এলাকার কিছু সুশীল মানুষের জন্য আজকে অরেঞ্জকে ওর বাসা ছেড়ে যেতে হলো 💔। ওকে আর আরেকটা বয়স্ক কুকুরকে রেসকিউ করে আজকে People for Animal Welfare Foundation, Bangladesh এর শেল্টার এ রেখে আসলাম। দুজনের বয়সই ১৫ বছরের বেশী হবে। আশা করি জীবনের শেষ সময়টা শেল্টারে যত্নে থাকবে, মানুষের মার খেতে হবে না 🙂 এমিল ভাই এর প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো ওদেরকে শেল্টার দেওয়ার জন্য 🙏
আমাদের বাড়িওয়ালা ভাই অনেক সাপোর্ট দিয়েছেন, ওকে থাকার জায়গা দিয়েছিলেন 🙏 আমার হাসব্যান্ড এতদিন ওদেরকে আগলে রেখেছে, যত্ন করেছে, আমরা খুবই কষ্ট পাচ্ছি ওদের জন্য 😔
ওদের জন্য আপনারা কেউ ডোনেশন করতে চাইলে Paw Foundation এ করতে পারেন। উনারা অনেক সুন্দর জায়গা নিয়ে শেল্টার করেছে, কুকুরদের বেশ যত্ন করা হয়। আপনারা পাশে থাকলে আরো উন্নতি হবে। আমাদের দেশে ভালো শেল্টার এর অনেক অভাব। কেউ পাশে দাঁড়ায় না ওদের :(
Vaccination Day 💉
Winter is coming 🥶 May Allah protect our cats from winter flu.
Yearly vaccination time for all... 🥰
মিঠাই বেচারা যাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছে :( ব্যালেন্স রাখতে পারছে না ঠিকমতো হাঁটতে পারছে না। ভেট ধারনা করেছে নিউরো সমস্যা, জায়গা পরিবর্তনের কারণে সমস্যাটা হয়েছে। আপু আর আমি ওকে ক্লিনিকে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করিয়েছি, আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো। এখন প্রতিদিন ২বেলা ইনজেকশন চলবে। সাদ্দাম ভাই সাজেস্ট করলো পুরানো জায়গায় নিয়ে কিছুদিনের অবজার্ভ করতে তাই আমার কাছে আমার নিয়ে আসলাম। বাকি দুইজন আপুর কাছে ভালোই আছে। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন 😔
** জায়গা পরিবর্তন বিড়ালের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। গ্রুমিং, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুকিয়ে যায়। ওরা এত বিড়ালের মধ্যে থেকে মালিকের কাছে অনেক ভালো জায়গায় গিয়েছে। তাও ওদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, খাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে গিয়েছে। আর ফস্টারে আসলে ওদের কি অবস্থা হয় একবার ভেব
সোলেমানের আপডেট 🐱
গত কয়েক সপ্তাহ অনেক বেশি ঝামেলার মতো দিয়ে যাচ্ছি। এ কারণে সোলেমানের আপডেট দেয়া হয়নি।ও আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছে ঠিক মত খাওয়া-দাওয়া করছে, ঘা টাও অনেক শুকিয়ে গিয়েছে। ভ্যাকসিন করে আমার অন্য সব বিড়ালের সাথে রেখে দিয়েছি। সবার সাথে মিলে গেছে সুন্দরভাবে। অনেক বয়স হয়ে গিয়েছে মুখে দাঁত নেই তাই অন্য বিড়ালের সাথে মারামারি করতে পারে না। তাই ভাবছি রাস্তায় ছাড়বো না,রেখে দিব আর যতদিন বেঁচে থাকে। সবাই ওর জন্য দোয়া করবেন। যারা ওর আর আমার খুব বিপদের সময় সাহায্য করেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো 🙏
রাজাকে শেষবারের মত আদর ❤️
🐱সোলেমানের আপডেট🐱
সোলেমানকে দেখতে আজ ক্লিনিকে গিয়েছিলাম। খাওয়া-দাওয়া সবকিছু সুন্দর ভাবে করছে আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম ওকে নিউটার করে একবারে বাসায় নিয়ে আসবো। কিন্তু ওর ব্লাড টেস্টে ওর লিভারের রিপোর্ট ভালো আসেনি। তাই ভেট এখন মানা করলেন নিউটার করাতে। ওষুধ লিখে দিয়ে দিলেন।
আপনাদের ভালোবাসায় সোলেমানের ফান্ডের টাকা পুরোটাই উঠে গিয়েছে ❤️ কিছু টাকা বেশিও এসেছে যেটা দিয়ে সোলেমানের এখন লিভারের ট্রিটমেন্টটা হয়ে যাবে।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া, আমার সোলেমানের পাশে থাকার জন্য 🥰🥰🥰
♦️♦️ Urgent Adoption♦️♦️
একটা কুরিয়ারের দোকান থেকে এই বাচ্চাগুলোকে এবং তাদের মাকে বের করে দেওয়া হয়েছে। আমি মাকে স্পে করিয়ে ওখানেই রেখে আসবো, কিন্তু বাচ্চাগুলোকে অ্যাডপশনে দিতে চাচ্ছি। ওরা সব খাবার খায়, কাঠের গুড়াতে পটি ট্রেইন্ড। তিনটাই ছেলে।
🏠লোকেশন ধানমন্ডি, ঢাকা
📞 যোগাযোগ : 01742183618
👉ডাক্তার দেখাতে পারবেন না, ট্রান্সপোর্ট চার্জ শেয়ার করতে পারবেন না, এমন কেউ নক দিবেন না।
👉ঢাকার বাইরে বিড়াল পাঠানো সম্ভব না।
👉কনফার্ম না হয়ে কেউ কমেন্ট করবেন না, 'আমি নিবো ' আপনার এই লেখা দেখে অনেকেই মনে করে যে অ্যাডপশন হয়ে গিয়েছে।
ধন্যবাদ🙏
❗❗Help Post 🙏 ❗❗
আপনাদের মনে আছে সোলেমানের কথা? স্ট্রে ক্যাট, আমার বাসায় খেতে আসতো, ১বছর আগে হটাৎ করে আসা বন্ধ করে দিল বাচ্চাটা। অনেক খুজেছি পাই নাই। হটাৎ একদিন ফেসবুকের মাধ্যমে খুজে পাই ওকে 😺 এলাকা বদলে পাশের এলাকায় এক আপার বাসায় গিয়ে গিয়ে খায়। ২দিন আগে হটাৎ আপু ম্যাসেজ দিল সোলেমান এর দুই গালে পোকা গিজগিজ করছে, ও কারো কাছে ধরা দেয় না কি করা যায়। আমি বললাম এর পরে খেতে আসলেই আমাকে জানাবেন আপু। পরেরদিন আপুর ফোন পেয়ে আমি দৌড়ে যাই, ওকে দেখে চোখে পানি চলে আসলো। ১বছর পরে দেখা এভাবে দেখবো ভাবিনি 💔 আমি ডাক দেয়ার পরে আমার কাছে আসলো। এত ব্যাথার মাঝেও আমাকে চিনতে পেরেছে! অনেক কস্টে পরে কোনভাবে ধরে, Care & Cure ক্লিনিকে নিয়ে এনেস্থিসিয়া দিয়ে সব ম্যাগোট ক্লিন করলো। ওকে ৭দিন এর জন্য ক্লিনিকে ভর্তি করে রেখে এসেছি কারন ওকে বাসায় ড্রেসিং, স্যালাইন, ইঞ্জেকশন দেওয়া সম্ভব না। এন্টিবায়োটি
অনেক ঘটনা বলতে চাইলেও সময়ের অভাবে বলা হয় না। তবে ডিট্টুর ঘটনা না বললেই না। রুকসাত আপুর দুই বাচ্চা ডোডো আর ডিট্টু। আপুরা দেশ ছেড়ে যাওয়ার সময় দুইজনকে সাথে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এয়ারলাইন্সের ভুলের কারনে ডোডো চলে যায় আমেরিকা কিন্তু ডিট্টু থেকে যায় এয়ারপোর্টে। পরে আপু পাঠিয়ে দেন আমার কাছে। এত লক্ষী বিড়াল মা শা আল্লাহ আমার বিড়ালদের সাথে এমনভাবে মিশে গিয়েছিল। এর ১বছর পরে আপুর হাসব্যান্ড আসে দেশে। ওকে নিয়ে প্লেনে উঠে। কিন্তু প্লেন ছাড়ার ঠিক আগ মুহুর্তে এয়ারলাইন্সের লোক বলে পেট কম্পার্টমেন্টের অক্সিজেন সাপ্লাই সিস্টেম নস্ট হয়ে গিয়েছে, বিড়াল দেশে রেখেই যেতে হবে। অনেক রিকুয়েষ্ট করেও কোন লাভ হয়নি। উনাকেই উল্টো প্লেন থেকে নেমে যেতে বলেছে। ঠিক যেন সিনেমার গল্প! আপুর ম্যাসেজ পেয়ে এত মন খারাপ হয়েছিল, বাচ্চাটার কপালে যেন আমেরিকা যাওয়া নেই। তারপরও আপু থেমে থা
আপডেটঃ বাচ্চাটা আল্লাহর কাছে চলে গিয়েছে 😔
Bumpy, বয়স ৪ বছর+ সেই করোনার সময় থেকে আমার কাছে আছে। ওর আরও ৪টা ভাই বোন এর সাথে। ৭দিন আগে হটাৎ ও একটু বমি করলো, আলাদা করে অবজারভেশনে রাখলাম। আপুকে জানালাম, নিয়ে গেলাম ভেট এর কাছে। বাচ্চাটা খালি পানির মত বমি করতেছিল, ভেট স্যালাইন, বমির ইঞ্জেকশন সব কিছু দিল, সাথে রক্ত পরীক্ষা, ৩বার এক্সরে করলো। কিন্তু সব রিপোর্ট নরমাল, FIP, Flu কিছুই না। বমি থামলো, সকাল বেলা ৬দিন পরে একটু পাউচ খেল। এত ভালো লাগছিল তখন! কিন্তু পেটটা ফুলতে শুরু করলো। সাদ্দাম ভাই পেট থেকে হলুদ পানি বের করলো, বলল আপু ওর পেট এর মধ্যে লিক হচ্ছে, দ্রুত অপারেশন করা লাগবে, সাথে সাথে ওটি তে নিয়ে গেল। ৩জন ডাক্তার মিলে গতকাল ২ ঘন্টা ওর অপারেশন করলো। (Care & cure এর সব ভেটরা অনেক কস্ট করেছেন। অনেক কৃতজ্ঞ থাকবো সবার কাছে) পেট কেটে দেখে ওর ভুরিতে বেশ কয়েকটা ফুটা হয়ে গিয়েছে। ভেবেছিল কিছু আ
২০১৫ থেকে ফস্টার করছি। এই নয় বছরে অভিজ্ঞতায় কত ভালোবাসা, আনন্দ, কস্ট, জন্ম, মৃত্যু। অনেক মানুষের, প্রাণীর দোয়া ভালোবাসা পেয়েছি, অনেকের আবার অভিযোগও পেয়েছি। যে সব বিড়াল বছরের পর বছর ধরে আছে আমার কাছে তাদের মালিকরা আসে, দেখে যায় ওদের, তারা জানে আমি ওদেরকে নিজের বাচ্চার চোখে দেখি, সবাই আমার কাছে সমান, হোক দামি ব্রিড, হোক রাস্তার বিড়াল।
আমার ফ্যামিলি এবং ওদের বাবা পাশে আছে বলে সুন্দরভাবে এতগুলো বছর পার করেছি। এখন পরিবার বড় হয়েছে, ১জন থেকে অসংখ্য বিড়াল। নিজের জীবনের পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন হয়েছে। মেয়ে সারাদিন এখন যায় এদের নিয়ে, আর আমার ব্যাস্ততোতা আছেই এদেরকে নিয়ে। ❤️
এই Miku বাবুটাকে প্যারালাইজড অবস্থায় রেস্কিউ করেছিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে 🥰, দৌড়াতে পারে, খেলতে পারে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। ❤️