ব্রাইট এগ্রো ফার্মস্

ব্রাইট  এগ্রো ফার্মস্ ব্রাইট এগ্রো ফার্মস্ সমন্বিত কৃষি খামার। এখানে ছাগল,দেশী মুরগী, টার্কি,কবুতর পালন ও বিক্রয় হয়।
(1)

29/01/2024

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

15/01/2024

হাইব্রিড বীজ মানব সভ্যতা ধ্বংসের এক দাজ্জালীয় ষড়যন্ত্র। দাজ্জাল সম্পর্কে হাদিস গুলো যখন পড়তাম তখন ভাবতাম কিভাবে সে পুরো পৃথিবী শাসন করবে। এখন তা চোখের সামনে অনুধাবন করতেছি।
বর্তমানে হাইব্রিড বীজের ছড়াছড়ি।
একটা সময় দেখতাম গ্রাম অঞ্চলে নিজেরা বীজ উৎপাদন করতো। এখন সবই হাইব্রিড বীজ।
অধিক ফলনের লোভ লাগিয়ে হাইব্রিড ধান,সবজি উৎপাদন করতেছে কৃষকরা। ফলাফল বীজ সংগ্রহ বন্ধ।

পূর্বে একটু বৃষ্টি হলেই প্রচুর মাছ পাওয়া যেত।বর্তমানে বড় মাছের আশায় হাইব্রিড বীজ দিয়ে প্রাকৃতিক মাছ গুলো ধ্বংস করা হয়েছে।

পূর্বে দেখতাম দেশি গরু দিয়ে হাল চাষ করা হতো, প্রচুর দুধ পাওয়া যেত।
বর্তমানে হাইব্রিড বীজ দিয়ে দেশি গরু উৎপাদন নষ্ট করা হয়েছে। এভাবে প্রতিটা ক্ষেত্র উপরের মহল দখল করে চলছে।
এ এক ভয়ঙ্কর শোষণ ব্যবস্থা। অলস একটি মুসলিম উম্মাহ তৈরি হচ্ছে। ওদের ভান্ডারে সব কিছু মজুত হচ্ছে। হঠাৎ দজ্জাল এসে বলবে আমাকে রব হিসেবে মেনে নাও নয়তো সবকিছু বন্ধ।
আর এভাবে কৃত্তিম সংকট তৈরি করে পুরো পৃথিবী নিয়ন্ত্রণে নিবে। তাই আগে থেকে সাবধান হওয়া উচিত।
এই সমস্যার সমাধান আমাদের হাতে, আমাদেরকে স্থানীয় দেশী শাক সবজির বীজ খুঁজে বের করতে হবে। দেশী বীজ একবার লাগালে প্রতি বছর এখান থেকে পরবর্তী সিজনের জন্য বীজ রাখা যাবে। বাজার থেকে চওড়া মূল্য হাইব্রিড বীজ করতে হবে না।
এবার আসুন জেনে নেই হাইব্রিড বীজ কেনো আমাদের জন্য ক্ষতিকরঃ

প্রথমত হাইব্রিড বীজ চাষাবাদের জন্য অনেক ব্যায়বহুল। এই বীজের ফসলে প্রচুর সার দিতে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে নিয়মিত বিষাক্ত কীটনাশক স্প্রে করতে হয়।

দ্বিতীয়ত এই হাইব্রিড বীজের ফসলে পুষ্টিমান অনেক কম। একটা গবেষনায় দেখা গেছে বর্তমানে শাক সবজিতে নিউট্রিশন লেভেল যে পরিমান থাকার কথা তার মাত্র ৩০% অবশিষ্ট আছে। আর নিউট্রিশন লেভেল চেক করতে আমাদেরকে ল্যাব টেষ্ট করতে হবে না। আমাদের জিহবাই বলে দিবে কোন খাদ্যে নিউট্রিশন বেশী। যে খাবার খেতে আপনার জিহবায় বেশী স্বাদ লাগবে বুঝে নিবেন সে খাদ্যে সবচেয়ে বেশী নিউট্রিশন আছে। তাই যখন আপনি নিজের বাড়িতে দেশী বীজ থেকে কোনো সবজি উৎপাদন করেন সেটার স্বাদ আর বাজার থেকে কেনা সবজির স্বাদ এক হয় না। দূঃখের বিষয় হলো বিষ খেতে খেতে আমাদের অবস্থা এমন হয়েছে যে এখন আর আমাদের জিহবা ভালো খারাপের তারতম্য করতে পারে না। অথচ গরু ছাগলকে দেখবেন তাদের মুখে যেটা স্বাদ লাগে না তারা সেটাতে আর মুখও লাগায় না। বর্তমানে আমরা শুধু খাচ্ছি নিজেদের পেট ভরানোর জন্য, আমাদের শরীরে তেমন কোনো পুষ্টি ঢুকছে না। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিতে অনেক অনেক পিছিয়ে। আপনি যদি দেশী বীজ দিয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে উৎপাদিত একটা খীরা(শসা) খান আপনার ৪ ঘন্টা আর খুদা লাগবে না, অন্যদিকে হাইব্রিড খীরা যতোই খান, কিছুক্ষন পর মনে হবে কিছু খান নি।

তৃতীয়ত হাইব্রিড বীজ প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর। এই বীজে মৌমাছি বসতে চায় না। যার কারনে এখন সবজি চাষে চাষীদেরকে হাত দিয়ে পরাগায়ন করতে হয়। তার উপর আবার মানুষ যেভাবে প্রাকৃতিক মৌচাক ধ্বংস করছে, এতে মৌমাছির অস্তিত্ব হুমকির মুখে। আপানাদের যদি মধু খেতে হয় আপনারা চাষের মধু খাবেন। দয়াকরে প্রাকৃতিক মৌচাক গুলো ধ্বংস করবেন না। মানুষ মধু না খেলেও বাচবে, কিন্তু প্রকৃতিতে মৌমাছি না থাকলে মানুষের অস্তিত্ব টিকবে না।

এছাড়াও হাইব্রীড বীজের আরো অনেক ক্ষতিকর দিক আছে, যা এক পোস্টে লিখে শেষ করা যাবে না।
আমরা উদ্যোগ নিচ্ছি আমাদের দেশীয়(স্থানীয়) বীজ গুলো খুঁজে খুজে সংগ্রহ করার। আপনারাও যদি দেশী বীজ দিয়ে চাষাবাদ করতে চান, প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে শাক সবজি উৎপাদনের কৌশল শিখতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
পোস্টঃ সংগৃহীত

কাশ্মীরি ও বল সুন্দরী কুল
07/12/2023

কাশ্মীরি ও বল সুন্দরী কুল

04/11/2023
খামারের দার্জিলিং কমলা...  মাশাআল্লাহ...
14/10/2023

খামারের দার্জিলিং কমলা... মাশাআল্লাহ...

আলহামদুলিল্লাহ খামারে ছাগল বাচ্চা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচটি বাচ্চা হয়েছে সামনে কয়েকদিনের মধ্যে আরো বাচ্চা হবে ইন...
17/03/2023

আলহামদুলিল্লাহ খামারে ছাগল বাচ্চা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচটি বাচ্চা হয়েছে সামনে কয়েকদিনের মধ্যে আরো বাচ্চা হবে ইনশাআল্লাহ... 🥰🥰

ঢাকায় বসে বাগানের কুল আর কমলা খাই😍😍
23/02/2023

ঢাকায় বসে বাগানের কুল আর কমলা খাই😍😍

আলহামদুলিল্লাহ বাগানে কুল..😍
08/02/2023

আলহামদুলিল্লাহ বাগানে কুল..😍

আলহামদুলিল্লাহ খামারে আপেল কুল ও বল সুন্দরী বিক্রি শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। কিছুদিন পরে কাশ্মীরী কুল বিক্রি শুরুহবে.....
27/01/2023

আলহামদুলিল্লাহ খামারে আপেল কুল ও বল সুন্দরী বিক্রি শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। কিছুদিন পরে কাশ্মীরী কুল বিক্রি শুরুহবে...

26/08/2022

থাই পেয়ারা বাগান

15/10/2021

সমন্বিত খামারে লস অনেক কম হয়। কারন এখানে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করা হয়।একটিতে যদি লস হয় অন্যটি দিয়ে ক্ষতি পু...

Address

ব্রাইট এগ্রো ফার্মস
Dhunat
5841

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাইট এগ্রো ফার্মস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্রাইট এগ্রো ফার্মস্:

Videos

Share

Category