
25/06/2024
আমাদের দেশে অনেকগুলো কারনে গবাদি প্রাণিপালন লাভজনক হতে পারছে না । তাদের মধ্যে অন্যতম কারনগুলো হলো:
১. খামারী সচেতনভাবে প্রোডাক্টিভিটি টুলসগুলোর ব্যবহার করছে না। এখানে টুলস বলতে বেসিক ফার্ম ম্যানেজমেন্ট, অ্যডজাস্টমেন্ট ফ্যাক্টরগুলো বোঝাতে চাইছি যেমন: ফার্ম ম্যানেজমেন্ট রুটিন, বছর ব্যপী রোগ-ব্যাধি ক্যলেন্ডার এর ব্যবহার, সঠিক কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা, সঠিক বাজার জাতকরন ব্যবস্থাপনা নীতিমালা অনুসরন ইত্যাদি
২. সরকারী-বেসরকারী সেক্টরের মধ্যে সমন্বয়হীনতা খুব বেশী। সরকারী প্রতিষ্ঠানগুলো সেবাদাতা এবং সেবাগ্রহীতার মধ্যে সঠিক নীতি নির্ধারনী প্রক্রিয়ার কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে (যেমন: ভ্যাকসিন নীতিমালা, এন্টিবায়োটিক ব্যবহার নীতিমালা, হোল ফার্ম সার্টিফিকেশন এর ধারনা বাস্তবায়ন) করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারীদের উপকার সাধিত হতে পারে।
৩. বেসরকারী উদ্যোগসমূহের কার্যকর বিকাশ
উপরের প্রতিটি ধাপের সঠিক অনুসরন প্রক্রিয়া কতটা কার্যকর হতে পারে তাই মূলত নিচের এগ্রিলিংকস এর রিপোর্টে প্রকাশিত হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, আর্ন্তজাতিক উন্নয়ণ সংস্থা এসিডিআই/ভোকা আর দেশীয় প্রক্রিয়াজাতকারী সংস্থা বেঙ্গল মিট যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নের অংশীদার।
,