11/04/2020
আমাদের দেশে এভিকালচার সেক্টর এর অনগ্রসরতার অন্যতম কারণ যে হারে বার্ডব্রিডার তৈরি হয় তার চেয়ে বেশি বার্ডব্রিডার পাখি পালা ছেড়ে দেন। পাখি ভালোবাসার পরেও পাখি পালা ছেড়ে দেয়ার অনেক গুলো কারণের মধ্যে অন্যতম কারণ হল অনেক ব্রিডারগণ নিজের পারিপার্শ্বিক অবস্থা, চাহিদার ভিত্তিতে কোন পাখি তার জন্য পালা উপযুক্ত তা নির্ধারণে ব্যার্থ হন। যার ফলে এই সম্ভাবনাময় সেক্টরের ক্ষতি তো হচ্ছেই সাথে করে পাখির মার্কেটে অস্থিতিশীলতা, অনেক পাখি হারিয়ে যাওয়ার মত ঘটনা ঘটছে।
এই পোষ্টে পারিপার্শ্বিক অবস্থা ও চাহিদার ভিত্তিতে তুলনামূলক সহজলভ্য পাখি থেকে কার কি পাখি পালা উচিত তা নিয়েই একটা ধারনা দেয়ার চেষ্টা করব।
১.একেবারে নতুন ব্যক্তি: আগে চিiন্তা করুন প্যারাকিট, ফিঞ্চ, ডোভ প্রজাতির মধ্য কোনটা অপনাকে আকর্ষণ করে? কোন পাখিটি আপনার ভাল লাগে। প্যারাকিট করলে বাজরিগার, ফিঞ্চ করলে জেব্রা বা বেঙ্গলি ফিঞ্চ, ডোভ ভালো লাগলে লাফিং ডোভ আদর্শ। নতুনদের কাছে অনুরোধ যেহেতু পাখির রাজ্যে আপনি নিজেই বাচ্চা তাই বাচ্চা পাখি বা নিউ এডাল্ট পাখি আপনার জন্য সর্বোত্তম, এতে পাখি ও আপনার সম্পর্ক খুব ভালো হবে ভবিষ্যতে।
২.জায়গার সল্পতা: জায়গা কম থাকলে আপনার জন্য বাজরিগার, ফিঞ্চ প্রজাতি, ডায়মন্ড ডোভ, লাফিং ডোভ আদর্শ।
৩.অনেক জায়গা আছে: আপনি ছোট পাখি করতে পারেন তবে এর সাথে আপনার আগ্রহ থাকলে ও জায়গার ব্যাবহার করার জন্য বড় পাখি করা উচিত, সেই জন্য ককাটেল, রিংনেক, রোজেলা, র্যাম, লরি, কাকারিকি, কনুর আদর্শ।
৪.পাখিকে অনেক সময় দিতে পারেন না: আপনার জন্য একটু শক্ত প্রকৃতির পাখি নির্বাচন দরকার। যেমন-লাভ বার্ড, কাকাটেল, কনুর, রিংনেক, র্যাম।
৫.পাখির সুন্দর ডাক শুধু যাদের আকর্ষণ করে: ক্যানারি, ডায়মন্ড ডোভ, ককাটেল।
৬.পাখি অনেক ডাকাডাকি না করলে যাদের ভালো লাগে না: সান-কনুর, লাভবার্ড, রিংনেক, কনুর, লরি, বাজরিগার।
৭.পাখির অত্যাধিক শব্দ যাদের পাখি পালনে সমস্যা হয়ে দাঁড়ায়(এই সমস্যাটা শহর জীবনে অনেক বেশী): নিউফেমা প্রজাতি(টারকুইজিন,স্পেলেন্ডিড,বুরগিস,এলিগেন্স), ফিঞ্চ প্রজাতি(জেব্রা,জাভা,গোল্ডিয়ান ফিঞ্চ) তাদের জন্য পাখি পালার শখ ও চাহিদা মেটাতে উপযুক্ত পাখি।
৮.যারা পাখির মিউটেশন নিয়ে কাজ করতে পছন্দ করেন: বাজরিগার, নিউফেমা, জেব্রা ফিঞ্চ, গোল্ডিয়ান ফিঞ্চ।
৯.পাখির বাহারি রং যাদের ভাল লাগে: নিউফেমা, রোজেলা, লরি, গোল্ডিয়ান ফিঞ্চ, কনুর(সানকনুর,পাইনাপেল কনুর,ক্রিমসন বেলি কনুর)আপনার জন্য আদর্শ।
১০.যাদের একটু বন্য পরিবেশে খোলা মেলা জায়গা আছে: ময়ুর, ফিজেন্ট, ম্যাকাও, আফ্রিকান গ্রে প্যারোট ব্রিডিং এর জন্য আপনি চেষ্টা করতে পারেন ইনশাহআল্লাহ সফল হবেন।
১১.টেম বার্ড যাদের প্রধান আকর্ষন: ককাটেল, বাজরিগার, লাভবার্ড, গ্রে প্যারোট, ম্যাকাও, কনুর প্রভৃতি পাখির বাচ্চার হ্যন্ডফিড শিখে ছোট অবস্থা থেকে পাললে অনেক ভালো টেম হবে।
যারা পাখি পালন করে শখের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হতে চান তারা উপরের বিষয়গুলো চিন্তা-ভাবনা করে যে পাখিটি আপনার জন্য উপযুক্ত সেই পাখিটি মন দিয়ে, ধৈর্য সহকারে, কৃপনতা পরিহার করে পালেন ও তার কোয়ালিটি ডেভলপমেন্টে মনোনিবেশ করেন আর আস্তে আস্তে পাখির মিউটেশন ডেভলপমেন্টে কাজ করুন। যেমন-ক্রেস্টেড বাজরিগারে ভালো করতে পারলে জাপানিজ বাজরিগার করুন, টারকুইজিন করতে পারলে স্পেলেন্ডিড পালা শুরু করুন, জেব্রা ফিঞ্চ করতে পারলে গোল্ডিয়ান ফিঞ্চ শুরু করুন। সহজ কথা সাহস আর একাগ্রতাকে বাড়ার সুযোগ করে দিন আর সফল হতে প্রত্যয়ী হোন। পরিশেষে এটাই বলব নিজে বিবেচনা করে আপনার জন্য উপযুক্ত পাখি নির্বাচন করে নিজে ভালো পাখিপ্রেমি ও ভালো বার্ডব্রিডার হবার চেষ্টা করুন আর আপনার এই শখের প্রতি শ্রদ্ধাশীল ভাই-বোন বা বন্ধুকে আগ্রহী করে তুলুন।
__সংগৃহীত, সংক্ষেপিত এবং পরিমার্জিত