের জন্য গ্রীট হিসেবে ইটের গুরা,সিলিকেট,লাইম স্টোন, লাল বালি, লাল মাটি, শামুক ঝিনুকের খোসা বা কয়লার গুড়া সব দেয়া যায়।
আর অন্য পাখি যারা খাবার খোসা ফেলে খায় যেমন বাজরিগার,ককাটিয়েল,কনিউর ফিঞ্চ এদের জন্য লাইম স্টোন গুড়া, ক্যাটল্ফিস বোন গুড়া,শামুক ঝিনুক গুড়া,ডিমের খোসা এগুলা দেয়া যায়। এছাড়া পাখির জন্য গ্রীট কিনতে পাওয়া যায় ডেলি ন্যাচার বা হুইটি মোলেন এর মিনারেল অথবা গ্রীট এটাও মিক্স করা যায়।
আরও প্রয়োজনীয় তথ্যের লিংকঃ
১. খেতে মানা আছে এমন খাবার :
* https://m.facebook.com/beaknclaw/photos/a.1170175123060001.1073741827.1168072976603549/1298435780233934/?type=3
*https://m.facebook.com/beaknclaw/photos/a.1170175123060001.1073741827.1168072976603549/1364045933672918/?type=3
২. অতিরিক্ত ডিম পাড়লে করনীয়:
★ https://m.facebook.com/beaknclaw/photos/a.1170175123060001.1073741827.1168072976603549/1360458537364991/?type=3
৩. ছোলার গুরুত্ব :
https://m.facebook.com/story.php?story_fbid=1236258749784971&id=1168072976603549
৪.
সীড মিক্স চার্ট, সিড মিক্সের প্রয়োজনীয়তা:
https://m.facebook.com/groups/2174466632847040/permalink/2612471849046514/
৫. ককাটিয়েল নিয়ে বিস্তারিত তথ্য:
https://m.facebook.com/story.php?story_fbid=1616313211779521&id=1168072976603549
৬. নিরাপদ ও অনিরাপদ খাবার তালিকা:
https://m.facebook.com/story.php?story_fbid=2796152927128871&id=1168072976603549
🐥 আমাদের পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, পাখি বিষয়ক সাহায্যের জন্য আমাদের গ্রুপে জয়েন করুন। ❤
Writter
Shahriar Rafii
📸Follow Us On Instagram: Beak_N_Claw
Subscribe on YouTube Channel: https://youtube.com/channel/UCwOhDJxoxDX1AgwXwhyqghg
🕸️Visit Our Website: https://beaknclaw.business.site/